চুয়াডাঙ্গায় ৪টি প্রতিষ্ঠান মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় আসন্ন ঈদুল ফিতরের ঈদ কে সামনে রেখে অনেক বিপনি বিতান গুলোতে বেচাকেনায় যেন অসাধু উপায় অবলম্বন করছে ব্যবসায়িরা। এ সকল অসাধু ব্যবসায়ীদের রুখতে নড়েচড়ে বসেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় চারটি দোকানে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে চুয়াডাঙ্গার নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার নিউ মার্কেটে অভিযানে মেসার্স হৃদয় ফ্যাশান নামক প্রতিষ্ঠান তদারকিকালে নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মেসার্স আজিজ বস্ত্রালয় এর মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে প্রিন্স প্লাজা মার্কেটে মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মুল্যের একটি শার্টে ২ হাজার ৮৫০ টাকা প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে ক্রয় করা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ রাখা হয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার একেএম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শেষ পর্বে চুয়াডাঙ্গার খন্দকার, মিঠাইবাড়ি, সাম্পানসহ মিষ্টির প্রতিষ্ঠানগুলোকে ঈদে কোন প্রকার শর্ত দিয়ে পণ্য বিক্রয় ও মুল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয় । অভিযানটি সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। এ অভিযান অব্যহত থাকতে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।




কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরসাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পাতিবার কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস কর্মকর্তা অপু বনিকের নেতৃত্বে একটি চেীকস টিম দৌলতপুর উপজেলার চরসাদিপুর গ্রামের রিন্টু (৫৫) এর বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়।

এসময় ওই বাড়ি থেকে দুই বস্তায় সত্তর হাজার (৭০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়ি জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমান জাল ব্যান্ডরোল, ফিল্টারসহ বিপুল পরিমান নকল বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা নকল বিড়ি ও বিড়ি তৈরি উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়। তবে এলাকার লোকজন অভিযান বাধাগ্রস্থ করতে একত্রিত হলে কাষ্টমস কর্মকর্তারা দ্রুত অভিযানস্থল ত্যাগ করেন।

অভিযান শেষে জব্দকৃত নকল নাসির বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন উপকরন কাস্টমস হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কাস্টমস কর্মকর্তা অপু বনিক জানান, দৈনিক বিপুল পরিমান টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি চক্র নকল বিড়ি তৈরি করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




মুজিবনগরে ঢেউটিন ও চেক বিতরণ

মুজিবনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল এবং জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি এর বিশেষ বরাদ্দ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ / বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্হাপনা অধিদপ্তর কর্তিক প্রদত্ত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হত দরিদ্র উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

প্রধান অতিথি নির্বাহী অফিসার খায়রুল ইসলাম আলোচনা সভায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ উন্নয়নের বিশ্বের রোল মডেল হিসাবে পরিগণিত হচ্ছে হচ্ছে তারই ধারাবাহিকতায় মেহেরপুরের গর্ব জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সব সময় অসহায় দরিদ্র মানুষের খোঁজখবর রাখছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে তার বিশেষ বরাদ্দ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে সমস্ত সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে সেসব বিষয়ে তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে ৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫৩ বান্ডিল ঢেউটিন এবং বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




ট্রুকলার থেকে নিজের ডাটা মুছবেন যেভাবে

অপরিচিত নম্বর থেকে কল আসলে অনেক সময় জানার সুযোগ থাকে না। আর এই কাজটি অনেকটা সহজ করে দিয়েছে ট্রুকলার। এই অ্যাপটি ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে বলে কারও নম্বর দেখে ওই ব্যক্তি সম্পর্কে কিছু না কিছু জানা যাবে। এটা শুধু ওই কলারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য।

অনেক ব্যবহারকারী ইতোমধ্যে ট্রুকলারের ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন। নিজের নম্বর মুছে ফেলতে চাচ্ছেন। কাজটি কী আদৌ সম্ভব? সেক্ষেত্রে দুটো সুযোগ আছে। একটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া। দুই, আপনার ফোন নম্বর ডিলেট করার পর ট্রুকলার থেকে মুছে ফেলা।

ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

.প্রথমে অ্যাপটি চালু করুন।
.সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।
.সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করে ট্যাপ করুন।
.এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।
.ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেও আপনার ডেটা থেকে যাবে। তাই আপনাকে আনলিস্টিং করতে হবে। যেভাবে করবেন:

.www.truecaller.com/unlisting ওয়েবসাইটে প্রবেশ করুন।
.ফোন নম্বর ও নিজের দেশের ফোন কোড টাইপ করুন।
.আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।
.আনলিস্ট করুন।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ২ হাজার পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহারের চাল পেয়েছেন পেয়েছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ হাজার ৫ টি অসহায় পরিবার।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্বাবধানে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় এসকল পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য রকিবউদ্দীন,বাবুল মল্লিক,সিবাস্তিন মল্লিক ঝড়ুসহ সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।




ঈদে হাফ ডজন নাটক নিয়ে ইফফাত আরা তিথি

ছোট পর্দার পরিচিত মুখ ইফফাত আরা তিথি। কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। কাজের এ বিশাল পরিধিই তাকে এনে দিয়েছে সুনাম। আসন্ন ঈদুল ফিতরের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ঈদেও এ অভিনেত্রী ছয়টি নাটক নিয়ে হাজির হতে চলেছেন।

নাটকগুলোর অধিকাংশতেই অভিনেত্রী তিথির সহ-শিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা যাহের আলভী। এখনো বেশ কিছু নাটকের শুটিং চলছে। নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী তিনি। অভিনেত্রীর ভাষ্য, নিজের সর্বোচ্চটা দর্শকদের দেখাতে পারবেন তিনি। নাটকগুলোতে থাকছে ভিন্ন চরিত্র এবং ভিন্ন গল্প। ট্রেন্ডি গল্প থেকে বের হয়ে গল্প নির্ভর কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথি বলেন, আমি শুরু থেকেই কম কাজ করি। তবে সেগুলো যেন দর্শকদের মাঝে আনন্দ দেয় সেই চিন্তা করেই করি। আমি কাজ করি দর্শকদের জন্য। আশা করি ঈদের নাটকগুলো দর্শক পছন্দ করবে।

আসন্ন ঈদে ইফফাত আরা তিথি অভিনীত কয়েকটি নাটক হলো বিচার, সেলফোনে বৃষ্টি, সাধারণ পরিবহন, খাদক, গাইয়্যা, ভাবির ভাতের হোটেল উল্লেখযোগ্য।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে গুডনেইবারর্স এর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

“আমার স্বাস্থ্য, আমার অধিকার”এই প্রতিপাদ্যে মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও বিশ্ব স্বাস্হ্য দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গণে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে একটি বর্ণনাঢ্য র‍্যালী বের করা হয়।র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিডিপি অফিস চত্বরে এসে শেষ হয়। এবং স্বাস্থ্য দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আরিফুজ্জামান।

সিডিপি এর ভলেন্টিয়ার লিডার সজীব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি অফিসার (স্বাস্থ্য) আহসানুল হক, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলপনা সরকার, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি এর ক-অপারেটিভ সাপোর্ট অফিসার মেহেদী হাসান।

তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবসে উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী বৃন্দ।

বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় স্কুলে শিক্ষার্থী এবং বাগোয়ান ইউনিয়নের কমিউনিটির সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।




সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

ঘরের মাটিতে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজই সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়িয়েছে। তবে সিরিজ শেষ হলেও নিগার সুলতানা জ্যোতিদের ফুরসত মিলছে না। অস্ট্রেলিয়ার পরে ভারত নারী দলও আসছে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। গতকাল বিসিবি বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের সূচি প্রকাশ করেছে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত আসবে আগামী ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল থেকে শুরু হবে খেলা। অজিদের বিপক্ষে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হলেও ভারত সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ এপ্রিলের পর বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে আউটার স্টেডিয়ামে। এই ম্যাচ দুইটি মাঠে গড়াবে দুপুর ২টায়। আর বাকি তিন ম্যাচ লাক্কাতুরার মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলো দিবারাত্রির, শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। ৯ মে সিরিজ শেষে ১০ মে বাংলাদেশ ছাড়বে হারমানপ্রীত কর বাহিনী।

গেল বছরের জুলাইয়ে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলেন ভারতের নারী ক্রিকেটাররা। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক সেই আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে অস্ট্রেলিয়া টাইগ্রেসদের বিপক্ষে প্রথম বারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলল। ভারতও আসছে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র শবে-ক্বদর এর গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ শামীম হোসেন।

জেলা ইসলামী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এছাড়া জেলা মডেল মসজিদ ইমাম মুফতী মোঃ সাদিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ,মোয়াজ্জেম ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ তার পরিবারের চার সদস্যের স্থাবর সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কয়েকটি প্রতিষ্ঠানে এই চিঠি পৌঁছেছে।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল জানান, সব প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার পর মেয়রসহ তার পরিবারের চার সদস্যের কাছে তাদের সম্পদের হিসাব চাওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মেয়র আনোয়ার আলী বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র হিসেবে আছেন। তার ছেলে পারভেজ আনোয়ার এক সময় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করেছেন। বর্তমানে কোনো পদে নেই। তিনি গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনু।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালের জুলাইয়ে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, তার স্ত্রী আকতার জাহান, ছেলে পারভেজ আনোয়ার তনু ও ছেলের স্ত্রী নোশিন শারমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে। তাদের বিরুদ্ধে পৌরসভার আদায় করা অর্থ উন্নয়নকাজে ব্যবহার না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। এ ধারাবাহিকতায় অভিযোগের অনুসন্ধান করতে নীল কমলকে কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।

১ এপ্রিল ওই কর্মকর্তা ওই ব্যক্তিদের স্থাবর সম্পদ অর্জন সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছেন। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা রেজিস্ট্রারসহ দেশের বিভিন্ন ব্যাংকে ওই চিঠি দেওয়া হয়েছে। এতে তাদের নামে কোনো জমি, প্লট, ফ্ল্যাট, দোকান বা কোনো স্থাপনা বরাদ্দ বা কী পরিমাণ টাকা রয়েছে, তার তথ্য চাওয়া হয়েছে।

এসব তথ্যের রেকর্ডপত্রের মূল কপির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে এই তথ্য দিতে বলা হয়েছে।