গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

 “বিঁজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উৎসব মুখর পরিবেশে গাংনীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

গাংনী উপজেলা প্রশাসনের আয়ােজনে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়ােজিত ২ দিন ব্যাপী মেলার সমাপনী এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ বুধবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত হয়।

জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপােষকতায় মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহের  সভাপতিত্বে  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ।

বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, উপজেলা মৎস্য অফিসার খােন্দকার সহিদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

মেলায় উপজেলার সেরা ২০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি কলেজের সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের ২৩ টি স্টল প্রকল্প উপস্থাপন এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। একই সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ে মেধা অন্বেষণ করা হয়।

মেলা উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্যায়ে সন্ধানী স্কুল এন্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতা করে। বিতর্ক প্রতিযােগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক।

অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, নিবার্চন অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাইদুর রহমান।

সমগ্র আয়ােজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।

সফলতার স্বীকৃতিস্বরুপ আয়ােজনের দুই ব্যবস্থাপককে পুরস্কৃত করা হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দেয়া হয়।

কুইজে সন্ধানী স্কুল এন্ড কলেজ , জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বিতর্ক প্রতিযােগিতায় সন্ধানী স্কুল এন্ড কলেজ ও জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে যৌথ বিজয়ী ঘােষণা করা হয়।




গাংনীতে পিএসকেএসের দুই দিন ব্যাপি অনাবাসিক প্রশিক্ষণের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন খামারি নিয়ে ব্যায় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাটল ফ্যাটেনিং এর উপর দুই দিন ব্যাপি অনাবাসিক প্রশিক্ষণ আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে গরু মোটাতাজা করণের উপকারিতা, কিভাবে অল্প খরচে গরু মোটাতাজা করা যায়, গরু মোটাতাজা করণের জন্য গরু সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, গরু মোটাতাজা করণের চ্যালেঞ্জ সমূহ সহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করা হয়।

এছাড়াও গবাদিপশু পালেনের উপকারিতা, এর বিভিন্ন সংক্রামক রোগ (এফএমডি, তড়কা, এলএসডি) ও তার প্রতিকার, নিয়মিত কৃমিনাশক প্রদানের উপকারিতা, এন্টিবায়োটিকের যথাযথ ব্যাবহার রোধ, এফএমডি, তড়কা রোগের ভ্যাকসিন প্রদানের উপকারিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়। প্রশিক্ষণে খামারিদের হাতে কলমে কিভাবে ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরী করতে হয় তা শেখানো হয়।

এসময় খামারিদের সংস্থার চলমান বিভিন্ন সেবামূলক ও সমন্বিত কৃষি ইউনিটের চলমান বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

এসময় উপস্থিত সফল খামারী মোছাঃ জামেনা খাতুন নামে একজন খামারি জানান তিনি ২০২৩-২৪ অর্থ বছরে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি থেকে ব্যায় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাটল ফ্যাটেনিং এর উপর একটি প্রদর্শনী পেয়েছেন। এর দ্বারা ব্যায় সাশ্রয়ী পদ্ধতিতে গরু মোটাতাজা করণের পাশাপাশি কেঁচো সার উৎপাদনের মাধ্যমে আগের থেকে অধিক লাভবান হচ্ছেন বলে তিনি জানান।

উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভেটেরিনারি সার্জন ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সমন্বিত কৃষি ইউনিটের প্রাণীসম্পদ কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা বৃন্দ। উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ সাইফুল ইসলাম।

এই প্রশিক্ষণ আয়োজনে আর্থিক ভাবে সহোযোগিতা করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।




গাংনীতে মুক্তি নারী ও শিশু উনয়ন সংস্থার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নারীর প্রতি সহিংসতা ও নিযার্তন কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে বাৎসরিক আয়োজনে মেহেরপুরের গাংনীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উনয়ন সংস্থার কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার সময় মুক্তি নারী ও শিশু উনয়ন সংস্থার গাংনীর বামন্দী শাখা অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড,জার্মানীর সহযােগিতায় সভা অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা, প্রকল্পের চলমান প্রকল্পসমূহ নিয়ে ব্যাপক আলােচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।

অনুষ্ঠানের শুরুতে মুক্তি নারী ও শিশু উনয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ সভায় প্রকল্পের কার্যক্রম, কর্ম এলাকা,অর্জনসহ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উম্মে সালমা বলেন, বর্তমান সংস্থার চলমান প্রকল্প ১১ টি। প্রকল্পগুলি হলাে- কাউন্সিলিং, সালিস ও আইন সহায়তা, নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের পূন: একত্রিকরণ, বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালীকরণ, শেল্টার হােম (মমতা মা ও শিশু সদন), এ্যাডভােকেসি ফর ইম্পাওয়ারমেট প্রজেক্ট, আত্মনির্ভরতা (ক্ষুদ্র ঋণ) ও আইজিএ কর্মসূচি, মাধ্যমিক বিদ্যালয় সমূহ বিজ্ঞান শিক্ষা অবহিতকরণ, সাপাের্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সােসাইটি অর্গানাইজেশন ( সিএসও.স) টু আপ হােল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রিগিটি এন্ড রুল অব ল ইন বাংলাদশে (সুশীল), ফেমিনিষ্ট পার্টিসিপটরী এ্যাকশন রিসার্স, নারীর প্রতি জেন্ডার বৈষম্যমূলক নির্যাতন সমূহ কমিয়ে এনে নারীর অধিকার নিশ্চিতকরণ।

এছাড়াও তিনি কর্মএলাকা উল্লেখ করে বলেন, মুক্তি নারী ও শিশু উনয়ন সংস্থাটি ৩ টি জেলার ৩ টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা সদর, হােগলবাড়ীয়া ও ফিলিপনগর, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদর, কুড়ালগাছি, কার্পাসডাঙ্গা, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা, মটমুড়া ও সাহারবাটী ইউনিয়ন ।

প্রকল্পের (অর্থ ও প্রশাসন) সহকারী সম্বয়কারী ফরহাদ আলী খাঁনের সঞ্চালনায়- সভায় বক্তব্য রাখেন,বাংলানিউজ টােয়েন্টিফাের ডটকম এর মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু, আজকের কাগজের গাংনী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট অফিসার মানছুরা খাতুন মুক্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।




দর্শনায় ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্টানকে জরিমানা

দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্টানের জরিমানা আদায় করেছে।

জানাযায়  বুধবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা রেল বাজারে ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ অভিযান চালায় মেসার্স সাদিয়া কসমেটিকস দোকানে।

এ সময় মেসার্স সাদিয়া কসমেটিক্স এ ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে দোকান মালিক আনিসুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে দর্শনা আজমপুর গ্রামস্থ মেসার্স মামা ফুড প্রোডাক্টস (চানাচুর ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযান চালিয়ে মেসার্স মামা ফুড প্রোডাক্টস/ চানাচুরের ফ্যাক্টরিতে খাদ্যের সহিত নিষিদ্ধ রং মেশানো এবং অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশ থাকার কারণে ফ্যাক্টরির মালিক মোঃ মামুনুর রশিদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ২০হাজার টাকা জরিমানা করে।

এ অভিযানে দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।




গাংনীতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সহায়ক সভা অনুষ্ঠিত

গাংনীতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সহায়ক শিক্ষকের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের গাংনী এরিয়া অফিসের আয়োজনে আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে দি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বহী অফিসার প্রীতম সাহা।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিনের এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলোআপ মিটিং এ গাংনী উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন সহায়ক শিক্ষক অংশ নেন।

এসব সহায়ক শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ বিদ্যালয়ের কৈশোরকালীন ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী ও বিপিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে ওয়াহেদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন আসক্তির ফলে মাধ্যমিক বিদ্যালয় গুলোর ছাত্র ছাত্রীদের মধ্যে লেখা পড়ায় অমনোযোগীসহ বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা দেখা দিয়েছে। এ সকল সমস্যা সমাধানে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে কৈশোরকালীন ব্যবস্থাপনা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




মেহেরপুর শহরে লাটাহাম্বায় প্রাণ হারালেন এলজিইডি কর্মচারী

মেহেরপুর শহরে বাঁশের গুড়িভর্তি বেপরোয়া গতির লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেলো এলজিইডির অফিস সহায়ক মোজাম্মেল হকের । এছাড়া আহত হয়েছেন রিকসা চালক আব্দুল আলীম।

নিহত মোজাম্মেল হক মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃতু আব্দুল মোতালেবের ছেলে ও এলজিইডির মেহেরপুর নির্বাহী প্রকৌশলী অফিসের অফিস সহায়ক। আহত রিকসা চালক আব্দুল আলীম মেহেরপুর শহরের বোশপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
আজ বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার সময় মেহেরপুর পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে বাঁশের গুড়ি বোঝায় একটি দ্রুতগতির লাটাহাম্বার পৌরসভার সামনে স্পিডবেকার পার হওয়ার সময় একটি চাকা খুলে চলন্ত মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক ও রিকসাচালক আব্দুল আলীমকে চাপা দেয়। এসময় তারা দুজনেই রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। এসময় কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃতু ঘোষণা করেন। দুর্ঘটনার সময় লাটাহাম্বার চালক পালিয়ে যায়।

খবর পেয়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাসপাতালে এসে হতাহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত আব্দুল আলীম মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এপেক্স ক্লাব অব ঝিনাইদহের উদ্যোগে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

উত্তরের হিমেল হাওয়া আর কন কনে শীতে অসহায়, গরীব ও দু:স্থ্য শীতার্ত মানুষদের মাঝে একটু উঞ্চতা দিতে এপেক্স ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এপেক্স ক্লাব অব ঝিনাইদহের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক প্রেসিডেন্ট এপেক্সসিয়ান নাজিম উদ্দীন জুলিয়াস।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এপেক্সসিয়ান ফ্লোর মেম্বর এমএ কাইয়ুম মুক্ত, সাবেক প্রেসিডেন্ট আইপিপি এম রায়হান, বর্তমান প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সাবেক সেক্রেটারী এপেক্সসিয়ান শহিদুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ কে এম সালেহ, ফেলোসিপ পাবলিক রিলেশন ডাইরেক্টর শাহানুর আলম, বর্তমান সেক্রেটারি তরিকুল ইসলাম দিদার সহ অন্যান্যরা।

সে সময় ঝিনাইদহ শহরের ১’শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।




আমঝুপিতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কের আয়োজনে অতিদরিদ্র অসহায় প্রতিবন্ধী ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকাল ৩টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর অফিস চত্বরে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন হোসেন।

পরে এলাকার ৫শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।




শীতে বাইক দুর্ঘটনা এড়াতে যা করবেন

সড়কে নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। দুই চাকার বাহনটি শীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। গত বছরের ডিসেম্বরে শীত সামান্য পড়েছে। ঘটমান দুর্ঘটনার ৬৮ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। ভোর আর রাত-এই দুটো সময়েই ঝুঁকি থাকে বেশি। বাইকার হিসেবে তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। একটু অসাবধান হলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই সতর্ক হতে হবে। কি কি সতর্কতা? চলুন জেনে নেই:

আবহাওয়া যাচাই করুন
শীতে রাইড করতে গেলে আবহাওয়া যাচাই করা জরুরি। কুয়াশায় অনেক সময় দেখতে অসুবিধা হয়। যদি রাস্তায় কোথায় কুয়াশায় কিছু দেখতে না পান তাহলে দাঁড়িয়ে থাকুন নিরাপদ স্থানে। হাইওয়ের ক্ষেত্রে তা আরও বেশি প্রযোজ্য।

হেডলাইট অন রাখুন
শীতকালে রাইডে বের হবার আগে অবশ্যই হেডলাইট ও টেইললাইট কাজ করছে কী না চেক করুন। শুধু তাই নয়, বাইক চালানোর সময় কুয়াশায় সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন এবং মোটরসাইকেলের হেডলাইট অন রেখে বাইক রাইডিং করুন।

টায়ার প্রেশার চেক করুন
শীতকালে রাস্তায় শিশির পড়ার কারণে বাইক ব্রেক করলে স্লিপ কাটার আশঙ্কা থাকতে পারে। তাই নিয়মিত টায়ার ও টায়ার প্রেশার চেক করা জরুরি। শীতের সকালে কুয়াশায় অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে, অতিরিক্ত গতি জীবন পুরাটাই নষ্ট করে দিতে পারে। তাই বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি গতিসীমা মেনে চলুন।

অতিরিক্ত গতি হতে পারে মৃত্যুর কারণ
শীতের সকালে কুয়াশায় অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে, অতিরিক্ত গতি জীবন পুরাটাই নষ্ট করে দিতে পারে। তাই বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি গতিসীমা মেনে চলুন।

ব্রেক চেক করুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং সিস্টেম। শীতকালে ঘন কুয়াশার মধ্যে কয়েক হাত দূরের বস্তুও দেখা যায় না। তাই হঠাৎ করেই ব্রেক করার প্রয়োজন হতে পারে। এজন্য রাস্তায় বের হবার আগে উভয় ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা দেখুন। এছাড়া হুটহাট ব্রেক করা থেকে বিরত থাকুন। ব্রেক করার জন্য নিরাপদ দূরত্ব রেখে রাইড করুন। রাস্তায় অন্যান্য যানবাহনের সঙ্গে স্বাভাবিকের চেয়ে একটু বেশি দূরত্ব রাখুন।

লুকিং গ্লাস পরিষ্কার করুন
বাইক চালানোর সময় সবসময় লুকিং গ্লাসে নজর রাখাটা জরুরি। গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রতি-মিনিটে ৬ থেকে ৮ বার লুকিং গ্লাস দেখতে হয়। তবে শীতকালে কুয়াশার কারণে লুকিং গ্লাস ঘোলা হয়ে যেতে পারে। তাই গ্লাস ঘোলা হওয়া মাত্র বাইক সাইড করে লুকিং গ্লাস মুছে নিতে হবে। পাশাপাশি রাইডের আগে লুকিং গ্লাসগুলো ঠিক অবস্থানে আছে কী না চেক করুন।

রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন
শীতের সকালে এবং রাতে অনেক কুয়াশা থাকে। ফলে রাস্তায় রাস্তায় চলাচল করা অন্যান্য যানবাহন যাতে সহজেই আপনাকে দেখতে পায় সেজন্য রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন। এছাড়া শীতকালে বাইক রাইডিংয়ের সময় যাতে ঠান্ডা বাতাস সরাসরি বুক এবং গলায় না লাগে সেজন্য ভালো মানের জ্যাকেট পরুন। প্রয়োজন অনুযায়ী শীতের কাপড় সঙ্গে রাখুন। ঠান্ডা বাতাস এবং সর্দিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে ফুল ফেইস হেলমেট ব্যবহার করুন।

শীতের সময়ে বাইক রাইডিংয়ের সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত। এই ব্যাপারে একটু সতর্ক থাকা জরুরি কারণ অতিরিক্ত ঠান্ডা পড়লে, বাইকের হ্যান্ডেল দীর্ঘ সময় ধরে রাখলে, হাতের আঙুল নড়াচড়া করতে সমস্যা হয়। তাই আঙুল গরম রাখতে ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ৭টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

ঝিনাইদহের হরিনাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ৭ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান মোবাইল কোর্ট।

এসময় শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের সাথে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার ( ৩১ জানুয়ারি)  বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।