মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময়  মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ওবাইদুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান প্রমুখ।




দর্শনায় নারী শিশু নির্যাতন ও ৩ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে দীর্ঘ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী শম্ভু মিয়া (৩২) দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মোস্তফা মস্তানের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার নিয়মিত আসামী শামীম হোসেন (২৪) একই গ্রামের ইউনুস কাজীর ছেলে, রাসেল ওরফে রাশেদ আলী ও মসলেম মন্ডলের ছেলে জাহিদ হোসেনকে(৩৮) তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

জানাযায়, আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে,বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দর্শনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের দীর্ঘ ৩ বছরের পলাতক আসামী শম্ভু মিয়াকে গ্রেফতার করে। পরে দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের নারী ও শিশু নির্যাতনের ফৌজদারি মামলার ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৪ জনকে আজ দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




দর্শনায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নফর দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে সেনাবাহিনী দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে আজ মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা থানায় নফরকে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনী সোপর্দ করেছে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।




ভিউসে গুরুত্ব দিবে ফেসবুক

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন ফেসবুক পোস্টের জনপ্রিয়তা বা গুণমান মাপার জন্য রিয়েকশন (লাভ, লাইক, স্যাড) ছিল মূল মানদণ্ড।

তবে নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটিই হবে কন্টেন্টের মান বিচার করার প্রধান ভিত্তি।

ফেসবুক প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে, এ আপডেটের আওতায় ছবি, লিখিত পোস্ট, ভিডিওসহ সব ধরনের কন্টেন্টে ভিউ গণনা করা হবে। আগে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ভিউসকে গুরুত্ব দেওয়া হলেও এবার থেকে অন্যান্য কন্টেন্টেও এটি কার্যকর হবে।

কীভাবে কাজ করবে নতুন পদ্ধতি?

ভিডিও কন্টেন্ট: ভিডিও যতবার দেখা হবে, ততবার ভিউ কাউন্ট করা হবে। অন্যান্য কন্টেন্ট: ছবি বা লিখিত পোস্টের ক্ষেত্রে যতবার এটি কোনো ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান হবে, ততবার ভিউস হিসেবে যোগ হবে। পুনরায় ভিউ: একই ব্যবহারকারী একাধিকবার কোনো পোস্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।

আরও কী পরিবর্তন আসছে?

ফেসবুক বিদ্যমান ভিডিও মেট্রিকসেও পরিবর্তন আনছে। আগে ভিডিওর কার্যকারিতা মাপতে ‘ওয়াচ টাইম’ ব্যবহার করা হলেও, এখন থেকে ‘মিনিটস ভিউড’ এবং ‘এভারেজ মিনিটস ভিউড’ নামে দুটি নতুন মাপকাঠি ব্যবহার করা হবে। তবে রিচ, থ্রি সেকেন্ড ভিউস, ওয়ান মিনিট ভিউস, রিয়েকশন, কমেন্টস ও শেয়ারের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসছে না।

ইনস্টাগ্রামে এ বছরের শুরুর দিকে এই পরিবর্তন আনা হয়েছে। মেটার প্রধান প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি তাদের আরেকটি প্ল্যাটফর্ম থ্রেডসেও একই ধরনের পদ্ধতি চালু করা হবে।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজ্জেরি বলেছেন, একক মাপকাঠি চালুর ফলে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাজের ফলাফল সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ে নতুন এ পদ্ধতিতে অনেকে মনে করছেন, ভিউ কাউন্টকে মানদণ্ড হিসেবে ব্যবহার করলেও এটি কোনো কন্টেন্টের গুণমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারে না। শুধু ভিউ দিয়ে বোঝা সম্ভব নয় যে কোনো কন্টেন্ট ভালো নাকি খারাপ।

এর আগে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে নতুন নাম এক্স দেওয়ার পর থেকে ইলন মাস্ক ভিউস ও ইমপ্রেশনকে গুরুত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকও এখন তার প্ল্যাটফর্মে একই ধরনের বৈশিষ্ট্য আনছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নতুন আপডেটের প্রতিফলন দেখতে পাবেন। মেটা বিজনেস স্যুট ও প্রফেশনাল ড্যাশবোর্ডে এ পরিবর্তনগুলো স্পষ্ট হবে বলে জানিয়েছে মেটা।

সূত্র : দ্য ভার্জ




ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ কেজি স্বর্ণের বারসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম স্বর্ণেও ৪৬টি বারসহ ২ জনকে আটক বিজিবি। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর পরিচালক আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দুই জন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মহেশপুরের সামান্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় সামান্তা বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ৫টার দিকে ২ জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহলদল কর্তৃক স্বর্ণ চোরাকারবারী মোঃ আব্দুল কাদের মন্ডল (৬০) ও মোঃ দুলাল (৪৮) কে আটক করে। পরবর্তীতে আটককৃতদের শরীর তল্লাশী করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায়, যার ওজন-৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার দুইশত দশ টাকা।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আব্দুল কাদের মন্ডল এবং একই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোঃ দুলাল।

আটককৃতদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেফতার করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।




মেহেরপুরে দু’টি সারের ডিলারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরে বিসিআইসি ও বিএডিসির দুই সার ডিলারকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রেতাদের সার বিক্রির ভাউচার না দেয়া এবং বিক্রির রশিদ ও স্টকের গরমিল থাকায় শহরের উপকন্ঠে বামনপাড়া এলাকার মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলার এবং বড়বাজার এলাকার মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানের ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালিক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, সার ক্রেতাদের বিক্রির ভাউচার না দেয়া, সার বিক্রির রশিদ ও স্টকের গরমিল পাওয়া এবং সার ক্রয় বিক্রির পাকা রশিদ না রাখা ও প্রদান না করার অপরাধে বিএডিসি সার ডিলার মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স এর মালিক মো: মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রেতাদের ভাউচার প্রদান না করা, সার বিক্রির স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে সারের গড়মিল, প্রতি বস্তা ডিএপি সার ১০৫০ টাকার স্থলে ১৭৫০ টাকায় বিক্রি (প্রতি ৭০০ টাকা বেশি দামে) বিক্রির প্রমাণ পাওয়া, টি এস পিসহ অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৭০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স এর মালিক মো: সাঈদ আহম্মেদকে একই আইনের ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মো: আশিক রাব্বি, মো: তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও কেনা-বেচার ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী ও জনসাধারণকে এসব বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




ঝিনাইদহে মালয়েশিয়া প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর জমি জোরপুর্বক দখলের চেষ্টা করেছে এক ভুমিদস্যু। কেটে ফেলা হয়েছে জমিতে থাকা বাঁশ। গতকাল সোমবার বিকেলে বাড়ীবাথান গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী ছোটন মন্ডল জানান, পারিবারিক সুত্রে পাওয়া বাড়ীবাথান ১১৪ নং মৌজার আর এস রেকর্ডের ৪৫৭৬ নং দাগের ২৩ শতক জমি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আমরা পরিবার ভোগদখল করে আসছে। আমি মালয়েশিয়ায় থাকি। আমার বাবার মৃত্যুর পর পরিবারটি আমি দেখাশোনা করি। সম্প্রতি আমার গ্রামের ভুমিদস্যু শাহজাহান মন্ডল আমার জমি দখলের চেষ্টা করে। আমাকে বলে আমি যেন তার নামে ওই জমি লিখে দিই। আমি প্রতিবাদ করায় তিনি সোমবার আমার জমিতে থাকা বাঁশ কেটে দিয়েছে। এছাড়াও তিনি জমি দখলের চেষ্টা করছে।

প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, শাহজাহান মন্ডল এর আগেও একজনের জমি দখল করার চেষ্টা করেছে। এক প্রতিবেশীর জমি দখল করতে তারও গাছ কেটে দেয় তারা। এই ভুমিদস্যু শাহজাহানের নামে আদালতে বেশ কয়েকটি মামলাও আছে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহজাহান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তার কোন সত্যতা নেই। আমি কেন অন্যের জমি দখল করতে যাব।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাঁশ কাটার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা বিষয়ক এডভোকেসি সভা

স্থানীয় জনসাধারণকে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সার প্রতিরোধে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে মেহেরপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পৌর বাজেটে খেলার মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক বরাদ্দ রাখা এবং স্বাস্থ্যকর জীবনের জন্য পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়।

মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ শামীম হোসেন।

সভায় তিনি বলেন, অসংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। মেহেরপুর পৌর সভার মধ্যে মানসম্মত খেলার মাঠ তৈরি করার তেমন কোনো জায়গায় নাই। সেইজন্য শরীরচর্চা ও হাঁটাহাঁটি করার জন্য মানুষকে গড়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় সিভিল সার্জন মহীউদ্দিন আহমেদ, মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মেদ, ফাইমা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




চাকরি দিচ্ছে রকমারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডট কম। প্রতিষ্ঠানটিতে এসইও স্পেশালিস্ট জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : রকমারি ডট কম

পদের নাম : এসইও স্পেশালিস্ট

পদসংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সফটওয়্যার এবং সার্ভিসেস বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা : দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




মেহেরপুরে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠিত

বিদেশগামী কর্মীদের ০৩দিন মেয়াদী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের ২৫৩ ব্যাচের কোর্স সমাপনী ও ২৫৪ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল দশটার সময় মেহেরপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)‘র ইন্সট্রাক্টর (কম্পিউটার ট্রেড) মোঃ আল-আমিন হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (সিভিল কন্সট্রাকশন) শিখা খানম, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সোহেল রানা, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) মোঃ মাসুদ পারভেজ, ড্রাইভিং ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ফাতিহা ফিজা, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ মনিরুজ্জামান, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ ফারুক হোসেন ,মোঃ মনির হোসেন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ খাইরুল ইসলাম, ইমরান খান, কৌরব সরকার, বিদেশগামী কর্মী ট্রেডের শিক্ষার্থীসহ বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরাও ।