কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুষ্টিয়ায় তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে তার আগেই শিক্ষার্থীরা স্কুলে চলে এসেছিল। যদিওবা অন্যান্য দিনের শৈত্য প্রবাহের থেকে আজকে রৌদ্রজ্বল বেশি ছিল।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, কুষ্টিয়া জেলার উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। আজ  মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও তাদের ক্লাস না নিয়ে ছুটি ঘোষণা করা হয়। তবে কিছু কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার তথ্য পাওয়ার পর আজ সকাল ৮টায় বিভিন্ন গ্রুপে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশ কেবল আজকের জন্যই। আগামীকাল তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে গেলে এ নির্দেশ উঠে যাবে।

কুমারখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন আর রশিদ বলেন, ‘আজ কুষ্টিয়ায় তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নেমেছে।’

সরেজমিনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যে শিক্ষার্থীরা চলে এসেছিল তারা স্কুল প্রাঙ্গণে খেলায় মেতেছে। শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, স্কুলে আসার পর আমাদের ম্যাডাম স্কুল ছুটি দিয়ে দিয়েছে। পাশেই বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেখানকার শিক্ষার্থীরা খেলাধালায় ব্যাস্ত।

ওই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুলতান আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলে চলে আসায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।’ তবে রোদ্রজ্জল থাকায় কিছু শিক্ষার্থীরা খেলাধুলা করে বাসায় ফিরে গেছে।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম বলেন, সকাল ৮টা থেকে আমাদের প্রথম শিফট চালু হয়। আবহাওয়ার বৈরিতার কারণে সকাল সোয়া আটটার দিকে ঘোষণা পাওয়ার পরপরই স্কুলের ফেসবুক পেজসহ সব গ্রুপে বন্ধের মেসেজ দিয়ে দিই। এরপরও কিছু শিক্ষার্থী মেসেজ না পেয়ে স্কুলে উপস্থিত হয়। পরে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার বলেন, ‘গতরাত ১২টার আগপর্যন্ত যোগাযোগ করেও কুমারখালী আবহাওয়া অফিস থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। পরে আজ সকাল ৮টার দিকে তারা জানায় যে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। তাই পরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’




কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে অভিযান, জরিমানা আদায়

দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরে এই অভিযান শুরু হয়। এক ঘন্টার অভিযানে মোট তিনটি অটো রাইসমিলে যায় অভিযানিক দল।

অভিযানে চালের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, ওজন ঠিক দিচ্ছে কিনা, বেঁধে দেওয়া দাম ঠিক আছে কিনা এসব খতিয়ে দেখা হয়।

এ সময় চালের বস্তায় ওজনে কম পাওয়ায় গোল্ডেন রাইস মিলকে ৫০ হাজার ও দেশ এগ্রো লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অভিযানিক দল রশিদ এগ্রো লিমিটেডে গিয়ে সবকিছু তদারকি করেন।

অভিযান শেষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে। এই অভিযান অব্যাহত থাকবে। অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হলে বা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত মিনিকেট চাল খুচরা বাজারে ৬৪ টাকা কেজি ও আটাশ (মোটা চাল) ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে খতিয়ে দেখে পরবর্তীর্তে আবারও দাম নির্ধারণ করা হবে।

অভিযানে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, বাজার মনিটরিং দল, কৃষি বিপণন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় মু‌ক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মত বি‌নিময় সভা

মু‌ক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখার আ‌য়োজ‌নে সাংবা‌দিক‌দের সা‌থে বাৎস‌রিক মত‌ বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দামুড়হুদার গুলশান পাড়ায় অব‌স্থিত সংস্থার কার্যাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে এই মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় প্রিন্ট ও ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়ার সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন। দামুড়হুদা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সংস্থার প্রকল্প সমন্বয়কা‌রি উ‌ম্মে ছালমা। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, সমন্বয়কা‌রি ফরহাদ আলী খাঁন ও দামুড়হুদা অ‌ফিস প্রধান দিল তৈ‌হিদা পারভীন।

সভায় প্রধান অ‌তি‌থি জানান, গত এক বছরে (২০২৩) মু‌ক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা ২৫টা অ‌ভি‌যোগ পে‌য়ে মিমাংসা ক‌রে‌ছেন ১০টি, মিমাংসা না হওয়ায় কো‌র্টে মামলা ক‌রে‌ছেন, ৪টি খা‌রিজ ক‌রে‌ছে ১২টি চলমান র‌য়ে‌ছে। একজন‌কে ২ লাখ ৫০ হাজার টাকা দেন‌মোহর খোর‌পোষ আদায় ক‌রে দি‌য়ে‌ছেন।

এছাড়া গত এক বছ‌রে (২০২৩) মু‌ক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা গত এক বছ‌রে বাল্য বিবাহ বন্ধ ক‌রে‌ছেন ৪টি, দাম্পত্য কলহ নিরসন ১৪টি, জ‌মি সংক্রান্ত বি‌রোধ মিমাংসা ২টি, সামা‌জিক কলহ নিরসন ৫টি ও যৌতুক বিহীন সম্পন্ন ২টি।




মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

মেহেরপুর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তার ভিতরে দেশের যে কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, এর মধ্যে মেহেরপুর অন্যতম। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় ৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার প্রকোপ কিছুটা কমলেও উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও অসহনীয় করে তুলছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেহেরপুর জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নেচে থাকার সম্ভাবনার কারনে, আজ মঙ্গলবার ও আগামীকাল ২৪ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হেয়েছে। তবে ৫২তম শীতকালীন খেলাধূলা পূর্ব ঘোষিত সময়ানুযায়ী চলবে বলে জানায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।




দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বইছে মৃদু থে‌কে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় এ তাপমাত্রা আরো কমে দাঁড়ায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এটাই চল‌তি শীত মৌসু‌মে জেলার সর্বনিম্ন তাপম‌াত্রা ব‌লে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তীব্র শীতের ফলে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় এ তাপমাত্রা আরো কমে দাড়ায় ৬ দশ‌মিক ৬ ডিগ্রি সেল‌সিয়াসে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠান প্রধানদের কাছে বার্তা পাঠিয়ে বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




শৈত্যপ্রবাহে শিশুর পোশাকের বিশেষ নজর

বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহ চলছে। এ সময় টানা বেশ কয়েকদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই রকম ঠাণ্ডায় শিশুদের পোশাকের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। পরিবর্তিত আবহাওয়ায় শিশুর স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। শিশুদের শীত-পোশাকের ক্ষেত্রে ঠাণ্ডার মাত্রার দিকে খেয়াল করতে হয়। হালকা শীতে বেশি গরম কাপড় পরানো যেমন চলবে না, তেমনি ভারি শীতে আবার হালকা কাপড় পরানো যাবে না। শিশুদের শীতের পোশাক নরম কাপড়ের হওয়া উচিত।

শিশুর শীতের পোশাকের আরামদায়ক তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। শিশুদের শীতের পোশাক নরম আর পাতলা হওয়া ভালো। কারণ খসখসে অথবা শক্ত কাপড়ে তাদের ত্বকে ক্ষতি হতে পারে। শীতের পোশাক সুতি হলে তারা পরে আরাম পাবে। এছাড়া সিল্ক বা ফ্লানেলের শীত পোশাক বেছে নিতে পারেন। গরম উলের ভারি শীতের পোশাকের নিচে সুতি কাপড়ের পাতলা আরেকটি গেঞ্জি-জাতীয় পোশাক পরিয়ে দিতে পারেন।

শৈত্যপ্রবাহের সময় কয়েকদিন একটু বেশি ঠাণ্ডা থাকে। তবে ইউরোপের দেশগুলোর মতো প্রচণ্ড শীত এ দেশে পড়ে না। তাই আমাদের দেশের পোশাক এবং শিশুদের স্কুল ড্রেসও সাধারণত অতটা ভারি হয় না। শীতে শিশুকে স্কুল ড্রেসের ওপর কার্ডিগান, হুডি বা জ্যাকেট পরাতে পারেন।

শিশুদেরকে ঠাণ্ডা থেকে সুরক্ষিত রাখতে তাদের স্কুল ড্রেসের নিচে নরম ও পাতলা থার্মাল লেয়ার পরানো খুবই কার্যকর। খেলাধুলা করার সময় ঘেমে গেলে বাচ্চারা কার্ডিগান, হুডি বা জ্যাকেট খুলে ফেলতে পারে। এই বাড়তি পোশাকটি তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখার পাশাপাশি ঘেমে গেলেও তা দ্রুত শুকাতে সহায়তা করবে। তখন পোশাকের নিচের থার্মাল লেয়ার শিশুকে ঠাণ্ডা থেকে সুরক্ষা দেবে।

নিউমার্কেট, বঙ্গবাজার থেকে শুরু করে বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্কেও আপনি পছন্দমতো থার্মাল লেয়ার কিনতে পারবেন।

অনলাইন থেকে কিনতে চাইলে দারাজ বা ইউবাইর মতো প্ল্যাটফর্মগুলোর শরণাপন্ন হতে পারেন। থার্মাল লেয়ার না থাকলে শার্ট, স্কার্ট, প্যান্ট বা সালওয়ারের নিচে সুতির ভারী ফুলহাতা টি-শার্ট, লেগিংস ব্যবহার করতে পারেন।

ছোট শিশুদের ক্ষেত্রে বেশি নজরদারি রাখতে হবে। রাতের বেলায় তারা যেন পর্যাপ্ত উষ্ণতা পায় সেটি নিশ্চিত করুন। শিশুদের পায়ে রাতে মোজা এবং দিনের বেলায় নরম কাপড়ের জুতা পরিয়ে দিন। এতে পা শীত থেকে রক্ষা পাবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে চাউল মজুদ করায় ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় অভিযান চালিয়ে চাউল মজুদ করার অপরাধে মেসার্স এম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মেসার্স এম ট্রেডার্স নামক একটি চাউলের প্রতিষ্ঠানে অভিযানে খাদ্য বিভাগের লাইসেন্স বহির্ভূতভাবে অবৈধ চাউল মজুদ, চাউলের মুল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় এম ট্রেডার্সের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সকল ব্যবসায়ী আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অংশ নেন।




নিয়োগ দেবে আইসিডিডিআরবি

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটিতে সিনিয়র প্রোগ্রামার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

পদের নাম

সিনিয়র প্রোগ্রামার।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাধিক প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাঙ্গুলার, ডট নেট কোর এমভিসি ও এসকিউএল সার্ভার ডেটাবেজ ব্যবহারে করে অ্যাপ্লিকেশন ডেভলপিং বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কোনো সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ডোমেইনে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

মহাখালী, ঢাকা।

বেতন

বছরে বেতন ১৪ লাখ ৫৯ হাজার ২০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা https://career.icddrb.org/vacancy-preview/11753 এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে Apply Online বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের তারিখ

৩১ জানুয়ারি ২০২৩

সূত্র : বিডিজবস




মেহেরপুরের ৫২-তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

মেহেরপুরে ৫২-তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।  আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী  উপজেলায় যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয় তারা জে্লা পর্যােয়ে খেলার যোগ্যতা অর্জন করে। জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষনা করেন।

জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শ্বাশদ নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান খান, নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামীকাল জেলা পর্যায়ের ফাইনাল খেলার মাধ্যমে খেলার সমাপনী অনুষ্ঠিত হবে ।




নন্দিত নির্মাতা-পরিচালক ফারুকীর অবস্থা স্থিতিশীল

নন্দিত নির্মাতা-পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ফারুকী। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক তার ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার সর্বশেষ অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন কথাসাহিত্যিক আনিসুল হক।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নির্মাতা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়ে এক ফেসবুক পোস্টে কথাসাহিত্যিক ও কলামিস্ট আনিসুল হক লেখেন, ‘ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না বলেই ডাক্তার এখন আশা করছেন। দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’

এর আগেগতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফারুকীর স্ট্রোকের বিষয়টি জানান।

ফেসবুকে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

সূত্র: ইত্তেফাক