কুমিল্লাকে উড়িয়ে প্রথম শিরোপা জয় বরিশালের

অবশেষে বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো বরিশাল। এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি দলটি। বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। তবে মাইদুল অঙ্কন ও জাকের আলির সাবধানী ব্যাটিংয়ের পর আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করেন মাইদুল অঙ্কন। এছাড়া রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৭৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। তবে এরপর দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় কুমিল্লা। তামিম ২৬ বলে ৩৯ ও মিরাজ ২৬ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান।

তবে কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পথেই থাকে বরিশাল। মারমুখী ব্যাটিং করতে থাকেন মায়ার্স। তবে দলীয় ১৪১ রানে ৩০ বলে ৪৬ রান করে ফিরে যান এই ব্যাটার।

এরপরই দলীয় ১৪৪ রানে ১৮ বলে ১৩ রান করে আউট হন মুশফিক। তবে ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বরিশাল। সেই সঙ্গে প্রথম শিরোপার জয়ের উৎসবে মাতে দলটি। মিলার ৭ বলে ৮ ও মাহমুদউল্লাহ ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় বিভিন্ন অপরাধের কারনে ৭ প্রতিষ্ঠানের জরিমানা

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে ব্যবসায়ীদের মূল্যতালিকা,ভাউচার না থাকাসহ বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বাজার তদারকির সময় এ জরিমানা করেন।

সজল আহম্মেদ জানান,ভোজ্য তেলের নতুন মূল্য কার্যকর ও পবিত্র মাহে রমজানের আগে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পেঁয়াজ,সবজি, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স সুমন স্টোরে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্তা¡ধিকারী সাধন সাধু খাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স অন্তর স্টোরের স্বত্তাধিকারী অন্তর হোসেনকে একই অপরাধ ও আইনের ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মুরাদ স্টোরের স্বত্তাধিকারী মুরাদ মুন্সিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ক্ষতিকর রঙ মেশানো খোলা চিপস বিক্রির অপরাধে একই আইনের ৩৭ ও ৩৮ ধারায় ৪ হাজার টাকা, মেসার্স সুকুমার স্টোরের স্বত্তাধিকারী শুভন কুমারকে একই আইনের ৩৮ ধারায় ৩ হাজার টাকা,মেসার্স মানিক স্টোরের স্বত্তাধিকারী তিজারত মন্ডলকে একই ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পরে কাঁচামালের খুচরা বাজার তদারকি করা হয়। এসময় কাঁচামাল আড়ৎদার মেসার্স জামান ভান্ডারের স্বত্ত¡াধিকারী রবিউল ইসলামকে পণ্যে কেনার ভাউচার না রাখা ও খুচরা মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ধারায় ১ হাজার টাকা আর মেসার্স বিসমিল্লাহ ভান্ডার পেঁয়াজের আড়তের পেঁয়াজের কেনার ভাউচার সংরক্ষণ না করার অপরাধে একই আইনের ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকির সময় ব্যবসায়ীদের সতর্ক করে সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেয়া হয়। আর তেলের নতুন মূল্য কার্যকর করতে তাদেরকে সতর্ক করা হয়। বাজার তদারকি করার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগীতা করে।




কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (০১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে ।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার কুমার, একাডেমি সুপারভাইজার মোঃ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম প্রমুখ।

তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্সের এজিএম আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির কোটচাঁদপুর অফিসের এজিএম মঈন উদ্দীন খান, সোনালী লাইফ ইনসুরেন্সের মুজাহিদুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কোম্পানির এ জি এম আল-আমীন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সেরকোম্পানির এ জি এম কাজী রওশান আরা।

সে সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জীবনে চলার পথে বীমার কোন বিকল্প নেই। ১৯৬০ সালের ১লা মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কর্মজীবনে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই হিসাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্তমান সরকার ১লা মার্চকে ১ম জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষনা করেন।

এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সের কর্মরত অফিসার ও মাঠ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




পানিশূন্যতায় হতে পারে স্ট্রোক

স্ট্রোক মস্তিষ্কের একটি অসুখ। সাধারণত ইসকেমিক ও হেমোরেজিক এই দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে । স্ট্রোকের মধ্যে ইসকেমিক স্ট্রোকের সংখ্যাই সবচেয়ে বেশি। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। ফলে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যায়। শুরুতে কোষগুলো রক্ত চলাচল কমে গেলেও বেঁচে থাকতে পারে। আস্তে আস্তে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন পায় না। এর ফলে একজন ব্যক্তির প্যারালাইসিস হয়ে যায়। একেই স্ট্রোক বলা হয়।

তবে পানির অভাবে মানবদেহে বেশ কিছু পরিবর্তন আসে। ফলে শরীরে ইলেক্ট্রোলাইটের পরিমাণে তারতম্য ঘটে। ফলে স্ট্রোক হতে পারে। তবে এর জন্য আর্টেরিয়াল স্ট্রোকের বদলে মূলত সেরিব্রাল ভেনাস স্ট্রোক হয়।

এছাড়াও অন্যকিছু কারণে স্ট্রোক হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হয়ে যায়। রক্ত ঘন হয়ে গেলে ধীরে ধীরে চলাচল করে। এর ফলে রক্তচাপও কমে যায়। রক্তচাপ কমে গেলে রক্ত ঠিকমতো ব্রেনে পৌঁছাবে না। ফলে ব্রেনের সমস্যা হতে পারে।

শরীরে পানি কমে গেলে ব্রেনের উপরেও প্রভাব পড়ে। মস্তিষ্কের মধ্যে থাকা রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে ও রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে মস্তিষ্কের বেশ কিছু অংশে অক্সিজেন কমে যায়। যা স্ট্রোকের বড় কারণ। এদিক থেকেও ডিহাইড্রেশন প্রভাব ফেলতে পারে শরীরে।

পানিশূন্যতার লক্ষণ কী কী?

.মাথাব্যথা
.রক্তচাপ কমে যাওয়া
.ইউরিন ইনফেকশন
.কোষ্ঠকাঠিন্য
.দুর্বলতা
.ত্বক শুষ্ক হয়ে যাওয়া
.অস্থিসন্ধিতে ব্যথা
.ওজন বেড়ে যাওয়া
.কিডনির বিকল হয়ে যাওয়া ইত্যাদি

পানিশূন্যতার ঝুঁকি এড়াতে

যদি ডিহাইড্রেশনের বিভিন্ন লক্ষণ যেমন- শুষ্ক মুখ, মাথাব্যথা, মাথা ঘোরা ও তৃষ্ণার্ত হওয়া অনুভব করেন তাহলে বারবার অল্প অল্প করে পানি পান করতে চেষ্টা করুন। এর সঙ্গে দিনে পর্যাপ্ত তরল পান করা উচিত যাতে আপনার প্রস্রাবের রং পরিষ্কার হয়। যদি বমি বা অতিরিক্ত ঘাম বা ডায়রিয়া হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি তরল খাবার যেমন- স্যুপ, তাজা ফলের রস বেশি করে পান করুন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (০১মার্চ) সকালে উপজেলার সস্তার বাজার এলাকায় ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার যোগিরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্লার ছেলে মমিনুর রহমান (২৮)।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিরহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলো। পথে সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল সাড়ে ১১ টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাশ বোঁঝায় ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকের আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আলী হোসেন নামের আরেকজন। নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।




স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটির এসিআই প্রিমিও প্লাস্টিক বিভাগ টেরিটরি সেলস ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। গত ২৭ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টেরিটরি সেলস ম্যানেজার

বিভাগ

এসিআই প্রিমিও প্লাস্টিক

পদসংখ্যা

নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি পাস হতে হবে। ম্যানুফ্যাকচারিং, প্লাস্টিক/পলিমার ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: ২৫ থেকে ৪০ বছর।

অভিজ্ঞতা

কমপক্ষে ২ বছর।

কর্মস্থল

দেশের যেকোনো জায়গায়।

বেতন

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদনের শেষ সময়

২৮ মার্চ ২০২৪।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নারীসহ আহত ৪

গাংনী- হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্ততঃ চারজন আহত হয়েছেন। এরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা হোসেন(১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত(১৫), ইজিবাইক যাত্রী গাংনী উপজেলার রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা(৩৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের জাহাবকসের ছেলে মজিবুল হক (৫০)।

এদের মধ্যে মজিবুল হক, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত হাটবোয়ালীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখেমুখি সংঘর্ষ হলে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।

এসময় আহত হন চারজন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ জানান, আহতদের মধ্যে মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে। অন্য তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে বোলিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা। এখনো পর্যন্ত ৪টি শিরোপ জিতেছে তারা। ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৩ বিপিএলের পরে এবারও ফাইনালে উঠেছে দলটি। এবার জিতলে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পাবে লিটন দাসের দল।

অন্যদিকে এখনো পর্যন্ত বিপিএলের শিরোপা জিততে পারেনি বরিশাল। এর আগে তিন বার ফাইনালে উঠেছিল দলটি। যেখানে ২০১৫ ও ২০২২ সালে এই কুমিল্লার বিপক্ষেই শিরোপা হারিয়েছিল দলটি। তবে এবার কুমিল্লাকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে যায় তামিমের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাইদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়, জাকের আলি, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোহানাত বর্ষণ।

ফরচুন বরিশাল একাদশ: মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, ওবেড ম্যাকই, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম।

সূত্র: ইত্তেফাক




পুরোনোরূপে নতুন হাঁকডাক

শোবিজ অঙ্গনে ঈদকেন্দ্রিক হাঁকডাক বেড়েই চলছে। মুক্তি পাওয়ার অপেক্ষায় বহু সিনেমা। যদিও গত কয়েকবছর ধরেই এমন চিত্র দেখা যাচ্ছে। ঈদ যতই ঘনিয়ে আসবে, ততই জটিল হতে থাকবে ঈদের সিনেমার হিসাব-নিকাশ। কাঙ্ক্ষিত হল না পেয়ে ছিটকে যাবেন অনেকেই। আর কী কী ঘটতে পারে, জানাচ্ছেন নুরুল করিম

পুরোনোরূপে নতুন হাঁকডাক

২০২৪ সালের প্রথম দুই মাসে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, তার মধ্যে একটি সিনেমাও আশা জাগাতে পারেনি। তবে বছরের শুরু থেকেই অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে শোনা যাচ্ছে ঈদকেন্দ্রিক হাঁকডাক। ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘জ্বীন ২’, ‘নেত্রী: দ্য লিডার’, ‘ওমর’, ‘দেশান্তর’ ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘ডেডবডি’-এই সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে বলে জানা গেছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতি ঈদেই ডজন ডজন সিনেমার নাম শোনা যায়। কিন্তু এত সিনেমা মুক্তি দেবে কোথায়? কোটি টাকায় সিনেমা বানিয়ে দুটা প্রেক্ষাগ্রহ পেলে তো কেউ মুক্তি দিতে চাইবে না।

শাকিব খান বনাম….

ঢাকাই ইন্ডাস্ট্রির সবাই-ই খুব করে চান ঈদে তাদের একটা অংশগ্রহণ থাকুক। তাই প্রতি ঈদেই দেখা যায় তুমুল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার একদিকে থাকেন শাকিব খান। প্রতিবছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। এই ঈদেও ‘রাজকুমার’ নিয়ে বেশ খোশ মেজাজে শাকিব খান। বিগ বাজেটের এই সিনেমায় শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। অন্যদিকে শরিফুল রাজ অভিনীত ৩ ছবি এবার ঈদে মুক্তির আলোচনা চলছে। এগুলো হলো— মিশুক মনিরের ‘দেশান্তর’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’। তবে শেষ পর্যন্ত ক’টি সিনেমা মুক্তি পায় তা অনিশ্চিত। অনন্ত জলিলের ‘নেত্রী: দ্য লিডার’ গত ৩ ঈদ পিছিয়ে এবার সত্যিই মুক্তি পাবে কিনা তা বলা মুশকিল। তবে ‘জ্বীন ২’ মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়া।

গানে গানে জমজমাট ঈদ

গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! তার পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘কাজলরেখা’র ক্ষেত্রেও হচ্ছে না ব্যতিক্রম! এতে থাকছে ২০টি গান। গানের কথা সংগৃহীত হলেও সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। অন্যদিকে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমায়ও গান বেশ গুরুত্ব পাবে। পরিচালক বলেন, ‘প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সঙ্গে এবার গান আছে ইমন চৌধুরী।’

সোশ্যাল মিডিয়ায় ‘বাক-যুদ্ধ!’

ঈদের ছবি মুক্তির আগে নির্মাতাদের যেন ঘুম হারাম অবস্থা। এক সময় দেশজুড়ে সিনেমার প্রচারণা চালালেও এখন বেশিরভাগই ঝুঁকেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ফেসবুকে কে কতটা ‘হাইপ’ তুলতে পারেন সেই প্রতিযোগিতা চলে। সিনেমা ও শোবিজ কেন্দ্রিক পেইজ, গ্রুপ, ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের এ কাজে ব্যবহার করা হয়।

এ ছাড়া বিভিন্ন তারকাদের ফ্যান গ্রুপরাও এই কাজ বেশ সহজ করে দেন। যেমন—ফেসবুকে ‘দ্য কিং অব ঢালিউড সুপারস্টার শাকিব খান’-এর সদস্য সংখ্যা ৬ লাখের বেশি। শাকিবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের গন্ধ পেলে সারাদিন না খেয়ে কাটান গ্রুপের কেউ কেউ এমন ঘটনাও আছে। তবে অনেকেই বলে থাকেন, শাকিবের বিপরীতে যে সিনেমাই হলে থাকুক না কেন, তারা সেই সিনেমার বিপরীতে অপপ্রচার চালান। এই ঈদেও শাকিবিয়ান বনাম অন্য তারকার ভক্তদের ‘সোশ্যাল মিডিয়ার বাক— যুদ্ধ’ অব্যাহত থাকবে, ধরে নেওয়াই যায়।
সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের উদ্যাগে পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ ) সকাল ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমিকতে এই পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিঠা প্রতিযোগিতার আয়োজকরা সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন,লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোমানা রহমান।

তিনি বলেন, দেশব্যাপী গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। আমরা পুরো দেশে এ ধরনের আয়োজন করছি। যাতে করে গ্রামীণ পিঠা-পুলির প্রচলন থাকে,পাশাপাশি নারীরা এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।

লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের মেহেরপুর শাখার অর্থ বিষয়ক সম্পাদক নাসরিন নাজনীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক পলিন ডি রোজারিও, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আরা হিরা, মেহেরপুর জেলা শাখার সভাপতি নয়না আফরোজ প্রমুখ।

এছাড়াও এসময় লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক হাবিবা পারভিন রনি, যুগ্ম সম্পাদক শিউলি আক্তার উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১৮ টি পিঠার স্টল অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মাহফুজা খাতুন, দ্বিতীয় হয়েছেন সুমি বিশ্বাস ও তৃতীয় হয়েছে আশরাফিয়া আশরাফ আশা।

অনুষ্ঠান শেষে বিজয়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও বিজয়ীরা লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় পুরো দেশব্যাপী প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পাবে।