স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার/টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এরিয়া ম্যানেজার/টেরিটরি ম্যানেজার।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/বিবিএ/স্নাতকোত্তর/এমবিএ পাস হতে হবে। নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: ৪০ বছর।

কর্মস্থল

যেকোনো স্থান।

বেতন

আলোচনা সাপেক্ষে

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র: বিডিজবস।




কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কোয়েল জোয়ার্দার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি ) দুপুরে মিরপুর পশুহাট সংলগ্নে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কোয়েল জোয়ার্দার মিরপুর পৌরসভার নওপাড়া এলাকার মনো জোয়ার্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুপুরে ঢাকা থেকে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছানোর পর নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।




বাসায় ফিরলেন ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন তিনি। সন্তানের সঙ্গে ভালো আছেন । মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মেয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একমাত্র মেয়ে ইলহামের সঙ্গে ফারুকীকে খেলতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে লেখা, ‘২৯ তারিখ (গতকাল) মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা।

অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ইলহাম নুসরাত ফারুকী।

ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষি কাজের মুজুরি নিয়ে বিবাদের সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি ) সকাল ৮টার সময় গাংনী উপজেলার ঢেপা বাজারে এয় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢেপা গ্রামের মৃত খোকা সেখের ছেলে রেজাউল,রেজাউলের তিন ছেলে উসমান,হুমায়ন,হযরত,রেজাউলের স্ত্রী হালিমা, নাতি স্বপন। অপর পক্ষের নুর ইসলাম,আসাদুল,ফরজ, মজিবর,নয়ন মিয়ারুল ও আলামিন ।

স্থানীয়রা জানান, কৃষি কাজের মুজুরি নিয়ে গতকাল বিকালে মজিবর ও হুমায়নের মধ্যে সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে আজ সকালে গ্রামের চায়ের দোকানে প্রথমে মজিবর ও হুমায়নের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে‌। এত উভয় পক্ষের ১৩ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক বলেন,আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নুর ইসলামের অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালে ওঠার দৌড়ে সুপার সিক্সের ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মানগাউং ওভালে টস জিতে মাহফুজুর রহমানের দলকে বোলিং করতে পাঠিয়েছে নেপাল।

এর আগে চলতি আসরে গ্রুপ ‘এ’তে তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘ডি’তে তিন ম্যাচ খেলে দুই জয় এবং এক হার নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে সুপার সিক্সে জায়গা করে নেয় হিমালয়ের দেশ নেপাল।

যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও নেপাল। তবে শক্তির দিক দিয়ে নেপাল থেকে বেশ এগিয়ে থাকবে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিসান ইসলাম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, বর্ষন, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।

নেপাল অনূর্ধ্ব-১৯ একাদশ: অর্জুন কমল, বিপিন রাওয়াল, আকাশ ত্রিপাঠি, ডেভ কানাল (অধিনায়ক), বিশাল বিক্রম, গুলশান ঝা, দীপক ভোহরা, ডিপেশ কান্ডাল, সুবেশ ভান্ডারি, আকাশ চান্দ, দুর্গেশ গুপ্তা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের যাদুখালীতে ৭৫ বছর ধরে ব্রীজের দাবী শিক্ষক-শিক্ষার্থীদের

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজ। স্কুলের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। নদের এপাড় -ওপাড়ে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের এগারশ শিক্ষার্থী লেখাপড়া করে এই প্রতিষ্ঠানে। নদীর ওপাড় থেকে আসে তিন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ৭৫ বছর পেরিয়ে গেলেও নদীর উপর দিয়ে এখনও নির্মাণ হয়নি ব্রীজ। প্রতিষ্ঠার পর থেকে বাঁশের সাঁকো ও ফরাস দিয়ে নদ পারাপার হতে হয় শিক্ষার্থীদের। কিছুদিন হলো স্থানীয় চেয়ারম্যান একটি ছোট নৌকা দিয়েছেন। যে নৌকায় একবারে ১০ জনের বেশি পার হওয়া ঝুঁকি।

শিক্ষার্থীদের পারাপারের জন্য স্কুল থেকে অস্থায়ী ভিত্তিতে একজন মাঝি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্কুলের দিনগুলো সকাল ৯টা থেকে স্কুল ছুটি পর্যন্ত শিক্ষার্থীদের পারাপার করেন।

সম্প্রতি দুপুর দেড়টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল ছুটি শেষে ৬-৭ জন শিক্ষার্থী নদের ওপাড়ে বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠছেন। স্কুলের একজন স্টাফ (মাঝি) তাদের বৈঠা বেয়ে তাদের নদ পার করে ওপাড়ে রেখে আসছেন। এর মধ্যে কলেজের ক্লাস শেষ করে দুই জন ছাত্রীও ওপাড়ে যাওয়া জন্য নদতীরে এসেছেন। ততক্ষণে নৌকা ওপাড়ে পৌছে গেছে। নৌকা ফেরার অপক্ষোয় তারা এপাড়ে দাড়িয়ে থাকলেন। এভাবেই প্রতিদিন জীবনের ঝুকি ও সময় নষ্ট করে প্রতিদিন স্কুলে আসতে হচ্চে ওপাড়ের তিন শতাধিক শিক্ষার্থীকে।

যাদুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মোবারক হোসেন রিয়াদ বলেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। কিছুদিন আগে নদীর পানি বেড়ে যাওয়ায় অনেকদিন স্কুলে আসতে পারিনি।

কোমরপুর গ্রামের রহিমা খাতুন নদীর এপাড়ে এসেছিলেন আত্মিয়ের বাসায় বেড়াতে। স্কুল সময়ের মধ্যে নৌকা পার হতে হবে জেনে ওই সময় বাড়ি ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন, সাঁকো ভেঙে যাওয়ার কারণে এদিকে আসা যাওয়ার খুব সমস্যা হয়। স্কুলের ছেলে মেয়েদেরও আসা যাওয়া সমস্যা হয়। আমাদেরও ছেলে মেয়ে বড় হচ্ছে। তাদেরকেও এই স্কুলে ভর্তি করাতে হবে। এ নদীর উপর ব্রীজটা হলে খুব ভালো হয়।

গোপালপুর গ্রামের সোহরাভ হোসেন বিভিন্ন ক্ষেত থেকে সবজি কিনে নদীর ওপারে যতারপুরে মোকামে বিক্রি করেন। প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে নৌকা পার হন। কিন্তু সেদিন দেরি হয়ে যাওয়ায় নৌকা পাননি। এখন তাকে কয়েকটি গ্রাম অতিক্রম করে মোকামে যেতে হবে। তিনি দাবী করে বলেন, ব্রীজটা নির্মান না হওয়ায় দুই পাড়ের মানুষের ভোগান্তী পোহাতে হচ্ছে।

স্কুলের স্টাফ মোমিন উদ্দিন। তিনি জানান, তাকে নিয়োগ দেওয়া হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাঝি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থীকে তিনি নৌকায় করে নদী পার করান। এর মধ্যে গ্রামের মানুষ জনকেও পার করিয়ে থাকেন।

যাদুখালী স্কুল এন্ড কলেজে একাদশ শেণ্রীর ছাত্রী তাসলিমা আক্তার ও আফসানা মিমি। কলেজের ক্লাস শেষ করে দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এরা কেউ সাঁতার জানেন। তাসলিমা আক্তার বলেন, নদের ওপাড় থেকে প্রায় দুই শতাধিক ছেলে মেয়ে এই স্কুলে পড়ে। আমরা দুজনই ষষ্ঠ শ্রেণী থেকে এই স্কুলে পড়েছি। এসএসসি পাশ করার পর আবার এখানেই ভর্তি হয়েছি। আমাদের মত অনেকেই সাতার জানেনা। আমরা প্রতিনিয়িত জীবনের ঝুঁকি নিয়ে নদীর পার হয়ে কলেজে আসতে হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ দ্রুত ব্রীজটি নির্মাণ করে আমাদের সমস্যা সমাধান করুন।
পিরোজপুর গ্রামের ৭০ বছর বয়সি আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ব্রীজটা হলে আমাদের খুব ভালো হয়। বহু বছর ধরে শুনছি এখানে ব্রীজ হবে। কিন্তিু ব্রীজটি আজও হয়নি। নদীর দুধারে প্রায় ১২/১৩ টি গ্রামের মানুষের খুবই উপকার হয়। স্কুলের অনেক ছেলে মেয়ে নদীর ওপাড় থেকে আসে। তবে চেষ্টা করলে সবই হয়। কিন্তু চেষ্টা ভালো নেই বলেই ব্রীজটি হয়নি।

যাদুখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন বলেন, এই প্রতিষ্ঠানটি জেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান শিক্ষার্থীদের লেখাপড়ার মানও ভালো। নদীতে ব্রীজ না হওয়ার কারণে ওপাড়ের শিক্ষার্থীরা যেমন অসুবিধার সম্মুখিন হয়। একইভাবে নদটি এপাড়-ওপাড়ের শিক্ষার্থীদের নোট আদান প্রদান, মতবিনিময়েও ব্যঘাত ঘটে। ফলে ব্রীজটি অনেক আগেও নির্মাণের প্রয়োজন ছিলো। তারপরও দাবী করছি যেন দ্রুত ব্রীজটি নির্মাণ করা হয়।

যাদুুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদ কামাল বলেন, প্রতিষ্ঠানের পশ্চিম পাশ দিয়ে ভৈরব নদ বয়ে গেছে। নদীর ওপারে যতারপুর, কোমরপুর, মহাজনপুর, সাহেবনগর, ইসলামপুর থেকে দুই শতাধিক শিক্ষার্থী মাধ্যমিক ও কলেজ পর্যায়ে লেখপড়া করার জন্য নদী পার হয়ে আসে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে। এর আগে সাকো ও ফরাস নির্মান করে ছেলে মেয়েদের আসা যাওয়ার ব্যবস্থা করেছি। বর্তমান পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান একটি ছোট নৌকা উপহার দিয়েছেন। যা দিয়ে বর্তমানে ছেলে মেয়েরা ঝুকি নিয়ে পারাপার করছে।

তিনি বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠা হলেও যথাযথ উদ্যোগের অভাবে ব্রীজটা নির্মাণ হয়নি। কয়েকবার ব্রীজ নির্মাণের জন্য জমি পরিমাপ করা হয়েছে। তারপরও ব্রীজ নির্মাণের কোন অগ্রগতি দেখা যায়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াসকে নতুন করে তাগাদা দেওয়ার ফলে তারা উদ্যোগ নিয়েছেন যাতে দ্রুত ব্রীজ নির্মাণ করা হয়।

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াৎ হোসেন বলেন, যাদুখালী গ্রামে ভৈরব নদে ব্রীজ নির্মাণের জন্য ডিপিপিতে প্রকল্প ধরা আছে। উর্দ্ধতন মহল থেকে অনুমতি না মেলায় টেণ্ডার প্রক্রিয়া শুরু হয়নি।




ফোনে ইন্টারনেট না থাকলেও ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছানো যাবে

পাহাড়, জঙ্গলে গেলে অনেক সময়েই ইন্টারনেট থাকে না। ফলে, গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে অসুবিধে হয়। আজ রইল বিশেষ টিপস। এই পদ্ধতিতে ইন্টারনেট কাজ না করলেও গুগল ম্যাপ অনায়াসেই আপনাকে গাইড করবে।

কীভাবে অফলাইনে কাজ করবে গুগল ম্যাপ?

গুগল ম্যাপে একটি অফলাইন ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমেই ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপটি।

অফলাইনে ম্যাপ দেখার পদ্ধতি

আপনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার নাম গুগল ম্যাপে সার্চ করে নিন। এবার ম্যাপের ওপর ওই এলাকার নামটি ক্লিক করুন। এবার দেখবেন স্ক্রিনের নিচে ডাউনলোড অপশন রয়েছে। সেখানে গিয়ে ম্যাপটি ডাউনলোড করে নিন। এবার ইন্টারনেট না থাকলেও অনায়াসেই গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে ভোক্তার অভিযান, দুই চালের মিল মালিককে জরিমানা 

জীবননগরে অতিরিক্ত দামে চাল বিক্রি, ওজনে কম ও চাউলের ব্যান্ড নকল করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে মেসার্স এ এন জে এম অটো রাইস মিলে অভিযানে চালিয়ে দেখা যায় যথাযথভাবে পণ্য বিক্রয় না করা ও চাউলের ব্রান্ড নকল করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.নাসির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫০ ধারায় ৩০ হাজার টাকা এবং জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় অবস্থিত মেসার্স মা-বাবা এগ্রোফুড নামক অপর প্রতিষ্ঠানে চাউল ওজনে কম দেওয়া ও যথাযথভাবে চাল বিক্রয় না করার অপরাধে ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ শাজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, অতিরিক্ত দামে চাল বিক্রি ,চাউলের ব্যান্ড নকল করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকল ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ অভিযানে সহযোগিতা করেন, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ,জীবননগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।




ঝিনাইদহে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ এর সমাপনীতে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের এ মেলার সমাপনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। মেলায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




হরিণাকুণ্ডুতে নানার ভ্যান চাপায় নাতি নি*হত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানার ভ্যান চাপায় রিফাত (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লাল্টু মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে রিফাত। আজ মঙ্গলবার দুপুরে সে নানা বাড়ির উঠানে ভ্যানের উপরে বসে খেলছিলো। সেসময় ভ্যানের চাকার নিচে থাকা ইট সরে গিয়ে ভ্যানটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে রিফাত ভ্যানের নিচে চাপা পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।