দামুড়হুদায় বন্ধুত্বের বন্ধন সংগঠনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ
দামুড়হুদায় বন্ধুত্বের বন্ধন এসোসিয়েশন’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি ৯২ ব্যাচের আয়োজনে সংগঠনটির সভাপতি যুবলীগনেতা আব্দুল হালিম ভুট্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা।
সংগঠনের সদস্য সচিব এনটিভির সাংবাদিক মো: নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমূখ। আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন নারী, পুরুষকে ঈদ সামগ্রী ও ৯২ এসএসসি ব্যাচের ১০জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ৯২ এসএসসি ব্যাচের আব্দুল খালেক, আব্দুল মোমিন, একরামুল হক, মাহাফুজুর রহমান বেল্টু, আশাদুর রহমান বাদশা, নাসির উদ্দীন, দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র সাংবাদিক তাছির আহমেদ ও শফিকুল ইসলাম কেবলা প্রমুখ।