দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খুলনা বিভাগের সমন্বয়ক, ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেন, সামনে নির্বাচন। দলে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বীতা থাকবে। কিন্তু কেউ দলের বিরুদ্ধে কাজ করবেন না। দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন। ঐক্যর কোনো বিকল্প নেই। তাই ঐক্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যখনই কোন সঙ্কট এসেছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে। ১৯৭১ সালে মানুষ যখন দ্বিকবিদিক ছোটাছুটি করছে ঠিক তখন কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা পেয়েছিলাম স্বাধীনতা।
গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ ফুটবল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন এই জনসভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর এই নেতা আরও বলেন, শেখ মুজিব মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন। মানুষের কথা বলার অধিকার ছিল না। চারটি সংবাদপত্র রেখে বাকী সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন।

সেসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব সংবাদপত্র খুলে দিয়েছেন, সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন।

খালেদা জিয়া ক্ষমতায় এসে সংসদে বীল পাশ করে সংসদীয় গণতন্ত্র এনেছেন। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছেন। তিন তিনটা ভোট সেই তত্বাবধায়ক ব্যবস্থায় হয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় এসে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। পুলিশ প্রশাসন দিয়ে দিনের ভোট রাতে কেটেছেন।

খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন আর তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বেরাচার হাসিনাকে বিদায় করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াছ, চৌধুরী আলম, সুমনকে গুম করা হয়েছে। হাজার হাজার বিএনপি ছাত্র দল, যুবদলের নেতাকর্মীকে হত্যা ও সর্বশেষ জুলাই আগষ্টের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।

তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ স্বনির্ভর হয়। শহীদ জিয়া ও খালেদা জিয়া এদেশকে স্বনির্ভর করেছেন। আগামীতে তারেক রহমান দেশকে স্বনির্ভর করবেন।

নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে আমান বলেন, দলে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বীতা থাকবে। কিন্তু কেউ দলের বিরুদ্ধে কাজ করবেন না। দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে যাবেন। ঐক্যর কোনো বিকল্প নেই। তাই ঐক্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাজা দিয়ে ৬ বছর কারাগারে রেখেছিল। তাকে স্লো পয়জন দিয়ে অসুস্থ করে রেখেছিল। ডাক্তার বারবার বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর কথা বললেও সেটা করা হয়নি। অথচ, আওয়ামী লীগের সান্ডা, পান্ডা, চেয়ারম্যান মেম্বর পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েছেন।

বলেছিলো শেখ মুজিবের বেটি পালায় না, তার একদিন পরে গোষ্টীসহ পালিয়ে গেল। বেগম খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনুরদ্ধার করেছিলো। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ স্বর্নিভর হয়।

নেতৃত্বে বিরোধ থাকবে দলের বিরুদ্ধে কাজ করা যাবে না, দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যব্দ হয়ে কাজ করতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.কামরুল হাসানের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখনে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন ও আমজাদ হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য ইলিয়াছ হোসেন, আনসারুল হক, হাফিজুর রহমান হাফি, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, মোহাম্মদ আব্দুল্লাহ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী।

এর আগে দুপুর থেকেই জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠের এই জনসভায় জড়ো হতে থাকেন।

জনসভার শুরুতেই পিলখানায় হত্যাকান্ডে নিহত সেনা সদস্যদের স্বরণে ২৫ ফেব্রুয়ারী জাতীয় সেনাশোক দিবস উপলক্ষে সভাস্থলে দোওয়া ও মোনাজাত করা হয়।




মেহেরপুরের রাইপুর সঃপ্রাঃ বিদ্যালয়ে মা সমাবেশ

সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়ন, বিদ্যালয়ে অনিয়মিত ও ঝরেপড়া রোধে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন পিটিএ কমিটির সভাপতি হাসানুজ্জামান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াচ গ্রুপের সদস্য মোঃ আয়ুব আলী ও কাবুল আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। শিশুর নতুন শিখনজগতে প্রবেশের এই পথচলাকে সহজ ও কার্যকর করতে মায়ের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে বলা হয়, “নেপোলিয়ন বলেছেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি গড়ে তুলব।’ তাই সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও অভিভাবকগণ নিজেদের মতামত তুলে ধরেন।

গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই মা সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াচ গ্রুপ ও পিটিএ কমিটির সদস্য এবং মউকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন মা এই সমাবেশে অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, এবং আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ।




দামুড়হুদার হাউলী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এর মধ্যে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব, জনসেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা এবং উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় তিনি স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।

এছাড়া, ইউপি সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও অনুষ্ঠানে অংশ নেন।

সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী সহ ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ।

সভা শেষে ইউনিয়ন পরিষদের সেবাগুলো সহজে জনগণের কাছে পৌঁছে দিতে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও অন্যান্য সেবা প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা মনে করেন।




আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষাথীরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।

 

অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক আবুল হাসান, বশির আহমেদ, হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, রাফিউল ইসলাম, রুবেল আহমেদ, নারগিস চৌধুরী, সাহিদা বানু, শাহনাজ পারভীন, গাজীউর রহমান ও রোকুনজ্জামান রোকন সহ ফারাহ হোসেন লিটন।




কোটচাঁদপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন

কোটচাঁদপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। কৃষি অফিসের আয়োজনে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলাটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

জানা যায়, যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে। যা চলবে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা চত্বর থেকে বের হয় র‌্যালি। এরপর র‌্যালিটি স্থানীয় কলেজ বাসস্ট্যান্ড ঘুরে উপজেলায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্যের পর মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলার কৃষি অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মওলানা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাইয়ান কৃষি জৈব ফার্মের পরিচালক ড.নজরুল ইসলাম ও কোটচাঁদপুর উপজেলা কৃষি কল্যাণ সমিতির সভাপতি হারুন-অর-রশিদ মুসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজমুল সাকিব।

এরপর দুপুরে কৃষি মেলায় আসেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। পরিদর্শন করেন মেলার প্রতিটি স্টল। এ বছর মেলায় ১৪ টি স্টল অংশ গ্রহন করেছেন।




কুষ্টিয়ায় কবর থেকে কঙ্কাল চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থান থেকে দুইটি কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির এমন খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যাদের কঙ্কাল চুরি হয়েছে তারা হলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫) ও তারই নাতি রাতুল (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন। মাসখানেক পরে মারা যায় তার নাতি রাতুল। সে মনির উজ জামানের ছেলে। রাতুল জন্মগত শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল।

স্বজন রইসুল বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে এসে দেখি মা ও ভাতিজার কবরে গর্ত। ভিতরে কিছুই নেই। তাদের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি পুলিশে খবর দিলে তারা এসে তদন্ত করছে। এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর বিচার চাই।

এলাকাবাসী মোতাহার উজ জামান বলেন, কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা আমাদের এলাকায় এই প্রথম। এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ভয়ে আছে এই কবরস্থানে দাফন হওয়া অন্য লাশের স্বজনরাও। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, কঙ্কাল চুরির সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।




মুজিবনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে মুজিবনগরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে, জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা জনসাস্থ্য প্রকৌশল কর্মকর্তা,

 

মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক মন্টু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌস আরা সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারি এবং সকল ইউনিয়ন পরিষদের সচিব, কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশের সদস্য ও স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।




অনর্গল কথা নাকি শব্দহীন কাটানো মুহূর্ত, কোনটিতে সম্পর্ক মজবুত হয়?

দাম্পত্য জীবনে সুখী থাকার ফর্মুলা কী, এ নিয়ে প্রশ্ন উঠলে নানা জনে নানা কথা বলবেন। মনোবিদদের মধ্যে কেউ কেউ বলেন, সম্পর্ক ভালো রাখতে, মন খুলে কথা বলা জরুরি। কারও আবার মত, ঝগড়া করলে, মনের জমা অভিমান, ক্ষোভ বের করে দিলেও দুই মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমে যেতে পারে। সম্পর্ক থাকলে ঝগড়া, মান-অভিমান থাকবেই। থাকবে ভালবাসাও। তবে সব সময় মনের কথা কি শব্দেই প্রকাশ করতে হবে?

মনোবিদেরা অনেক সময় বলেন, বহু কথায় যে কাজ হয় না, হাজার কথাতেও যা বোঝানো যায় না, সেই কাজ করে দিতে পারে নীরবতা। নৈঃশব্দ্যেরও ভাষা হয়।

সেই ভাষার কথাই প্রকাশিত হল সাম্প্রতিক সমীক্ষায়। দিনের শেষে পরস্পরের সঙ্গে অনর্গল কথা নয়, বরং শব্দহীন কাটানো মুহূর্তই বাড়িয়ে দিতে পারে দুটি মানুষের মনের যোগসূত্র, বলছে ব্রিটেনের দি ইউনিভার্সিটি অফ রিডিং-এর সমীক্ষা।

তবে রাগ, অভিমানে কথা বন্ধ করে দেওয়া নয়, নিঃশব্দে সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথাই উঠে এসেছে এখানে। নৈঃশব্দ্য দুটি মানুষের সংযোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম, তা জানার জন্য, মনোজগতে তার প্রভাবের আভাস পেতেই সমীক্ষার সূচনা। ‘মোটিভেশন অ্যান্ড ইমোশন’ নামে জার্নালে প্রকাশিত সেই সমীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একেবারে চুপ করে একে অন্যের সঙ্গে বসে থেকেও সেই মুহূর্তকে উপভোগ করা এক সুন্দর সুস্থ সম্পর্কের ইঙ্গিত দেয়।

মনে প্রশ্ন উঠতেই পারে, তবে কি স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বন্ধ করে দেবেন? মান-অভিমান না মিটিয়ে নৈঃশব্দ্যের পন্থাকেই শ্রেয় মনে করবেন? অনেক সময়েই দু’জন মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। বন্ধ হয়ে যায় কথা। সেই নীরবতাও কি তবে সম্পর্ক মজবুত করতে পারে?

সমীক্ষার জন্য বেশ কিছু দম্পতিকে বলা হয়েছিল কথা না বলে চুপ থাকতে। এক দলকে বলা হয়েছিল, নীরব থাকার সময় অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করতে। বিরক্ত হলে যেমন কেউ কথা বলতে চান না, তেমন মানসিকতা থেকে বিষয়টি দেখতে বলা হয়েছিল। আর এক দলকে বলা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছে, এমন মনোভাব নিয়ে চুপ থাকতে। আর এক দল নৈঃশব্দ্যকে তাদের সঙ্গীর সঙ্গে উপভোগ করেছিলেন।

সমীক্ষকেরা দেখেন, রাগ, অভিমান বা তিক্ত কথা স্মরণ করে নীরব থাকায় মনে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে, কোনো তিক্ত মানসিকতা ছাড়া স্বাভাবিক ভাবে নীরব থাকা পরস্পরের মধ্যে সংযোগ বাড়িয়েছে।

দলের মুখ্য সমীক্ষক নেট্টা ওয়েনস্টাইন বলছেন, অসন্তোষ নয়, বরং ভালবাসা, অন্তরঙ্গতার ভাষার কথাই এ ক্ষেত্রে বলা হচ্ছে।’’ নীরবতায় স্বতঃস্ফূর্ততা থাকা দরকার, জানাচ্ছেন তিনি। অন্তরঙ্গতা না থাকলেও, অশান্তি ছাড়া দু’জন মানুষের মধ্যে নিঃশব্দে কাটানো সময়ও অর্থবহ, সুম্পর্কের ইঙ্গিতবাহী হয়ে উঠতে পারে, বলছে এই সমীক্ষা।

তবে আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্লডিয়া হ্যাসে অবশ্য এই সমীক্ষার ফলাফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, ‘উদ্দেশ্যপূর্ণ নীরব সংযোগই দাম্পত্যে মাধুর্য এনে দিতে পারে। দু’জন একসঙ্গে গান শুনছেন, হাইকিং করছেন, নীরব থেকেও যখন দু’জনেই সেই মুহূর্ত উপভোগ করছেন তখন তাদের মধ্যে ভালবাসা, বন্ধন দৃঢ় হয়।’

তবে নেট্টার কথায়, সব সময় দু’টি মানুষের মধ্যে কথার প্রয়োজন হয় না, বরং নৈঃশব্দ্যই অনেক বেশি অর্থবহ হয়ে উঠতে পারে অনেক ক্ষেত্রে।

সূত্র: যুগান্তর




শৈলকুপার আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় দুই জনকে আটক

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি(জনযুদ্ধ)’র কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের সার্কিট হাউজ এলাকা এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুণ্ডুর আহাদনগর গ্রামের হানিফ, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম রাজু হত্যার ঘটনায় সোমবার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম ইসা বাদী হয়ে শৈলকুপা থানায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করে।

ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতেই আসামী ধরতে অভিযান শুরু করে র‌্যাব-৬। তারই ধারাবাহিকতায় জেলা শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। ঠিক একই সময় র‌্যাবের পৃথক দল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। তাদের দুৃই জনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। এরা হত্যার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ^শানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে হত্যাকান্ডের শিকার হয় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হরিণাকুণ্ডুর আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিায়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম রাজু। এই ৩ হত্যাকান্ডের দায় স্বীকার করেন জাসদ গণবাহিনী পরিচয়ে জনৈক কালু। তিনি ওই রাতেই গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠান।




উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা

নেপালের মেয়ে গায়িকা দীপা গহত্রাজকে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন ভারতের উদিত নারায়ণ। তাদের এক সন্তানও হয়, নাম আদিত্য নারায়ণ। তবে তার আগে ১৯৮৪ সালে উদিত বিয়ে করেছিলেন রঞ্জনা ঝা নামে আরও একজনকে।

সেই প্রথম স্ত্রী এবার গায়কের বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করেছেন। রঞ্জনার অভিযোগ তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

উলে­খ্য, রঞ্জনার দাবি, প্রথম বিয়ের কখা গোপন রেখেই উদিত দ্বিতীয় বিয়ে করেছেন। উদিত তাকে ডিভোর্স দেননি। ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা।

সূত্র: ইত্তেফাক