আইফোনের হোয়াটস অ্যাপেও আসবে পাসকি

পেপ্যাল, উবার, টিকটকে পাসকি আগেই চালু হয়েছে। হোয়াটস অ্যাপও এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ব্যাপক। মেটা এবার আইওএসে পাসকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।

মাত্র ছয় সংখ্যার ওটিপি কোড দিয়ে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা ভেরিফাই করতে পারবেন। বায়োমেট্রিক আর ফেস রেকগনিশনের বদলে এটি ভিন্ন ধরনের ভেরিফিকেশন পদ্ধতি।

পাসকি ওটিপি পদ্ধতি থেকে দ্রুত। আর নিরাপদও বটে। আপনাকে মেইল বা ফোন নাম্বারে কোডের জন্য অপেক্ষা করতে হবে না পাসকি থাকলে। হোয়াটস অ্যাপে পাসকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। সেটিংস থেকেই তা এন্যাবল করা যায়। আইফোন ব্যবহারীরা এখন অপেক্ষায়। তারাও শীঘ্রই পাবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




জনপ্রশাসন মন্ত্রীকে মেহেরপুর জেলা প্রশাসনের সংবর্ধনা

মেহেরপুর-১ আসনে তৃতীয় বারের মত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শামীম হাসানসহ জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়।

ফুল দেওয়া শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী।

বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে জনগনের জন্য আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে। যেখানেই দূর্ণীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাদের বিরুদ্ধে দূর্ণতির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন,প্রশাসনকে জনগনের সেবক হিসাবে কাজ করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। প্রশাসেন দুর্ণিতি থাকলে উন্নয়ন অগ্রযাত্র ব্যাহত হয়। তাই কোন ধরনের দুর্ণিতি প্রশ্রয় দেওয়া হবেনা। আমাদের কাছে আগামী ৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর,উন্নত ও স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই।

এছাড়াও এসময় মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম নাজমুল হক,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ বক্তব্য রাখেন।




হরিণাকুণ্ডুয় বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ

মাঘের এই হিমেল হাওয়া ও কনকনে শীতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধা শ্রমে অসহায়, ছিন্নমূল ও দু:স্থ্য নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) কাজী মোহাম্মদ আলী পিকুর আর্থিক সহযোগীতায় এবং ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সারথীর উদ্যোগে এ শীত বস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন সারথীর সভাপতি ড. তপন কুমার গাঙ্গুলী, সহ সভাপতি বিশিষ্ট কৌতুক অভিনেতা হুমায়ুন কবিরী টুকু, সাধারণ সম্পাদক প্রভাষক কাজী মোহাম্মদ আলী পিকু, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ শাহানুর আলম, কার্যকরি সোহেল রানা ও বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ইসমত আরা।

সেসময় প্রায় শতাধিক অসহায়, ছিন্নমূল, গরীব ও দু:স্থ্য মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র (কম্বল) পেয়ে বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।




চুয়াডাঙ্গায় গাঁজাসহ চাষী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে চিত্রা নদীর পাড় সংলগ্ন নিজ জমিতে অন্যন্য ফসলের সাথে দুইটি গাঁজা গাছসহ হাবিবুর রহমান ওরফে হাবুলকে (২৮) আটক করেছে দর্শনা থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের নজির ফকিরের ছেলে।

জানা যায়, শনিবার ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অভিযান চালায় বড়শলুয়া চিত্রা নদীর ধারে হাবুলের নিজ জমিতে।

এ সময় দর্শনা থানার এস আই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তরতাজা অবৈধ মাদকদ্রব্য দুইটি গাঁজা গাছ উদ্ধার করে। সেই সাথে হাবিবুর রহমান হাবুল কে গ্রেফতার করে।গাঁজা গাছ দুইটির আনুমানিক বাজার মৃল্য ৪৪ হাজার টাকা। আগামীকাল তাকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হবে।




মুখ লুকালেন কৃতি!

প্রথমবারের মতো অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবুকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। যে কারণে শুরু থেকেই এই তিন তারকার ‘দ্য ক্রু’ সিনেমা ঘিরে বেশ কৌতুহল রয়েছে। তবে তাদের মন খারাপ করা খবর দিলেন নির্মাতা রাজেশ কৃষ্ণন। পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ।

আগামী ২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছেন নির্মাতা। যদিও মন খারাপের খবরের সঙ্গে দারুণ কিছু শেয়ারও করেছেন তিনি। গতকাল নতুন তারিখের সঙ্গে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেপ্রেমীদের।

কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে দ্য ক্রু সিনেমার টিজার পোস্ট করে লিখেছেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রু মার্চে মুক্তি পাচ্ছে।’ টিজারে প্রথম একে একে দেখা যায় তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে পুরুষ কণ্ঠ শোনা যায়। যিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন। যাতে আপনাদের হূদয় বাইরে না বেরিয়ে আসে।’

এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। তবে তারা মুখ লুকালেও নতুন মুক্তির তারিখ পেয়ে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা।

সূত্র: ইত্তেফাক




নিয়ম রক্ষার ম্যাচে জিততে পারল না আর্জেন্টিনা

কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের দ্বিতীয় পর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বড় জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের মূল পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।

নিয়মরক্ষার হলেও এই ম্যাচের ওপর নির্ভর ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ‘বি’ গ্রুপের সেই লড়াইয়ে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। জয় না পেলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত বাছাই নিশ্চিত করে।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের সপ্তম মিনিটেই উরুগুয়ের জালে বল জড়ায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের শুভ সূচনা এনে দেন বালতাসার লুইস রদ্রিগেজ। চার মিনিট পর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যারন ফ্যাকুন্ডো কুইরোজের গোলে ১১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের ১৯তম মিনিটে লুসিয়ানো রদ্রিগেজের গোলে ব্যবধান ২-১ এ নামায় উরুগুয়ে। কিন্তু ২৫তম মিনিটে তা ৩-১ ব্যবধানে নেয় আর্জেন্টিনার ফ্রান্সিসকো অগাস্টিন গঞ্জালেজ। প্রথমার্ধে ৪১ মিনিট পর্যন্ত ব্যবধানটাও এমন ছিল। তবে বিরতির ৯ মিনিট আগে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বার বল জড়ান উরুগুয়ে। সিজার আরাউজো গোলে ব্যবধান নামায় ২-১ এ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের সন্ধানে থাকে দুই দল। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের মাতিয়াস আবল্ডো গোল করে ম্যাচ ফলাল নির্ধারণ করেন ৩-৩ এ। শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

চলমান প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের জন্য চার দল নিশ্চিত হয়েছে। গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে ব্রাজিল ও স্বাগতিক ভেনেজুয়েলা। আর গ্রুপ ‘বি’ থেকে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

মূল বাছাইপর্বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ভেনেজুয়েলার সঙ্গে ৫ ফেব্রুয়ারি। একইদিন ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। ৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনা প্রতিপক্ষ প্যারাগুয়ের এবং ব্রাজিলের ভেনেজুয়েলা। সবশেষ ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

চূড়ান্ত পর্বের চার দল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

সূত্র: যুগান্তর




গাংনীতে বিদ্যুৎপৃষ্ঠে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সেচপাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আমিরুল ইসলাম(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের কৃষি জমিতে সেচ দেওয়া শেষে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎপৃষ্ঠে মারাত্মক আহত হয়। পরের স্থানীয়রা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, আমিরুল ইসলামকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম কৃষক আমিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




মেহেরপুরে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ১৩৬৫, বহিস্কার ৩

২য় ধাপে খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মেহেরপুরে ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন এক হাজার ৩৬৫ জন। এবং ডিভাইস নিয়ে হলে প্রবেশ করার অপরাধে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা শহরের ৮টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় এগারোটায়। নিয়োগ পরীক্ষা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাথতে জেলা ম্যাজিষ্ট্রেট কেন্দ্রের আশে পাশে ১৪৪ ধারা জারি করেছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৮টি কেন্দ্রের ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৩৬৫ জন। ডিভাইস রাখার কারণে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে ২ জন এবং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।




মেয়ের বিবাহবার্ষিকীতে স্বামী-স্ত্রীর মারামারি, অভিমানে পিতার আত্ন*হ*ত্যা

মেয়ের বিয়ের বিবাহ বার্ষিকীর কেক কাটাকে কেন্দ্র করে স্ত্রীর উপর অভিমান করে রায়হান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে জেহালা ইউনিয়নের গড়গড়ি ঘোষপাড়া নামক এলাকা।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত রায়হান উদ্দিন গড়গড়ি ঘোষপাড়ার ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করে পরিবারের সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। সেই রাতেই স্ত্রী সুলেখা তার বাপের বাড়ি চলে যান। পরের দিন দুপুরে স্বামী আত্মহত্যা করেছেন শুনে আবার ওই রাতেই শ্বশুর বাড়ি চলে আসেন।

স্থানীয়রা জানান, রায়হান বিভিন্ন এনজিও এবং মানুষের কাছে টাকা নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। এ নিয়ে প্রায় সময় তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হতো। একই কারণে আগেও যে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, তিনি ঋণগ্রস্থ ছিলেন। এতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরই জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।




দর্শনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি রবিন মোল্লা ওরফে রবিউল ইসলামকে (৩৮) গ্রেফতার ক‌রে‌ছে দর্শনা থানা পু‌লিশ।

সে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রা‌মের হল্ট স্টেশন পাড়ার রহমান মোল্লার ছেলে।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দর্শনা থানা পু‌লিশ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) জানান, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এ এস আই বশির আহম্মেদ গোপন সংবাদের সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন দক্ষিন চাঁদপুর হল্ট স্টেশন পাড়ার এলাকায় ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করে। এসময় পু‌লিশ ঢাকা বিমান বন্দর থানার ৬৫(০৫)২০১৬ নাম্বার মামলায় বিজ্ঞ আদাল‌তের ৩০ জানুয়ারি ২০২৪ সা‌লের রা‌য়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রবিন মোল্লা রবিউল ইসলামকে গ্রেফতার কর‌তে সক্ষম হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা গ্রেফতারকৃত ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, শুক্রবার দুপু‌রে তা‌কে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে‌ছে।