উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা

নেপালের মেয়ে গায়িকা দীপা গহত্রাজকে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন ভারতের উদিত নারায়ণ। তাদের এক সন্তানও হয়, নাম আদিত্য নারায়ণ। তবে তার আগে ১৯৮৪ সালে উদিত বিয়ে করেছিলেন রঞ্জনা ঝা নামে আরও একজনকে।

সেই প্রথম স্ত্রী এবার গায়কের বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করেছেন। রঞ্জনার অভিযোগ তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

উলে­খ্য, রঞ্জনার দাবি, প্রথম বিয়ের কখা গোপন রেখেই উদিত দ্বিতীয় বিয়ে করেছেন। উদিত তাকে ডিভোর্স দেননি। ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসভায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

স্থায়ীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এছাড়াও এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক অফিসার মোঃ রুহুল আমিন, সরকারি কমিশনার আবির হোসেন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টিসহ
বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

শান্ত ১১০ বলে করেন ৭৭ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৫৫ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল নেন ৪টি উইকেট।

২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান উইল ইয়োং। এরপর কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে।

তবে ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে আঘাত হানেন নাহিদ। দলীয় ১৫ রানে ৪ বলে ৫ রান করে আউট হন উইলিয়ামসন। এরপর রাচীন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ৭২ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। ৪৫ বলে ৩০ রান করা কনওয়েকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা টম লাথামকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন রবীন্দ্র। বেশ আগ্রসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

সাবলীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র। দলীয় ২০১ রানে আউট হওয়ার আগে ১০৫ বলে ১১২ রান করেন তিনি। রবীন্দ্রর বিদায়ের পরপরই ৭৬ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে যান লাথাম। এরপর জয়ের বাকী আনুষ্ঠানিকতা সাড়েন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। ২৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেফতার ৫

গত ২৪ ঘন্টার অপারেশন ডেভিল হান্টে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মূর্শেদ অতুলসহ মেহেরপুর জেলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তৌহিদ মূর্শেদ অতুল, সদর উপজেলার শিংহাটি গ্রামের আওয়ামী লীগের সভাপতি মানারুল ইসলাম রয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে ও আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত জেলা পুলিশের পৃথক দল পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন।

এছাড়া সদর থানা পুলিশ ৩ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার হয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হবে বলে জানান এসপি।




কালীগঞ্জে বোরখা পরিহিত এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে বোরখা পরিহিত জালাল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতয়ালী থানার আন্দুলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালো রঙের বোরখা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল একজন অচেনা ব্যক্তি। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাছুূদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরখা পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশ।




মেহেরপুরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ

মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময়। যারা পরিশ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তারা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা, অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, আশরাফুজ্জামান, সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক ইউনুস আলী, ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।




ঝিনাইদহে কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান

সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গতকাল রোববার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

সে সময় স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, পরিচালক কাজী আলী আহমেদ লিকু, সদর উপজেলার জাইকা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আনসারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্জন করা দুই শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানায়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল শেখানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলা।

নারীদের আত্মরক্ষার জন্য কারাতে অত্যন্ত কার্যকর একটি কৌশল, যা তাদের দৈনন্দিন জীবনে সাহস ও নিরাপত্তার বোধ জোগাবে।
উপস্থিত অতিথিরা প্রশিক্ষণের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




ঝিনাইদহে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহের উদ্দ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনকি উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানর প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে পারবে।

তিনি বলেন, কৃষি ব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষককে চাষে আরো বেশি উদ্বুদ্ধ করা সম্বভব হবে। প্রদর্শনীতে আধুনিক সবজি, ফলসহ ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, আধুনিক সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়।

মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও ধারণা পেয়েছেন।

উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী জানান, মেলাটি কৃষি খাতে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই

সাশ্রয়ী মূল্যে এআইনির্ভর স্মার্টফোন আনল অ্যাপল। বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘আইফোন ১৬ই’ উন্মোচন করেছে কোম্পানিটি, যা মাঝারি পরিসরের স্মার্টফোন; বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করবে। আইফোন ১৬ই-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার, যা আইফোন এসই-এর তুলনায় ১৭০ ডলার বেশি হলেও আইফোন ১৬-এর তুলনায় কম।

এআই সক্ষমতা যুক্ত এই মডেলটি স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতার জন্য উপযুক্ত একটি ডিভাইস। আইফোন ১৬ই-তে ব্যবহৃত হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৮ চিপ, যা অ্যাপল ইন্টেলিজেন্স এআই টুলকে স্বাচ্ছন্দ্যে চালাতে সক্ষম। এতে রয়েছে ব্যয়বহুল আইফোনের মতোই উন্নত এআই ফিচার, যা ব্যবহার-কারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

যদিও ডিভাইসটি আইফোন এসই-এর আপগ্রেডেড সংস্করণ, তবে এটি ছোট আকারের নয় বরং একটি পরিপূর্ণ ও আধুনিক ডিজাইনযুক্ত মডেল। নতুন ফোনটি বাজারে আসার মাধ্যমে অ্যাপল নিশ্চিত করেছে যে, এআই প্রযুক্তি কেবল তাদের ফ্ল্যাগশিপ ফোনেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাজেট মডেলেও পৌঁছাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা আইফোন ১৬ই প্রি-অর্ডার করতে পারবেন, আর ২৮ ফেব্রুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে।

সূত্র: যুগান্তর




দর্শনায় গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজাসহ হৃদয়কে (২৫) গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

গ্রেফতাকৃত হৃদয় পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা গ্রামের মৃত্যু সুন্নত আলীর ছেলে।

সোমবার দিনগত রাত ১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে,অভিযান চালায় দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামে। এ সময় দর্শনা থানার এস আই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঝাঝাডাঙ্গা ঈদগাহ পাড়ায় অভিযান চালায়।

এ সময় পুলিশ হৃদয়ের ১তলা বাড়ির ভিতর থেকে প্লাস্টিকে মেড়ানো লালটেপ জাড়ানো অভিনব কায়দায় লুকানো ভারতীয় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় এস আই মাসুদুর রহমান বাদি হয়ে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।