গাংনীতে দুই দিনব্যাপি নতুন জাতের ফসল চাষ পদ্ধতি সম্পর্কিত প্রশিক্ষণ

মেহেরপুরের গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত কৃষিখাত এর আওতায় দুই দিনব্যাপি উচ্চমূল্য ও উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষ ও পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল চাষ প্রচলন বিষয়ক শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশ নেন ২৫ জন কৃষানি।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণটি পলাশীপাড়া শাখা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মোহাঃ সাইফুল ইসলাম, সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সফল খামারি।

এ প্রশিক্ষণে বিভিন্ন উচ্চফলনশীল ফসলের জাত পরিচিতি ও মৌসুম, বীজ বাছাই, বীজ শোধন ও জাগ দেয়া, বীজতলা তৈরী, বীজতলায় বপন, বীজতলা পরিচর্যা, চারা উঠানো, চারা বহন, রোপনের জন্য জমি তৈরী, চারা রোপন, জৈব সার প্রয়োগ, ডলোচুন ব্যবহার, ব্রি-হাইব্রিড ধানের চাষ পদ্ধতি, আগাছা দমন ও সেচ ব্যবস্থাপনা, ধানে অতিরিক্ত চিটা হওয়ার কারণ ও প্রতিকার, ধান কাটার সময়, মাড়াই এবং সংরণ, ধানের বীজ সংরণ, উচ্চমূল্য ও উচ্চফলনশীল বিভিন্ন ফসল (লালবাঁধা কপি, ব্রকলি, ক্যাপসিকাম, বেবি তরমুজ ইত্যাদি) চাষ সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়।

উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।




মুজিবনগরে ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আটক

৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো ইনসান বিশ্বাস নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মাদক ব্যবসায়ী ইনসান বিশ্বাস মুজিবনগর উপজেলার সীমান্তবর্তি জয়পুর গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনসান বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় এসআই(নিঃ) অরুণ কুমার, এএসআই(নিঃ)মোঃ মাসুদ রানা অভিযানে অংশ নেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর গ্রামের মাদক ব্যবসায়ী ইনসান বিশ্বাসের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আসামী ইনসান বিশ্বাসের বিরুদ্ধে মুজিবনগর থানায় এফআইআর নং ৬, তারিখ ১৩ নভেম্বর ২০২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ধারা : ৩৬ (১) সরণির ১৪(গ)/৪১, মামলা নং জিআর ১৫২ মামলা রয়েছে।

এঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




দর্শনা পৌরবাসির পক্ষ থেকে ৪র্থ বারের মত এমপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা

৪র্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার (টগর) এমপিকে দর্শনা পৌরবাসীর পক্ষ থেকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে দর্শনা কলেজ মাঠে দর্শনা পৌরসভার আয়োজনে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে ও দর্শনা পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এ সময় তিনি বলেন,প্রিয় দর্শনাবাসি আমাকে ৪র্থ বারের মত এমপি নির্বাচিত করায় দর্শনা বাসির কাছে চিরঝনী হয়ে থাকবো।তাই আমি দর্শনা বাসির কথা কোন দিন ভুলবো না।দর্শনা উন্নয়নের জন্য যা যা করার দরকার আমি আপনাদের সাথে নিয়ে উন্নয়ন করবো।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ সহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর ১নং ওযার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন নফর, কাউন্সিলর সাবির হোসেন মিকা।

এছাড়া বিশেষ অতিথি হিসসাবে উপস্থিত ছিলেন, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ শাহাব উদ্দিন, দর্শনা পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সমাজ সেবক হাজী আকমত আলী, দর্শনা পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা আব্দুুল জলিল, প্রমুখ।

গণ সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা জানান, দর্শনা পৌর মেয়র, পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, দোকান মালিক সমিতি, গণউন্নয়ন গ্রন্থাগার, ওয়েভ ফাউন্ডেশন, মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, দর্শনা পৌর শাখার প্রাথমিক বিদ্যালয় নের্তৃবৃন্দ, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, মোটরশ্রমিক ইউনিযয়ন, দর্শনা পৌর প্রবীন কমিটি, দর্শনা নাগরিক কমিটি, দর্শনা পৌর ৩নং ওয়ার্ডবাসি, রেলশ্রমিক ইউনিয়ন নের্কৃবৃন্দ, দর্শনা সনাতন ধর্ম নের্তৃবৃন্দ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৮নং ওয়ার্ড মহিলা, ২নং ওয়ার্ডবাসী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, দর্শনা প্রেসক্লাব, দর্শনা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা বাসট্রাক, মিনিবাস, মাইক্রোবাস দর্শনা থানা শাখা।

এছাড়া দর্শনা পৌরসভা, দর্শনা পৌর আওয়ামীলীগ, যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, প্রবীণ কমিটি, রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ী, পেশাজীবী সংগঠন ও সুধি সমাজ।




কুষ্টিয়ায় মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিক শুভন (১৮) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ইবি থানাধীন ঝাউদিয়া মাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুভন কুষ্টিয়া সদর উপজেলার মাজিলা গ্রামের মিরাজুল ইসলামের ছেলে। পেশায় ছিলেন রাজমিস্ত্রীর সহকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ঝাউদিয়া মাজপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের জন্য। মসজিদের সানসেটের উপরে নিচ থেকে ইট তুলে রাখার সময় অসাবধনাবশত সানসেটে থাকা ইট পড়ে শুভনের মাথায় আঘাত লাগে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের একমাত্র ছেলে থাকায় তার মৃত্যুতে শোকাহত হয়েছে নিহতের পরিবার।




কুষ্টিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ২জনের কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ২জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে সেলিম রেজা ও সরকারি কাজে অসহযোগিতা করায় ফরজ আলী নামে দু’জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি খাল থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে সেলিম রেজা, সরকারি কাজে অসহযোগিতা করায় ফরজ আলী নামে ২ জনকে আটক করা হয়।

পরে পৃথক ভ্রাম্যমাণ আদালতে সেলিম রেজা ও ফরজ আলীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। পরে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।




মাদক ব্যবসায়ীর কোন ছাড় নেই –এমপি সালাহউদ্দিন মিয়াজি

মাদক ব্যবসায়ীর কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হতে পারে না। তারা দেশ ও জাতির শত্রু। যদি কেউ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসা করে এমন প্রমান পাওয়া যায় তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। যা প্রশাসনের একার পক্ষে সম্ভব না। মাদক একটি সামাজিক ব্যাধি যা থেকে পরিত্রান পাওয়া অত্যন্ত জরুরী তা না হলে ধ্বংস হয়ে যাবে দেশ। নিজ নিজ এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী কে তথ্য দিন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকমুক্ত একটি সুশিক্ষিত জাতি গঠন অত্যন্ত জরুরী বলে মনে করছি।

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদাহ ৩ আসনের সাংসদ সদস্য (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি।

আজ মঙ্গলবার (২৩ শে জানুয়ারি)সকালে “মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই”এই প্রতিপাদ্য মাদকদ্রব্যের অপব্যবহার রোধ,ক্ষতিকর মাদক মির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

সে সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিব, বীর জনতা পত্রিকা স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ বাশার, আজকের পত্রিকার সুব্রত কুমার প্রমুখ।

মাদক বিরোধী সেমিনার পরিচালনা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক গোলক মজুমদার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




গাংনী উপজেলা আওয়ামী লীগ হবে স্মার্ট আওয়ামী লীগ — এমপি সাগর

আগামী পাঁচ বছরে গাংনী উপজেলা আওয়ামী লীগ হবে স্মার্ট আওয়ামী লীগ। এই উপজেলার সকলের সম্মান রক্ষা করে শান্তি ও সম্পৃতির গাংনী গড়ে তোলা হবে। এজন্য সকল শ্রেনী পেশার মানুষের কাছে আমি সহযোগিতা চাই।

মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে বরণ অনুষ্ঠানে এই সহযোগীতা চান তিনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত সাংসদ ডা এএসএম নাজমুল হক সাগরকে আড়ম্বরপূর্ণ পরিবেশে বরণ করে নেয়া হয়।

বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম।
বরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।

বিশেষ অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম,গাংনী উপজেলা আসকের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আশকের মেহেরপুর জেলা কমিটির উপদেষ্টা হারুন অর রশীদ, গাংনী উপজেলা শাখার অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী।

প্রধান অতিথি ডাক্তার এএসএম নাজমুল হক সাগর আরও বলেন, শেখ হাসিনার নির্দেশনা ছিলো উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন। মেহেরপুর জেলার মানুষ প্রধান মন্ত্রীর সেই নির্দেশ পালন করেছেন। নির্বাচন পূর্ববর্তি এবং পরিবর্তি কোনো ধরনের সহিংসতাও হয়নি। এজন্য জেলার মানুষকে ধন্যবাদ জানান। আগামী পাঁচ বছর ঐক্য গড়ে তুলে গাংনী উপজেলায় উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে ক্রেষ্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।




মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি*হত

মেহেরপুরের কাথুলি সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন মোটরসাইকেল আরোহী (৫০) নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় কাথুলি সড়কের ফতেয়পুরে ইটভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন শোলমারী গ্রামের পাঠান পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত চাঁদ আলীর ছেলে।

স্থানীয় জানায়, রুহুল আমিন মেহেরপুর থেকে শোলমারী যাবার সময় বিপরিত দিক থেকে আশা মোটরসাইকেল আরোহীর সাথে ফতেয়পুরে ইটভাটার সামনে মুখোমুখি ধাক্কা মারে। এসময় রুহুল আমিন গুরুত্বর আহত হয়। তাকে আহত অবস্থায় আমরা উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে পাঠায়।

মেহেরপুর জেনালের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পায় ফতেয়পুরে একটি দূর্ঘটনার ঘটেছে। তবে পরিবার পক্ষ থেকে আমরা কোন অভিযোগ পায়নি। পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




দামুড়হুদায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দামুড়হুদায় দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

এসময় এমপি টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের চিন্তার ফলে তথ্যপ্রযুক্তির উন্নয়ন হচ্ছে। বিজ্ঞান ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার বিজ্ঞান প্রযুক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ছেলে-মেয়েদের ছোটবেলা থেকে ধারণাটাই পাল্টে যাচ্ছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর। এসময় সংসদ সদস্য মহোদয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা।

সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চচালয়নায় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু সহ দামুড়হুদা উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।




ঝিনাইদহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

স্থানীয়রা জানায়, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যায়। আহত হয় আরও ৪জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ১ জনকে যশোর রেফার্ড করা হয়।

মহেশপু থানার ওসি মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।