চুয়াডঙ্গার দর্শনায় যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার মধ্যে দিয়ে ২১ শে ফেরু্রয়ারী আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দর্শনা পৌরসভার আয়োজনে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে দর্শনা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু।
বিগত বছরের ন্যায় এ বছরও উপজেলার দর্শনা পৌরসভার আয়োজনে সকল এনজিও, রাজনৈতিক দলমত, নাট্য সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতার্-কর্মচারী ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী দর্শনা কেরু চিনিকলের মাঠে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে একত্রীত্ব হয়।
এসব অংশগ্রহনকারী সংগঠনের মধ্যে ছিলো দর্শনা অনিবার্ণ থিয়েটার, দর্শনা পৌর আওয়ামীলীগ, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার, ওয়েভ ফাউন্ডেশন, ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল হেরা-ইসলামী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিন চাঁাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা, দক্ষিন চাঁাদপুর মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা লিটিল এনজেলাস স্কুল, উদ্দিপন সংস্থা,মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, দর্শনা সি এন্ডএফ , দর্শনা ফারিয়া, অংকুর আর্দশ বিদ্যালয়, দর্শনা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, পূর্বরামনগর সরকারী প্রা্থমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা হিন্দোল সংগীত পরিষদ, পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা বালিকা বিদ্যালয়, দর্শনা পৌরসভা, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা উদ্ভিদ সংগনিরোধ, দর্শনা শেখ রাসেল স্কুল এ্যান্ড কলেজ, দর্শনা ইলেকট্রনিশিয়ান এ্যাসোসিয়েশন, ও দর্শনা শান্তিনগর সরকারী প্রাথমিক।
এরপর জাতীয় সংগীতের মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর জাতীয় পতাকা ও পৌর মেয়র আতিয়ার রহমান হাবু কালো পতাকা উত্তোল করেন। দর্শনা সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ ড. মফিজুর রহমান উপস্থিত ৩৫টি বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার মানুষদের শপত বাক্য পাঠ করান। এসময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু,কেরু চিনিকলের শ্রমিক নেতা সাবেক সভাপতি তৈয়ব আলী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও শ্রমিক নেতা জয়নাল আবেদীন নফর। এরপর প্রতিটি প্রতিষ্ঠান একে একে নিজ নিজ ব্যানার নিয়ে দর্শনা বাজার মাঠ থেকে দর্শনা সরকারী কলেজ চত্বরে দর্শনা প্রধান শহিদ মিনারে পুস্পমাল্য দান করেন। এছাড়া দর্শনা পৌর আওয়ামীলগী, বিএনপি, জাতীয় পার্টি ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি বাংলাদেশ জাসদ একে একে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করেন। শুধুমাত্র ২১ শে ফেরু্রয়ারী নয়, জতীয় দিবস যেমন ১৬ ডিসেম্বর ও স্বাধীনতা দিবস দর্শনা পৌর সভার আয়োজনে পালিত হয়ে থাকে।
পুস্পমাল্য অর্পন শেষে দর্শনা অর্নিবাণ থিয়েটার ও হিন্দেল সংগীত পরিষদের আয়োজনে সকাল ১০টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং সন্ধায় অনিবার্ণ থিয়েটারের আয়োজনে মুনির চৌধুরীর রচনায় এবং কবিরুল হক লিপুর নিদের্শনায় কবর নাটক পরিবেশিত হয়। এছাড়া দামুড়হুদা উপজেলায় ভিন্ন ভিন্ন স্থানে ২১ শে ফেরু্রয়ারীর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কেরু চিনিকলের মাঠে সংসদ সদস্য আলী আজগার টগর ও মেয়র আতিয়ার রহমান হাবু জাতীয় ও কালো পতাকা উত্তোলন করছেন।অপরদিকে কেরু এ্যান্ড কোম্পানীর আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে।পরে কেরু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র্যালি বের করে।র্যালিটি শহরের বিভিন্ন প্রদিক্ষন শেষে কেরু উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়।প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন,কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন,ফ্যাক্টরি ম্যানেজার সুমন কুমার শাহা, জি এম অর্থ আব্দুস ছাত্তার, জি এম কৃষি আশরাফুল আলম ভৃইয়া, মহাব্যাবস্থাপক প্রশাসন এডি এম ইউসুফ আলী,কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম।