মুজিবনগরের যুব প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মুজিবনগরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির মোনাখালি শাখায় যুব প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দারিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি (পি এস কে এস) এর আয়োজনে, উন্নয়নে যুব সমাজের অষ্টম ব্যাচের যুব প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে ।

৮ টি ব্যাচে ২০০ জন যুবকে স্বপ্ন আমার উদ্যোক্তা হব শিরোনামের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যুবদের উদ্দেশ্যে আলোচনা করেন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিব উদ্দিন। প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ হাসানুজ্জামান সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী ও রহিম আক্তার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোনাখালী শাখা।




মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, এবং মুজিবনগর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নের দিবসটি পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় এবং সেখানে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।

মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাজাহান আলী।




ঝিনাইদহে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

‘সম্মুখে ছুটেছি বাঁধাহীন হয়ে, যুগের পৃষ্ঠে একেছি আমরা বিজয়ের পদচিহ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী নাট্য কর্মশালা।

ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর আয়োজনে রোববার দুপুরে শহরের কুইন ফ্রেশক্যাফে মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস’র পরিচালনায় আজীবন সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সুলতান আল একরাম, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ, দপ্তর সম্পাদক শাহানুর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লোটাস রহমান সোহাগ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের সদস্য কাজী আলী আহম্মেদ লিকু, জাফর উদ্দিন রাজু, বসির আহমেদ।

আয়োজকরা জানায়, ২ দিনব্যাপী এই আয়োজনে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে অভিনয় বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হবে। প্রশিক্ষণ প্রদাণ করবেন নাট্যকার ও নিদের্শক এইচ আর অনিকসহ স্থানীয় নাট্যজনরা।




গুছিয়ে করুন রোজার বাজারসদাই

রোজার মাসে বাজারদর নিয়ে কমবেশি সবাই চিন্তিত। পকেটের বেহাল দশার কথা ভেবে বাজার করতে গেলে কি কি করা হবে তা নিয়ে ভাবছেন সবাই। কিন্তু রমজানে একটু বুদ্ধি করে বাজার করলে আপনাকে এত চিন্তায় পড়তে হবে না। রোজার আগে বাজার করুন পরিকল্পনা অনুসারে:

প্রথমেই পণ্যের তালিকা করে নিন
রোজার সময় কি কি জিনিস রান্নার ঘরে রাখবেন সেটা বুঝে নিন। রোজায় একেবারে অপ্রয়োজনীয় আইটেম রাখার কথা বাদ দিন। কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। তবে সংকটের সময়ে বরং রোজা সঠিকভাবে পালনের স্বার্থে জরুরি পণ্যের তালিকা করে নিন। তালিকা দেখে বাজার করলে বাড়তি কিছু কেনা হয় না।

বেশি পরিমাণে কিনুন
সংরক্ষণ করার সাপেক্ষে একসঙ্গে বেশি পণ্য কিনুন। বিশেষত ডাল, ইফতারের জন্য বেসন আর চাল এগুলো বেশি কিনে নিন। বাজারে কদিন পরপর দাম বাড়ে। এসব পণ্যের ক্ষেত্রে বেশি নেওয়াই ভালো।

বেসনের ব্যবস্থা অন্যভাবে
বেসনের দাম এ সময় বাড়ে। তাই আপনি বুটের ডাল বা খেসারির ডাল ভাঙিয়ে নিন। বাজারের বেসনে অনেক কিছু মেশানো হয়। তাই নিজেরা বেসন বানিয়ে নিলে কম খরচেই স্বাস্থ্যকর ইফতারের রসদ জোগানো যাবে।

দাম দেখে কিনুন
কোনো পণ্য কেনার সময় ইউনিট প্রাইস দেখে নিন। পণ্যের দাম ও পরিমাণটি দেখা জরুরি। বাজারে অন্য কোনো ব্র্যান্ড আরও সাশ্রয়ী দামে দিচ্ছে কি-না দেখুন। এই তুলনামূলক প্রক্রিয়া আপনার জন্য ভালো হবে।

অনলাইন শপে একটু চোখ রাখুন
অনলাইন শপগুলো নানা অফার দিয়ে থাকে। আবার ফেসবুকে অনেক তাজা পণ্য কমদামে পাওয়া যায়। সেদিকে একটু চোখ রাখুন। অনেক সুবিধাই পাবেন।

ছাড়ের সময় কিনতে পারেন
অনেক সুপারশপে পয়েন্ট অপশন আছে আবার ছাড়ের অফার চালু হয়। এই সুযোগে বিভিন্ন পণ্য কিনে নিন। বাড়তি ছাড়ের বিষয়টি একেবারে এড়িয়ে যাওয়ার নয়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠান

ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রোববার সকালে সদর উপজেলার মধুপুরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রকৌশলী ফিরোজ খন্দকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সেসময় উপস্থিত ছিলেন পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৩-২৪ শিক্ষাবের্ষর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




পর্ন অভিনেত্রী সোফিয়া লিওনের রহস্যজনক মৃত্যু

পর্ন সিনেমার অভিনেত্রী সোফিয়া লিওন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী সোফিয়া লিওনের মরদেহ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ মৃত অবস্থায় সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনো চলছে।

সোফিয়া লিওনের বাবা মাইক রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে ভক্তদের কাছে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন।

তিনি লিখেছেন, ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, কারও বোন, নাতনি ও বন্ধু। নানান প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ভ্রমণ করতে ভালোবাসত এবং সব সময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব। কিন্তু যারা ওকে ভালোবাসে, তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে।’

সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুরা শোকাহত। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়া তার মডেলিং এজেন্সি, হানড্রেড ওয়ান মডেলিংও খবরটি নিশ্চিত করেছে এবং বলেছে, ‘আমাদের প্রিয় সোফিয়া লিওনের অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে মন ভেঙে গেছে।’ প্রতিষ্ঠানটি এক্সে একটি পোস্টে লিখেছে, ‘একটি সুন্দর আত্মা, যে আমাদের অনেককে স্পর্শ করেছে।

এই দেবদূতের আত্মার শান্তি কামনা করি। আমরা আপনাকে অনেক ভালোবাসতাম। পরিবারের জন্য একটি গোফান্ড মি শুরু করা হয়েছে।’

সেখানে আরও দাবি করা হয়েছে, আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। ১৯৯৭ সালের ১০ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্ন সিনেমার ভুবনে প্রবেশ করেন তিনি।

এদিকে টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তিন মাসের মধ্যে পরপর চার পর্ন তারকার মৃত্যু হয়েছে।

গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন কাগনি লিন কার্টার। তাঁর বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চমকে দিয়েছেন। গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তাঁর প্রেমিক ব্রেট হাসেনমুলারের মৃতদেহ উদ্ধার হয়।




ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে: পলক

ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সার্ভিস ডেলিভারি, ব্যাংকিং, ই-কমার্স ও বীমা এই ৪টি সেবা পাবলিক-প্রাইভেট ও মিডিয়া পার্টনারশিপের সমন্বয়ে আগামীর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডাক বিভাগ গড়ে তুলবো। আমার দৃঢ় বিশ্বাস, আগামীর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ইকোনমি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্মার্ট ডাক বিভাগ।

গতকাল শনিবার রাতে কুষ্টিয়া প্রধান ডাক ঘর চত্বরে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নব-নির্মিত প্রধান ডাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা গত ১৫ বছরে দক্ষ মানবসম্পদ তৈরি করেছি, ইন্টারনেট সহজলভ্য করেছি; যার ফলে আইটি সেক্টরে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে, ১৩ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী তৈরি হয়েছে এবং আইসিটি একটি রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। ৪টি স্তম্ভের উপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি করে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরবো।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আওতায় আগামী ৬ মাসের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান দেশের ৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান, কুষ্টিয়া ডেপুটি পোস্ট মাস্টার মিরাজুল হক, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ইএমসি) খন্দকার মাহবুব হোসেন, কুষ্টিয়া প্রধান ডাক ঘরের পোস্ট মাস্টার আবুল কালাম আছাদ, সুপার অলক কুমার বিশ্বাসসহ স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কালিশংকপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।




অনূর্ধ্ব-১৬ নারী সাফ ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

গেল মাসের ৮ তারিখে কমলাপুরে অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে নানান নাটকীয়তার পর যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়নস ঘোষণা করা হয়। সেই ফাইনালের এক মাসের মাথায় আবারও আরেকটি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ-ভারত। নেপালে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

এবার অপরাজিত থেকে শিরোপা জয়ের লক্ষ্যে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলার ষোলো না পেরোনো মেয়েরা। ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ফাইনাল সবসময়ই ফাইনাল। ভারত খুবই ভালো দল। তিন ম্যাচে তারা ১৮ গোল করেছে। তাদের আক্রমণভাগ কতটা শক্তিশালী, গোলগুলো সেটাই ইঙ্গিত করে। আমাদের খেলোয়াড়দের কথাও বলতে হয়, তারাও সর্বোচ্চটা দিয়েছে। আমার মতে, সেরা দুই দলই ফাইনালে উঠেছে।’

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে ভারতের কোচ মুত্তাহর চাওয়ার বলেন, ‘আগামীকাল নতুন একটা দিন। গ্রুপ পর্বে যা হয়েছে, ভুলে গেছি। স্বীকার করছি, আমাদের কিছু ভুল ছিল, তবে আমরা বিশ্বাস করি আমাদের খেলা আসলেই ভালো ছিল। এখন আমরা উজ্জীবিত। মেয়েরা ফাইনাল খেলতে মুখিয়ে আছে।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ৮ নেতাকর্মী কারাগারে

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ ৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ রবিবার (১০ মার্চ ) দুপুরে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তাঁদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আসামিরা হলেন মেহেনপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান, আমঝুপি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ ।

মামলার বিবরনে জানা গেছে, গত ২৯ অক্টোবর ও ০১ লা নভেম্বর সরকার পতন ও নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে মেহেরপুর সদর থানায় দু’টি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তাঁরা। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের কৌশলীগন ছিলেন এডভোকেট মারুফ আহমেদ বিজন, কামরুল ইসলাম সহ সকল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী গন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন কোর্ট ইন্সপেক্টর মানুষ ঘোষ।




গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‘‘দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্যে গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী ফুটবল মাঠে এক মোহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার আদিলা আজহার আরশী, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী।

এসময় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারীগণ উপস্থিত ছিলেন।