দামুড়হুদায় ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযান চা‌লিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ আটক করেছে পুলিশ। এ সময় মেহেরপুর জেলার মু‌জিবনগর উপজেলার জয়পুর গ্রামের নোয়াজ্জেস মিয়ার ছেলে মাসুদ রানাকে (৪৫) আটক ক‌রা হয়।গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান চালায় পু‌লিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানান, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের একদল পু‌লিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাইডাঙ্গা গ্রামের কবরস্থান মোড়ে সুবলপুরগামী পাকা রাস্তার ওপর হতে ৪৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ মাসুদ রানাকে আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী-ছেলে আহত

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনজিরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে তার স্বামী ভ্যান চালক হামিদুল ইসলাম (৪১) ও ছেলে আশরাফুল ইসলাম (৮) গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের কালিদাসপুর ব্রিজ মোড় এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনা থানাধীন পুরাতন বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান যোগে স্বামী,স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এসময় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে গৃহবধূ আনজিরা। ঘটনাস্থলে পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। এতে গুরুত্বর আহত হয়েছে স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানাপুলিশ ও ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেবার প্রস্তুতি চলছে।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানান, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।




কুষ্টিয়ায় ঘাসের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ঘাসের জমির ভিতর থেকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আজিবার (৫৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমলা ইউপির অঞ্জনগাছী গ্রামের জোয়াদ্দারপাড়ার ঘাসের জমির ভেতর থেকে লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ সময় তার নিকট হতে দুটি লোহার খন্ড উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা মাঠে ঘাস কাটতে গেলে লাশ দেখে পুলিশে খবর দেন। পরের স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে সাধারণ মানুষ জন ব্যক্তিটিকে সনাক্ত করে। নিহত আজিবর রহমান এর শ্বশুর বাড়ি অঞ্জন গাছি এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার গাংনী নিশিপুর এলাকায় নতুন বিয়ে করে বসবাস করে আসছিলেন। তাকে দীর্ঘদিন এলাকায় দেখা যায় না বলেও জানান স্থানীয়রা।

আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা বলেন, নিহত ব্যক্তি ‘আজিবর চোর’ নামে পরিচিত ছিল । তিনি আগে ও এখনো বিভিন্ন জায়গায় চুরির কাজে যুক্ত ছিলেন বলে জানান তিনি।

ঘটনার ব্যাপারে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ টি উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




বিছানায় বসে খাবার খাওয়া ঠিক নয়

অনেকেই আলসেমির বশে বিছানায় বসে খাওয়া-দাওয়া করেন। এখন আগের মতো সবাই একসঙ্গে বসে খাওয়ার সুযোগ হয় না। সবার ব্যস্ততা থাকে। বিছানায় খাওয়া-দাওয়া করার সংকটও এখানেই, কারণ সবাই খানিকটা অলস হয়ে পড়েন৷ আলস্যের কারণে হজম ও বিপাক ক্রিয়ার সমস্যা হয়। বিছানায় খাওয়া-দাওয়ার কিছু স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জেনে নিন।

বদহজম
বিছানায় বসে অলসভাবে খেলে বদহজম হতে পারে। একদিন-দুদিনের হিসেব আলাদা। শরীরের প্রস্তুতিও লাগে৷ তাই অলসভাবে খেলে বদহজম, অ্যাসিডিটি হতে পারে।

নিয়ন্ত্রিত খাদ্যগ্রহণে ব্যাঘাত
বিছানায় এলিয়ে খেলে খাবারে মনোযোগ দরকার হয় না। হয় আপনি টিভি দেখছেন বা মোবাইল চালাচ্ছেন। এভাবে অনেক সময় ভালোভাবে খাবার চিবুনো হয় না। আবার অনেকে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলতে পারেন। এগুলো স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অস্বাস্থ্যকর পরিবেশের শঙ্কা
বিছানায় খাবার খেলে বিছানায় খাবার লেগে যেতে পারে৷ অস্বাস্থ্যকর পরিবেশ আলসেমিরই ফল। তাতে অ্যালার্জির সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

ঝিনাইদহে ফেব্রুয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৫’শ ২৫ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল , ১ কেজি ছোলা ও ৫ কেজি চাউল মিলবে। তবে এবার রমজান উপলক্ষে ১ কেজি ছোলা অর্ন্তভুক্ত করা হয়েছে।




মোস্তাফিজের সর্বশেষ অবস্থা

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষানিরীক্ষার পর জানা যায় শঙ্কামুক্ত তিনি। তবে পর্যবেক্ষণে ছিলেন এই পেসার। মোস্তাফিজের সর্বশেষ অবস্থা জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে বোলিং করছে কুমিল্লা। টসের সময় ধারাভাষ্যকার আতাহার আলি লিটনের কাছে মোস্তাফিজের অবস্থা সম্পর্কে জানতে চান। লিটন বলেন, ‘সে ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলে যুক্ত হবে।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং সাইডে ছিলেন মোস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

সূত্র: ইত্তেফাক




নিয়োগ দেবে রকমারি ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডটকম। প্রতিষ্ঠানটিতে কাস্টমার কেয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কাস্টমার কেয়ার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক পাস হতে হবে।প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ১৮-২৮ বছর।

কর্মস্থল

ঢাকা (মতিঝিল)।

বেতন

৭,৫০০-১২,৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ মার্চ ২০২৪

সূত্র : বিডিজবস




দামুড়হুদায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্প যেনতেন ভাবে সমাপ্ত

দামুড়হুদায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা পর্যায়ে পিজি নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) প্রশিক্ষণ যেনতেন ভাবে সমাপ্ত করে বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক টাকা পকেটস্থ করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপির বিরুদ্ধে।

দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) এই প্রশিক্ষন গত ১২ ফেব্রুয়ারী সমাপ্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দামুড়হুদা উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার পিজি ও নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) মধ্যে নির্বাচিত ৪০০ জনকে ১০ ভাগে বিভক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দামুড়হুদা উপজেলার দর্শনায় অবস্থিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ৩য় তলায় এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর।

৪০ জনের এই গ্রুপ সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে করার কথা থাকলেও চেয়ারম্যানদের সাথে কোন পরামর্শ না করে নিজেদের ইচ্ছা মত ভূয়া নাম ঠিকানার ৪০ মহিলা ও পুরুষদের নিয়ে গ্রুপ গঠন করেছে।

সরেজমিনে গত ৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় প্রশিক্ষণস্থল উপজেলার দর্শনায় অবস্থিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ৩য় তলায় গিয়ে দেখা যায়, ৩৭ জন নারী ও ৩ জন পুরুষ (নারীদের বহন করা অটোরিক্সার চালক) প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষনার্থীরা কোন ইউনিয়নের জিজ্ঞাসা করলে জানানো হয় নাটুদহ ইউনিয়নের। দুপুর সাড়ে ১২ টার সময় প্রশিক্ষনার্থীদের কাছে জানতে চাওয়া হয়, তারা সকালে নাস্তা পেয়েছে কি না। উত্তরে সকলে জানায় তারা কোন নাস্তা পায়নি। এমনকি ওই সময় পর্যন্ত এসব প্রশিক্ষনার্থীদেরকে দেওয়া হয়নি কোন সরঞ্জাম। কথাবার্তার এক ফাঁকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি তার অফিস সহায়কদেরকে বলেন এখনই সবাইকে প্রশিক্ষণ সরঞ্জামাদি দিয়ে দাও। তখন দ্রুত ২৫০ থেকে ৩০০ টাকার সরঞ্জামাদি প্রশিক্ষনার্থীদেরকে দেওয়া হয়। আর নাস্তা ও খাবার দেওয়া হয় ১দিনে সর্বোচ্চ ২০০ টাকা থেকে ২৫০ টাকার।

দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, এই প্রশিক্ষণের বিষয়ে আমি কিছু জানিনা। আমার কাছথেকে নামের কোন তালিকাও নেওয়া হয়নি।

প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের প্রত্যকে ২দিনের জন্য বরাদ্দ আছে, যাতায়াত বাবদ ১ হাজার টাকা, সকালে নাস্তা, দুপুরের খাওয়া, বিকেলের নাস্তা বাবদ ১ হাজার টাকা ও প্রশিক্ষন সরঞ্জাম ৭’শ টাকা, প্রশিক্ষকদের ২ হাজার টাকা ও সহায়কদেরকে ১ হাজার টাকা। সর্বমোট ২০ দিনে উল্লেখিত এসব খাতে বরাদ্দকৃত ১৩ লাখ টাকা ব্যায় করতে হবে।

কিন্তু দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি তা না করিয়ে যেনতেন ভাবে অধিকাংশ গ্রুপকে ২ দিনের স্থলে নাম মাত্র ১ দিন ৩ ঘন্টা (সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত) করে প্রশিক্ষণ করিয়ে ২ দিনের উপস্থিতি শীটে স্বাক্ষর নেন। প্রশিক্ষন সরঞ্জামাদি দেওয়া হয়নি একাধিক গ্রুপকে।

ফলে সরকার ও বিশ্ব ব্যাংকের প্রকৃত উদ্দেশ্য একদিকে যেমন সফল হয়নি, অন্যদিকে বরাকৃত টাকা হয়েছে পকেটস্থ।

এভাবেই প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) এই প্রশিক্ষণ কর্মশালা গত ১২ ফেব্রুয়ারী সমাপ্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি।

এছাড়া তিনি প্রতিদিন অফিসে আসেন বেলা ১১/১২ টায়। অফিসের মোবাইল ভেটেনারি ক্লিনিক গাড়িটি তিনি খামারীদের কাছে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার ও বাড়ি যাওয়া আসা কাজে ব্যবহার করেন। এখানে সব অনিয়মই যেন নিয়মে পরিনত হয়েছে।

দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি এ অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে আমি খুব ভাল প্রশিক্ষণ করিয়েছি। তার পরও জানিনা কেন কি কারণে কে বা কারা সংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে আমাকে বিব্রত করছে।

এসব অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ মোঃ মশিউর রহমান জানান, উপজেলা পর্যায়ে পিজি নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) প্রশিক্ষণের বরাদ্দ সরাসরি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠিয়েছি। সে কারণে এই প্রশিক্ষণ বা কর্মশালার বিষয়ে আমি খোজ খবর রাখি না। তবে কোন অভিযোগ উঠলে তা কঠোরভাবে তদন্ত করে দেখা হবে। তদন্তে দূর্ণিতীর প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




রায়হান রাফী’র ‘অমীমাংসিত’

এদেশের পরীক্ষিত সফল নির্মাতা রায়হান রাফি। এ পর্যন্ত তিনি যতগুলো ছবি বানিয়েছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা হলো-সত্য ঘটনার নির্যাস।

যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন নির্মাতা রাফী। কিন্তু ছবি মুক্তির পর কারো আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।

চলতি মাসেই আসছে রাফী’র নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই রহস্যের গন্ধ স্পষ্ট। গত ১২ ফেব্রুয়ারি যখন এর টিজার ছাড়া হলো অন্তর্জালে, তখন দর্শক বলছে, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্য?

সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায়, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাত্ ছবিটি দেখলেই সব বোঝা যাবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প।

আটক আক্তারুল মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের সামসুল মোল্লা ওরফে ভুলুর ছেলে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে গাংনী উপজেলার মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিল সহ আটক করেন।
র‌্যাব-১২ সিপিস-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান আজ সোমবার বেলা ১২ টার সময় ক্যাম্পের হলরুমে প্রেসব্রিফ করে এই তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম মোমিনপুর গ্রামে অভিযান চালায়। আক্তারুল মোল্লা ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করলে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধরে ফেলে।

আটক আক্তারুল মোল্লা ও তার আপন মামা গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাইজেল (৫৫) দীর্ঘদিন যাবৎ ভারত থেকে চোরাই পথে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রি করে আসছিলেন। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৪(খ)৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৫, তারিখ ১৯/০২/২৪ ইং। আসামি আক্তারুল মোল্লাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মামলার অপর আসামি তাইজেল ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।