লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। আজ বৃহস্পতিবার থেকেই সবাই থাকবেন ছুটিতে।

জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। সেখান থেকে ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্র জানায়, সকালে লন্ডনের বিমান ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার।

জাতীয় দলের বাকি ফুটবলাররাও আজ থেকে ছুটিতে চলে যাবেন। দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

সূত্র: যুগান্তর




নতুন ভেলকি শয়তানের নিঃশ্বাস- সুখী ইসলাম

সত্তর দশকের মাঝামাঝি নির্মিতি হয়,” শি উইল ফলো ইউ অ্যানি হয়্যার’ নামের একটি সিনেমা। ইংরেজি ভাষার এই ছবির মূল কাহিনি ছিল, এক বিশেষ ধরনের পারফিউমের ঘ্রাণ কৌশলে কোনো নারীকে শুঁকিয়ে দিতে পারলে সেই নারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে পুরুষ তাকে সেই ঘ্রাণ শুঁকতে দিয়েছে, তাকে অনুসরণ করতে থাকে। নারীটি তার প্রতি আকর্ষণ বোধ করে এবং তার ইচ্ছানুযায়ী কাজ করে।

কী আশ্চর্য, এত কাল আগের একটি সিনেমার কল্পকাহিনি যেন আজ বাস্তবে রূপ নিয়েছে! সতৃতর দশকে নির্মিত চলচ্চিত্রে যে পারফিউমটিই এখন আবিষ্কৃত হয়েছে সম্প্রতি, যার নাম ‘স্কোপোলামিন’।স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ওষুধে এর ব্যবহার আছে। ধুতরা ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ‘স্কোপোলামিন’। চিকিৎসার জন্য আবিষ্কৃত ও ব্যবহৃত এই গুঁড়া বা তরল রাসায়নিক দ্রব্যের অপব্যবহার বিশ্বজুড়ে এখন এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিতি পেয়েছে এটি। সেই শয়তান এখন নিশ্বাস ফেলছে আমাদের ঘাড়ের ওপর।

স্কোপোলামিন এবং এর মতো আরো বেশ কিছু ওষুধ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। স্কোপোলামিন প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা জ্ঞিাসাবাদের ক্ষেত্রে ‘ট্রুথ সেরাম’ হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ এটা যদি ইনজেক্ট করে দেয়া হয় তাহলে সে সত্য কথা বলতে শুরু করে। কারণ তার মগজের উপর নিজস্ব যে নিয়ন্ত্রণ সেটা চলে যায়। সে তখন অন্যের নিয়ন্ত্রণে চলে যায়, অন্যের কথা শুনতে থাকে।

”স্কোপোলামিন কথা বলানোর জন্য যখন ব্যবহার করা হয় তখন এটা ট্রুথ সেরাম। যখন স্কোপোলামিন পাউডার ফর্মে নিঃশ্বাসে ব্যবহার করা হয় তখন এটা ‘ডেভিলস ব্রেথ’। আর যখন এটা বমি অথবা মোশন সিকনেসের ক্ষেত্রে ব্যবহার করা তখন এটা আসলে মেডিসিন হিসেবে ব্যবহার হয়।

প্রথমবারের মতো মেহেরপুর শহরে স্কোপোলামিন ব্যবহারে ভীতিকর পরিস্থিতির শিকার হোন সুভরাজপুরের রেহানা বেগম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়,রেহানা বেগম কাশারীপাড়া মায়া জুয়েলার্স থেকে স্বর্ণ ক্রয় করে হেঁটে যাওয়ার পথে একজন পেছন থেকে ডেকে কথা বলেন।তার সাথে হেঁটে চলে ভিড়ের মধ্যে দিয়ে মহিলা কলেজের দিকে। তাঁদের নির্দেশমতো নিজের কানের দুল, গলার চেইন,চুড়ি খুলে দিচ্ছেন, যার মূল্য প্রায় ২৫০০০ হাজার টাকা। কোন আপত্তি ছাড়ায় হাতে স্বেচ্ছায় তুলে দেন রেহেনা বেগম।তিনি ঘোরের মধ্যে এসব করে যাচ্ছিলেন। পরে ঘোর কেটে গেলে বুঝতে পারেন তিনি নিঃস্ব। অপরাধীরা ফুঁ দিয়ে একধরনের পাউডার তাঁর নাকের কাছে ছড়িয়ে দিয়েছিল, সেই পাউডার তাঁর নাসারন্ধ্রে প্রবেশ করতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং অপরাধীদের কথামতো কাজ করতে থাকেন।

অপরাধীরা অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি নানা নামের অপরাধী চক্র সক্রিয় ছিল এত দিন।শয়তানের নিশ্বাস এখন ছিনতাইকারীদের নতুন হাতিয়ার।

এসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা, এমনকি টাকাপয়সা হাতে নেওয়ার সময় নাক-মুখ থেকে দূরে রাখা। ভ্রমণকালীন সময়ে গণপরিবহন বা বিভিন্ন পর্যটন স্পটে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ ক্ষেত্রে সদ্য পরিচিত লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা গড়ে না তোলাই শ্রেয়। সর্বোপরি কোভিডের সময় যে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছিলাম, সেই মাস্ক পরা, নাকে-মুখে হাত না দেওয়া প্রভৃতি অভ্যাস ‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচার জন্য কার্যকর হতে পারে।

লেখক: কবি ও সাহিত্যিক




গাংনীতে যুবকদের সম্মানে জামায়াত যুব বিভাগের ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা যুব বিভাগের আয়োজনে “যুবকদের সম্মানে রমজানের আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বুধবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামির গাংনী উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা তাজ উদ্দীন খান।

গাংনী পৌর যুব বিভাগ সভাপতি মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান  নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জামায়াতের জেলা যুব বিভাগের সেক্রেটারী মজনুল হক লিপটন ওগাংনী পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মো: জিল্লুর রহমান প্রমুখ।

ইফতার ও আলোচনা সভায় জামায়াতের গাংনী উপজেলা ও পৌর যুব বিভাগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।




মহান স্বাধীনতা দিবসে গাংনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ শে মার্চ বুধবার গাংনীর একটি রিসোর্টে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ছাত্র-শ্রমিক, জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাংনী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবি শাকিল আহমাদ।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগাঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহ, আলম হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার ইমতিয়াজ আহমেদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ আযম ও সদস্য আব্দুল্লাহ আল আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে গাংনী উপজেলার জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-নেত্রীর ভিডিও ভাইরাল, সমালেচনার ঝড়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করছেন।

এরপর তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে পাশে থাকা খাটের ওপর অবস্থান নেন তিনি। ওই খাটে তার পাশে শুয়ে ছিলেন জেলার সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের ওপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন মোবাইল টিপতে থাকেন। পরে একটি মদ ভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস দেখা গেছে।

জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ‘ভিডিওর বিষয়টি আমার জানা নেই। আমি গ্রামে রয়েছি আমার মোবাইলে ইন্টারনেট সংযোগ নাই। সেজন্য ভিডিওটি দেখতে পারছি না। পরে বিস্তারিত জানাতে পারবো।’

এ বিষয়ে জানতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরার ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন বলেন, ‘শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের অসঙ্গতি দূর করার জন্য কাজ করছে। এখন দেখছি তারা নিজেরাই অসামাজিক কর্মকান্ডে লিপ্ত। এটা ছাত্র সমাজের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়।’

সুজনের জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, ‘যদি এই ভিডিওটি সত্যি হয়ে থাকে তাহলে তারা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ততকালীন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন করেন। ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরাইরাকে আহবায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়।




ঝিনাইদহে বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় খোকন তরফদার (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে।

স্থানীয়রা জানায়, খোকন তরফদার বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




হরিণাকুণ্ডুতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপত করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদদের উদেশ্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেণ। এসময় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হরিণাকুণ্ডু পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন থেকে আগত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মহিলাদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিক-উজ-জামান ঈদ উপহার সামগ্রী ও শাড়ি বিতরণ করেণ। এসময় হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলেধরে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, অফিসার ইনচার্জ এম এ রউফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, হরিণাকুণ্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদসহ অন্যান নেতৃবৃন্দু বক্তব্য রাখেন।




ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয দিবস উদযাপন করেছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন।

বুধবার (২৬ মার্চ) সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপি’র পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে দলটির নেতাকর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যড. মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের প্রতি সম্মান জানানো হয়। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সাবেক সাধারন সম্পাদক ও কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে টিআইবি’র গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সংগঠনটির পক্ষে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

সেসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সনাক সদস্য মোঃ আবু রাশেদ, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, শাহীন আলম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর, নুরুল ইসলাম পাখি সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও দিনব্যাপী র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।




ভূল সংশোধনী

দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার শেষ পাতায় “মেহেরপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৩ জন গ্রেফতার” শীরোনামে প্রকাশিত সংবাদে ভূল বসত অন্য একটি ছবি ছাপা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভূলের জন্য দুঃখ প্রকাশ করছি।




শিশুদের নিয়ে কী ভাবছেন সেলেনা?

বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। জানিয়েছেন শিশুদের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যত পরিকল্পনার কথাও।

জে শেট্টি পডকাস্টে তার বাগদত্তা প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা গোমেজ নিজের এসব ভাবনা প্রকাশ করেন।

গোমেজ বলেন, ‘আমি জানি না কী হবে, তবে আমি শিশুদের ভালোবাসি। আমার একটি ১১ বছর বয়সি বোন আছে, তাকে আমি সত্যিই ভালোবাসি। ’

তিনি বলেন, ‘আমি (শিশুদের) হাসাতে ভালোবাসি; তারা খুব মিষ্টি। তাই অবশ্যই, যখন সেই দিনটি আসে, তখন আমি এর জন্য খুব উত্তেজিত হই। ’

এ সময় ব্লাঙ্কো শিশুদের প্রতি সেলেনার টানের কথা জানান। তিনি বলেন, ‘যখনই কোনও জায়গায় বাচ্চা থাকে, তখনই আমি তাকে এমন করতে দেখি। সে তাৎক্ষণিকভাবে বাচ্চাদের কাছে যান এবং ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন করেন।’

‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয়ের মাধ্যমে গোমেজ কীভাবে তরুণ দর্শকদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে তুলেছিল, তাও ব্লাঙ্কো তুলে ধরেন। তিনি সেলেনাকে বলেন, ‘আপনি অনেক তরুণের জীবন গড়ে দিয়েছেন, তা সে বার্নি হোক, উইজার্ডস হোক… আপনি এখনও সেই পথ খুঁজে যাচ্ছেন। ’

বর্তমানে সেলেনা-ব্লাঙ্কো জুটির সম্পর্ক ভক্তদের মধ্যে গভীর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই তারা তাদের একসঙ্গে কাটানো মূহুর্ত শেয়ার করেন।

যদিও তারা পরিবার শুরু করার নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি। তবে গোমেজের উৎসাহ ভক্তদের এই দম্পতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা করতে বাধ্য করেছে।

তথ্যসূত্র: সামাটিভি