জেনে রাখুন কি-বোর্ডের কিছু শর্টকাট

কম্পিউটারে কাজ করার সময় মাউসের ক্লিক বা ড্র্যাগ করার ঝামেলা অনেকাংশে কমানো সম্ভব, যদি কিছু শর্টকাট নিয়ম জানা থাকে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি কাজ করতেও আনন্দ পাওয়া যায়। আজ জেনে নেওয়া যাক এমন কিছু শর্টকাট সম্পর্কে—

উইন্ডোতে থাকা কোনো একটি ট্যাব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল করে কিংবা কোনোভাবে চাপ লেগে সেটা ক্লোজ হয়ে গেলে চিন্তা নেই, ক্লোজ করা ট্যাব ফিরে পেতে আপনাকে কন্ট্রোল (কিংবা ম্যাকের ক্ষেত্রে ‘কমান্ড’)+শিফট+টি (T) চাপতে হবে। তবে এক্ষেত্রে সর্বশেষ যে ট্যাবটি ক্লোজ করা হয়েছে সেটি ফিরে আসবে। আর পরপর এগুলো চাপতে থাকলে ক্লোজ হওয়া সব ট্যাব একে একে আসতে থাকবে।

এবার ধরে নিন, আপনি শুধু স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে চান। উইন্ডোজ কিংবা ম্যাকে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। ম্যাকের ক্ষেত্রে কমান্ড+শিফট+৪ চাপুন। তারপর যে জায়গাটির আপনি স্ক্রিনশট নিতে চান সেটা এখানে ড্র্যাগ করুন। হয়ে যাবে আপনার স্ক্রিনশট। আর উইন্ডোজের ক্ষেত্রে: এই কাজটি করার জন্য আপনাকে স্টার্ট অপশনে যাওয়ার পর স্নিপিং টুলে (Snipping Tool) প্রবেশ করতে হবে।

ভাবুন তো, মাত্র এক চাপেই আপনি ব্রাউজারে একটি নতুন লিংক খুলতে চান। কী করবেন? একেবারেই সহজ উপায়ে আপনি এটা করতে পারেন। যে লিংকটি খুলতে চান তার ওপরে কার্সর রেখে মাউসের মাঝখানের বাটনটি চাপুন। দেখবেন নতুন একটি ট্যাবে লিংকটি চালু হয়েছে। আবার চালু হওয়া লিংকটির যেকোনো জায়গায় কার্সর রেখে মাউসের মাঝখানের বাটন চাপলেই সেটা ক্লোজ হয়ে যাবে।

যারা কম্পিউটার ব্যবহার করেন তারা বিভিন্ন সময় ইউটিউব ব্যবহার করে থাকেন। আমরা জানি ইউটিউবে ভিডিও দেখার সময় স্পেস বাটন চাপ দিলে সেটা থেমে যায় বা পজ হয়। তবে সেই ভিডিওতে যদি আগে ক্লিক করা না হয়ে থাকে তাহলে স্পেস বাটন চাপ দিলে ভিডিও থেমে যাওয়ার পরিবর্তে পেজটি নিচে নেমে যায়। এক্ষেত্রে আপনি যদি ক বাটনে চাপ দেন তাহলে তা ইউটিউবের ভিডিও পজ এবং প্লে করতে কাজ করবে। স্পেস বাটনের কোনো প্রয়োজন হবে না সেখানে। এ ছাড়াও ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে J চাপ দিলে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড হবে এবং L চাপ দিলে ১০ সেকেন্ড ফরওয়ার্ড হবে।

আপনার উইন্ডোকে স্ক্রিনের যেকোনো জায়গায় নিয়ে যেতে চাইলে কি-বোর্ডের উইন্ডোজ বাটনে চাপ দিয়ে ধরে ডান, বাম, ওপর, নিচ যেকোনো একটি তীর চিহ্নে চাপ দিলেই উইন্ডো নির্দিষ্ট জায়গায় চলে যাবে।




গাংনীর কাথুলী ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাংনীর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়াতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন)  সকাল ৯ থেকে গাড়াবাড়ীয়া কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

এসময় উপস্থিত ছিলেন মাইলমারী সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমান,সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিউদ্দিন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান, আক্তারুজ্জামান লাভলু,জয়নাল আবেদীন,সহ আরো অনেকে।

ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় প্রথম স্থান করেছেন মাইলমারী সরকারী প্রথমিক বিদ্যালয়। বালিকা রানার আপ কাথুলী সরকারী প্রথমিক বিদ্যালয়, রানার আপ বালক কুতুবপুর সরকারী প্রথমিক বিদ্যালয়।




গাংনীতে পিএসকেএসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা

গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি( পিএসকেএস) এর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তেঁতুলবাড়িয়া ইউনিয়নে পলাশীপাড়া শাখা কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়।

উক্ত, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সিবিও কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান,স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুল ইসলাম। সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।




চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

“করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরুপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদমাম আশরাফ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী কে.এম সালমান কবীর।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবসের উপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যককে একটি করে ফলোজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ, অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।




দামুড়হুদার ডুগডুগী গ্রামে গৃহবধূর মৃত্যুঃ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর

দামুড়হুদা ডুগডুগী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূর ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে । দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

গতকাল বুধবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত জেসমিনা খাতুন আলমডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাগাদি গ্রামের শাহিন আলী বিশ্বাস এর মেয়ে।

পারিবারিক সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাগাদি গ্রামের শাহিনের মেয়ে জেসমিনের সাথে ডুগডুগি গ্রামের আব্দুল আজিজের ছেলে মিঠুনের সাথে পাঁচ বছর পৃর্বে বিবাহ হয়। পরে জেসমিনের কোল জুড়ে আসে এক ছেলে সন্তান তার বয়স প্রায় ৪ বছর।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে ডায়রিয়া জনিত কারনে জেসমিনা অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তার স্বামী মিঠুন কে সংবাদ দেয়। মিঠুন তখন মাঠে কৃষি কাজ করছিলো। সে মাঠ থেকে এসে দ্রুত তার স্ত্রী কে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মেয়ের বাবা শাহিন বলেন,আমার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ছিল।সে অসুস্থ হলে আমার জামায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। কারো প্রতি আমার কোন অভিযোগ নাই।আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, লাশের ময়না তদন্ত হবে। মেয়ের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ করেনি। এবিষয়ে একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




চুয়াডাঙ্গায় গার্ল গাইডস্ রেঞ্জার ইউনিট খোলা প্রসঙ্গে শীর্ষক আলোচনা সভা

গার্ল গাইডস্ করবো স্মার্ট বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অধীনে রেঞ্জার ইউনিট খোলা প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন চুয়াডাঙ্গা রেবেকা সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।

আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে গার্ল গাইডস্ এর কার্যক্রম সম্প্রসারণ এবং জেলা পর্যায়ের সকল কলেজগুলোতে রেঞ্জার ইউনিট খোলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সচিব রউফুনাহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, রিসোর্স পার্সোনাল হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও সাবেক আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চল মিসেস মৌসুফা বেগম, আলোচনা সভায় সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান সহ চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার ও দামুড়হুদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ফাহমিদা রহমান সহ জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।




দামুড়হুদায় ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স

স্মার্ট ভুমি সপ্তাহ, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ই জুন হইতে ১২ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালনের লক্ষ্যে প্রেসকনফারেন্স করা হয়।

আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এ প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রেসকনফারেন্সে লিখিত বক্তব্যে বলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজকর্মী সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীগণের সেবা গ্রহিতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা করা হবে।

আগামী ০৮-ই জুন হতে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গানে বিশেষ ভূমিসেবা বুথ স্থাপন করে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হবে।ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়াত ও দলিল হস্তান্তর করা হবে।দেনা গ্রহিতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান।

সার্বজনীন পেনশন স্কিম বুথ স্থাপনের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন। ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতার উপর সার্টিফিকেট প্রদান।ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা/ইউনিয়ন ভিত্তিক স্কুল/কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,দামুড়হুদা মডেল থানার এস আই সরোয়ার হোসেন, ভুমি অফিসের নাজির মহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদসহ দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগরে ইউনিব্লক রাস্তার উদ্বোধন 

জীবননগরে ইউনিব্লক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রাম থেকে সুটিয়া মাঠের ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,চুয়াডাঙ্গা এলজিইডির নিবাহী প্রৌকশলী মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর পৌর সভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, জীবননগর উপজেলা প্রৌকশলী মোঃ মাহবুবউল হক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ রজব আলী মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগানকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মুজিবনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর সহযোগিতায়, মুজিবনগর উপজেলা চত্বর থেকে মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্তরে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজীব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান, উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুড।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এনজিও কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে।