চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫২৭ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।

১৫২৭ তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য নটরাজ হারুন অর রশিদ।
স্বরচিত লেখা পাঠ করেন বনলতা, হুমায়ুন কবীর, কাজল গুরু, সুমন মালিক, এম এ মামুন হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, সুমন ইকবাল, জামাল উদ্দীন বেঙ্গলী প্রমুখ।

স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

বাংলা সাহিত্যের পুরোধা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। অনুভূতি ব্যক্ত করেন শব্দসারি সংকলনের প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টু । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




মেহেরপুরে চিহ্নিত মাদকসেবী ডালিম শেখ ফেনসিডিলসহ আটক

৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মেহেরপুর শহরের চিহ্নিত মাদক সেবি ডালিম শেখকে (৪০) আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ডালিম শেখ মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার মাহাবুল শেখের ছেলে।

আজ শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকা থেকে ডালিম শেখকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি টিম অভিযানে অংশ নেন।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।




মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষক নিহত

জমিতে মটারে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।

নিহত আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের উত্তর পাড়ার সালামত উল্লাহ’র ছেলে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে স্থানীয় আলমপুর মাঠে এই ঘটনা ঘটে।

এদিকে লাশ দাফনের সময় পুলিশী বাঁধা সৃষ্টি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতা পরে সুরাহা হয়।

স্থানীয়রা জানান, কৃষক আলমগীর হোসেন তার নিজ জমিতে মটারে সেচ দিতে যান। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সন্ধ্যার সময় পারিবারিকভাবে লাশের জানাজার প্রস্তুতি চলছিল।

এসময় সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের দাফনে বাঁধা দেন। এবং লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার চেষ্টা করেন।

পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের হস্তক্ষেপে রাত সাড়ে ৯ টার দিকে দাফন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, এই মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের পর দাফনের কথা বলা হয়েছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় লাশের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




গাংনীতে কুলের আটি শ্বাসনালীতে আটকে স্কুল ছাত্র নিহত

বরইয়ের (কুল) আটি শ্বাসনালীতে বেঁধে মো: মুরছালিন ইসলাম ওরফে জয় (১১) নামের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিহত মুরছালিন ইসলাম ওরফে জয় গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জহির উদ্দিনের ছেলে ও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

মুরছালিনের শিক্ষক সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুজ্জামান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো: মুরছালিন ইসলাম বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

তিনি জানান, আজ শুক্রবার (২৩ ফেব্রয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মুরছালিনের মা রওশনারা খাতুন জানান, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে বাড়ির গাছের কুল খেয়েছিলো। এসময় অসাবধানতাবসত কুলের একটি আটি খেয়ে ফেলে। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় মুরছালিন।

মা রওশনারা খাতুন আরও জানান, আটিটি তার শ্বাসনালীতে আটকিয়ে মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি সহড়াবাড়িয়াতে শিশটির দাফন সম্পন্ন হয়েছে।




মেহেরপুরে যুগান্তরের ২৫ বছরে পদার্পনে আলোচনা সভা সম্মাননা প্রদান

মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও চারণ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ মেহেরপুর কমিটির উপদেষ্টা পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সভাপতিত্ব করেন।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুস সালাম, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, চারণ সাংবাদিক আব্দুস সালাম, ইউএনবি প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুণ জুয়েল, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, গাংনী উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টু, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় দৈনিক সংবাদের সাবেক চারণ সাংবাদিক আব্দুস সালামকে। তাকে উত্তরীয় পরিয়ে দেন মেয়র রিটন। ক্রেস্ট তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া চারন সাংবাদিক আব্দুস সালামকে উৎসর্গ করা যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযমের লেখা ‘মুজিবনগর : যুদ্ধজয়ের উপখ্যান’ বই ও পোষাক তুলে দেয়া হয়।

মেয়র রিটন বলেন- এখনও যুগান্তর নিরপেক্ষতা রেখে সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও এমনটা থাকার প্রত্যাশা করেন মেয়র।

জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন- গত ২৪ বছরে জেলার ২৪ জন সম্মাননা পেয়েছেন। আগামীতে সম্মানীয়রা স¤মানীত হবেন যুগান্তরের মাধ্যমে। এ মেহেরপুরের বড় পাওয়া।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ, ম, ইমতিয়াজ বিন হারুণ জুয়েল তার বক্তব্যে বলেন- যুগান্তরসহ যেকোন সাংবাদিকের বিরুদ্ধে কোন মামলা হলে তিনি ওই সাংবাদিককে কোন সম্মানীছাড়া আইনী সহায়তাসহ তার পাশে থাকবেন।




মেহেরপুরে মুরুব্বীদের ১০ তম মিলন মেলা

মেহেরপুর জেলার ৪৭ গ্রামের ৬ শতাধিক বয়োবৃদ্ধদের নিয়ে ১০তম ‘মুরুব্বীদের মিলন মেলা’ হয়েছে সদর উপজেলার কুলবাড়িয়া হাইস্কুল মাঠে। জেলার ৪৭ গ্রামের মুরুব্বীরা কেউ লাঠিতে ভর করে, কেউ যাত্রিবাহী বাসে, ইজিবাইকে, কেউবা বাইক চালিয়ে আজ শুক্রবার সকালে কুলবাড়িয়া স্কুল মাঠে জড়ো হয়।

সকালে তাদের দেয়া হয় দই, মুড়ি মুড়কি, কলা, গুড় দিয়ে নাস্তা। দুপুরে দেয়া হয় সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল।

সকালে প্রথম পর্বে উন্মুক্ত আলোচনা, কে কেমন আছেন, শিশুকাল, যুবককাল ও বর্তমান কাল নিয়ে স্মৃতিচারণ কথা। ২য় পবের্ জুম্মার নামাজ শেষে দুপুরের খাওয়ার পরে মেলায় আলোচনা অনুষ্ঠানে কুতুব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম, রফিকুল মোল্লা, আবদুর রহমান, সাইদুর রহমান, আবদুস জোহা, রুহুল আমিন, সাজেদুর রহমান প্রমুখ। মেলায় সিদ্ধান্ত হয় আগামীতে প্রতিটি গ্রামের সামর্থবান মুরুব্বিরা নিজ নিজ গ্রামের মুরুব্বিদের নিজ দায়ীত্বে সাথে করে মিলন মেলাতে নিয়ে আসার।

কুলবাড়িয়া থেকে তিন কিলোমিটার দুর ককুতুবপুর থেকে লাঠিতে ভর করে এই মেলায় আগত আমিরুল ইসলাম বলেন- বয়সের ভারে চলতে পারিনা। তারপরেও সমবয়সীদের মিলন মেলায় হাজির হবার জন্য লাঠিতে ভর করে চলে আসি। দেখা হয় কতজনের সাথে। খুব ভালো লাগে। প্রতিবারই ভাবি আবার যেন সামনের বার আসতে পারি। এখানে একদিনের জন্য হলেও দিনটি আনন্দে কাটে।

অন্যতম আয়োজন কুতুব উদ্দীন জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের একটি দিনের জন্য হাসিমুখ দেখতে, প্রবীনদের একাকিত্ব দুর করতেই দশ বছর ধরে ফেব্রুয়ারি মাসের ৩য় আজ শুক্রবার এমন আয়োজন করা হয়।

এই মিলন মেলায় এবার বাজেট ছিলো ২ লাখ টাকা। যার সিংহভাগ ব্যয়ভার বহন করেছে আমেরিকা প্রবাসী আবুল বাশার, হাজি হাসেম আলী ও মামুন হোসেনসহ স্থানীয় ৫২ জন দাতা।




চুয়াডাঙ্গায় বিপি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদার সাথে স্কাউট এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৭তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, র‍্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এবং চুয়াডাঙ্গা জেলা রোভারে যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এবং জেলা রোভারের সভাপতি ড.কিসিঞ্জার চাকমার উপস্থিতিতে কেক কাটা এবং বিপি দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলার রোভারের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বলেন, স্কাউট এর তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সবসময় আর্ত মানবতার জন্য কাজ করে থাকে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ২১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ ইতিমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। সেইসাথে ২০৪১ সালের মধ্যে ৪১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। স্কাউট রাষ্ট্রের সকল প্রকার কার্যক্রমে বিশেষভাবে সেবা প্রদান করে থাকে । এ সময় তিনি বিপি দিবসের আনুষ্ঠানিক সফলতা কামনা করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বিপি দিবস উপলক্ষে কাব স্কাউট, স্কাউট, রোভার এবং ইউনিট লিডারদের নিয়ে স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

স্কাউট এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যে পথে এগিয়ে যাচ্ছে সেই জন্য তিনি কাব স্কাউট স্কাউট এবং রোভার স্কাউটদের বিশেষভাবে অবদান রাখা এবং ইউনিট লিডারদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা রোভারের যুগ্ম সম্পাদক আবু নাসির, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এর সম্পাদক তানভীর আহমেদ সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার ও জেলা স্কাউট এর বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিট লিডার সহ চুয়াডাঙ্গা জেলার সকল প্রতিষ্ঠান রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগরে এমপি টগরকে সংবর্ধনা প্রদান

চুয়াডাঙ্গা-২ আসনে টানা ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী আলী আজগর টগরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে এক আলোচনা সভা শেষে এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সহকারী কমিশনার (ভূমি) তিথী মিত্র, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাবিদ হাসান, জীবননগর পৌর সভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লাসহ ইউপি সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন ।

এদিকে আলোচনা সভা শেষে জীবননগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইয়ুথ এ্যাসেম্বলির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুর জব্বার।




জীবননগরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা আক্তার সীমু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুসহ সকল দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিপি দিবস পালন

মেহেরপুর জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলের পাওনিয়ার স্কুল ও প্রফেশনাল কলেজে  এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা রোভারের সহ সভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম।

জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যাক্ষ রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান টিটু এবং সিনিয়র রোভারমেট অনিক ইসলাম।  অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের আরএসএলসহ রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম রোভারের জনক ব্যাডেল পাওয়েল এর জীবনের বিভিন্ন মানবিক দিক ও রোভারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আজকের বিপি দিবসের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে সেবার মন্রে উজ্জীবিত হতে রোভার সদস্যদের প্রতি আহবান জানান। তিনি এ রকম আন্তর্জাতিক মানের সেবা সংগঠন ও সকলের কাছে গ্রহণযোগ্য এ রকম একটি সংগঠন গড়ে তোলার জন্য ব্যাডেন পাওয়েলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোভার স্কাউটস সদস্যদের মানুষের সেবায় আত্মনিয়োগের করতে আহবান জানান।