ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নি*হত

ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রানা হোসেনেকে আটক করেছে পুলিশ। নিলা খাতুন কোরাপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কোরাপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেন (২৫) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বাম- স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল। সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রী নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা নিলাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রানাকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।




ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যালয় খোলা রেখে ৭০ জন শিক্ষকের ভ্রমন বিলাস

কোন অনুমতি ছাড়াই সুন্দরবন ভ্রমন বিলাসে গেলেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক। গতকাল রোববার বিকাল পর্যন্ত ওই শিক্ষকরা ফিরে না আসায় একাধিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। ওইদিন সন্ধ্যায় তারা ফিরেছেন বলে জানা য়ায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১ টার দিকে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান সহ ওই শিক্ষকরা ৪ দিনের সুন্দরবন ভ্রমন বিলাসে যান। তবে, ভ্রমন বিলাসের জন্য শিক্ষকদের কেউ কেউ ছুটির অনুমতি নিয়েছেন বলে জানালেও অধিকাংশ শিক্ষকই ছুটি নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। এদিকে স্কুল খোলা রেখেই শিক্ষকরা ভ্রমন বিলাসে যাওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি জানতে গতকাল রোববার সরেজমিনে উপজেলার মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩ জন শিক্ষক ভ্রমনে গেছেন। এ সময় প্রধান শিক্ষকের অতিরিক্ত দ্বায়িত্বে থাকা আসিমা বিশ্বাস সাংবাদিকদের জানান, তাদের বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক। তাদের মধ্যে ৩ জন শিক্ষক পিকনিকে গেছেন। আর একারনে বিদ্যালয়টির ক্লাস নেওয়া সমস্যার কথা স্বীকার করলেও তারা দু’জনেই ক্লাস চালিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। তবে, বিদ্যালয়ের মুভমেন্ট খাতায় প্রধান শিক্ষক সহ৩ জন শিক্ষকের ছুটি নিয়ে ভ্রমন বা পিকনিকে গেছেন এমন কোন কিছুই লেখা দেখা যায়নি। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি অর্চনা বিশ্বাস জানান, প্রধান শিক্ষক সহ ৩ জন শিক্ষকের ছুটির বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে, লোক মুখে তিনি শুনেছেন শিক্ষকরা ভ্রমনে গেছেন।

দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীনা আক্তার জানান, তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ রতন এক দিনের ছুটির দরখাস্ত দিয়ে পিকনিকে গেছেন।গতকাল রোববারও ফিরে না আসাতে বিষয়টি তিনি এটিইওকে অবহিত করেছেন। উল্লেখ্য, অন্য এক সুত্রে জানা গেছে, শিক্ষক আবুল কালাম আজাদ রতনের বিরুদ্ধে কয়েকদিন আগে ফারহানা নামে এক শিশু শিক্ষার্থীর দুই কলির চুল টেনে ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে। ব্যাগ থেকে বই বের করতে দেরি করায় ক্লাসের মধ্যেই ওই অমানুষিক কান্ড ঘটিয়েছিল শিক্ষক রতন। এ নিয়ে পরিবারের থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও দেওয়া আছে। কিন্তু তারপরও ওই অভিযুক্ত শিক্ষককে নিয়ে ভ্রমন বিলাসে গেলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, বেলাট দৌলৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, বারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন ও দূর্গাপুর বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ওই ভ্রমন বিলাসে যাওয়া শিক্ষকদের অধিকাংশই ছুটি না নিয়ে কাগজে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন।

এসব বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান বলেন, বিদ্যালয় খোলা থাকলে একসাথে একাধিক শিক্ষকের ছুটি বা ভ্রমনে যাওয়া অপরাধ। আর এক বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক ভ্রমনে যাচ্ছেন এমন বিষয়টি তিনি জানেন না। তবে, বৈধভাবে ছুটি না নিয়ে ভ্রমনে যাওয়া শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ মোহন কিশোর সাহা বলেন, একই সময়ে এক বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক ভ্রমনে যাওয়া আইন সম্মত নহে। এটা অপরাধ। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।




ঝিনাইদহে প্রেমিকের সাথে যোগসাজসে মৃত স্বামীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুরে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে মৃত স্বামীর সম্পত্তি আত্মসাতের পায়তারা করছে তার স্ত্রী। এ ঘটনায় আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। স্বামীর মৃত্যুর কয়েক বছর আগে থেকেই প্লান করে স্বামীর সকল সম্পত্তি হাতানোর চেষ্টা করছে ওই নারী। এমনটিই অভিযোগ করেছেন মৃত প্রবাসীর স্বজনরা। জমি যেন বিক্রি করতে না পারে যেজন্য তার ছেলে আদালতের দ্বারস্থ হয়েছেন।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার গোয়ারা গ্রামের মুনছুর দেওয়ানের ছেলে মামুন দেওয়ান দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। বিদেশে থেকে লৌহজং গ্রামে নিজের বাড়ি করেছেন। সম্পত্তি গড়েছেন সেখানে। তিনি সৌদি আরব থাকা অবস্থায় তার স্ত্রী মুন্সীগঞ্জ সদর উপজেলার আব্দুস সাত্তারের মেয়ে জেসমিন বেগম হাসান নামের এক বাসের সুপারভাইজারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামী বিদেশে থাকার কারণে হাসানের সাথে দীর্ঘদিন তাদের সম্পর্ক চলতে থাকে। সর্বশেষ সৌদি প্রবাসী মামুন ২০২২ সালে দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। স্বামীকে চিকিৎসা না করিয়ে কিছুদিন বাড়িতেই রেখে দেন। পরে স্বামীর বাড়ির চাপে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ২৫ ডিসেম্বর মামুন মারা যায়। এরপর থেকে স্ত্রী জেসমিন বেগম স্বামীর সকল সম্পত্তি আত্মসাৎ করতে উঠে পড়ে লাগে। পরকীয়া প্রেমিক হাসানের সাথে নিয়ে মৃত্যুর কিছুদিনের মধ্যেই স্বামীর সকল সম্পত্তি মিথ্যা তথ্য নিয়ে নামজারী করে নেয়। পরে সেই সম্পত্তি বিক্রির পায়তারা করছে। বিষয়টি টের পেয়ে মামুনের স্বজনরা আদালতে মামলা করেন। এমনকি সম্পত্তি যেন বিক্রি করতে না পারে সেজন্য মামুনের ছেলে সিয়াম জমি যেন বিক্রি করতে না পারে সেজন্য আদালতের দারস্থ হয়েছেন। জমি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করেছেন।

মৃত প্রবাসীর ভাই স্বপন দেওয়ান বলেন, আমার ভাই বিদেশে থাকা অবস্থায় আমার ভাবী পরকীয়ায় জড়িয়ে পরে হাসান নামের একটি ছেলের সাথে। তিনি নোয়াখালির কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী এলাকার আবুল খায়েরের ছেলে। সে সোহাগ পরিবহন বাসের সুপারভাইজার। ওই হাসানের সাথে পরিকল্পনা করে আমার ভাইয়ের সন্তানদের ফাঁকি দিয়ে সব সম্পত্তি বিক্রি করতে চাচ্ছে। এই পরিকল্পনা অনেক আগের। আমার ভাই বেচে থাকা অবস্থায় আমার ভাবী পাসপোর্ট করে যেখানে হাসানকে স্বামী বলে পরিচয় দেয়। আমরা প্রতারক জেসমিনের বিচার দাবী করছি। সেই সাথে সম্পত্তি যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে ভূমি সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত জেসমিন বেগম বলেন, পাসপোর্টে ভুল করে আমার স্বামীর স্থানে হাসানের নাম হয়েছে। এছাড়াও যেসব অভিযোগ করা হচ্ছে তা সবই মিথ্যা।




বিটকয়েন তৈরিতে বিদ্যুতের খরচ ১৬৭ দেশের সমান!

কেবল বিটকয়েন মাইনিংয়ে খরচ হয় ১৫৪.৯ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুত্। বিশ্বের এমন ১৬৭টি দেশ আছে যারা সারা বছরে সব মিলিয়ে এত বিদ্যুত্ খরচ করতে পারে না। কেমব্রিজ বিটকয়েন কনসাম্পশন ইনডেক্স’র তথ্যে ধরা পড়েছে ক্রিপ্টোকারেন্সি তৈরির এই বিপুল বিদ্যুত ব্যয়।

বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি তৈরি হয় জটিল গাণিতিক এবং প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ায়। কেবল জটিল অঙ্ক কষার দক্ষতাই সব নয়। সেই সঙ্গে অত্যাধুনিক কম্পিউটারে ক্রিপ্টোকারেন্সি তৈরির পরিভাষাকে ‘মাইনিং’ বলা হয়। তার লেনদেন হয় আবার ব্লকচেইন প্রযুক্তিতে।

দেখা গিয়েছে একেকটি বিটকয়েন তৈরিতে যে কাজ কম্পিউটারে চালাতে হয় তার জন্য ১৪৫০ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুত্ প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রাশিয়ার পাশাপাশি কাজাখস্তানও বিটকয়েন তৈরি করছে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বেশি তৈরির কারণ জটিল সরঞ্জাম সহজে পাওয়ার সুবিধা। আবার চীন বা কাজাখস্তানে তৈরি হওয়ার কারণ মুখ্যত বিদ্যুতের কম দাম।

বিশ্বে ক্রিপ্টোকারেন্সির বাজারের আনুমানিক মূল্য ১.৮৯ লক্ষ কোটি ডলার। গবেষকরা বলছেন সব মিলিয়ে বিটকয়েনের মতো ১২ হাজার ৩৩টি ক্রিপ্টো মুদ্রা রয়েছে। ভার্চ্যুয়াল এক্সচেঞ্জের সংখ্যা ৯৬৫।




হরিণাকুণ্ডুতে কৃষকের ভূট্টা ক্ষেত কেটে দিলো দুর্বৃত্তরা

ঋণ-ধার করা অর্থ দিয়ে ৪০শতক জমিতে ভূট্টা আবাদ করেছিলেন কৃষক আজিজুল হক মুন্সী চান। আর কদিন পরেই ঘরে তুলবে ভূট্টা ঋণের টাকা পরিশোধ করবে বলে আশায় বুক বেধেছিল, সাথে সাথে আসবে সংসারের স্বচ্ছলতা। কিন্তু দূর্বৃত্তরা সেই ফসল রাতের আধারে কেটে নষ্ট করায় দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষক।

ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারি দিবাগত রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের দোবিলা গ্রামে। পূর্ব শত্রুতার জের ধরে দোবিলা গ্রামের নিরীহ কৃষক আজিজুল হক মুন্সী (চাঁন) এর ৬০ শতক জমির মধ্যে ৪০ শতক জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক আজিজুল হক বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে লোন করে এই ভূট্টা চাষ করেছিলাম। মানুষের কি এমন ক্ষতি করেছি যে মাঝে মধ্যেই আমার উৎপাদিত ফসল বিনষ্ট করে। ইতি পূর্বে আমার বাড়ি নির্মাণের সময়ে তাঁরা আমাকে মারধর করেছে, এবার আবার রাতের আঁধারে তারা আমার চলতি মৌসুমে ৪০ শতক জমির ভূট্টা গাছ কেটে দিয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন ঋণের দায়ে পথে বসে গেছি। কৃষক চাঁন তার কষ্টার্জিত ভুট্টার ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে তিনি কান্নায় ভেংগে পড়েন।

এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, গ্রামের ফসল এভাবে যারা ক্ষতি করে তারা মানুষের আওতায় পড়ে না। গ্রামে একে অপরের মধ্যে শত্রুতা থাকতে পারে তারমানে এই নয় যে, কারো ফসল ক্ষতি করবো। আসলে এটা একটা দন্ডনীয় অপরাধ এদরকে চিহ্নিত কর আইনের আওতায় আনার দাবী জানায়।

ভায়না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুলল ইসলাম জানান, একজন চাষির ফসল এভাবে কেটে দেওয়ায় আমি হতবাক। তাছাড়া আমি এঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকের ফসলী জমি পরিদর্শন করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শাহীন ইসলাম।

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আজ (২৯ জানুয়ারি) সোমবার এব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন আছে, অপরাধী যেই হোক খুব শিগ্রই সে আইনের আওতায় আসবে বলে জানান।




এসএসসি পাসে নিয়োগ দেবে আগোরা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ১৮-৩২ বছর।

কর্মস্থল

ঢাকা (উত্তরা, কাকরাইল, খিলক্ষেত, গ্রীন রোড, গুলশান, ধানমন্ডি, ফার্মগেট, বনশ্রী, মগবাজার, মিরপুর, মোহাম্মদপুর, সেগুনবাগিচা)

বেতন

৭,৫০০-৯,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ

১০ ফেব্রুয়ারি, ২০২৪




খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন ঝিনাইদহের দিপ্তী রহমান

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন পেয়েছেন দিপ্তী রহমান।

গতকাল রোববার (২৯ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা করা হয়। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি)।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা সুশান্ত কুমার সরকার এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা ৫ জন, রানারআপ ৫ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনসহ মোট ৫০ জনকে সন্মাননা প্রদান করা হয়।

ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চল হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিপ্তী রহমানকে সম্মাননা প্রদাণ করা হয়। তার এই প্রাপ্তিতে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলার সর্বস্তরের মানুষ।




দামুড়হুদায় বিচালি বোঝায় পাওয়ারট্রলি গাছের সাথে ধাক্কা ; আহত ২

দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা নামক স্থানে বিচালি বোঝায় পাওয়ারট্রলি রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে ধাক্কা মারে, এতে আহত হয় ২ জন।

আজ সোমবার সকাল ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলো দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মোঃ বিপ্লব হোসেন (২৮) ও মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ফারুক আলি (৩২)।

স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল সোমবার সকালে পাওয়ার ট্রলিতে বিচালি বোঝায় করে চুয়াডাঙ্গা যাওয়ার সময় দামুড়হুদা উপজেলার দর্শনা টু চুয়াডাঙ্গা সড়কের জয়রামপুর কাঁঠালতলা বাজারের সন্নিকটে রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছের সাথে ট্রলিটি ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে গেলে উক্ত গাড়ির চালক ও গাড়ির উপরে বসে থাকা আরোহি পিচ রাস্তার উপরে ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চার ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী লিয়াকত আলী বলেন, একটি পাওয়ার ট্রলি বিচালি বোঝাই করে নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল, হঠাৎ কাঁঠালতালা বাজারে পৌঁছালে রাস্তার পাশে থাকা বাবলা গাছের ডালের সাথে গাড়িটি বেঁধে উল্টে যায়, এতে চালক সহ ২ জন মারাত্মক আহত হয়। রাস্তার দুইধারে থাকা গাছগুলোর ডালপালা প্রধান সড়কের উপরে এসে পড়েছে, এসব ডালপালা গুলো অতি দ্রুত কেটে ফেলা উচিত। তা না হলে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।




প্রথম জয়ের খোঁজে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচ খেলে সবগুলোতেই হারের মুখ দেখেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট। ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে দলটি।

অন্যদিকে বিপিএলের এবারের আসরে ছন্দে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে বন্দর নগরীর দলটি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে দলটি।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, সামিত প্যাটেল, হ্যারি ট্যাক্টর, মাশরাফি মুর্তজা (অধিনায়ক),দুশান হেমন্ত, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

সূত্র: ইত্তেফাক




ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল যেসব সিনেমা

বাংলাদেশসহ ৭৪ দেশের ২৫০টির বে‌শি চলচ্চিত্র দেখার আনন্দ দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। রোববার (২৮ জানুয়ারি) ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন ছিল। এ উৎসব শেষ হলো সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।

এবারের দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের সেরা সিনেমা হয়েছে চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। মান্দারিন ভাষার সিনেমাটির নির্মাতা কুইয়াও সিক্সুই। গতকাল (২৮ জানুয়ারি) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগের পুরস্কার।

শ্রীলঙ্কান সিনেমা ‘হুইসপেরিং মাউন্টেইনস’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জগথ মনুয়ারা। মৃণাল সেনকে নিয়ে ‘চালচিত্র এখন’ সিনেমা বানিয়েছেন অঞ্জন দত্ত। গত বছর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কলকাতায়। পুরস্কারও পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় মৃণালের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন নিজেই। চরিত্রটিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতাও হয়েছেন অঞ্জন দত্ত।

সেরা অভিনেত্রী হয়েছেন বাদেমা, চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’-এ অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে তাজিকিস্তানের মহিদ্দিন মুজফফরের ডভ। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছে মাইটি আফরিন—ইন দ্য টাইম অব ফ্লাডস।

এশিয়ান কমপিটিশন বিভাগে স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের ‘হ্যাপিনেস’। সিনেমাটি পরিচালনা করেছেন আসকর ইউবেবায়েব। এ ছাড়া স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী হয়েছেন আফরিন খানম। অ্যাঞ্জেলস রেলিস পরিচালিত ‘মাইটি আফরিন—ইন দ্য টাইম অব ফ্লাডস’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

বাংলাদেশ প্যানারোমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতেছে পার্থ প্রসাদের ‘সাবিত্রী’। বাংলাদেশ প্যানারোমায় ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে ফিফরোস্কি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছে শুভাশীষ সিনহার ‘ইনাফি’, দ্বিতীয় রানারআপ হয়েছে জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’। অন্যান্য পুরস্কারের মধ্যে শিশুতোষ সিনেমা বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতীয় নির্মাতা বিপুল শর্মার সিনেমা ‘প্রভাস’।

মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি গোপালগঞ্জে বিনামূল্যে প্রদর্শন শুরু হচ্ছে আজ | বিনোদন | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ের পরে’।

স্পিরিচুয়াল বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘দেয়ার অ্যান্ড ব্যাক’। রাশিয়ান এই সিনেমার নির্মাতা ওলেগ আসাদুলিন। সেরা তথ্যচিত্র হয়েছে কিউবার ‘কুনানফিনদা: দ্য ল্যান্ড অব ডেথ’। তথ্যচিত্রটির নির্মাতা হ্যানসেল লেবা ফানেগো। এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানীর ‘সুরত’।

ওমেন ফিল্ম মেকার্স বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ইরানের সিনেমা ‘জাঙ্কস অ্যান্ড ডলস’। এটির নির্মাতা মানিজেহ হেকমাত। একই বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেনডসেনের ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’।

সেরা নির্মাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েনং মু-নো। ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এই বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘মুক্তি’। এটির নির্মাতা চৈতালি সমাদ্দার।

সূত্র: ইত্তেফাক