১২ সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল মেহেরপুর

মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেপে উঠলো মেহেরপুর জেলা। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টা ৭ মিনিটের সময় ১২ সেকেন্ডের ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে।

১২ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ভূমিকম্পের মাত্রা ৩.৬ রিখটার স্কেলে। পাবনার আটঘরিয়ায় উৎপত্তিস্থল । ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটা সংঘটিত হয়েছে রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয়েছে রাত ৮ টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ভূমিকম্প স্থায়ীত্ব ছিল ১২ সেকেন্ড।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জেলার বিভিন্ন জায়গার মানুষ বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভূমিকম্প শুরু হলে চিৎকার চেঁচামেচিতে ধড়মড়িয়ে উঠে পড়েন তারা। এরপর দিক্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন।

এই উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যন জুলফিকার আলী ভুট্টো বলেন, এর আগেও ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের এই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী। বাড়িঘর নড়ে গেছে।

গাংনী উপজেলা শহরের সিনেমাহল পাড়া এলাকার জান্নাতুল ফেরদৌস বলেন, হঠাৎ জোরে জোরে ঘর নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে রাখা র্যাকের থালাবাসন কাপতে থাকে। এতে আতঙ্ক নেমে আসে।




গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হুইল চেয়ার প্রদান হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের মোট ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ এবং ৫ জন শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও ২ জন অসহায় পঙ্গু ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সভাপতি মোঃ রমজান আলী, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিব, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা বিশ্বাস, ইউনিয়ন সমাজকর্মী মোঃ সাদ্দাম হোসেন ও এসডিও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারি মোঃ জামিদুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় শিবনগর স.প্রা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নাঈম হোসেন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন হরিরামপুর গ্রামের কৃতি সন্তান জনপ্রিয় ব্যাক্তিত্ব নাঈম হোসেন লিফন।তিনি হরিরামপুর গ্রামের মৃত বিসারত আলীর ছেলে।

স্কুল ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি নাঈম হোসেন লিফন কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক সচিব হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হাউলী ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কর্মরত রয়েছেন।

নাঈম হোসেন বলেন, শিক্ষাঙ্গনের এই পবিত্র দায়িত্ব যেন আমি ভালোভাবে পালন করতে পারি সেজন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা গ্রামবাসী ও অভিভাবকদের সকলের সহযোগিতা কামনা করছি। কোমলমতি শিক্ষার্থীরা যেন স্কুলগামী হয় সে ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবো। কোন গরিব অসহায় শিক্ষার্থী থাকলে তার লেখাপড়ার ব্যবস্থা করব, ছেলেমেয়েদের খাতা পেনসিল কেনার জন্য যদি কিছু লাগে সেটাও আমি বহন করব ইনশাআল্লাহ। শিক্ষা অফিসের মাধ্যমে মাঝে মাঝে বিশেষ কোন ক্লাসের ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখব, যদি যায় তাহলে বিনা পারিশ্রমিকে মাঝে মাঝে মতি ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ ক্লাস করাব। নিজ উদ্যোগে এবং সকলের সহযোগিতায় খেলাধুলা কুইজ, সুন্দর হাতের লেখা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলার ব্যবস্থা করব। আমি চেষ্টা করবো এই স্কুলটিকে আর দশটায় স্কুলের মধ্যে সেরা স্কুলে পরিণত করার। যার কারনে আমি স্কুলের সকল শিক্ষক, গ্রামবাসী, ও সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।




নিয়োগ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

পদের নাম : রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা : ০১ জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ০৬ বছর

বেতন : ১,০৫,৪১৩ টাকা

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

আবেদনের নিয়ম : আগ্রহীরা career.ti-bangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪।




দামুড়হুদায় কীটনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে কানাইডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ী কামরুল হাসানকে নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার। এস এ পিপিও খবিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশীদ ও মো:জান্নাতুল ফেরদৌস। অভিযান পরিচালনায় সাহায্য করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।




চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

দামুড়হুদা উপজেলার দর্শনায় সড়ক দুর্ঘটনায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিহত হয়েছে।

বুধবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা -মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি হতে দর্শনায় যাবার পথে উপজেলার দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সাথে সজোরে ধাক্কা মারলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার করে তাকে দর্শনা মুক্তি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোটরসাইকেল চালানো অবস্থায় স্টোক করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা এসে লাশ নিজ বাড়িতে নিয়ে যায়। তিনি কার্পাসডাঙ্গা ইউপি দুই দুই বারের ইউপি সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন,দর্শনা রামনগর গ্রামে একটি দেওয়ালে ধাক্কা লেগে তার মৃত্য হয়।বর্তমানে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে দৃর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে আছে।




মেহেরপুরে সশস্ত্র বাহিনী বোর্ডের মতবিনিময় সভা

সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে মেহেরপুর সদর গাংনী ও মুজিব নগর উপজেলার সশস্ত্র বাহিনী প্রাক্তন সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিটের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের সভাপতি মোঃ মিনারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর মোছাঃ সাবিনা খাতুন।

এসময় তিনি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যদের ন্যায্য দাবী যথা প্রাক্তন সেনাসদস্যদের স্ত্রী-ছেলেমেয়ে বাবা-মা সহ দেশের যেকোন সরকারি হাসপাতালে সকল রোগের সম্পূর্ণ ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা এইসকল বিষয় নিয়ে উপস্থিত প্রাক্তন সদস্যদের সুখ-দুঃখের বিভিন্ন কথা ধৈর্য সহকারে শুনেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ ছাড়াও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডেরর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কোষাধক্ষ্য আব্দুল হামিদ ও অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।




বিশ্ব ভালোবাসা দিবসে কোর্টে হলো বিয়ে, অবশেষে মুক্তি

গত চার মাস আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জুবায়ের রহমান (২২)।

তিনি পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে পালিয়ে বিয়ে করার অপরাধে মেয়ের বাবা তার বিরুদ্ধে আদালতে মামলা করে। ঘটনাটি ঘটে ২০২৩সালের ২৩ নভেম্বর।

পরের দিন ২৪ নভেম্বর মেয়ের বাবা জসিমউদ্দীন বাদি হয়ে নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ ও নির্যাতনের মামলা করেন যার নং মহেশ/জি.আর ৪৭২/২৩। পরে ওই মামলায় গ্রেফতার করে জুবায়ের কে জেল হাজতে প্রেরণ করা হয়।

জুবায়ের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে । দীর্ঘ দুই মাস জেলা খাটার পর আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের সম্মতিতে পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালবাসা দিবস কে স্মরণে রাখতে কোর্টেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমি বিয়ের।

৫লাখ টাকা দেন মোহরে নারী ও শিশু বিশেষ আদালতে বিয়ে সম্পন্ন হয় জুবায়ের ও জেসমিন আক্তারের মধ্যে। এই বিয়েতে উপস্থিত ছিলেন সিনিয়র ও জেলা দায়রা জজ নাজিম্মুদ্দৌলাসহ কোর্টের অন্যান্য বিচারক, কৌশুলী ও আইনজীবীগণ। বিয়ের পর আসামি জুবায়ের কে জামিনে মুক্তি দেওয়া হয়।




সঙ্গীত-নৃত্য-অভিনয়ে একুশে পদক পেলেন যারা

চলতি বছর সঙ্গীত-নৃত্য-অভিনয়ে একুশে পদক পেয়েছেন আটজন। তারা হলেন সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব; নৃত্যকলায় শিবলী মোহাম্মদ; অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে বাংলাদেশ সরকার ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বাহারী নানা প্রকারের পিঠার প্রদর্শণ করা হয় স্টলগুলোতে।

বুধবার সকালে শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে এ পিঠা মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। ভাপা পুলি, পাটি সাপটা,পাতা নকঁশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়।

আর সেখানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সঙ্গে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন।

দিনভর আয়োজনে ৭ টি স্টলে অন্তত অর্ধশত প্রকার পিঠার প্রদর্শণ করা হয়।