ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা

টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভাল সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টি আইনে আজ শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে নেমে ৩৬ বল খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। লিটন দাস ২৫ বলে করেন ১৬ রান। তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানে ফিরলেও মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

জবাবে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১০০ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা না হলে শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল। কিছুটা ধীরগতির ছিলো। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’

টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে।

আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে গোয়াল ঘরে আগুন, পুড়ে ছাই হলো গরু ও ছাগল

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামে কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। পরিবার ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

আজ শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা মাদ্রাসাপাড়ার দিন মজুর কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল মজিদ কারিগর একই এলাকার কৃষক আব্দুল গফুর কারিগরের ছেলে।

কৃষক আব্দুল মজিদ জানান, ভোর রাতে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু বাচাতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিলো। কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।




পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর ধীর গতিতে ঘুরছে ,পরিবর্তন আসবে সময়ে !

২০১০ সাল থেকে আমাদের ‘গ্রহের হৃদয়’ হিসেবে পরিচিত পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে ঘুরছে বলে জানিয়েছে নতুন এক গবেষণা। এই ধীরগতি আমাদের গ্রহের সামগ্রিক ঘূর্ণন প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তন করতে পারে। বিশেষ করে আমাদের দিনগুলো দীর্ঘায়িত হতে পারে। যদিও এর প্রভাবগুলো সম্ভবত আমাদের কাছে ‘অদৃশ্য’ হবে।

পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তরটি ভূত্বকের চেয়ে অনেক বেশি পুরু। মোটামুটি চাঁদের আকারের শক্ত লোহা এবং নিকেলের একটি অংশ এটি। আমাদের পায়ের নিচে ৪ হাজার ৮০০ কিলোমিটার এরও বেশি দূরে এর অবস্থান।

বিজ্ঞানীরা প্রায় ৪০ বছর আগে বিস্তর ভূমিকম্পের কার্যকলাপের রেকর্ড দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরগুলোর মানচিত্র তৈরি শুরু করেছিলেন। তখনও অভ্যন্তরীণ স্তরটি ম্যান্টল এবং ভূত্বকের চেয়ে কিছুটা দ্রুত ঘোরাফেরা করছিল।

কিন্তু নেচার জার্নালে গত ১২ জুন প্রকাশিত একটি নতুন গবেষণায় গবেষকরা দেখেছেন, ২০১০ সাল থেকে অভ্যন্তরীণ স্তরটি ধীর হয়ে যাচ্ছে এবং এখন আমাদের গ্রহের বাইরের স্তরগুলোর চেয়ে কিছুটা ধীরে ধীরে ঘুরছে।

ডর্নসিফের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিডেল এক বিবৃতিতে বলেন, আমি যখন প্রথম সিসমোগ্রামগুলো দেখি, এই পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখন আমি হোঁচট খেয়েছিলাম। কিন্তু যখন আমরা একই প্যাটার্নের ইঙ্গিত দিয়ে আরও দুই ডজন পর্যবেক্ষণ পেয়েছি, আসলে ফলাফলটি অনিবার্য ছিল।

গবেষকরা লিখেছেন, যদি অভ্যন্তরীণ স্তরের ঘূর্ণন কমতেই থাকে, তবে এর মহাকর্ষীয় টানে আমাদের গ্রহের বাইরের স্তরগুলো আরও ধীরে ধীরে ঘুরতে পারে। আমাদের দিনের দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। তবে যে কোনো সম্ভাব্য পরিবর্তন (ধীর ঘূর্ণন গতি) ঘড়ির কাটার সেকেন্ডেরও হাজারতম অংশের ক্রমে হবে। এটি লক্ষ্য করাও খুব কঠিন হবে। এই পার্থক্যের কারণে সামঞ্জস্য করার জন্য সম্ভবত আমাদের ঘড়ি বা ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে না, বিশেষত যদি এটি কেবল একটি অস্থায়ী পরিবর্তন হয়।

এটাই প্রথম নয়, এর আগেও বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবীর অভ্যন্তরীণ কোর ধীর হয়ে যাচ্ছে। ‘ব্যাকট্র্যাকিং’ নামে পরিচিত এই ঘটনাটি প্রায় এক দশক ধরে বিতর্কিত হয়েছে, তবে এটি প্রমাণ করা খুব কঠিন ছিল।

নতুন গবেষণায় গবেষকরা ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের একটি টেকটোনিক প্লেট সীমানা বরাবর একই স্থানে বারবার ঘটে যাওয়া ১০০টিরও বেশি ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করেছেন। প্রতিটি ভূমিকম্প থেকে বিজ্ঞানীরা অভ্যন্তরীণ স্তরের অবস্থানের মানচিত্র তৈরি করতে সহায়তা নেয়।

ভিডালে বলেন, নতুন গবেষণাটি এখন পর্যন্ত ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য’ প্রমাণ যে, অভ্যন্তরীণ স্তর আসলেই ধীরে ঘুরছে। গবেষকরা লিখেছেন, অভ্যন্তরীণ স্তরটি কেন ধীরে ঘুরছে, তা বর্তমানে স্পষ্ট নয়। কত গতিতে ধীর হচ্ছে তাও স্পষ্ট নয়।

পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তরটি আমাদের গ্রহের লুকানো স্তরগুলো মধ্যে সবচেয়ে রহস্যময় হিসাবে রয়ে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রযুক্তি গবেষকদের অভ্যন্তরীণ কোর সম্পর্কে আরও জানার সুযোগ করে দিচ্ছে।

গবেষণার লেখকরা আমাদের গ্রহের হৃদয়, অর্থাৎ অভ্যন্তরীণ স্তর নিয়ে প্রতিনিয়ত আরও বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন। সময়ের সাথে এটি কীভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কে আরও জানতে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করছেন তারা।

তথ্যসূত্র: লাইভ সায়েন্স




মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ ইজিবাইক চালক মিয়ারুল ইসলাম (৫৮) নামের এক হেরোইন বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মিয়ারুল ইসলামের ব্যাটারী চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোষ্ট বসিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তি হরিরামপুর গ্রামের মৃতু সামসুদ্দিন মন্ডলের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্তবর্তি গ্রাম হরিরামপুর থেকে হেরোইনের একটি চালান পিরোজপুরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নুরপুর মোড়ে তল্লাশী চৌকি বসানো হয়। ব্যাটারীচালিত একটি ইজিবাইক দেখে সেটি তল্লাশী করা হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক মিয়ারুল ইসলামের দেহ তল্লাশী চালিয়ে তার পরনের লুঙ্গির সাথে বিশেষ কায়দায় রাখা হেরোইন পাওয়া যায়। পরে মিয়ারুল ইসলামকে আটক করা হয়। এছাড়া হেরোইন পাচার কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা বলে জানান ডিবি কর্মকর্তা সাইফুল আলম।

হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।




আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গা একাডেমির ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। আলমডাঙ্গা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ফিরোজুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ এ এইচ এম শামীমুজ্জামান।

শিক্ষার্থী হুমায়ারা শারমিলা, নুসরাত জাহান মীম, সালমান ফারসী ও সায়েম আদনান এর উপস্থাপনায় ওই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী সালমান সাদিক মালিক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ইকবাল মাহমুদ সানভী, কুয়েট এর শিক্ষার্থী আব্দুর রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস শহীদ নাসিম, ২০২৪ সালের শিক্ষার্থী খোন্দ: আননুর ফাহমিদ, ২০২৩ সালের শিক্ষার্থী সাব্বির হোসেন, মুসরাত মোস্তফা, ২০২১ সালের শিক্ষার্থী এসএম এ সানী, খুলনার এগ্রো টেকনেলজী তাসনিয়া তাসনীম, কুয়েট শিক্ষার্থী সাকিব আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসনিম।

অনুষ্ঠানে এসএসসি ২০২৩ ও ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ গ্রেডসহ মোট ৩৭ জন শিক্ষার্থী এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২০ ও ২০২১ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত সহ মোট ২২ জনকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় ঈদুল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দামুড়হুদায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় দামুড়হুদা ফুটবল সংগঠকদের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা হাই স্কুলের প্রধান শিক্ষক ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য ইকরামুল, সাবেক খেলোয়াড় জাকির হোসেন, দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাবের সভাপতি নিপুণ, ফয়সাল সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দামুড়হুদা ফুটবল একাদশ বনাম দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাব। খেলায় দামুড়হুদা ফুটবল একাদশ ২ এবং দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাব ১ গোল করে।

উদ্বোধনী ম্যাচে দামুড়হুদা ফুটবল একাদশ জয়লাভ করে। আজ একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। আগামী শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। দামুড়হুদা ফুটবল একাদশ টিমের খেলার সার্বিক নেতৃত্ব প্রদান করেন টিম ম্যানেজার শহীদ আজম সদু।




মেহেরপুরে মসজিদের পাঠাগারে বইসহ আলমারি বিতরণ

মেহেরপুরে “মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প” এর মসজিদ পাঠাগারের সভাপতি/সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তকসহ আলমারি বিতরণ করা হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তকসহ আলমারির চাবি বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।

এছাড়াও এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান, ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলার ১৮ টি পাঠাগারে বইসহ আলমারি বিতরণ করা হয়েছে।




মেহেরপুরে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে “সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন,বাল্যবিবাহ ও মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।

এছাড়াও এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান,ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ,ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আমদাহ ইউনিয়নের ১ শত জনকে ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জান তুষারের সঞ্চালনায় এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, উপজেলা সমবায় অফিসার মনিরুজজামান প্রমুখ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহের নারী লোভী প্রতারক আসিফ কারাগারে

বিয়ে করা তার নেশা। বিয়ে করে কয়েকমাস রেখে আবারো শুরু করে অন্য নারীর সাথে যোগাযোগ। গোপনে চালায় প্রেমের সম্পর্ক। পরে আগের স্ত্রীকে তালাক দিয়ে আবারো বিয়ে করেন তিনি। এভাবেই বিয়ে করেছেন অন্তত ৪ টি। বিয়ে করে স্ত্রীদের কাছ থেকে যৌতুক আদায় আর ভালোবাসার অভিনয় করে তাদের টাকা আত্মসাৎ করায় তার উদ্দেশ্যে। যৌতুকলোভী প্রতারক আসিফ ইকবাল (২৯)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আকরাম আলীর ছেলে। অবশেষে ৩য় স্ত্রীর করা যৌতুক মামলায় বুধবার বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা যায়, আফিস ইকবাল বর্তমানে ঢাকা ব্যাংক’র চট্টগ্রাম শাখায় ট্রেইনি এ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার পদে কর্মরত। ২০১৬ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করলে সেই মামলায় কারাগারে যায় আসিফ। পরে ওই মেয়েকে বিয়ে করার পর পরিবার থেকে মামলা তুলে নিলে ছাড়া পায় সেই। কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর বিভিন্ন নারীদের সাথে আবারো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আসিফ। ২০২০ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে সে। বিয়ের কিছুদিন পর আবারো নারীদের সাথে সম্পর্কে জড়ায় নারীলোভী আসিফ। ২য় স্ত্রী থাকা অবস্থায় আবারো বিয়ের জন্য উঠেপড়ে লাগে আসিফ।

২০২১ সালের ২৬ জুলাই ২য় স্ত্রী থাকা অবস্থায় বিষয়টি গোপন করে ঝিনাইদহের বনানীপাড়ার ফাতেমাকে বিয়ে করে আসিফ। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঝিনাইদহে অবস্থান করে প্রতারক আসিফ। ২য় স্ত্রী থাকা অবস্থায় আবারো বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর ২য় স্ত্রীকে ডিভোর্স দেয় সে। ফাতেমাকে বিয়ের কিছুদিন পর আবারো পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। সর্বশেষ তার কাছ থেকে যৌতুক দাবী করা শুরু করে। যৌতুক না দিলে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে নারীলোভী আসিফ। যৌতুক না পেয়ে ফেব্রুয়ারি মাসে ফাতেমাকে ডিভোর্স দিয়ে দেয়। পরে আবারো উম্মে হাবীবা প্রান্তি নামে এক মেয়েকে বিয়ে করে।

৩য় স্ত্রী ফাতেমা বলেন, আসিফ একজন নারীলোভী, প্রতারক ও যৌতুক লোভী। ২য় স্ত্রী থাকা অবস্থায় আমাকে বিয়ে করে। আমার পর আরও এক মেয়েকে বিয়ে করেছে। তার নেশায় যেন বিয়ে করা। এমনকি ৪র্থ বিয়ে করা অবস্থায় ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় হয়েছে তাকেও বিয়ে করার কথা বলেছে। আমার কাছ থেকে যৌতুক না পেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি মামলা করেছি সেই মামলায় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। আমি ওর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আর যেন কোন নারীর জীবন সে নষ্ট করতে না পারে সে জন্য আমি ওর উপযুক্ত বিচার চাই।