ঝিনাইদহে আলমসাধু ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে যুবক নি*হত

ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ইউনিলিভার কোম্পানীর এস আর পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত পল্লাদ মালি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ধুদরাজপুর গ্রামের বাবু মালির ছেলে।

এ ঘটনাটি ঘটেছে আজ রোববার রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে। পুলিশ নিহত পল্লাদ মালির লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।

থানা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, আজ রোববার রাত ৮টার দিকে যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানীর পণ্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ জানান, গয়েশপুর মোড়ে আলমসাধু ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে পল্লাদ মালি নামের এক জন জখম হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পল্লাদের লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল সোমবার ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হবে।




দর্শনায় কেরু সিবিএ নির্বাচনী প্রচরণা শুরু করলেন মাসুদ সংগঠন

দর্শনা কেরুজ সিবিএ নির্বাচন আগামী বছর ২৫ সালের ফেব্রুয়ারি মাসে।তাই আগাম প্রচারনায় নামলেন মাসুদ সংগঠনের উত্তরসূরি সৌমিক হাসান রুপম।

আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধা থেকে বয়লিং হাউজ,ফিডার কারখানা ডিষ্টিলারীসহ বিভিন্ন জায়গায় শ্রমিকদের কাছে ভোট চাইলেন সৌমিক হাসান রুপম।

কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৯ বারের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন,আমার চাকুরী নভেম্বর দিকে শেষ হয়ে যাচ্ছে তাই আমি আমার উত্তরসূরি হিসাবে আমার ছেলেকে মাসুদ সংগঠনের কর্মীদের রুপমের কাছে তুলে দিলাম। তাই আগামী নির্বাচনে আমার ছেলেকে সাধারন সম্পদক হিসাবে আজ থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলাম।

এ সময় নির্বচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, মাওলা বক্স, সিডিএ এনায়েতুল্লাহ, আব্দুল মান্নান জামাত আলী, শহিদুল ইসলাম,সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যসদস্য শরিফুল ইসলাম, সদস্য আমিনুল, সদস্য মজিবর, ইদ্রিস,আজাদুল ইসলাম দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট, আতিয়ার হেড ক্যাশিয়ার রেজানুর রাজিব, হিসাব সহকারী বুলু আমিন, হিসাব সহকারী মনির উদ্দিন ভৃইয়া, ওয়ে পি খন্দকার কায়েস আব্দুল্লা, সাজেদুর রহমান তুফান, আরিফুল ইসলাম আরুক, ড্রাইভার আলামিন শেখ, হেলফার আমজাদ আলী, ডলার, শান্ত, রকি, সিডিএ আব্দুল কাদের মাঈন উদ্দিন, আকবার বাবু, মশিউর রহমান, মাহবুবুর রহমান, সিডিএ এস এম জাহাঙ্গীর, সি আইসি আসাদুজ্জামান, সি আই সি কাজল চন্দ্রদাস, ক্যাশিয়ার মতিউল, লিটন, আতিয়ার, সাজু সবুজ, সদস্য মহায়মানুল হাসান রকি, মতিয়ার বড় বাবু সাহেব আলী শিকদার, সাকি মাহমুদ, সুইট সাইদ ড্রাইভার, জিন্টু ড্রাইভার, লিটন বয়লার, ফিরোজ আহম্মেদ টিটু, জিল্লু, শাহিন ইমরান,কবির প্রমুখ।




খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন কুষ্টিয়ার ঝর্না খাতুন

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে কুষ্টিয়ার ঝর্না খাতুনকে খুলনা বিভাগীয় পর্যায়ে জয়িতার সম্মাননা পেয়েছেন।

আজ রবিবার ( ২৮ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) সম্মাননা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমাদের সংবিধান প্রতিটি মানুষকে মানুষ হিসেবে বাঁচার অধিকার দিয়েছে। যেখানে নারী বা পুরুষ আলাদা করে বিবেচনা করা হয়নি। সমাজকে পাল্টানোর দায়িত্ব জয়িতাদের। জয়িতারা জীবন সংগ্রামে জয়ী হবেই।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, পরিচালক জাকিয়া আফরোজ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা সফল জননী নারী চন্দনা রানী কুন্ডুসহ খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ঝর্ণা খাতুনসহ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শামীমা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা রীনা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাবিনা শারমিনসহ বিভাগীয় পর্যায়ে রানারআপ ও বিভাগের ১০ জেলা থেকে নির্বাচিত জয়ীতাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।




ঝিনাইদহে ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের অভিষেক ও সংবর্ধনা সভা

ঝিনাইদহে নবগঠিত ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের নতুন কমিটির অভিষেক ও সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় শহরের পাগলাকানাই সড়কের প্রফেসর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

এই অভিষেক ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিসিডিএস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রফিকুল করিম সোম, ঝিনাইদহ ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি এমএ সামাদ, বিসিডিএস এর সহ সভাপতি মুস্তাকিবুর রহমান ঝন্টু প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেণ নবগঠিত এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি জুয়েল রানা বীর এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা একেএম ছবদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ফোমের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান (সাইদ)। অনুষ্ঠানে নবগঠিত ফোরামের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে কোন ফোরাম বা এসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য হলো নিজেদের ভিতরে ঐক্য গড়ে তোলা এবং বিপদে আপদে এক সাথে হয়ে কাজ করা। তিনি আরও বলেন অনৈতিক বা বিধি বহির্ভূত কোন কাজের সাথে থাকা যাবে না, সকল পক্ষের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমিসহ সকল ডাক্তার এবং আজকের যারা সম্মানিত সকল প্রতিষ্ঠানের অতিথিবর্গ আছেন সকলেই আপনাদের সহযোগীতা করবেন।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসির সামনে মটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী গুরুত্ব আহত হয়েছে।

আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধা ৬ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। আহত আনসারুল হক (৫০) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিপাড়ার রমজান শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, আহত আনসারুল হক আমঝুপি বিএডিসির কর্মী। প্রতিদিনের ন্যায় বিএডিসির কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। বিএডিসির সামনে সাইকেল ও ঘাসের বস্তা নিয়ে রোডে উঠার সময় বিপরীত দিক থেকে আশা মটরসাইকেল আরোহী সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুত্ব আহত হয়। আমরা মেহেরপুর ফ্যায়ার সার্ভিস কর্মীদের ফোন দিলে তারা এসে আহত ব্যাক্তিকে নিয়ে যায় এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং অবস্থা গুরুত্ব হওয়ায় ঢাকা মেডিকেলে রের্ফাড করেন।




মেহেরপুরে স্কোয়াশ চাষে আর্থিক উন্নতি হয়েছে সব্জি চাষীদের

খেতে সুস্বাদু আর অল্প খরচে বেশি লাভ ও চাহিদা বেশী হওয়ায় স্কোয়াশ সবজি জাতীয় ফসলের আবাদে ঝুঁকছেন মেহেরপুর জেলার কৃষকরা। ইতোমধ্যে অনেকেই লাভবান হওয়ায় শিক্ষিত ও বেকার যুবকরা এটি আবাদে পরামর্শ নিচ্ছেন।কৃষি বিভগ বলছেন সম্ভাবনাময় এ অঞ্চলে নতুন জাতীয় সবজি স্কোয়াশ অনেক কৃষকের মাঝে সাড়া ফেলেছে। এব্যাপারে কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

মেহেরপুরের গাংনী উপজেলার সবজি চাষি জিয়াউল হক। এক বিঘা জমিতে স্কোয়াশ আবাদ করেছেন। মেহেপুরের একটি বেসরকারি এনজিও সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কাছ থেকে বিনামুল্যে পাওয়া স্কোয়াশ বীজ ও মালচিং পেপার ও পরামর্শ নিয়ে শুরু করেছিলেন সবজি জাতীয় ফসল স্কোয়াশ চাষ। চারা রোপনের তিন মাসের মধ্যে স্কোয়াশ বিক্রি শুরু করেন। ইতোমধ্যে তিনি পাইকারদের কাছে বিক্রি করছেন প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়। এক বিঘা জমিতে তিনি অর্ধ লক্ষ টাকার স্কোয়াশ বিক্রি করেছেন। এখন তিনি অর্ধ লক্ষ টাকার স্কোয়াশ বিক্রি করবেন বলে আশাবাদি। প্রতি সপ্তাহে অন্তত তিন বার গাছ থেকে স্কোয়াশ বিক্রি করতে পারবেন। পানির ব্যবহার কমাতে এবং আগাছা ও রোগ বালাই থেকে গাছকে সুরক্ষা দিতে ব্যবহার করেছেন মালচিং পেপার। কীটনাশকের পরিবর্তে ফেরোমন ট্যাপ ও ইয়োলো স্টীট ব্যবহার করা হচ্ছে। যাতে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌছে দেয়া যায়। কীটনাশক মুক্ত থাকায় জিয়াউল হকের স্কোয়াশের বেচা বিক্রিও অনেক ভাল। শুধু জিয়াউল হকই নয়,তার দেখাদেখি কাজিপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক স্কোয়াশ আবাদ করে লাভবান হয়েছেন। নতুন নতুন ফসল কৃষকদের মাঝে পৌছে দেয়া এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক মুনাফা আয় করা যান এমন কাজটি করে চলেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)’র কৃষি ইউনিটের উদ্যোগে নতুন সব্জি হিসাবে তিনি স্কোয়াশের আবাদ শুরু করেছেন। সংস্থা বিনামূল্যে স্কোয়াশের বীজ, মালচিং পেপার, ফেরোমন ফাঁদ, স্টিকিট্র্যাপ এবং জৈব ও রাসায়নিক সার প্রদান করেছে। পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত সংস্থা পিএসকেএস নিজস্ব কৃষি অফিসারের মাধ্যমে সদস্য কৃষকগণকে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে থাকে। অপরিচিত ও অপ্রচলিত সব্জি হলেও এটি আবাদে কৃষকরা আর্থিকভাবে বেশী মুনাফা পাবে বলে জানিয়েছে সরকারী কৃষি বিভাগ।

স্কোয়াশ চাষি জিয়াউল হক বলেন,বিভিন্ন সবজির পাশাপাশি এক বিঘা জমিতে পরিক্ষামুলক ভাবে মালচিং পদ্ধতিতে স্কোয়াশ করে অনেক ভাল ফলন পাচ্ছি। বাজারে দামও ভাল। খরচের দিগুণ টাকা আয় করা যাবে। পিএসকেএস আমাকে বীজ এবং মালচিং পেপার দিয়ে সহায়তা করেছে। আমি ্ওই সংস্থার কৃষি অফিসারের পরার্ম অনুযায়ী আবাদ করেছি। আগামীতে আরও বড় পরিসরে স্কোয়াশ আবাদ করবো।

পুষ্টিবিদ জান্নাতুননেছা জানান,স্কোয়াশে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, অন্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি, ম্যাঙ্গানিজ, বিটা ক্যারোটিন ও লুটেইন, ফোলেট কপার, রিবোফ্লাবিন, ফসফরাস, ক্যারোটিনয়েডস ও পটাশিয়ামের মত মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ পদার্থ সমূহ। যা’ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, অ্যাজমা, ডায়াবেটিস ও হার্ট-এর রোগ থেকে রক্ষা করে। ক্যান্সার প্রতিরোধে স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা’ দেহের ফ্রি র‌্যাডিকেলস দূর করে এবং বিটা ক্যারোটিন ক্যান্সারের ক্ষতিকর পদার্থ থেকে দূরে রাখে আমাদের।

কৃষকদের সহায়তাকারি বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মুহাঃ মোশাররফ হোসেন জানান,স্কোয়াশ চাষসহ বিভিন্ন জেলার কৃষকদের নানা প্রশিক্ষণ,বীজ ও বিভিন্ন উপকরণ বিনামুল্যে বিতরনের মাধ্যমে উন্নত সবজি আবাদে সহায়তা করে আসছে পিএসকেএস। এছাড়াও কীনাশকের ব্যবহার কমিয়ে সবজিকে স্বাস্থ্য সম্মত করতে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ ও ক্ষতিকারক পোকামকড় দমনে সহায়তা করা হচ্ছে। আমাদের কার্যক্রমের মাধ্যমে উন্নত আবাদ করে কৃষকরা লাভবান হচ্ছেন। আমাদের এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।




নিয়োগ দেবে হা-মীম গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হা-মীম গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অফিসার/সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার/সিনিয়র অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে বিএসসি (ইইই)/ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ২৫-৩৫ বছর।

কর্মস্থল

গাজীপুর, ঢাকা (আশুলিয়া)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ

২১ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




চ্যাটজিপিটির সহায়তায় বই লিখে জিতলেন পুরস্কার

চ্যাটজিপিটি ব্যবহারে অনেকের জীবন নানাভাবে সহজ হলেও সৃজনশীল লেখনিতে তা যোগ করেছে অনন্য মাত্রা এর প্রমাণ এতদিন ছিল না। ঘটনা জাপানের। চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আস্ত একটি উপন্যাস লিখে জাপানের সম্মানজনক আকুতাগাওয়া সাহিত্য পুরষ্কার জিতে নিয়েছেন লেখক রি কুদান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই তা ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ কেউ বলছেন, যারা এআই ব্যবহার না করে লেখেন তাদের জন্য ভীষণ অপমানজনক ঘটনা এটি। তবে ৩৩ বছর বয়সী এই লেখিকা জানিয়েছেন, ‘উপন্যাস লেখায় এআইয়ের ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে এর মাধ্যমে আমার সৃজনশীলতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করব।’

এক সংবাদ সম্মেলনে লেখিকা বলেন, ‘দ্য টোকিও টাওয়ার অব সিম্প্যাথি’ নামের উপন্যাসের ৫ শতাংশ এআই ব্যবহার করে লেখা। পুরস্কার প্রদান কমিটির সদস্যরা বইয়ের ওই অংশকে ‘কার্যত ত্রুটিহীন’ বলে রায় দিয়েছেন’।

এআইকে ভবিষ্যতের গগনচুম্বী অট্টালিকা ডিজাইন করতে বলেছিলেন একজন স্থপতি। ব্যাস, চ্যাটবট গল্পের বীজ বুনে দেয়। টোকিও শহরে বহুতলবিশিষ্ট আরামদায়ক কারাগার নির্মাণে দায়িত্বপ্রাপ্ত একজন স্থপতির উভয়সংকটকে কেন্দ্র করে উপন্যাসের গল্প এগিয়ে চলেছে। থিম একটি এআই। গল্পে আইন ভঙ্গকারীদের পুনর্বাসনের কথা বলা হয়েছে। কুদান বলেন, তিনি নিজের জীবনের যেসব সমস্যার কথা অন্য কাউকে বলতে পারেন না, সেগুলোর সমাধানে এআইয়ের পরামর্শ নেন।

কুদানই প্রথম সৃষ্টিশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিতর্ক তৈরি করেছেন, এমনটি নয়। এআই ব্যবহার করে ছবি তৈরি করার কারণেই গত বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড থেকে বার্লিনভিত্তিক ফটোগ্রাফার বরিস এলডাগসেনের পুরস্কার প্রত্যাহার করা হয়।

এছাড়া চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে গত বছর মামলা করেন ‘গেম অব থ্রনস’–এর লেখক জর্জ আর আর মার্টিন, জোডি পিকাউল্ট ও জন গ্রিশাম। এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় মেধাস্বত্ব লঙ্ঘন করার অভিযোগে মামলা করেছে নিউইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যম।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়াতে প্রবাসী যুবকের হেলিকপ্টারে চড়ে বিয়ে

কথায় বলে না শখের তোলা আশি টাকা। তেমনি কুয়েত প্রবাসী যুবক আল আমিন তার মায়ের শখ মেটাতে হেলিকপ্টারে গিয়ে বিয়ে করে ফিরেছেন।

কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগে ৪৫ মিনিট। আর হেলিকপ্টারে পাঁচ মিনিট। এতটুকু দূরত্বে নববধূকে নিয়ে আসতে হেলিকপ্টারে চড়লেন কুয়েত প্রবাসী যুবক আল আমিন।

গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটা গ্রামে আসেন আল আমিন। পরে মাত্র পাঁচ মিনিটে একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গাংপাড়া খেলার মাঠে পৌঁছান তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেন। এসময় বরের সঙ্গে ছিলেন বড় বোন ও বোনের স্বামী। এই আয়োজনে খরচ হয় প্রায় দুই লাখ টাকা।

বর আল আমিন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটা গ্রামের কুয়েত প্রবাসী আমিরুল ইসলামের দ্বিতীয় ছেলে। আর কনে তানজুরা খাতুন (১৯) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গাংপাড়া গ্রামের তাসের আলীর মেয়ে।

এলাকাবাসী জানান, বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এতটুকু রাস্তা হেঁটে যেতে সর্বোচ্চ ৪৫ মিনিট সময় লাগার কথা। কিন্তু বর এলেন হেলিকপ্টারে চড়ে। আর বিয়েতে বরযাত্রী গেছেন ১০০ জন। তাদের মাইক্রোবাস ও মোটরসাইকেলে কনের বাড়িতে পাঠানো হয়।

বরের বাবা আমিরুল ইসলাম জানান, তার স্ত্রীর শখ ছিল আল আমিনকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। তার শখ পূরণে এই আয়োজন।

এ বিষয়ে বরের মা আমেনা খাতুন বলেন, শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে পাঠাবো। ছেলের বউকে হেলিকপ্টারে আনবো। ছেলের বউকে হেলিকপ্টারে আনতে পেরে খুব খুশি।

বর আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে কুয়েতে চাকরি করছি। মায়ের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাব। মায়ের শখ পূরণ করতে পেরে ভালো লাগছে।

পাটিকাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেজভিজ্জামান কানু ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, এই অঞ্চলে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা এটাই প্রথম। দুই গ্রামের মানুষ বিষয়টি বেশ উপভোগ করেছে।




ভালোবাসার মৌসুমে ‘ছায়াবৃক্ষ’ ও ‘ট্র্যাপ’ নিয়ে আসছেন অপু

আসছে ভালোবাসার মওশুমে পরপর দুই সপ্তাহে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন অভিনেত্রী অপু বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’ ও ‘ট্র্যাপ’ নামের সিনেমা দুটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন নিরব ও জয় চৌধুরী।

আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। আজ সন্ধ্যায় মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার।

সিনেমাটি প্রসঙ্গে নায়ক জয় বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।

‘ট্র্যাপ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ তে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

সংবাদ মাধ্যমকে বন্ধন বিশ্বাস বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে চিঠি দেয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই প্রচারণা শুরু করা হবে।’

‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি তৈরি হয়েছে দেশের চা শ্রমিকদের জীবনের কাহিনী ও বিভিন্ন টানাপোড়েন নিয়ে। সিনেমাটিতে নিরব-অপু ছাড়াও রয়েছে কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান, মনিরুজ্জামান মিন্টুসহ অনেকে।