ঝিনাইদহে এশিয়ান টিভি ও এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রেসক্লাবে নানা আয়োজনে এশিয়ান টিভি ও এসএ টিভির একাদশ পেরিয়ে দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাঁটা, আলোচনা সভা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত সুজন কুমার মন্ডল, জেলা মহিলা সংস্থার সভানেত্রী দিপ্তী রহমান, কালীচরণ পুর ইউনিয়নের চেয়রম্যান জাহাঙ্গীর আলম, বেসরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি বিমল কুমার সাহা, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু প্রমূখ। এর আগে এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনা কালে বক্তারা টিভি দুইটির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর পাঠক প্রিয়তা আরো বৃদ্ধি এবং সফলতা কামনা করেন।




দামুড়হুদার সড়ক গুলো মাটিভর্তি অবৈধ ট্রাক্টরের দখলে

দামুড়হুদা উপজেলায় প্রতিটি সড়ক-মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে ভেজা মাটিভর্তি অবৈধ ট্রাক্টর। এতে করে সড়কগুলোতে ভেজা মাটি পড়ার পর তা শুকিয়ে পুরু আস্তরণ তৈরি হচ্ছে, যার কারণে যেকোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কিন্তু এগুলো নিয়ে কারোরই কোনপ্রকার মাথাব্যথা নাই। মনে হচ্ছে সবাই স্টেডিয়ামে বসে চুপচাপ খেলা দেখছে। এ কারণে যদি কোন দুর্ঘটনা ঘটে তখন সবাই বড় বড় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিবে। কিন্তু আগে থেকে পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেকখানিক কমে যাবে, যা এখন কেউই গ্রহণ করছে না।

সরেজমিনে যেয়ে দেখা যায়,দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে ভেজা মাটিভর্তি একাধিক ট্রাক্টর। প্রতি মিনিটেই রাস্তায় ট্রাক্টরের দেখা পাওয়া যাচ্ছে। ট্রাক্টরগুলো অতিরিক্ত গতিতে মাটিভর্তি করে নিয়ে কোনকিছুর তোয়াক্কা না করে গন্তব্যের দিকে ছুটে চলছে। ট্রাক্টর পার হয়ে যাওয়ার পর রাস্তার পাশে দাঁড়িয়ে নানারকম মন্তব্য করছে মানুষজন।

একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, কাকডাকা ভোরে ট্রাক্টরের বিকট শব্দে এখন ঘুম ভাঙে। তারপর থেকে একটানা দিনভর ট্রাক্টরের শব্দ আর ধুলাবালি সহ্য করে দিন পার করতে হচ্ছে। রাস্তার উপর ট্রাক্টর থেকে ভেজা মাটি পড়ে তা শুকিয়ে পাকা রাস্তা আর চেনার মতো অবস্থা থাকছে না। এ সমস্ত ভেজা মাটিগুলো বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে যার ফলে ইটভাটার সামনের সড়কগুলোর অবস্থা আরও খারাপ।

এমনিতেই এ সমস্ত মাটির উপর মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির চাকা স্লিপ কাটছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে রাস্তা দিয়ে চলার মতো কায়দা নেই, ছোট ছোট দুর্ঘটনা ঘটতেই আছে, আর যদি একটু বৃষ্টি বেশি হয় তাহলে সড়কগুলোতে বড়ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশীরভাগ সময় বালু বহন করা ট্রাক্টরগুলো বালু না ঢেকেই অহরহ সড়কে চলাচল করছে। কিছু সময় ঢাকলেও তা নামমাত্র। ফলে বালু উড়ে এসে রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের চোখেমুখে যেয়ে বিড়ম্বনার সৃষ্টি করছে।

এমনিতেই ট্রাক্টরগুলো চাষের কাজে ব্যবহার করার কথা। কিন্তু তার সাথে ট্রলি যুক্ত করে মাটি, বালুসহ অন্যান্য মালামাল বহন করার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অদৃশ্য ক্ষমতার বলে এ সমস্ত ট্রাক্টরের বিরুদ্ধে কোন ব্যবস্থা তো দূরের কথা তাদেরকে নির্দিষ্ট কোন নীতিমালার ভেতরেও আনা সম্ভব হচ্ছেনা। এসব ট্রাক্টরের চালকদের বেশীরভাগেরই কোন ড্রাইভিং লাইসেন্স নাই, তাছাড়া এরা একেবারেই অনভিজ্ঞ। ট্রাক্টরে মাটি, বালু ভর্তি করা শ্রমিকের কাজ করতে করতে তাদের অনেকেই ট্রাক্টরের চালক হয়ে যাচ্ছে। অতিদ্রুত এসব ট্রাক্টরের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল সহ এলাকাবাসী।




স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করলেন এমপি কামারুল আরেফীন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফীন। এসময় পারস্পরিক কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এমপি কামারুল আরেফীন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জননিরাপত্তা বিভাগ) কেএম টিপু সুলতান, ‘অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক’ জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা সুরঞ্জন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




পাঁচ বছরে অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করবো-এমপি ছেলুন জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন শপথের পর গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গায় নেতাকর্মিদের মাঝে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করা হয়। বেলা ১১ টার দলীয় কার্যালয়ে নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি ।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি বলেন, আপনারা আপনাদের পরিশ্রমের ফল পেয়েছেন। রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়েছেন, সেজন্য দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দলের সর্বস্তরের নেতাকর্মী বিশেষ করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ যারা নৌকার পক্ষে কাজ করেছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের কিছু কাজ এখনও বাকি আছে, স্কুল কলেজের অনেক কাজ বাকি আছে, কিছু রাস্তাঘাটের কাজও বাকি আছে, সেই সব অসম্পুর্ন কাজগুলো এই ৫ বছরে সম্মন্ন করতে হবে।

তিনি বলেন, চুয়াডাঙ্গা একটি শান্ত জেলা। একসময় চুয়াডাঙ্গাকে অশান্ত করে তুলেছিল,অস্ত্রের ঝনঝনানি ছিল,আমাদের আমলে ১৫ বছরে সেই চুয়াডাঙ্গায় শান্ত পরিবেশে গড়ে তুলেছি।আমরা শান্তিপুর্ণ পরিবেশে বসবাস করতে চাই।ভোটকে কেন্দ্র করে কিছু সহিংস ঘটনা ঘটেছে,আপনারা শান্ত থাকবেন। নতুন করে কেউ কোন ঘটনা ঘটাবো না,তবে যদি কেহ পায়ে ল্যাং মেরে ঝগড়া বাধাতে চাই তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে সব সময় ধৈর্য ও শান্ত থাকতে হবে,বিনা কারণে কেউ ঝগড়া বিবাদে জড়াবেন না।আমরা সবাই শান্ত থাকব,শান্ত থাকলে আমাদের সকলেই ভাল বলবে।

সকলকে স্বীকার করতে গত ১৫ বছরে চুয়াডাঙ্গায় কোন চাঁদাবাজী নেই,আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা,দামুড়হুদার কোন ব্যবসায়ি বলতে পারবে না চাঁদাবাজী হয়েছে। আমরা কিন্ত এইদিকটা কঠোর ভাবে দেখেছি,আমরা এও দেখেছি বিএনপি,জামাতের আমলে কাপড়ের দোকানদের কাছ থেকে বাড়িতে দেখানোর নাম করে নিয়ে গেছে আর ফিরে আসেনি।

তিনি বলেন, গত ১৫ বছরে আমরা চুয়াডাঙ্গা জেলায় শান্তিপুর্ণ পরিবেশে বসবাস করেছি,আগামী ৫ বছরও সেভাবে বসবাস করবো। এই নির্বাচনে গরীব মানুষেরা আপনাদের কথা রেখেছে,আপনাদের তাদের প্রতি সদয় আচরণ কতে হবে।

তিনি আরো বলেন আওয়ামীলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন।এবারের নির্বাচনে আপনারা প্রমাণ করেছেন তৃনমুল সংগঠনের নেতাকর্মিরা কখনও ভুল করে না।আজ বিএনপি যদি নির্বাচনে আসত আমরা সহজে চিনতে পারতাম অমুক লোক বিএনপি করে,কিন্ত নিজ দলের মধ্যেকার লোক যখন অন্য পক্ষ অবলম্বন করে তখন সেভাবে কাউকে চেনা যায় না। কে কোন দিকে কি করছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা। উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, শাহ আলম, হামিদুল ইসলাম, জেলা সদস্য সিরাজুল ইসলাম, শাহ আলম, কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হাজী ঠান্ডু রহমান, সাবেক পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান এজাজা ইমতিয়াজ বিপুল, মোখলেছুর রহমান শিলন, মোজাহিদুর রহমান লোটাস, মাহমুদুল হাসান চঞ্চল, আসাদুল হক মিকা, আবু সাইদ পিন্টু,তাফসির আহমেদ লাল, সোহানুর রহমান সোহান, জেহালা ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হান্নান, মোস্তাফিজুর রহমান রুন্নু, বিল্লাল গনি, দিদার মালিতা, রাহাব উদ্দিন, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, জিনারুল ইসলাম বিশ্বাস, নাহিদ হাসনাত সোহাগ, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, যুবলীগের আহবায়ক সোনাহার মন্ডল, আশাদুল হক ডিটু, পাপন, মনিরুজ্জামান হিটু, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম, বাদশা, নাহিদ হাসান তমাল, সাকিব, অটল, জেলা মৎসজীবি লীগের সভাপতি শাহাবুল ইসলাম, সহসভাপতি আলতাব হোসেন, ববিতা খাতুন, স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, মহিলা আওয়ামীগের সভাপতি সাহিদা খাতুন সহ নেতৃবৃন্দ।

এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.জে.এম আব্দুর রকিবের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান লিটন, মহিতুর রহমান, সিরিয়র প্রভাসক ড.মাহবুবুর রহমান, তাপস রসিদ, ওসি শেখ গনি মিয়া, ওসি তদন্ত একরাম হুসাইন, টোটন জোয়ার্দার, সহকারি অধ্যাপক, আব্দুল মেনায়েম, শেখ শফিউজ্জামান, সাইদুর রহমান লিটন, মহিতুর রহমান, ইকবাল হাসান, সিনিয়র প্রভাষক আনোয়ারুজ্জামান, মাকুদুর রহমান, জিয়াউর রহমান, আদিল হোসেন, তাসলিমা খাতুন, রাহাত আরা, জেসমিন আরা খানম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, রাশেদুল মমিন, ড.মহাবুব আলম, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, তাপস রশিদ, রেজাউল করিম, আব্দুল হাই, হাবিবুর রহমান, আব্দুস সেলিম প্রমুখ।




গাংনীতে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ

মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সালে মোহাম্মদ নাজমুল হক (সাগর) কে বরণ অননুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্যে এএসএম নাজমুল হক সাগর বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের ও মুক্তিযুদ্ধের চেতনার দল। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ হৃদয়ে ধারণ করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশ ছিল অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ পালন করার জন্য ভোটারদের ধন্যবাদ দেন তিনি। গাংনীর মানুষকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন তিনি। গাংনীর উন্নয়নে তরুন প্রজন্ম ও প্রবীণদের চাওয়ার আলাদা ধরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে তরুন ও প্রবীণদের সমন্বয় করা হবে।

তিনি বলেন, ভোটাররা যেনো মনে কষ্ট না পাই রাজনৈতিক নেতা ও প্রশাসনকে সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেন এমপি নাজমুল হক সাগর।
কর্মকর্তাদের নিজেদের শাসক না মনে করে জনগণকে ভাই মনে করে সেবা দেওয়ার আহবান জানান তিনি। সেক্ষেত্রে কর্মকর্তাদেরকে সাধারণ জনগণের সাথে মেশার আহবান জানান। জনগণের শুধু মুখের ভাষা নয়, তাদের বডি ল্যাংগুয়েজ বুঝে কাজ করার আহবান জানান। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে খারাপ নজর থেকে বাঁচিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গাংনীর পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে। দেশ ও সমাজকে বদলাতে হবে। রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি সমাজ পরিবর্তন করতে হবে। আর আমাদের সামনে মুল চ্যালেঞ্জই হবে সমাজ পরিবর্তন। আগামীতে গাংনী উপজেলার মাঠের রাস্তাগুলির, কৃষকদের উৎপাদিত ন্যায্যমূল্য নিশ্চিত, কৃষি অবকাঠামোর উন্নয়ন ও কৃষির উন্নয়ন, স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করাই হবে জনপ্রনিধিদের কাজ।

আগামি তিন মাসের মধ্যে গাংনীর ৪ ইনিয়ন সাব সেন্টারগুলো চালু করা, শিক্ষা ক্ষাতের উন্নয়নের দিকে নজর দেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের উপর নির্ভর না করে মাদক, জুয়া ও সুদমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কাজে যুক্ত করতে হবে। যাতে এই তরুণ সমাজ খারাপ কাজে পা বাড়াতে না পারে সেদিকে নজর দেওয়ার আশ্বাস দেন।

গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুরে নতুন করে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স তৈরী করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধাদের উন্নয়নে কাজ করা হবে।

গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত সাংসদকে আড়ম্বরপূর্ণ পরিবেশে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এএসএম নাজমুল হক সাগর। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক মো: সিরাজুল ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম, সাবেক মেয়র আশরাফুল ইসলাম।

গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, গাংনী উপজেলা মৎস্য অফিসার খোন্দকার শহিদ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রিপোর্টারস ক্লাবের সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী বাজার কমিটির সভাপতি সালাহউদ্দিন শাওন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ লিংকন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে গাংনী উপজেলা নির্বাহী অফবসার (ইউএনও) প্রীতম সাহা বলেন সকলে মিলে একটি স্বচ্ছ, জবাবদিহি, জনবান্ধব, স্মার্ট আধুনিক ও উন্নত গাংনী গড়ে তুলতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্ণীতিমুক্ত এবং স্বচ্ছ গাংনী উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

তিনি বলেন, এই উপজেলার কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল খাতকে একটি উচ্চ মর্যাদাশীল পর্যায়ে নিয়ে যেতে হবে। এসডিজি বাস্তবায়নের জন্য শুভ সুচনার কথা ও আইন শৃঙ্খলা ভাল রাখতে সকলে মিলে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাংনী উপজেলার মানুষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করাই গাংনী উপজেলার মানুষকে অভিনন্দন জানান প্রীতম সাহা।




ঝিনাইদহে সমৃদ্ধি নারী সংঘ সদস্যদের সাথে মতবিনিময় সভা

ঝিনাইদহে সমৃদ্ধি নারী সংঘ সদস্যদের সাথে সেবা প্রাদানকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও ঝিনাইদহের ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভয় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, বিসিক ঝিনাইদহ জেলা কার্যলয়ের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান মিনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের গ্রোগ্রাম কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রষান্ত কুমার বর্মন, ঝিনাইদহ সদর উপজেলার সহ-সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুল হক, সদর থানার ওসি অপারেশন সুজন কুমার, বিগবাজার মার্কেটের ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাংবাদিক জাফর উদ্দীন রাজু, জাতীয় মহিলা সংস্থার ওমর ফারুকসহ অন্যান্যরা।

আরো উপস্থিত ছিলেন হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের নেতৃবৃন্দ। হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা বিষয়ে আলোচনা করা হয়।




চুয়াডাঙ্গায় মাঘের শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীতের মধ্যেই টানা দুই ঘণ্টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এতে কৃষকসহ দিনমজুররা পড়েছেন চরম বিপাকে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টা থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত জেলায় ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও দুপুর ১২টায় রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা। এর আগে বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুয়াডাঙ্গায় কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো যথারীতি কার্যক্রম চলতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, বুধবার আলোচনা করে বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে সম্ভাব্য জেলার পূর্বাভাস জেনে আলোচনা সাপেক্ষে সামনে সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে স্কুল বন্ধের নির্দেশনার জন্য বলা হয়েছে। সেই অনুযায়ী জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। আমি জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। ৬০-৭০ শতাংশ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে।




ঘরোয়া উপায়ে হাতের শুষ্ক ত্বকের যত্ন

শীত ঋতু আমাদের অনেকেরই প্রিয়। কিন্তু এই প্রিয় ঋতুতে হাতের ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়। শীতের হিমহিম ঠাণ্ডা বাতাস শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীত যত বাড়তে থাকে, ত্বকের সমস্যা ততই বেশি হতে শুরু করে। এর একটি কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে, অন্য কারণ পর্যাপ্ত যত্নের অভাব।

খসখসে হাত নিজেরও অস্বস্তির কারণ হয়ে ওঠতে পারে। শীতে নিয়ম করে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি। তবে ঘরোয়া উপায়েই কিন্তু হাতের ত্বকে আসতে পারে লাবণ্যতা।

লেবু ও মধু
লেবু রুক্ষ ভাব দূর করার পাশাপাশি হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। বাসায় হাতের যত্ন নিতে বানিয়ে ফেলতে পারেন লেবু ও মধু দিয়ে প্যাক। একটি বাটিতে ৩ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। এ বার এটি হাতের তালুতে মেখে ফেলুন। ২০মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। রোজ করলে হাতের ত্বক হয়ে উঠবে মসৃণ। হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু কার্যকর। হাত ও পায়ের রুক্ষ ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে হাত পায়ে লাগাতে পারেন।

টক দই ও বেসন
হাতের খসখসে ভাব দূর করতে দই আর বেসনের মিশ্রণ দারুণ কার্যকরী। দই মাখলে হাত মোলায়েম হয়। অন্য দিকে বেসন হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। একটি পাত্রে ৪ টেবিল চামচ বেসন ও ২ টেবিল চামচ দই মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এর পর হাতে মিশ্রণ ভাল করে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পরে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো ও লেবু
টমেটো ও কিন্তু হাতের খসখসে ভাব দূর করতে পারে। তবে শুধু টমেটো ব্যবহার করলে চলবে না। সঙ্গে প্রয়োজন লেবুও। একটি পাত্রে টমেটো রস নিয়ে তার সঙ্গে সামান্য লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি হাতের তালুতে মেখে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে নিন।




ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ পৌরসভার সামনে ৭হাজার ৭”শ অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেণ।

এসময় পেনেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ , মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের আগে মেয়র হিজল বলেন এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এর সাথে আমেদের ব্যক্তিগত কিছু আছে এরপর আরও শীতবস্ত্র দেওয়া হবে। প্রধানমন্ত্রী কাউকে অভুক্ত, গৃহহীন, শীতার্ত রাখবে না। আমরাও কাউকে শীতার্ত রাখতে চাইনা । প্রয়োজনে পৌরসভায় অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌছে দেওয়া হবে। আমার দাদা ভাই মহুল ভাই আপনাদের দোয়া আর সহযোগীতায় এমপি হয়েছে তিনি ৩০হাজার কম্বল বিতরণ করবেন। তাই এখানে যারা পাচ্ছেন না তারা হতাশ হয়েন না আমরা সবাইকে কম্বল দিব। তিনি সকলকে শান্ত হয়ে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র নেওয়ার আহবান জানান।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রিজিওনাল এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিজিওনাল এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতকোত্তর/এমবিএ (মার্কেটিং) পাস হতে হবে। অভিজ্ঞতা: ০২-০৩ বছর পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন। বয়স: ২৬-৩৪ বছর।

কর্মস্থল

কুমিল্লা, ঢাকা, সিলেট।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস