কার্পাসডাঙ্গা নতুন ঈদগাহ”র কমিটি গঠন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা গ্রামের নতুন ঈদগাহ”র কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার আছরের নামাজের পর নতুন ঈদগাহ মাঠে ঈদগাহের জমিদাতা সৈয়দ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ আলীকে সভাপতি আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং আশরাফুজ্জামান ঝিলনকে ক্যাশিয়ার মনোনীত করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন হাফেজ মেহেদি হাসান। আলোচনা সভায় আ:হাকিম মেম্বর (সাবেক)তিনজনের নাম প্রস্তাব করলে সকলে হাত তুলে সমর্থন দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক গোলাম ইউসুফ, সাবেক ইউপি মেম্বর মুজতবা আলী বকুল, আব্দুল হাকিম, শিক্ষক বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম, সামসুল হক, ইব্রাহিম খলিল, আঃ হাকিম, জসীম, হারুন, জাসহ সকল স্তরের সুধীমহল।

সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান। আলোচনা সভা শেষে ঈদগাহ ময়দানের মিনার নির্মানের ভিত্তি স্থাপন করা হয়।




এমপি আনার হত্যায় জড়িত সন্দেহেভাজন আওয়ামী লীগ নেতা আটক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন এক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক কৃতএই বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

ধারণা করা হচ্ছে, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকট আত্মীয় বাবু। আনার হত্যা কাণ্ডে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, রাতে ঢাকা থেকে থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কোন মামলায় গেছে আমি তা নিশ্চিত বলতে পারছি না।

উল্লেখ, গত ১২ মে পরিবারকে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ড হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাডা লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন এ সংসদ সদস্য। নিখোঁজের প্রায ১০ দিন পর গত বুধবার ২২ মে আনার হত্যার বিষযটি সামনে আসে।

এই হত্যাকান্ড নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য আসছে। এরই মধ্যে আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামি শিমুল ভূঁইযা ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর ভিত্তিতে হত্যা-রহস্য উদঘাটন ও ভারতের তদন্ত দলকে সহায়তার জন্য ২৬ মে প্রতিনিধি দল নিয়ে কলকাতায় যান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।




ঝিনাইদহে শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময় সভা

ঝিনাইদহে শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত নিম্ন ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেয়া পাঠ আয়ত্ব করতে সহায়তা করার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ কর্তৃক দেশব্যাপী ৬৪টি জেলায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর পাঠদান কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আশা-নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের উদ্যোগে সদর উপজেলার নারিকেলবাড়িয়া জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের আশার শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেলার সিনিয়র ড্রিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন, এডুকেশন অফিসার মোঃ রকিবুল হাসান ও নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের বিএম কাইয়ুম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, যে আশা সংস্থা কর্তৃক ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে শিশু-৮ম শ্রেণির আওতায় প্রায় ৫ লাখ শিক্ষার্থী শিখন সহায়তা পাচ্ছে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯২টি শিক্ষা কেন্দ্রের প্রায় ৫ হাজার ৫’শ ৫৩ জন শিক্ষার্থীরা এই সহযোগিতা পেয়ে আসছে।




আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চর-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ ওই এলাকার ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি সাদ আহমেদের ছেলে। সে উদ্যেক্তা হিসেবে এবছর নিজেই মুরগির খামার নির্মাণ করেন।

পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে নিহত রাজু বাড়ির পাশে মুরগি খামারে ফ্যান দিতে যায়। এসময় খামারে থাকা একটি স্ট্যান্ড ফ্যানের বডিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। রাজু অসাবধানতাবসত ওই ফ্যানে হাত দিলে ঘটনাস্থলেই গুরুত¦র আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হারদি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মো. শেখ গণি জানান, নিহতের ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।




মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সিপিস-৩ গাংনী ক্যাম্প।

আজ শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বেলের মাঠের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ রোজিনা খাতুন (২৫) গাংনী উপজেলার চিৎলা (খালপাড়া) গ্রামের মোঃ হাসিবুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা।

পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




গাংনী ক্যাম্প র‌্যাব-১২র অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সিপিস-৩ গাংনী ক্যােম্পের মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক কারবারীেকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (৭ জুন) ভোরের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা প্রাগপুর ইউনিয়নের জামালপুর সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আল আমিন মন্ডল (৩৯) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর (ক্যাম্পপাড়া) গ্রামের মৃত খেড়ু মন্ডেলর ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের জামালপুর সাকিনস্থ এলাকায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করি। যার আনুমানিক মূল্য ১,৯৬,০০০/- টাকা।

পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




চুয়াডাঙ্গায় স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার আয়োজনে “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো একুশ পার হয়ে” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

আলোচকবৃন্দ বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ও মৃত্যু ঝুঁকি সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করেন। অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। কোথাও বাল্য বিবাহ সংঘটিত হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ অথবা ১০৯ এ কল করে জানানোর নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী সহ চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে আজ বৃহস্পতিবার সকাল দশ-টা সময় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর উপ- পরিচালক( পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ।

আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিলুপ্তি প্রায় পাট ও পাটজাত দ্রব্য পুনরুদ্ধার, যুগের চাহিদার সাথে পাটজাত দ্রব্যের ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। পাট চাষীদের পাট চাষে উদ্বুদ্ধ করতে জেলার শ্রেষ্ঠ পাট চাষীদের ক্রেস্ট, কৃষি উপকরণ দিয়ে সম্মাননা জানানো হয়।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বিভাস চন্দ্র সাহা,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি সহ জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তাবৃন্দ সহ প্রান্তিক পর্যায়ের পাট চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় কুকুরের তারা খেয়ে প্রাণ গেল শিশু রকিবুলের

দামুড়হুদা উপজেলা সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রকিবুল হাসান নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রকিবুল হাসান (১০) দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
এ সময় ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেন। আজ বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে দামুড়হুদা ফিলিং স্টেশনের অদূরে এ দূরঘটনা ঘটে।

স্থানীয় সৃত্র থেকে জানাযায়, দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে দশমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তয় শ্রেণির ছাত্র রকিবুল হাসান বন্ধুদের সাথে দামুড়হুদা ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ মাঠে খেলা করতে যায়।পরে সকল বন্ধুরা বাড়ি চলে যায়। এমন সময় আরএক বন্ধুর সাথে রাস্তার পাশ্বে জাম পাড়তে গেলে কুকুরে তাকে তাড়া করে এমন সময় দিশেবিশে না পেয়ে মেইন রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩ নং ঘাতক ট্রাকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কতব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। সন্ধা হয়ে গেলে এখনও রকিবুল হাসান বাড়ি না ফেরায় তার বাবা মা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। পরে জানতে পারে তার ছেলে রকিবুল হাসান সড়ক দূরঘটনায় নিহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে।

এমন খবর পেয়ে রকিবুল হাসানের পিতা মাতা হাসপাতালে গেলে তা সত্যতা মেলে। তরতাজা ছেলে নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রকিবুল হাসানের লাশ হাসপাতালের মর্গে রাখা ছিল।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাকের নিচে পড়ে একটি শিশুর মৃত হয়েছে।ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

মেহেরপুরে পূর্ব শত্রুতা জের ধরে পারুলা খাতুন (৪৫) ও মর্জিনা খাতুন (৫০) নামের দুই নারীকে কুপিয়েছে জখম করেছে প্রতিপক্ষরা।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯ টার সময় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পারুলা খাতুন শ্যামপুর গ্রামের কলনি পাড়ার আব্দুর রশিদের স্ত্রী এবং মর্জিনা খাতুন পারুলা খাতুনের জা ও মোঃ বায়তুল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারুলা খাতুনদের সাথে একই পাড়ার রমেশের ছেলে শিপনদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
শিপনরা পূর্বেও মর্জিনা খাতুনের মাথা ফাটিয়ে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছিলো পারুলাদের দায়ের করা মামলায় শিপন মাস খানেক আগে জেল থেকে বের হয়ে এসেছে। জেল থেকে বের হয়ে এসে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো।

আজ সকালে পারুলা খাতুন গোবর ফেলতে বাড়ির বাইরে আসলে শিপন, শিপনের মা বিবিজান ও মনিরুলের স্ত্রী আদুরি খাতুন অতর্কিত হামলা করে। তার চিৎকারে তার জা মর্জিনা খাতুন আসলে দুজনকেই হাসুয়া দিয়ে কোপ মারে।

পরে স্থানীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শ্যাযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।