চুয়াডাঙ্গায় শীতর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গায় শীতর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয় ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুবি ইউনিয়ন, তিতুদহ ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়নের ৪শতাধীক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপনের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা তুজ জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যুরো বাংলাদেশ খুলনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খান, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন,দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি, মাই টিভির মিথুন মাহমুদ, হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হিজল গাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, ব্যুরো বাংলাদেশ চুয়াডাঙ্গা এলাকার ব্যবস্থাপক নুরুল ইসলাম, ঝিনাইদহ এলাকার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, মেহেরপুর এলাকার ব্যবস্থাপক আব্দুল্লাহ মিয়া, আলমডাঙ্গা এলাকার ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন প্রমুখ।




মেহেরপুর পৌর কবরস্থান থেকে বাঁধানো কবর গায়েব!

মেহেরপুর পৌর কবরস্থান থেকে গায়েব হয়ে গেছে ৮৮ বছরের পুরাতন একটি পাকা কবর। ঘটনাটিতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

কবরস্থান একটি সংরক্ষিত এলাকা। এখানে কবর দিতে গেলেও অনুমতির প্রয়োজন হয়। কবর পাকা করতে গেলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন পড়ে। এমন একটি সংরক্ষিত স্থান থেকে রাতারাতি কবর গায়েব হয়ে যাওয়াতে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি অনেকেই তাদের স্বজনদের বাঁধানো কবর নিয়েও শংকিত হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, রাতারাতি গায়েব হয়ে যাওয়া কবরটি সুলতান উদ্দিন খাঁ’র ছিলো। সূদৃশ্য বাধানো কবরটি মেহেরপুর পৌর গোরস্তানের প্রাচীনতম কয়েকটি বাঁধানো কবরের একটি। সুলতান উদ্দিন খাঁ বৃটিশ শাসনামলে কাচারির নাজির ছিলেন। তার ছেলে গোলাম মোস্তফা খাঁ মেহেরপুর মহকুমার এসডিও অফিসের নাজির ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

কবর জিয়ারত করতে আসা মোঃ নাজিম ইকবাল বলেন, আমি ছোটবেলা থেকেই সুলতান উদ্দিন খাঁ’র সদৃশ্য বাঁধাই করা কবরটি দেখে আসছি। পাশেই আমার বাবা ও দাদার কবর। আজ কবর জিয়ারত করতে এসে পাশের বাঁধানো কবরটি দেখতে না পেয়ে বিস্মিত হয়েছি। পরে জানতে পারলাম কেউ একজন কবরটি ভেঙে বাড়ি নিয়ে গেছে। আমার মতে যে এই কাজটি করেছে সে প্রকৃতই একজন নিকৃষ্ট ব্যক্তি।

মেহেরপুর পৌর গোরস্তানের কেয়ারটেকার মোঃ হারুন বলেন, কয়েকদিন আগে সুলতান উদ্দিন খাঁর দৌহিত্র কয়েকজন লোক সাথে করে এনে কবরটি ভেঙে ফেলে। পরবর্তীতে ধ্বংসাবশেষ ভ্যানে তুলে নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে বলে আত্মীয় স্বজনকে আমি সামলাবো। পরবর্তীতে আমি পৌর মেয়রের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছি।

স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও ইসলামী বক্তা মোঃ রুহুল আমিন বলেন, কবর বাঁধানো নিয়ে নানা ভিন্ন মত আছে। তবে যে কবরটি বাধানো আছে সেটি নিশ্চিহ্ন করা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে বলে আমার মনে হয় না। অপকর্মকরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এছাড়াও গোরস্থানের ভাব গাম্ভীর্য বজায় রাখার জন্যও যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি।

সুলতান উদ্দিন খাঁ’র দৌহিত্র অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন বলেন, কাজটি যে করেছে, খুবই অন্যায় করেছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।

মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্জুরুল কবির রিপন বলেন, আমি কেয়ারটেকারের সাথে কথা বলে জানতে পেরেছি দিনের বেলাতেই কবরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। কে ভেঙেছে সে বিষয়টিও জানতে পেরেছি। আরও বিস্তারিত জেনে আগামীকাল আপনার সাথে কথা বলবো।

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল আশরাফ রাজিব বলেন, ‘ঘটনাটির সম্পূর্ণ দ্বায় সমগ্র পৌর পরিষদের উপরেই এসে পড়ে। আমরা সংরক্ষিত স্থানটির নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছি। যেখানে কবর দিতেই অনুমতির প্রয়োজন হয়, সেখান বিনা অনুমতিতে পাঁকা কবর ভেঙে নিয়ে যাওয়া এবং স্থানটিকে নিশ্চিহ্ন করার ঘটনাটি পৌর গোরস্থানের নিরাপত্তার ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি অবশ্যই একটি অপরাধ।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই চলবে ৫০ বছর

পারমাণবিক শক্তির ব্যাটারি বানিয়েছে চীনা কোম্পানি বেটাভোল্ট। কোম্পানিটি দাবি করছে, এই ব্যাটারির আয়ুষ্কাল হবে ৫০ বছর। বেটাভোল্টের বিভি ১০০ নামে এই পারমাণবিক ব্যাটারি শিগগিরই বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এতে ব্যবহার করা হয়েছে, নিকেল-৬৩ আইসোটোপ এবং হিরার সেমিকন্ডাক্টর উপাদান।

বেটাভোল্ট বলছে, এই পারমাণবিক ব্যাটারি মহাকাশ, এআই ডিভাইস, চিকিত্সা, এমইএমএস সিস্টেম, এআই সেন্সর, ছোট ড্রোন এবং রোবটে ব্যবহারের উপযোগী করে তারা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই ব্যাটারি চালিত স্মার্টফোন।

এ ধরনের স্মার্টফোনে কখনো চার্জ দিতে হবে না। একটি ইলেক্ট্রনিকস পণ্য কেনার পর ৫০ বছরের জন্য চার্জ নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে এটি নিঃসন্দেহে অভাবনীয় একটি ঘটনা। অবশ্য বিভি ১০০ উত্পাদন এখন পাইলট পর্যায়ে রয়েছে। এছাড়া এ ব্যাটারি খুব বেশি চার্জ সরবরাহ করতে পারছে না।

১৫x১৫x৫ মিলিমিটার আকারের ৩ ভোল্টের এ ব্যাটারি মাত্র ১০০ মাইক্রোওয়াট বিদ্যুত্ সরবরাহ করে। ডিভাইসের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে একাধিক বিভি ১০০ ব্যাটারি সিরিজ বা সমান্তরালে একসঙ্গে ব্যবহার করা যেতে পারে।

বেটাভোল্ট জানিয়েছে, ২০২৫ সালে তারা ১ ওয়াট সংস্করণের পারমাণবিক ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা করেছে।

নতুন বিভি ১০০ ব্যাটারি দু’টির অনন্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে বেটাভোল্ট। প্রথমত, ৫০ বছর পর্যন্ত কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই নিরাপদে ব্যবহার করা যাবে ক্ষুদ্রাকৃতির এই পারমাণবিক ব্যাটারি। দ্বিতীয়ত, বিশ্বে এটিই প্রথম বড় আকারের হীরার সেমিকন্ডাক্টর উপকরণ ব্যবহার করা হয়েছে। কোম্পানিটি এখন তাদের চতুর্থ প্রজন্মের হীরার সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করছে।

বিভি ১০০ ব্যাটারির উন্নয়ন এবং উত্পাদন পরিকল্পনা সম্পর্কে বেটাভোল্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্র এবং তত্কালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) যে পারমাণবিক ব্যাটারি বানিয়েছিল বিভি ১০০-এর সেলগুলো তা থেকে বেশ আলাদা।

আগের পারমাণবিক ব্যাটারিগুলো আকারে বড়, বিপজ্জনক, গরম হয়ে ওঠে এবং ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, কিছু আগের প্রযুক্তির পারমাণবিক ব্যাটারিতে প্লুটোনিয়ামকে তেজস্ক্রিয় শক্তির উত্স হিসেবে ব্যবহার করা হয়েছিল।

সেদিক থেকে বেটাভোল্টের বিভি ১০০ ব্যাটারি অনেক নিরাপদ। এতে শক্ত কিছু দিয়ে খোঁচা দিলে এমনকি গুলি করলেও বিকিরণ বেরিয়ে আসবে না। বেটাভোল্টের ব্যাটারিতে শক্তির উত্স হিসেবে ব্যবহার করা হয়েছে নিকেল-৬৩ আইসোটোপ। তেজস্ক্রিয় বিকিরণ করে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি তামায় রূপান্তরিত হয়ে স্থিতিশীল হয়। হীরার সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করায় এই ব্যাটারি মাইনাস ৬০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে সচল থাকে।

ইউরোপ-আমেরিকার প্রযুক্তির চেয়েও এই প্রযুক্তি আগানো বলে দাবি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

বিভি ১০০ ব্যাটারিতে দুটি হীরার সেমিকন্ডাক্টর কনভার্টারের মাঝে একটি ২ মাইক্রন পুরু নিকেল-৬৩ পাতলা শিট রাখা হয়। বেটাভোল্টের ‘অনন্য একক-ক্রিস্টাল ডায়মন্ড সেমিকন্ডাক্টর’ প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। এই সেমিকন্ডাক্টর মাত্র ১০ মাইক্রন পুরু।

তবে বিভি ১০০-এর পরবর্তী সংস্করণ ১ ওয়াট শক্তির হবে বলা হলেও বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে এটি শক্তিশালী ডিভাইসগুলোর জন্য যথেষ্ট নাও হতে পারে। এ কারণে বেটাভোল্ট বেশি বিদ্যুত্ খরচ করে এমন ডিভাইসের জন্য স্ট্রন্টিয়াম-৯০, প্রমিথিয়াম-১৪৭ এবং

ডিউটেরিয়ামের মতো আইসোটোপগুলো যাচাই করে দেখছে। এগুলোর উচ্চ শক্তিস্তর আছে তো বটেই, এগুলোর আয়ুষ্কাল হতে পারে ২৩০ বছর পর্যন্ত।




ঝিনাইদহ বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর গ্রাম থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু (৩৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সকালে উপজেলার একতারপুর গ্রামের এক নারী ওই গ্রামেরই রাজন বিশ্বাস রাজুর বিরুদ্ধে সকালে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে একতারপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে সেই মামলার আসামি রাজন কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ ও যশোরের বিভিন্ন থানায় নাশকতা, মাদক, ধর্ষণ চেষ্টাসহ বিভিন্ন ধরণের ছয়টি মামলা রয়েছে।




৭০ জনকে চাকরি দেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি ৯ ক্যাটাগরির পদে মোট ২৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: টিম ম্যানেজার/মনিটরিং ম্যানেজার

পদসংখ্যা: ১৮

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: এমআইএস ম্যানেজার

পদসংখ্যা: ১

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিংয়ে ডিপ্লোমা।

৩. পদের নাম: এসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: ১৭২

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

৪. পদের নাম: মনিটরিং অফিসার

পদসংখ্যা: ১১

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

৫. পদের নাম: লজিস্টিক অফিসার

পদসংখ্যা: ৬

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

৬. পদের নাম: এমআইএস অফিসার

পদসংখ্যা: ২

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: ব্যবহারিক বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

৭. পদের নাম: একাউন্টস অফিসার

পদসংখ্যা: ২

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: একাউন্টিং বা ফিন্যান্স বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

৮. পদের নাম: কর্মসূচি/অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি

পদসংখ্যা: ২৬

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে।

৯. পদের নাম: কার্যসহকারী/এমএলএসএ/ক্লিনার/গার্ড

পদসংখ্যা: ৩২

বেতন: স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: এসএসসি বা অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা: ১ ও ২ নম্বর পদের জন্য বয়স ৩০ থেকে ৪০ এবং অন্যান্য পদের জন্য ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: নেই

আবেদনের প্রক্রিয়া

এই ওয়েবসাইট থেকে আবেদনের নির্ধারিত ছক ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর এই ই–মেইলে Kendro.drh@gmail.com পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ জানুয়ারি.২০২৪




হরিণাকুণ্ডুতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে হরিনাকুন্ডু পৌরসভার আয়োজনে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সে সময় উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় পৌরসভার ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় পৌরসভার ১ নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড অংশ নেয়। মাদক ও মোবাইল গেমস থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে এমন ধরণের আয়োজন বলে জানান আয়োজকরা।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ চুয়াডাঙ্গার আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটার সময় চুয়াডাঙ্গা’র পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবার সভাপতিত্বে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা সহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম ডিএসবি,কোর্ট পুলিশ পরিদর্শক,টিআই (প্রশাসন) এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুর ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন

আমি দশ লক্ষ মানুষের দ্বারে দ্বারে তাদের হক পৌঁছে দিতে চাই আপনাদের সহযোগিতায়। যারা আমাকে ভোট দিয়ে এ আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের ৫২ তম শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন, ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সালাহ উদ্দিন মিয়াজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি,কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন,উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তি যোদ্ধা কমান্ডার( সাবেক) তাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন,সাব্দালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্ন, জোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী,কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল,সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান। উপস্থিত ছিলেন, ৩৪ টি স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা। পরে সংসদ সদস্য ফেস্টুন উড়িয়ে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর শুরু ৩৪ টি স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার।




চুয়াডাঙ্গায় আমের গাছে আসতে শুরু করেছে মুকুল; বাম্পার ফলনের আশা

চুয়াডাঙ্গায় চল‌তি মৌসুমে আমের আবাদ (বাগান) হয়েছে ২ হাজার ৩০৪ হেক্টর জ‌মিতে। বাগানগুলোতে এরইমধ্যে আমের মুকুল আসা শুরু করেছে। আবহা‌ওয়া অনুকূলে থাক‌লে জেলায় এবারের মৌসুমে ৩০ হাজার ৮১৩ মে‌ট্রিকটন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃ‌ষি বিভাগ।

কৃষক‌দের স‌চেতনতা আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারো আমের বাম্পার ফলন হবে বলে জানালেন কৃষিবিদরা। এতে করে চুয়াডাঙ্গার উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রফতানি করা সম্ভব হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গায় ২২০ হেক্টর, দামুড়হুদায় ৭৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় সব মিলিয়ে প্রায় ১০ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে হিমসাগর, আম্রপালী, ন্যাংড়া, বোম্বাই, ফজলি, মল্লিকাসহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এদের মধ্যে অর্ধেকই আম্রপালী।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অ‌ধিদফতরের উপ প‌রিচালক বিভাস চন্দ্র সাহা জানান, কৃ‌ষি বিভা‌গের তদার‌কি ও কৃষ‌কের প‌রিশ্র‌মে গত মৌসু‌মে চুয়াডাঙ্গায় আ‌মের বাম্পার ফলন হ‌য়ে‌ছে। চল‌তি মৌসু‌মেও বাম্পার ফলন হ‌বে ব‌লে আশা কর‌ছি। আ‌গের মৌসুমগু‌লো‌তে কৃষ‌কের সামান্যতম সচেতনতার অভাবে প্রতি বছর আম-চাষিরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হতো। অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব।

এ মুহূর্তে পরিচর্যা একটু বাড়াতে হবে। আমগাছের গোড়ায় মাঝে-মধ্যে সেচ দিতে হবে। এতে গাছের কাণ্ডগুলো যেমন শক্ত থাকবে, তেমনি ফুলগুলো তরতাজা থাকবে।




টালিউডে কর্মবিরতির ডাক, শুটিং বন্ধ!

হলিউডের ধর্মঘটের কিছুটা আঁচ লাগলো টালিউড ইন্ডাস্ট্রিতে। আজ মঙ্গলবার সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টালিগঞ্জে কর্মবিরতির ডাক দেয়। ফলে সকাল থেকেই একাধিক সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলছে, কলকাতার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে সংগঠনটির আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। ফলে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।

মূলত ইলেকট্রিশিয়ান গিল্ডের নির্বাচনের আগে কিছু অভিযোগ তুলে মঙ্গলবার ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দেন।

মঙ্গলবার সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, ‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’

তা হলে টালিগঞ্জে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ থাকবে? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না।