চুয়াডাঙ্গায় মাঘের শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীতের মধ্যেই টানা দুই ঘণ্টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এতে কৃষকসহ দিনমজুররা পড়েছেন চরম বিপাকে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টা থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত জেলায় ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও দুপুর ১২টায় রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা। এর আগে বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুয়াডাঙ্গায় কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো যথারীতি কার্যক্রম চলতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, বুধবার আলোচনা করে বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে সম্ভাব্য জেলার পূর্বাভাস জেনে আলোচনা সাপেক্ষে সামনে সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে স্কুল বন্ধের নির্দেশনার জন্য বলা হয়েছে। সেই অনুযায়ী জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। আমি জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। ৬০-৭০ শতাংশ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে।




ঘরোয়া উপায়ে হাতের শুষ্ক ত্বকের যত্ন

শীত ঋতু আমাদের অনেকেরই প্রিয়। কিন্তু এই প্রিয় ঋতুতে হাতের ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়। শীতের হিমহিম ঠাণ্ডা বাতাস শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীত যত বাড়তে থাকে, ত্বকের সমস্যা ততই বেশি হতে শুরু করে। এর একটি কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে, অন্য কারণ পর্যাপ্ত যত্নের অভাব।

খসখসে হাত নিজেরও অস্বস্তির কারণ হয়ে ওঠতে পারে। শীতে নিয়ম করে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি। তবে ঘরোয়া উপায়েই কিন্তু হাতের ত্বকে আসতে পারে লাবণ্যতা।

লেবু ও মধু
লেবু রুক্ষ ভাব দূর করার পাশাপাশি হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। বাসায় হাতের যত্ন নিতে বানিয়ে ফেলতে পারেন লেবু ও মধু দিয়ে প্যাক। একটি বাটিতে ৩ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। এ বার এটি হাতের তালুতে মেখে ফেলুন। ২০মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। রোজ করলে হাতের ত্বক হয়ে উঠবে মসৃণ। হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু কার্যকর। হাত ও পায়ের রুক্ষ ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে হাত পায়ে লাগাতে পারেন।

টক দই ও বেসন
হাতের খসখসে ভাব দূর করতে দই আর বেসনের মিশ্রণ দারুণ কার্যকরী। দই মাখলে হাত মোলায়েম হয়। অন্য দিকে বেসন হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। একটি পাত্রে ৪ টেবিল চামচ বেসন ও ২ টেবিল চামচ দই মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এর পর হাতে মিশ্রণ ভাল করে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পরে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো ও লেবু
টমেটো ও কিন্তু হাতের খসখসে ভাব দূর করতে পারে। তবে শুধু টমেটো ব্যবহার করলে চলবে না। সঙ্গে প্রয়োজন লেবুও। একটি পাত্রে টমেটো রস নিয়ে তার সঙ্গে সামান্য লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি হাতের তালুতে মেখে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে নিন।




ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ পৌরসভার সামনে ৭হাজার ৭”শ অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেণ।

এসময় পেনেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ , মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের আগে মেয়র হিজল বলেন এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এর সাথে আমেদের ব্যক্তিগত কিছু আছে এরপর আরও শীতবস্ত্র দেওয়া হবে। প্রধানমন্ত্রী কাউকে অভুক্ত, গৃহহীন, শীতার্ত রাখবে না। আমরাও কাউকে শীতার্ত রাখতে চাইনা । প্রয়োজনে পৌরসভায় অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌছে দেওয়া হবে। আমার দাদা ভাই মহুল ভাই আপনাদের দোয়া আর সহযোগীতায় এমপি হয়েছে তিনি ৩০হাজার কম্বল বিতরণ করবেন। তাই এখানে যারা পাচ্ছেন না তারা হতাশ হয়েন না আমরা সবাইকে কম্বল দিব। তিনি সকলকে শান্ত হয়ে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র নেওয়ার আহবান জানান।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রিজিওনাল এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিজিওনাল এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতকোত্তর/এমবিএ (মার্কেটিং) পাস হতে হবে। অভিজ্ঞতা: ০২-০৩ বছর পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন। বয়স: ২৬-৩৪ বছর।

কর্মস্থল

কুমিল্লা, ঢাকা, সিলেট।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে জানুয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।




প্রিমিয়ার প্রোর নতুন আপডেটে অডিও এডিটিং সুবিধা

২০২৪ সালের সানডেন্স ফিল্ম ফেস্টিভেলের আগে এডোব প্রিমিয়ার প্রোতে বেটা আকারে অডিও এডিটিং ফিচার চালু হয়েছে। এক প্রেস রিলিজে জানানো হয়েছে, নতুন আপডেটে ইন্টারেকটিভ ফেইড হ্যান্ডলস, ট্যাগিং টুলস, ইফেক্ট ব্যাজ এবং রিডিজাইনকৃত ওয়েভফর্ম যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচার নতুন ও এক্সপার্ট সব ধরনের ব্যবহারকারীই ব্যবহার করতে পারবে।

মোদ্দাকথা, এখন অডিও আরও ভালোভাবে এডিট করা যাবে। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়ার তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাচ্ছে। বিশেষত নতুনদের আকর্ষণ করার চিন্তাই তাদের বেশি।

নতুন ফিচারের মধ্যে ইন্টারেকটিভ ফেস হ্যান্ডলটি আকর্ষণীয়। এডিটররা এখন সহজেই কাস্টম অডিও ট্রানজিশন করতে পারবেন। সেজন্য ক্লিপ ড্র্যাগ করলেই ফেড ইন আর আউট ইফেক্ট হবে। বলা বাহুল্য, আগে ফেড যুক্ত করা কঠিন ছিল।

এডোব এই আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অডিও ক্লিপ ক্যাটাগরির ভিত্তিতে যুক্ত করার সুযোগ দিচ্ছে। ট্যাগগুলো নতুন আইকন ব্যাজের মাধ্যমে দেখা যায়। ক্লিক টাইপের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এখন কন্ট্রোলে দ্রুত এক্সেস পাওয়া যাবে। ইফেক্ট ব্যাজ মূলত ভিজুয়াল ইন্ডিকেটর।

এসব বাদেও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এনহ্যান্স স্পিচ টুলও ফেব্রুয়ারিতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস




দলিল জাল করার অপরাধে মেহেরপুরে একজনের কারাদন্ড

দলিল জাল করার অপরাধে মেহেরপুরে আশরাফুল আলম নামের একজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালত। দণ্ডিত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের ভ্রামমান আদালত এ কারাদন্ডাদেশ প্রদান করেন ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। দলিল নং ৩২৬৭/২২ । পরে ঐ জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। সাব-রেজিস্টারের সাক্ষর দেখে সন্দেহ হলে, দলিলটি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানতে পারি আশরাফুলের দাখিলকৃত দলিলটি জাল।

আজ আশরাফুলের নাম খারিজের শুনানি ছিলো। জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করলে, ভ্রামমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।




‘টিকিট’ নিয়ে নতুন রূপে আসছেন সাফা কবির

নতুন রূপে হাজির হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী সাফা কবির। ওটিটি প্ল্যাটফর্মে আসছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’। এই ওয়েব সিরিজে ভিন্ন একলুক এবং সাহসী চরিত্রে দেখা যাবে সাফাকে। চরকির এ সিরিজে সাফার সঙ্গে আছেন অভিনেতা সিয়াম আহমেদ ও মনোজ প্রামাণিক।

এরমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে সিয়াম, মনোজ ও সাফা কবিরের লুকে ছিল নতুনত্ব এবং ভিন্নতা। স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে প্রত্যেককেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে।

সাফা কবির বলেন, ‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য স্পেশাল। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।

কারণ আমার বেড়ে উঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

তিনি আরও বলেন, ‘ভিকি ভাইয়ের গল্পসহ কাজের ভক্ত আমি। আমরা এক সঙ্গে বেশ কিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই। আর মনোজ দা টিচারের মতো।

উনার থেকে চরিত্র পোর্টেট করতে সাহায্য পাই। সব শিল্পী কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম জনরা নিয়ে কাজ করি এটা তার থেকে আলাদা। গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা।

এর আগে কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’

সিয়াম, সাফা, মনোজ ছাড়াও এই সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।

সূত্র: ইত্তেফাক




জামিন পেলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস

নির্বাচন পরবর্তি সহিংসতা মামলার জেরে ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস।

আজ মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালতের বিচারক মো: আব্দুর রহমান সরদার তাঁকে সহ দুজনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যজন হলেন- মুজিবনগরের আনন্দবাস গ্রামের মামুন অর রশিদ।

জিয়া উদ্দিন বিশ্বাসের আইনজীবী মিয়াজান আলী এ তথ্য নিশ্চিত করেন। জিয়া উদ্দিন বিশ্বাসের পক্ষে আরও আইনজীবীর দায়িত্ব পালন করেন খ ম হারন বিন ইমতিয়াজ জুয়েল, কামরুল হাসান। সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি সোমবার রাতে নৌকার সমর্থকরা আনন্দ মিছিলকে করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিনবিশ্বাসের বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক শ্লোগান দেয়। এসময় উভয় পক্ষের কর্মিদের সাথে সংঘর্ষ সৃষ্টি হলে এতে উভয় পক্ষের ২১ জন কর্মি সমর্থক আহত হয়। পরে মুজিবনগর থানা পুলিশ গিয়ে সেখানা ফাকা ৮ রাউন্ড গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদি হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত ১০ জানুয়ারি মুজিবনগরের আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জিয়া উদ্দিন বিশ্বাস। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।




গাংনীতে আগুন পোহাতে গিয়ে দিনমুজুর অগ্নিদগ্ধ

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে শাহাদুল ইসলাম(৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সাহাদুল ইসলাম উপজেলার কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, তীব্র শীতের শরীরে তাপ নেওয়ার জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে সাহাদুল। এসময়ে শরীরে থাকা পোশাকে অসাধানবশত আগুন লেগে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, সাহাদুল ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।