বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ইফতার মাহফিল

বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২৩শে মার্চ) পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিস রোডে ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ বাড়ি মেহেরপুরের প্রধান কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা।

বাড়ি মেহেরপুর গ্রুপের প্রধান এডমিন আমেরিকান প্রবাসী এম এম নুরুজ্জামানের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুরের এডমিন মোহাম্মদ রিনু, এডমিন আসাদুজ্জামান খান রাজ, মডারেটর মোঃ মাবুদ সহ বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।




টালিউড অভিনেতা পার্থসারথি দেব ‍মারা গেছেন

টালিউড অভিনেতা পার্থসারথি দেব ‍মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২২ মার্চ) কলকাতার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পার্থসারথি দেব।

দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল তার। পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়েছিল। অভিনেতার বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। গত ৪৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর পক্ষ থেকে শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো রয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে।

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গেছে তাকে।




দর্শনায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলে গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ রিপন মিয়া (২৯), রকিম মিয়াকে (৫০) গ্রেফতার করছে দর্শনা থানা পুলিশ।

জানাগেছে গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে, অভিযান চালায় রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তর পাড়ায়। এ সময় দর্শনা থানার এস আই সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় রকিব মিয়ার বাড়িতে। এ সময় পুলিশ রকিব মিয়ার নিজ শুয়ার কক্ষে খাটের নিচ থেকে ১৫০ বোতল ও রিপনের ঘর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ফেনসিডিলের বাজার মূল্য অনুমান ৩ লক্ষ ৯০ হাজার টাকা।

এ ঘটনায় এস আই সোহেল বাদি মাদক আইনে বাপ ও ছেলের বিরুদ্ধে দায়ের করেছে মামলা।




বাংলাদেশকে হারিয়ে ঢাকায় ফিলিস্তিন

কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিন ৫-০ গোলে বাংলাদেশকে হারিয়ে আজ সকালে ঢাকায় আসছে ফিলিস্তিন। এর আগেই ঢাকায় ফেরার পথে ছিল বাংলাদেশ ফুটবল দল। তারা আজ ভোরেই হোটেলে উঠার কথা। বাংলাদেশ-ফিলিস্তিন ফিরতি ম্যাচ ঢাকায়, ২৬ মার্চ।

ফিলিস্তিন শক্তিশালী দল। তাদের বিপক্ষে পারবে না বাংলাদেশ, বড় ব্যবধানে হারবে, সেটা আগেই অনুমিত ছিল। তারপরও কুয়েতের মাঠে হওয়া খেলা যারা দেখেছেন তাদের চোখে আশা জাগিয়েছিল বাংলাদেশ। প্রথম ৪২ মিনিট পর্যন্ত অন্তত তিন বার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে একা পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করে ফিলিস্তিন। এরই ফাঁকে বাংলাদেশ অন্তত দুই বার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে।

ফাহিম, সোহেল রানা, রাকিবরা আক্রমনভাগে অপ্রত্যাশিত সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিনি ফুটবলাররা উচ্চতায় সাড়ে ৬ ফুট। তাদের বিপক্ষে বাংলাদেশ এরিয়েলে না খেলে গ্রাউন্ড বলে খেলছিল। এতে সুযোগও হচ্ছিল। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে রক্ষণের ব্যর্থতায় বাংলাদেশ টপাটপ গোল হজম করে। ফিলিস্তিনি জানে তারা ছয় দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে। ঢাকার মাঠে পুরো বিপরীত পরিবেশে খেলতে হবে। হয়তো সে কারণে প্রথম ম্যাচে নিজেদের

শক্তিটাকে পুরোপুরি ঢেলে দেয়নি। সেই সুযোগটা পেয়েও লুফে নিতে পারেনি জামাল ভূঁইয়ারা। ৫টা গোলই হয়েছে রক্ষণের ফুটবলারদের কারণে। হ্যাটট্রিক করেছেন ফিলিস্তিন দলের একমাত্র ইউরোপে খেলা ফুটবলার ওদে দাবাগ। বেলজিয়ামে খেলেন তিনি। ৪২ মিনিট পর্যন্ত গোল পোস্ট আগলে রেখে গোল হজম করে। দুই ডিফেন্ডার দু- দুটি ভুল করেন, ২-০ তে এগিয়ে যায় ফিলিস্তিন। ৪৩ মিনিটে ওদে দাবাগ গোল করলেন সাদ উদ্দিনের ভুলে। ৪৫ মিনিটে শিহাব কামবর গোল করলেন সোহেল রানার ভুলে। এই সোহেল রানা সবচেয়ে রানা নিজেদের বক্সে এমনভাবে বল রিসিভ করলেন, সোহেল রানার পায়ের বল ফিলিস্তিনি ফুটবলার শিহাবের পায়ে গেলে গোল করেন তিনি।

ওদে দাবাগ, শিহাব, ওয়ারদা বাংলাদেশের রক্ষণে যতটা তচনচ করেছেন, তার চেয়েও বেশি ভুল খেলে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ভাগ্য ভালো গোলরক্ষক মিতুল মারমা এদের মধ্যে ভালো খেলে পোস্ট আগলে রেখেছিলেন। প্রথম দুই গোলেই শেষ হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেমে বাংলাদেশ যেন আরো বিপদে পড়ে যায়। ফিলিস্তিনি ফুটবল দল বাংলাদেশকে গলা চেপে ধরে। ৪৯ মিনিটে আবার শিহাব গোল করেন, ৩-০। ৫৩ মিনিটে ওদে দাবাগ গোল করেন, ৪-০। ততক্ষণে বাংলাদেশের সব সর্বনাশ হয়ে গেছে, ৭৭ মিনিটে হ্যাটট্রিক করেন ওদে দাবাগ ৫-০।

সূত্র: ইত্তেফাক




গুগল ড্রাইভে ফোল্ডারের রং যেভাবে বদলাবেন

অনলাইনে তথ্য সংরক্ষণের জন্য গুগল ড্রাইভের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক ফাইল জমে গেলে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যায় না। তাই গুরুত্বপূর্ণ ফোল্ডারের রং পরিবর্তন করে সমস্যার সমাধান করা যায় খুব সহজেই।

যেভাবে করবেন:
ডেক্সটপ থেকে ফোল্ডারের রং পরিবর্তনের জন্য প্রথমে গুগল ড্রাইভে প্রবেশ করুন। এরপর যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন, সেই ফোল্ডারে ক্লিক করে ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন। এবার ‘অর্গানাইজ’ অপশনে মাউসের কারসর রেখে পপআপে দেখানো ‘ফোল্ডার কালার’–এর নিচে পছন্দের রং সিলেক্ট করুন। এরপর নির্বাচিত রং অনুযায়ী ফোল্ডারের রং বদলে যাবে।

মোবাইল থেকে ফোল্ডারের রং পরিবর্তনের জন্য গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তার ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘চেঞ্জ কালার’ অপশনটি সিলেক্ট করে পছন্দের রং নির্বাচন করলেই নির্দিষ্ট ফোল্ডারের রং বদলে যাবে।

সূত্র: ইত্তেফাক




গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের “প্রধান শিক্ষক আফজাল হোসেন লাঞ্ছিত”

চাকুরী দেওয়ার নামে ৬ লাখ টাকা নিয়ে চাকুরী না দেওয়ার অভিযোগ এনে এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন চাকুরী প্রত্যাশী যুবক ও তার লোকজন।

অভিযুক্ত প্রধান শিক্ষক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আফজাল হোসেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক সাড়ে আটটার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় এই লাঞ্ছিতের ঘটনা ঘটে।

জানা গেছে, গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়া এলাকার আওয়ামী লীগের প্রবীন নেতা আলাউদ্দিন ওরফে আলার তার ছেলে সায়েম রানার জন্য গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পিওন পদে চাকুরী নেয়ার জন্য প্রায় তিন বছর পূর্বে ৬ লক্ষ টাকা দেন প্রধান শিক্ষক আফজাল হোসেনকে।

কিছুদিন ওই বিদ্যালয়ে সায়েম রানাকে দিয়ে কাজ করান প্রধান শিক্ষক আফজাল হোসেন। তারপর তাকে অজ্ঞাত কারনে তাড়িয়ে দেন।

আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন জানান, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সাথে একাধিক বার কথা বলেছি। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত করেনি। আমার ছেলেকে চাকুরীও দেইনা। ৬ লাখ টাকাও ফেরৎ দেইনা।

আজকে হাসপাতাল বাজারে তাকে ধরে টাকা কবে দেবে সেই কথা বলা হয়েছে। এদিকে এই ঘটনায় হাসপাতাল বাজারে তাৎক্ষণিকভাবে শতশত লোক জড়ো হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সাথে তার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




মেহেরপুরের আমদহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে “শিশু বরণ অনুষ্ঠিত”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত ও ঝরেপড়া রোধকল্পে শিশুদের বিদ্যালয়ে আনন্দমুখর ও অনিয়মিত দূর করতে মেহেরপুর সদর উপজলার বামনপাড়া,বন্দর ও চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় প্রাক প্রাথমিক বিদ্যালয় ভর্তিকৃত নবাগত ছাত্র ছাত্রীদর নিয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযান এর সহযাগীতায় মানব উনয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, জন প্রতিনিধি, এস এম সি সদস্য ও এডুকেশন ওয়াচ গ্রুপ এর সদস্য সহ অভিভাবকগণ উপস্থিত ছিলন।

সভায় অভিভাবকদের দায়-দায়িত্ব ও করনীয় সম্পর্কে বিশদ আলোচনা রাখে প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
অনুষ্ঠানে নবীন শিশুদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং প্রত্যেক শিশুর হাতে বিশেষ উপহার দেওয়া হয়।




চুয়াডাঙ্গার দর্শনায় বিদ্যুৎ স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা মদনা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বশির আলী (৫০)নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত বশির আলী একই গ্রামের দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে।

ঘটনার বিবরনে জানাগেছে,  আজ শুক্রবার ২২ মার্চ সকাল ১০ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা উত্তর পাড়ার মৃত্য ইলার উদ্দীনের বাড়ি ভুট্রা শুকানোর কাজে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হক জানান, আজ শুক্রবার সকালে গ্রামের একজনের বাড়ির ছাদে ভুট্টা শুকাতে দিয়েছিলেন তিনি। ভুট্টা নেড়েচেড়ে দেয়ার সময় অসাবধানতাবশত বাড়ির ছাদের পাশেই বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। তার অকাল মৃত্যুতে ঐ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম।




দামুড়হুদায় বাজার তদারকি ও মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার তদারকি ও মোবাইল কোর্টের মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা।

মোবাইল কোর্ট সুত্রে জানাগেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে উপজেলা প্রশাসন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার টাকা, এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫২ ধারায় ইব্রাহিম খলিলকে ২ হাজার টাকা এবং এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আশরাফুলকে ২ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

এছাড়া কার্পাসডাঙ্গা বাজার তদারকি করে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপী, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির একটি টিম।




দর্শনায় বিজিবি-বিএস এফের পতাকা বৈঠক, আপন ঠিকানায় ভারতীয় মা ও ছেলে

মােবাইল ফােনে বাংলাদেশের চট্টগ্রামের সন্দীপের এক মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগনাের বাসিন্দা প্রাণ কৃষ্ণ দাস। এরপর সেই মেয়েকে বিয়ে করতে সে তার মা কাজলী দাসকে সঙ্গে নিয়ে অবৈধভাবে যশাের বেনাপােল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। বিয়ে শেষে ফেরার সময় বাঁধে বিপত্তি।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বিজিবি সদস্যরা তাদের আটক করে তাদের পুলিশ সােপর্দ করে। তারপর তাদের ঠাঁই হয় ঝিনাইদহ জেলা কারাগারে। এরপর সাজা শেষে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রশন চেকপােস্টর শুন্য রেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠায়।

দর্শনা ইমিগ্রশন চেকপােস্ট ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ২০২৩ সালের ২৩ সেপ্টম্বর দালাল চক্রের মাধ্যমে যশােরের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর চট্টগ্রাম জেলার সন্দীপ গিয়ে ছেলের পছন্দের মেয়েকে বিয়ে করায়। বউকে বাংলাদেশে রেখ বিয়ের ১৫ দিন পর ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ২০২৩ সালের ৭ অক্টােবর দালালের মাধ্যমে দেশে ফেরার সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে পুলিশ দেয়। মহশপুর থানা পুলিশ তাদের আদালতে সােপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানাের আদেশ দেন। ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার ফুলতলী থানার মথুরানগর কলােনী লম্রপাড়া প্লটের বাসিন্দা প্রাণ কৃষ্ণ দাস পেশায় একজন মৎসজীবি। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায় আরা ১দিন সাজা হয় তাদের। এরপর কারাগারে ছিল ৪ মাস ২১ দিন। কারাভােগ শেষ চেকপাস্ট দিয়ে আনুষ্ঠানিভাব হস্তান্তর করা হয় মা ও ছেলেকে।

এ সময় ভারতীয় বিএস এফের পক্ষে উপস্থিত ছিলেন,ভারতীয় গেদে কোম্পানি কমান্ডার ভিতা সিং ইচ,
ভারতীয় ইমিগ্রেশন ইন্সপেক্টর এস কে বোস কাষ্টমস সুপার সুব্রত মন্ডল,কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শামসুর রহমান, কৃষ্ণগঞ্জ থানার ডি আই বি এ এস আই সাধন মন্ডল।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা আইসিপি ইনচার্জ সুবেদার মন মোহন, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান, দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই টিপু সুলতান, ডি এস বি এ এস আই মাসুদ রানা, এ এস আই আব্দুল মোমিন দু’দেশের বিজিবি-বিএসএফ এবং ইমিগ্রশনের আরও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।