দামুড়হুদায় বন্ধুত্বের বন্ধন সংগঠনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ

দামুড়হুদায় বন্ধুত্বের বন্ধন এসোসিয়েশন’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি ৯২ ব্যাচের আয়োজনে সংগঠনটির সভাপতি যুবলীগনেতা আব্দুল হালিম ভুট্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা।

সংগঠনের সদস্য সচিব এনটিভির সাংবাদিক মো: নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমূখ। আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন নারী, পুরুষকে ঈদ সামগ্রী ও ৯২ এসএসসি ব্যাচের ১০জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ৯২ এসএসসি ব্যাচের আব্দুল খালেক, আব্দুল মোমিন, একরামুল হক, মাহাফুজুর রহমান বেল্টু, আশাদুর রহমান বাদশা, নাসির উদ্দীন, দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র সাংবাদিক তাছির আহমেদ ও শফিকুল ইসলাম কেবলা প্রমুখ।




সাংবাদিক কাজী সোহাগকে পুলিশের তলবের ঘটনায় ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য কাজী মুহা. আফিফুজ্জামানকে (কাজী সোহাগ) সংবাদ প্রকাশের জেরে তলবের ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

গতকাল মঙ্গলবার (০২ এপ্রিল) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কার্যনির্বাহী কমিটির পক্ষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ কর্তৃক কাজী সোহাগকে হাজির হওয়ার নোটিশ দেওয়ার ঘটনায় এ নিন্দা জানান।

নেতারা বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে পুলিশ প্রশাসন কোনো সাংবাদিককে এভাবে তলব করতে পারে না। তারা কর্তৃপক্ষ বা আদালত নন। এটি অগ্রহণযোগ্য। সংশ্লিষ্টদের এ নোটিশ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
জানা যায়, ‘চোরাই স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে’ এই শিরোনামে গত ২২ ফেব্রুয়ারি মানবজমিন পত্রিকায় একটি রিপোর্ট করেন কাজী সোহাগ। এর প্রেক্ষিতে তাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ৩ এপ্রিল হাজির হতে একটি নোটিশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ ফেব্রুয়ারি মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদে বর্ণিত ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধানের জন্য সাক্ষীকে (কাজী সোহাগ) চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদের কার্যালয়ে হাজির করার অনুরোধ করা হল।

কাজী সোহাগ জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশের দেওয়া চিঠির ভাষা মার্জিত মনে হয়নি। সবচেয়ে বড় কথা, পুলিশ এভাবে চিঠি দিতে পারে না। এটা স্রেফ হয়রানি বলে মনে করি।

ডিআরইউ নেতারা বলেন, কোনো সাংবাদিক তার প্রতিবেদনের সোর্স প্রকাশে বাধ্য নন। ২০২২ সালের ২৩ অক্টোবর উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সাংবাদিককে তার সংবাদের উৎস (সোর্স) প্রকাশ না করার ক্ষেত্রে আইন সুরক্ষা দিয়েছে বলে মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৫১ পাতার রায়ে এ পর্যবেক্ষণ দেন।

তারা বলেন, কাজী সো হাগকে সংবাদ প্রকাশের জেরে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ডিআরইউ নেতারা।




আলমডাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড, আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক জিয়াউল ইসলাম, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শেফালী বেগম, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, যুবউন্নযন কর্মকর্তা হাসিবুল আলম, তথ্যকর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আকাতারুজ্জামান, কলাকেন্দ্রের সভাপতি রেবা রানী সাহা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কন্ঠশিল্পি আশরাফুল হক লুলু, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটোম প্রমুখ।

সভায় ৩ দিন ব্যাপি বৈশাখি মেলার ব্যাপারে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিন মঙ্গল শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশিত হবে।




জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত সাংবাদিক কাজী সোহাগ

একটি বিশেষ প্রতিবেদন লেখার পর থেকে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার কাজী মুহা: আফিফুজ্জামান(কাজী সোহাগ)। এ নিয়ে তিনি বুধবার রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৮৩৮।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন- সম্প্রতি পত্রিকায় বিশেষ একটি প্রতিবেদন লেখার পর থেকে আমাকে প্রায়ই অজ্ঞাত ব্যক্তি চলার পথে অনুসরণ করছে। এমনকি আমার পশ্চিম শেওড়াপাড়াস্থ বাসার আশপাশে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। এতে আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি নিয়ে আমার পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন।

এতে তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি থেকে রাজধানীর খামারবাড়ি মোড় হতে তালতলা বাসস্টান্ড পর্যন্ত অনুসরণ করা হয়। এদিকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত করার আহ্বান জানিয়েছে সংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাঃ আফিফুজ্জামানের(কাজী সোহাগ) গতিপথ অনুসরণ ও তার বাসস্থানের আশপাশে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তির ঘোরাফেরার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।




বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল

‘‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’’ এই স্লোগানে বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত  মঙ্গলবার নিউ ইয়ার্কের ব্রক্স কাউন্টির পার্ক চেস্টারে খলিল এন্ড চাইনিজ রেস্তোরায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এবছরও বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক এর সদস্যরা পরিবার অন্যান্য সদস্যদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করে থাকে।

ইফতার অনুষ্ঠানে অংশ নিতে আসা আবু বক্কর সিদ্দিক জানান, বিদেশের মাটিতে সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকায় পরিবারে সদস্য ছাড়া কারো সাথে তেমন একটা যোগাযোগ করা সম্ভব হয় না। তাই এই ধরনের আয়োজনের মধ্য দিযে বিভিন্ন স্টেটে অবস্থানরত বাঙালিরা একত্রিত হলে মনে হয় এ যেন এক টুকরো বাংলাদেশ পেয়েছি। তাই এই ধরনের আয়োজন বেশি বেশি করা দরকার। তাতে হাজার কিলো দূরে পরিবারকে ছেড়ে থাকার কষ্ট কিছুটা হলেও কমবে। তাই এই ধরনের মিলনমেলার আয়োজনকারীদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইফতারে অংশ নিতে আসা আবু বক্কর সিদ্দিক।

বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যানের মধ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাসেল, আহবায়ক শরিফুল হক হাসান, প্রধান সমম্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সিদ্দিকী, সদস্য সচিব মোহাম্মদ জগলুল হক শাহীন, প্রধান উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম মনির ও উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ রাজিবুল ইসলাম রাজিব, মোহাম্মদ কামরুজ্জামান গুলু, মোঃ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম ছাড়াও কুমিল্লা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানসহ ইউএসএ ইনক্ এর পরিবাদের সদস্যরা উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসি ও ঐশিকা সংস্থার প্রেসিডেন্ট এম.এ মান্নান রতন জমিদারের সৌজন্যে আজ বুধবার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলামের আজমের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য প্রেসক্লাবের সহ-সভাপতি জামদসিদুল হক মুনি,সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান,সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহাবুল হক, তানভীর সোহেল সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, কোষাধ্যক্ষ সাজেদুল হক মনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, ধর্মীয় বিষয়ক সম্পাদক গোলাম রহমান, আইসিটি বিষয়ক সম্পাদক ফাইম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সহ প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, রানা আহম্মেদ, লাল্টু রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম।




কার্পাসডাঙ্গায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস ।

এ সময় উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু,দুই নম্বর প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুস ছালাম,আ.রাজ্জাক, সাজিবার রহমান, মাহবুবুর রহমান,নুর মোহাম্মদ ভগু, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, ইউপি সচিব হাসানুজ্জামান, সহকারী হিসাব রক্ষক মতিউর রহমান,উদ্যোক্তা হারুনার রশীদ,ওমেদুল হক সহ সকল ইউপি সদস্য। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উপকার ভোগীদের ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।




ঘামাচি থেকে মুক্তি পেতে যা করনীয়

গরম পড়তে শুরু করেছে। এই গরমে ঘামাচি আর ঘামের সমস্যায় ভুগতে শুরু করছেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই প্রসাধনী সামগ্রী কিনছেন। কিন্তু বাজারে কিনতে পাওয়া প্রসাধনী অনেক ক্ষেত্রেই ত্বকের জন্য উপকারী নয়। বরং তা ত্বকের জন্য ক্ষতিকর বলেই অভিমত অনেক ত্বক বিশেষজ্ঞের। এ বিষয়ে হেলথডিরেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গরমে সচরাচর পতঙ্গের কামড় ত্বকের নানা সমস্যার কারণ। তবে এই সময় অসুস্থ হলে তার নেপথ্যে ত্বকে ঘামাচি ও ত্বকে প্রদাহের সম্পর্ক থাকে বেশি। তাই গরমে ঘামাচি দূর করার জন্য যা যা করতে পারেন:

ফ্রিজে বরফ রাখুন:
ফ্রিজে কমবেশি বরফ থাকেই। তবে আপনার দরকার কিউব আকৃতির বরফ। একটি শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিন। ঐ বরফ ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগিয়ে দেখুন। দিনে ৩-৪ বার এই ভাবে করলে ভালো ফল পাবেন।

মুলতানি মাটির প্যাক বানান:
চার টেবিল চামচ মুলতানি মাটির নিন। এবার এই মাটিতে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। শুকানোর অপেক্ষা করুন। সবশেষে ধুয়ে ফেলুন। এভাবে উপকার পাবেন।

অ্যালোভেরা লাগালেও উপকার:
ঘামাচির সমস্যা কমাতে অ্যালোভেরা অনেক উপকারি। ঘামাচির ওপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মেশানোর পর লাগান। প্যাক লাগানোর পর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

নিম পাতার ব্যবহারও আছে:
ঘামাচির সমস্যা কমাতে উপকারী নিম পাতার ব্যবহারও। নিম পাতার রস করে গোলাপ জল মেশান। ওই মিশ্রণ ঘামাচির ওপর লাগাতে পারেন। ঘামাচি না চুলকে তার ওপর নিম ডাল বোলালেও আরাম পাবেন।

চন্দনের আরেকটি প্যাক:
২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এই প্যাক ঘামাচির ওপর লাগাতে পারেন। চন্দনের প্রলেপ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এভাবে ঘামাচির সমস্যা দূর করা যায়।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে টাকা চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিআর নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতা ভিড় করতেও দেখা গেছে।

এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, প্রতিদিনের মতো সকালে অফিস খোলার পর দেখেন ব্যাংকের আলমারী তছনছ। ভেতরে গিয়ে দেখেন জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা পাঁচ লাখ ২৩ হাজার ৬৮৪ টাকা নেই। সিসিটিভির ডিভিইয়ার নেই। আলমারি অগোছালো।

তিনি আরও বলেন, আমাদের নিজস্ব নৈশ প্রহরী না থাকলেও বাজারের নৈশ প্রহরীরা পাহারা দিয়ে থাকে। তাঁর ভাষ্য, রাতের আধারে ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার গভীর তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না স্টোকস

আগামী জুনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আসন্ন এই বিশ্বকাপে খেলবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ক্রিকেট থেকেই বিরতি চেয়েছেন স্টোকস। এর মাঝে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে নিজের নাম না রাখতে ইসিবিকে অনুরোধ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

ইসিবির বিবৃতিতে দেওয়া মন্তব্যে স্টোকস জানিয়েছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ঠিক করার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি, যাতে সব ফরম্যাটের ক্রিকেটেই পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরতে পারি। আইপিএল (২০২৪) এবং বিশ্বকাপে নিজের এই আত্মত্যাগের পর আশা করি ভবিষ্যতে পূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরব।’

ইনজুরি থেকে সেরে উঠতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন স্টোকস। তবে এখনও হাঁটুর চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরে আসতে চান ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

সূত্র: ইত্তেফাক