মুজিবনগরে ২৫ শে মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে আলোচনা সভা
মুজিবনগরে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে, দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১০ সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নবাগত নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতকারী ও মুজিবনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা বাকের আলী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও অতিথিবৃন্দ উপস্থিত থেকে ২৫ মার্চ এর গণহত্যা এবং পরবর্তী মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির স্মৃতিচারণ করেন।
এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।