ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ পৌরসভার সামনে ৭হাজার ৭”শ অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেণ।

এসময় পেনেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ , মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের আগে মেয়র হিজল বলেন এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এর সাথে আমেদের ব্যক্তিগত কিছু আছে এরপর আরও শীতবস্ত্র দেওয়া হবে। প্রধানমন্ত্রী কাউকে অভুক্ত, গৃহহীন, শীতার্ত রাখবে না। আমরাও কাউকে শীতার্ত রাখতে চাইনা । প্রয়োজনে পৌরসভায় অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌছে দেওয়া হবে। আমার দাদা ভাই মহুল ভাই আপনাদের দোয়া আর সহযোগীতায় এমপি হয়েছে তিনি ৩০হাজার কম্বল বিতরণ করবেন। তাই এখানে যারা পাচ্ছেন না তারা হতাশ হয়েন না আমরা সবাইকে কম্বল দিব। তিনি সকলকে শান্ত হয়ে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র নেওয়ার আহবান জানান।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রিজিওনাল এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিজিওনাল এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতকোত্তর/এমবিএ (মার্কেটিং) পাস হতে হবে। অভিজ্ঞতা: ০২-০৩ বছর পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন। বয়স: ২৬-৩৪ বছর।

কর্মস্থল

কুমিল্লা, ঢাকা, সিলেট।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে জানুয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।




প্রিমিয়ার প্রোর নতুন আপডেটে অডিও এডিটিং সুবিধা

২০২৪ সালের সানডেন্স ফিল্ম ফেস্টিভেলের আগে এডোব প্রিমিয়ার প্রোতে বেটা আকারে অডিও এডিটিং ফিচার চালু হয়েছে। এক প্রেস রিলিজে জানানো হয়েছে, নতুন আপডেটে ইন্টারেকটিভ ফেইড হ্যান্ডলস, ট্যাগিং টুলস, ইফেক্ট ব্যাজ এবং রিডিজাইনকৃত ওয়েভফর্ম যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচার নতুন ও এক্সপার্ট সব ধরনের ব্যবহারকারীই ব্যবহার করতে পারবে।

মোদ্দাকথা, এখন অডিও আরও ভালোভাবে এডিট করা যাবে। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়ার তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাচ্ছে। বিশেষত নতুনদের আকর্ষণ করার চিন্তাই তাদের বেশি।

নতুন ফিচারের মধ্যে ইন্টারেকটিভ ফেস হ্যান্ডলটি আকর্ষণীয়। এডিটররা এখন সহজেই কাস্টম অডিও ট্রানজিশন করতে পারবেন। সেজন্য ক্লিপ ড্র্যাগ করলেই ফেড ইন আর আউট ইফেক্ট হবে। বলা বাহুল্য, আগে ফেড যুক্ত করা কঠিন ছিল।

এডোব এই আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অডিও ক্লিপ ক্যাটাগরির ভিত্তিতে যুক্ত করার সুযোগ দিচ্ছে। ট্যাগগুলো নতুন আইকন ব্যাজের মাধ্যমে দেখা যায়। ক্লিক টাইপের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এখন কন্ট্রোলে দ্রুত এক্সেস পাওয়া যাবে। ইফেক্ট ব্যাজ মূলত ভিজুয়াল ইন্ডিকেটর।

এসব বাদেও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এনহ্যান্স স্পিচ টুলও ফেব্রুয়ারিতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস




দলিল জাল করার অপরাধে মেহেরপুরে একজনের কারাদন্ড

দলিল জাল করার অপরাধে মেহেরপুরে আশরাফুল আলম নামের একজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালত। দণ্ডিত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের ভ্রামমান আদালত এ কারাদন্ডাদেশ প্রদান করেন ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। দলিল নং ৩২৬৭/২২ । পরে ঐ জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। সাব-রেজিস্টারের সাক্ষর দেখে সন্দেহ হলে, দলিলটি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানতে পারি আশরাফুলের দাখিলকৃত দলিলটি জাল।

আজ আশরাফুলের নাম খারিজের শুনানি ছিলো। জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করলে, ভ্রামমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।




‘টিকিট’ নিয়ে নতুন রূপে আসছেন সাফা কবির

নতুন রূপে হাজির হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী সাফা কবির। ওটিটি প্ল্যাটফর্মে আসছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’। এই ওয়েব সিরিজে ভিন্ন একলুক এবং সাহসী চরিত্রে দেখা যাবে সাফাকে। চরকির এ সিরিজে সাফার সঙ্গে আছেন অভিনেতা সিয়াম আহমেদ ও মনোজ প্রামাণিক।

এরমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে সিয়াম, মনোজ ও সাফা কবিরের লুকে ছিল নতুনত্ব এবং ভিন্নতা। স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে প্রত্যেককেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে।

সাফা কবির বলেন, ‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য স্পেশাল। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।

কারণ আমার বেড়ে উঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

তিনি আরও বলেন, ‘ভিকি ভাইয়ের গল্পসহ কাজের ভক্ত আমি। আমরা এক সঙ্গে বেশ কিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই। আর মনোজ দা টিচারের মতো।

উনার থেকে চরিত্র পোর্টেট করতে সাহায্য পাই। সব শিল্পী কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম জনরা নিয়ে কাজ করি এটা তার থেকে আলাদা। গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা।

এর আগে কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’

সিয়াম, সাফা, মনোজ ছাড়াও এই সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।

সূত্র: ইত্তেফাক




জামিন পেলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস

নির্বাচন পরবর্তি সহিংসতা মামলার জেরে ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস।

আজ মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালতের বিচারক মো: আব্দুর রহমান সরদার তাঁকে সহ দুজনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যজন হলেন- মুজিবনগরের আনন্দবাস গ্রামের মামুন অর রশিদ।

জিয়া উদ্দিন বিশ্বাসের আইনজীবী মিয়াজান আলী এ তথ্য নিশ্চিত করেন। জিয়া উদ্দিন বিশ্বাসের পক্ষে আরও আইনজীবীর দায়িত্ব পালন করেন খ ম হারন বিন ইমতিয়াজ জুয়েল, কামরুল হাসান। সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি সোমবার রাতে নৌকার সমর্থকরা আনন্দ মিছিলকে করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিনবিশ্বাসের বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক শ্লোগান দেয়। এসময় উভয় পক্ষের কর্মিদের সাথে সংঘর্ষ সৃষ্টি হলে এতে উভয় পক্ষের ২১ জন কর্মি সমর্থক আহত হয়। পরে মুজিবনগর থানা পুলিশ গিয়ে সেখানা ফাকা ৮ রাউন্ড গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদি হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত ১০ জানুয়ারি মুজিবনগরের আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জিয়া উদ্দিন বিশ্বাস। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।




গাংনীতে আগুন পোহাতে গিয়ে দিনমুজুর অগ্নিদগ্ধ

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে শাহাদুল ইসলাম(৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সাহাদুল ইসলাম উপজেলার কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, তীব্র শীতের শরীরে তাপ নেওয়ার জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে সাহাদুল। এসময়ে শরীরে থাকা পোশাকে অসাধানবশত আগুন লেগে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, সাহাদুল ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।




ডিসেম্বর মাসসেরা প্যাট কামিন্স

ডিসেম্বর মাসসেরা দৌড়ে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম এবং নিউজিল্যান্ড দলের অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। সেই সঙ্গে ক্যারিয়ারে প্রথম বারের মতো মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন এই অজি অধিনায়ক।

গেল মাসে প্যাট কামিন্সের নেতৃত্বে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে বল হাতে উজ্জ্বল ছিল এই অজি অধিনায়ক। সফরকারী পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ১৩ উইকেট শিকার করেন তিনি। প্রথম ম্যাচে ৩ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে শিকার করেন ১০ উইকেট। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

এছাড়াও সেই সিরিজের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অজি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ডিসেম্বর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ার এই অধিনায়ক বলেন, ‘সব সংস্করণে এ বছরটা আমাদের দারুণ কেটেছে। পাকিস্তানের মতো বড় দলের সঙ্গে সিরিজ জিতে শেষটাও ভালো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই গ্রীষ্মের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের ভালো কিছু করার জন্য অপেক্ষায় আছি।’

সূত্র: ইত্তেফাক




তাপমাত্রা ৯.৮ ডিগ্রী, তবুও খোলা মেহেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান

মেহেরপুরে গত এক সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত প্রবাহ। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার দুপুর পৌনে তিনটা পর্যন্ত সূর্যের দেখাও মেলেনি। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা গেছে সকাল ৬ টা ও ৯ টার সময় মেহেরপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বিচারে এটা মৃদু শৈত্যপ্রবাহ।

শৈতপ্রবাহ ও তাপমাত্রার ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের। তবে এ নির্দেশনা মানা হয়নি মেহেরপুর জেলায়। প্রজ্ঞাপনে অস্পষ্টতা, জেলাতে অবহাওয়া অফিস না থাকা এবং মোবাইল এপ্সের উপর নির্ভরতা এর প্রধান কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৬ জানুয়ারী মঙ্গলবার বলেছিল, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। আবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে বলে নির্দেশনা দেওয়া হয়। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও বন্ধ হয়নি মেহেরপুরের কোন শিক্ষা প্রতিষ্ঠান।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। এমনকি চলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও। মেহেরপুরে আবহাওয়া অফিস না থাকাতে মোবাইল অ্যাপসে প্রদর্শিত তাপমাত্রার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় এই অবস্থা ঘটেছে বলে জানা গেছে।

মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এণ্ড কলেজে প্রাথমিক ও মাধ্যমিক মিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। সকাল ৭ টা থেকে শিফট ভিত্তিতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শ্রেণী পাঠদান চালানো হয়। শিক্ষার্থীদের কষ্ট বুঝতে পেরেও জেলা শিক্ষা অফিস থেকে কোন নির্দেশনা না দেওয়ায় তারা প্রতিষ্ঠান বন্ধ করতে পারছে না। একই অবস্থা জেলার অন্যান্য বিদ্যালয়গুলোরও।

ওই প্রতিষ্ঠানের উপাধাক্ষ সামসুর রহমান টুটুল জানান, অতিরিক্ত শীতে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। তবুও জেলা শিক্ষা অফিস থেকে কোন নির্দেশনা না দেওয়ায় ছুটি দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কথা বলার জন্য মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সাথে কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি কল ধরেননি।

মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন বলেন, ‘সকালে মোবাইল এপসে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস দেখানোতে বিষয়টি আমরা জেলা প্রশাসকের অবহিত করি। জেলা প্রশাসকের পরামর্শে বিদ্যালয় খোলা রাখা হয়। তবে কিছু জায়গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেক্ষেত্রে বেলা ও তাপমাত্রা বৃদ্ধি সাপেক্ষে দেরিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পরামর্শ দেওয়া হয়েছে।