গাংনীতে আশ্রয় নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“ভাল থাকা ও ভালো রাখা” শ্লোগান নিয়ে গাংনীতে “আশ্রয় নারী কল্যাণ সংস্থা”র উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে সংস্থার কার্যালয়ে সাহারবাটি ইউনিয়নের শতাধিক অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আশ্রয় নারী উন্নয়ন সংস্থা’ র সহসভাপতি ঝুমুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নিরাঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আজিজুল হক রানু।

আশ্রয় নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রাহিয়া রাহির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) রিপন হোসেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, নিজ নিজ যায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উচিৎ। শুধু সরকারি সাহায্য সহযোগীতা নয়, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। টাকার দিক দিয়ে নয়, যারা মনের দিক থেকে বড় তাদেরকেই বড় হিসেবে দেখতে হবে।

প্রধান অতিথি প্রীতম সাহা আরও বলেন, আমাদের সন্তানদের লেখাপড়া শেখাতে হবে। তারাও যেনো বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। নিজ নিজ সন্তানকে মাদক, ইভিটিজিং, সন্ত্রাস ও বাল্য বিবাহমুক্ত রাখার অনুরোধ করেন তিনি এবং সবাই মিলে গাংনীকে বাসযোগ্য, মানবিক ও সুন্দর উপজেলা গড়ে তুলতে হবে বলে জানান।

উল্লেখ, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সাহারবাটি ইউনিয়নের শতাধিক অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।




ভুল খানকে বিয়ে করেছ, কারিনাকে সালমান

বলিউডে কারিনা কাপুর ও সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যর নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।

এর আগে সালমানের ‘দবং ২’ ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন কারিনা। শুধু তাই নয়, সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটিও বক্স অফিসে হিট্। নিজের ক্যারিয়ারের মধ্যখানে থাকাকালীন হঠাৎই ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন বলিউডের বেবো। কারিনাকে সাইফকে বিয়ে করতেই কি রুষ্ট হন সালমান?

দুজনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। যদিও তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা। দাম্পত্যের বয়স প্রায় ১২ বছর। এতগুলো বছর সংসার করছেন দুই সন্তানের মা-বাবা সাইফ-কারিনা।

কিন্তু সাইফের সঙ্গে বিয়ের পরই সালমান অভিনেত্রীকে বলেন, ভুল খানকে বিয়ে করে ফেলেছ। পর্দায় সালমান-কারিনা জুটি হিট। ব্যক্তিগত জীবনেও সালমানের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক কারিনার। শুধু সালমান নন, আমির খান ও শাহরুখ খানের সঙ্গেও একাধিক হিট ছবি দিয়েছেন কারিনা। বিয়ের বছরেই সাইফের সঙ্গে জুটি বেঁধে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কাজ করেন কারিনা। বাকি তিন খানের সঙ্গে তার ছবি হিট হলেও সাইফের সঙ্গে তার ছবি একেবারে ফ্লপ।

সাইফকে বিয়ের পরের বছর ২০১৩ সালে ‘বিগ বস্ ৬’-এ সালমানের রিয়্যালিটি শোয়ে ‘দবং ২’ ছবির ‘ফেভিকল সে’ গানটির প্রচারে এসে সালমানের প্রশ্নের সম্মুখীন হতে হয় হয় কারিনাকে। সালমান অভিনেত্রীকে বলেন তিনি এই মঞ্চ থেক সাইফাকে কিছু বলতে চান কি না! সলজ্জ হেসে কারিনা বলেন, হাই সাইফ।

কারিনার স্বল্প উত্তর শুনে হতাশ হয়ে সালমান বলেন, তুমি ভুল খানকে বিয়ে করেছ। এমনিতেই রসিকতা করা সালমানের স্বভাব। মজা করেই কারিনাকে এ কথা বলেছিলেন অভিনেতা।

সূত্র: যুগান্তর




মেয়েদেরকে অল্পবয়সে বিয়ে দেয়া আর আগুনে ফেলা সমান কথা– জেলা প্রশাসক

আপনারা নিজেদের স্বার্থে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিবেন না। অল্প বয়সে বিয়ে দেয়া মানে, ওই মেয়েকে আগুনে ফেলে দেবার সমান। আপনারা নিজেরা চেস্টায় আয় করে মেয়েদের লেখা-পড়া করান।

আজ মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষন, প্রশিক্ষন সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন, ঝিনাইদহের জেলা প্রাশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম।

উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপ্র) এর সহায়তায় ও কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উছেন মের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের বিআরডিপির উপপরিচালক মুক্তার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আক্কাস আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আল-আমিন।  পরে জেলা প্রশাসক প্রশিক্ষাণার্থীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেন।

এরপর তিনি উপজেলা অফিসার্স ক্লাবের এক মতবিনিময় সভায় যোগ দেন। আলোচনা করেন,বাল্যবিবাহ,আত্মহত্যা,জঙ্গিবাদ,আইনশৃংঙ্গা বিষয় নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধা,মসজিদের ঈমাম,জনপ্রতিনিধিরা।




বন ও পরিবেশ মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে ২৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

পদসংখ্যা: ০৪টি

লোকবল নিয়োগ: ২৬ জন
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৯টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে বিভাগে স্নাতক বা বা সমমান ডিগ্রি
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১২টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://moef.gov.bd/ ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ০৬ মার্চ ২০২৪




খাওয়ার সময় মোবাইল ব্যবহারের ঝুঁকি

মোবাইল ডিভাইস দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। আজকাল মোবাইল আমাদের জীবনের এতটাই দখল করে নিয়েছে যে খাওয়া-দাওয়া, ওঠা-বসা সব সময়ই আমাদের মনোযোগ ফোনের দিকে থাকে। এমনকি শিশুদের মধ্যেও এই অভ্যাস দেখা যায়।

ফোনের অত্যধিক ব্যবহার শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে হার্টের রোগ, ডায়াবেটিস রোগ বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। সঙ্গে সঙ্গে ফোনে খাওয়ার সময় স্মার্টফোনের একাধিক ব্যবহার মাথায় ব্যথা, চোখের সমস্যা সৃষ্টি করতে পারে। খাওয়ার সময় মোবাইল ব্যবহারে কিছু ক্ষতি হতে পারে:

অতিরিক্ত খাওয়া ও স্থূলতার কারণ
ভেজা খাবার খেতে এমনিতেই একটু সময় লাগে। এর মধ্যে মোবাইল হাতে নিয়ে খেলে মনোযোগ বিভ্রান্ত করে একটা দীর্ঘ সময় লেগে যায়। ফলে আপনি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে পারেন না।। অতিরিক্ত খাওয়া শেষ পর্যন্ত স্থূলতার দিকে পরিচালিত করবে। যা শারীরিক অবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
মোবাইল হাতে খাবার খেলে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়। যার ফলে শরীরে ভুল সংকেত পাঠায় এবং স্বাদ বা তৃপ্তিতে খাবার খাওয়ার উপলব্ধি ব্যহত করতে পারে। যা এটি একটি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিণত করে।

মানসিক অসন্তুষ্টি
যখন আপনার মনকে একবারে দুটি বিষয়ে মনোনিবেশ করতে হয়, তখন সে দুটির কোনোটিই সঠিকভাবে উপভোগ করতে পারে না। এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে এবং খাওয়া-দাওয়ার প্রতিটি অবস্থায় ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে এই ঝুঁকি কমতে পারে।

সামাজিক সংযোগ ব্যহত
খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা আপনার আশেপাশের সামাজিক বন্ধন এবং পরিবেশের সাথে খাপ-খাওয়াতে ব্যাঘাত ঘটাতে পারে। এমনকি পরিবার থেকেও দূরে ঠেলে দিতে পারে।

এই কারণে, খাওয়ার সময়ে মোবাইল ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। মোবাইল ব্যবহার কমাতে প্রতিদিন নির্ধারিত সময় এর ব্যবহার করা এবং এ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে মানুষের সাথে মেশা, কথা বলা সহজ উপায়।
সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বাঁধন কার্যক্রমের ১ বছর পূর্তি ও নতুন অফিস কক্ষের উদ্বোধন

মেহেরপুর সরকারি কলেজ বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন) কার্যক্রমের ১ বছর পূর্তি ও নতুন অফিস কক্ষ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি কলেজের হল রুমে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন) কার্যক্রমের ১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে  নতুন অফিস কক্ষের উদ্বোধন করা হয়।

মেহেরপুর সরকারি কলেজ বাঁধনের (স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন) আহবায়ক সবুজ আলীর সভাপতিত্বে রাষ্ট্রবিজ্ঞানের সরকারি অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ. কে. এম. নজরুল কবীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, অর্থ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক তৌফিকুল ইসলাম সহ বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন) এর সদস্যরা উপস্থিত ছিলেন।




কেন্দ্রীয় চুক্তিতে হৃদয়, বাদ তামিম, আফিফ, এবাদত ও সৈকত

অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটার নাম চূড়ান্ত করা হয়েছে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫ জনের নাম রাখা হয়েছে।

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী ও মোসাদ্দেক হোসেন সৈকতকে এ বছর রাখা হয়নি। তাদের বদলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব, তাওহীদ হৃদয়, নাঈম হাসান ও মাহমুদুল হাসান জয়। চুক্তিতে তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য রাখা হয়েছে পাঁচ জনকে। তারা হলেন-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। টি-টোয়েন্টি বাদে টেস্ট ও ওয়ানডের জন্য রাখা হয়েছে মুশফিকুর রহিমকে।

টেস্টের জন্য চুক্তিতে রয়েছেন-মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান। ওয়ানডের জন্য-মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন-নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য রাখা হয়েছে-তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে। এ দিকে এবার থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি এবং পারফরম্যান্স বোনাস বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহের তহুরুল ১ মাস ৪ দিন যাবৎ নিখোঁজ

ঝিনাইদহ সদর থানার হুয়াইল গ্রামের তহুরুল ইসলাম (৬৩), এক জন মানসিক রোগী হারিয়ে ১মাস ৪দিন যাবৎ নিখোঁজ রয়েছে। তিনি একই গ্রামের মৃত ছলিমউদ্দিন বিশ্বাসের পুত্র।

তার পুত্র মো: রবিউল ইসলাম (৩৭), গতকাল সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেণ।

এই ডায়েরিতে জানান তার তহুরুল ইসলাম (৬৩), পিতা-মৃত ছলিমউদ্দিন বিশ্বাস, সাং-হুয়াইল, থানা ও জেলা-ঝিনাইদহ একজন মানসিক রোগী। মাঝে মধ্যে ইচ্ছামত হাট বাজারে চলে বেড়াতো। আবার বাড়ীতে ফিরে আসতো। এই অবস্থায় গত ইং-০৮/০১/২০২৪ তাং সকাল অনুমান সাড়ে ১০টার সময় কাউকে কিছু না জানিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসে নাই। এমনকি কোন আত্মীয় স্বজনদের বাড়ীতেও যায় নাই। বহু খোঁজা-খুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায় নাই। খোঁজা-খুঁজি অব্যাহত আছে। সন্ধান পাওয়া গেলে নিকটস্ত থানায় অবহিত করার আহবান জানিয়েছেন। তার দৈহিক বিবরণ গায়ের রংং কলো, মুখ মন্ডল গোলাকার।

উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, চুল/পাঁড়ি/গোফ পাকা, শারিরীক গঠন স্বাভাবিক, গায়ে আর্মি কোর্ট ও পরনে চেক লুঙ্গি, হাতে থলের ভিতর কম্বল ও কাপড় চোপড়, নাক, কান, মুখ, হাত, স্বাভাবিক, ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলে। ঝিনাইদহ সদর থানার জিডি নং- ৯৯৬ তারিখ ১২/০২/২৪ইং। যোগাযোগের জন্য মোঃ রবিউল ইসলাম, মোবাইল নং-০১৯১৮-৯৫৪৬৯৮।




ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত শফিকুল ইসলাম শিমুল

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টাফ রিভিই সভায় জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (চেয়ারম্যান) হিসেবে তার নাম ঘোষনা করা হয়। এজন্য তাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম।

জেলা প্রশাসকের উদ্যোগে মাসিক স্টাফ রিভিউ সভায় কর্মক্ষেত্রে সঠিক ভাবে, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ শফিকুল ইসলাম শিমুলকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শিমুলের এ অর্জনে বগুড়া ইউনিয়নবাসী তথা শৈলকুপাবাসী আনন্দিত এবং গর্বিত। এ সাফল্য অব্যাহত থাকুক সেটাই কামনা করেছে সর্বস্তরের মানুষ।

এছাড়াও স্টাফ রিভিউ সভায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।




দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে ৫২ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন

ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য এ স্লোগানকে সামনে রেখে দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার সকাল ৮ টায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সৃচনা করে। পরে সাংস্কৃতিকের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভিতরে ছাত্র ছাত্রীদের মধ্যে কবিতা আবৃতি, সঙ্গীত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা কুইজ শেষে নৃত্য প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালকের সহধর্মিণী ফাতেমা খাতুন ও অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক কারখানা সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক অর্থ আব্দুস ছাত্তার, মহাব্যবস্থাপক প্রশাসন ইউসুফ আলী, মহাব্যবস্থাপক কৃষি আশরাফুল আলম ভৃইয়া, কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি মফিজুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম, সহ সম্পাদক হাফিজুর রহমান, সহ সম্পাদক মোস্তফিজুর রহমান, সদস্য সেলিম খান, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহাকারী শিক্ষক রাসেল আহম্মেদ শাওন।