গাংনীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাগর

গাংনীর কাথুলী ইউনিয়নে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন এম পি নাজমুল হক সাগর। অগ্নিসংযোগ এর ঘটনার খবর পেয়ে আজ রবিবার বেলা ১২ টার সময় ঘটনা স্থলে ছুটেযান মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর।

এসময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সহ ওয়ার্ড মেম্বর হুছাইন মাহমুদ ঘটনা স্থলে উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন এবং কম্বল সহ খাদ্য সামগ্রিক দিয়ে সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান বর্তমান এমপি ডাক্তার নাজমুল হক সাগর।

জানাযায় গাংনীর কাথুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে দফায় দফায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার সময় কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে মোহাম্মদ ইমরান আলীর বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান খাসমহল গ্রামের এমন ঘটনা সত্যিই আমরা মর্মহত। তবে আমি কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এই পরিবারের পাশে থেকে সর্বচ্চ সহযোগিতা করবো। আজকে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। আগামী তে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা জানান আজকে আমরা উপজেলা প্রশাসন থেকে কিছু নগদ অর্থ কিছু শোকলা খাবার এবং কম্বল প্রদান করে গেলাম এবং কাছের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নগদ অর্থ খাবার চাউল কম্বল প্রদান করেছেন পরবর্তীতে আমার কাছে এই ক্ষতিগ্রস্ত পরিবার যদি করে তার পরিপ্রেক্ষিতে আমি উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন জানান আমরা ইফতার নিয়ে ব্যাস্ত ছিলাম এমন সময় রান্না ঘর থেকে অগ্নি সংযোগের সৃষ্টি হয়ে আমার ঘরে লাগে তারপর গোয়াল৷ ঘরে লাগে। আমার ঘরে বাড়ি করবো বলে ৪ লক্ষ টাকা রাখাছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে,ঘরের জিনিপত্র ধান গম সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার আর কিছু করার নেই আমার দিকে একটু খেয়াল রাখবেন। আসন্ন ঈদ যেন এই পরিবারের কাছে এক শোকের ছায়া।

অপরদিকে একই দিনে মাইলমারী গ্রামে মৃত জামিরুলের স্ত্রী ছমিরনের বাড়িতে তামাক ঘরে অগ্নি সংযোগ হয়ে রান্নাঘর সহ প্রতিবেশী আরো তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।




ঝিনাইদহে কৃষকের ধরন্ত পেয়ারা গাছ কেটে তসরুপ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের এক হতদরিদ্র কৃষকের দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার বিকেলে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামের সাথে তার ভাই মসলেম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিকেলে মসলেম উদ্দিন তার সহযোগিদের নিয়ে কৃষক শহিদুলের ৯ শতক জমির দেড়’শ ধরন্ত পেয়ারাগাছ কেটে দেয়। এছাড়াও তার ১৪’শ জমিতে বপন করা দেড় মাস বসয়ী মাসকলাই’র জমি চষে দিয়ে দখল করে নিয়েছে মসলেম উদ্দিন। জমি থেকে সম্প্রতি পেয়ারা বিক্রি শুরু করেছেন তিনি।

ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার জমিতে আমি অনেক কষ্ট করে পেয়ারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছের বয়স ৩ বছর। কিছুদিন হলো আমি পেয়ারা বিক্রি শুরু করেছি। এই আমার একমাত্র আয়ের উৎস। শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি এর শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। তাই বলে ধরন্ত গাছগুলো কেটে ফেলা খুবই অন্যায় হয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কাটা গাছ নিয়ে একজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এলাকায় পুলিশ পাঠানোর পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমীর ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের কুইন ফ্রেশ ক্যাফে রেস্টুরেন্টে এ খাদ্য সামগ্রী বিতরণ করে অংকুর নাট্য একাডেমী।

অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটগোপালপুর আরটি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রোকনুজ্জামান মিলন, জহুরুল ইসলাম জহির, অংকুরের আজীবন সদস্য জামাল হোসেন, মিলন হোসেন, আব্দুস সামাদ শফি, মীর আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে শহরের বিভিন্ন এলাকা অর্ধ-শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, সাবান শ্যাম্পুসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।




ঈদে রূপালি পর্দায় আসছেন এক ঝাঁক ছবি

ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। এ কারণেই এ সময় সিনেমা মুক্তির তালিকাও থাকে বেশ বড়। সে ধারাবাহিকতা বজায় থাকছে এ বছরেও। আসন্ন ঈদে দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার সিনেমা মুক্তি পেতে চলেছে।

এবারের ঈদে দীর্ঘদিন পর নতুন সিনেমা ‘সোনার চর’-এর মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন মৌসুমী-ওমর সানী জুটি। নির্মাতা জাহিদ হোসেনের এ সিনেমায় অভিনয় করেছেন আলোচিত জায়েদ খানও ।

এছাড়া ঈদে মুক্তি পাচ্ছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে রূপালি পর্দায় দেখা যাবে পূর্ণিমা ও ফেরদৌস জুটিকেও।

এদিকে ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখতে যেন মুখিয়ে থাকেন শাকিব ভক্তরা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘রাজকুমার’।
পরিচালক হিমেল আশরাফের এই সিনেমাটি মুক্তির আগেই শাকিব ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা।

অন্যদিকে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আলোচিত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ঈদের জন্য নির্মাণ করেছেন ‘কাজলরেখা‘। এই সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আয়মানের।

এছাড়া অভিনেত্রী মিথিলাকেও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরিফুল রাজ।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু ও শহীদুজ্জামান সেলিম এই ঈদে রূপালি পর্দায় আসছেন ‘ওমর‘ নিয়ে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে আসছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক।

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শরিফুল রাজ- বুবলির ‘দেয়ালের দেশ‘ সিনেমাটি রয়েছে আলোচনায়। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি ।

‘মোনা-জ্বীন ২‘ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান, অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, আহমেদ রুবেল প্রমুখ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত।

এ ছাড়া, নায়ক রোশান, ওমর সানী, রাশেদ মামুন অপু ঈদে নিয়ে আসছেন ‘ডেডবডি‘। সিনেমাটি পরিচালনা করেছেন মো. ইকবাল।

সূত্র: ইত্তেফাক




আমঝুপিতে মুকুল ফাউণ্ডেশনের শাড়ি-কাপড় বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী- কাপড় বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে শাড়ি কাপড় বিতরণের উদ্বোধন করা হয়।

মুকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী জিয়াউর রহমান মুকুল (ভার্চুয়াল) শাড়ি কাপড় বিতরণের উদ্বোধন করেন।

জিয়াউর রহমানের পিতা জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সেলিম রেজা, সাইদুর রহমান, মতিউল আশরাফ, আসাদুজ্জামান লিটন, আখতার হোসেন, রিকো প্রমূখ।

অনুষ্ঠানে আমঝুপি গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে এসকল শাড়ি কাপড় তুলে দেওয়া হয়।




মেহেরপুরে “বাড়ি মেহেরপুর” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

৭ই এপ্রিল রবিবার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিস রোডে ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ বাড়ি মেহেরপুরের প্রধান কার্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও ১০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণে করা হয়।

বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আমেরিকান প্রবাসী এম এম নুরুজ্জামান বাবুর সার্বিক তত্ত্বাবধানে বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন মোঃ রিনুর পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান রাজ।
বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের মডারেটর মিলি ইসলাম, নাসরিন বিনতে মেরাজ, এম এ মাবুদ।

বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন মোঃ রিনু বলেন আমরা প্রতিবছরের মতো এ বছরেও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।

এ সময় তিনি আরো বলেন বাড়ি মেহেরপুর গ্রুপ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এখানে রাজনীতির কোন ছত্রছায়া নেই । বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের প্রধান যে কাজ চলমান রয়েছে তা হল প্রতিমাসে একটি অসহায় পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিমাসে যে কোন একটি মাদ্রাসায় (হিফয ও এতিমখানা) ৫০ কেজি চাল দেওয়া হয়। শীতের সময় আমরা মানবতার দেওয়াল দিয়ে থাকি যাতে শীতের কাপড়ের অভাবে কোন মানুষ কষ্ট না পায়।




এবার এক্স-এ ব্যবহার করা যাচ্ছে গ্রক

ইলন মাস্কের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক। এই চ্যাটবটটিকে সম্প্রতি এক্স প্লাটফর্মেও ব্যবহার করা যাচ্ছে। তবে তা শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস অ্যাকাউন্টধারীরা এই প্লাটফর্ম ব্যবহার করতে গত বছর ইলন মাস্ক এক্স এআই এর ঘোষণা দিয়েছিল। তখন প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এই চ্যাটবট ব্যবহার করতে পারছিলেন। যারা মাসে ১৬ ডলারের সাবস্ক্রিপশন নিয়েছিলেন তারাই এটি ব্যবহার করতে পারতেন। আর এখন আট ডলার খরচা করলেই এই চ্যাটবটের ব্যবহার করা যাবে।

গ্রকে চ্যাট করার ক্ষেত্রে রেগুলার মোড আর ফান মোডে চ্যাট করতে পারবেন। অন্য যেকোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতো এটিও কিছু ভুল তথ্য দিয়ে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক শোরগোল পাওয়া যাচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ




৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

১৯৮৩-৮৪ মৌসুমে সর্বশেষ কোপা দেল রে জিতেছিল অ্যাথলেটিক বিলবাও। এরপর দীর্ঘদিন কোপা দেল রে জিততে পারেনি দলটি। অবশেষে দীর্ঘ ৪০ বছরের খরা কাঁটিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে দলটি। এই নিয়ে ২৪টি শিরোপা ঘরে তুললো ক্লাবটি।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মায়োর্কাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় বিলবাও। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ সমতায়। ম্যাচের ২১ মিনিটে গোল করে মায়োর্কাকে লিড এনে দেন দানি রদ্রিগেজ। এরপর ম্যাচের ৫০ মিনিটে ওইহান স্যানসিট গোল করে বিলবাওকে সমতা এনে দেন।

এরপর ১২০ মিনিটের খেলা শেষ ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানা চার শটের সবগুলো গোল করে বিলবাও। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় শ্যুট মিস করে মায়োর্কা। এতেই শিরোপা উৎসবে মাতে বিলবাও।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিলবাওয়ের ২১ বছর বয়সী ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। দলকে শিরোপা জিতিয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমরা ইতিহাস গড়েছি। দল অনেক পরিশ্রম করেছি। সমর্থকেরা আমাদের সঙ্গে ছিলেন। এটা তাদের প্রাপ্য। আমি লম্বা সময় ধরে এটির স্বপ্ন দেখে আসছিলাম।’

সূত্র: ইত্তেফাক




গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শশুর পুলিশ হেফাজতে

মেহেরপুরের গাংনীতে টুম্পা খাতুন(১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধূর পিতার আবেদনের প্রেক্ষিতে স্বামী সাঈদ হোসেন (২৩) ও শশুর মিঠু হোসেনকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ঢেপা স্কুলপাড়া এলাকায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় ছয় মাস পূর্বে গাংনী উপজেলার ঢেপা গ্রামের সাঈদ হোসেনের সাথে মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের পিন্টুর মেয়ে টুম্পা খাতুনের বিয়ে হয়। সাঈদ পেশায় রাজমিস্ত্রী। বিয়ের পর তারা দুজনেই সংসার করে আসছিলেন।

সাঈদ হোসেনের খালা পারভীনা খাতুন বলেন, তারা স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিলো। গতকাল ঈদের বাজার করেছে। সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় পিকনিক করেছে। আর মধ্যরাতে শুনছি গলাই দঁড়ি দিয়েছে। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি ছিলো আমরা কিছুই বুঝতে পারছি না।

ওসি মো: তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত হবে। এছাড়া গৃহবধূর স্বামী ও শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।




আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় আলমডাঙ্গার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,দেশে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, আমাদের জেলায় গরমের সময় গরম ও শীতের সময় প্রচন্ড শীত পড়ে। এথন গরম কাল প্রচন্ড গরম পড়ছে। এখন আমাদের সতর্কতার সাথে চলাচল করতে হবে। আগুন থেকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন,পবিত্র এই রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে জিনিসের দাম বৃদ্ধি করছে। সকল ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করবো তারা যেনো বেশি দামে পণ্য বিক্রি না করে।

এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আজকে দেশে নতুন করে পাহাড়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে। যারা সন্ত্রাস করছে , অশান্তি সৃষ্টি করছে সরকার কঠোর হস্তে তা দমন করবে। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না।

মত বিনিময় কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান,জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য শাহ আলম,সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা,পৌর সহসভাপতি আবু ডালিম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আব্দুল মালেক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস চেয়ারম্যান, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,কালিদাসপুর ইউনিয়ন চেয়ারম্যান আশাদুল হক মিকা, আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর হোসেন, সোনাউল্লাহ, শহিদুল হক, দেলোয়ার হোসেন, বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর কুদ্দুস, আমিরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শাহিন রেজা, সোহেল রানা শাহিন, টুটুল, সৈকত খান, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, হাসান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, রকি, সাকিব প্রমুখ।