মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মেহেরপুর কলেজ মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবার ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

এছাড়াও এসময় সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মনসুর,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, মেহেরপুর জেলা প্রতিবন্ধী অফিসার তুলসী কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।




গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে। কি কারনে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গতরাতে গাংনী বাজারে ছিলো আলমগীর হোসেন। তারপর থেকে নিখোঁজ হয় সে। আজ সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে, কি কারনে এঘটনা কিছুই বলতে পারছিনা।




মেহেরপুরে প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশনের উদ্বোধন

মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ছয়টার দিকে মেহেরপুর হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়।

মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন অনুষ্ঠানে উদ্বোধনী করেন মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইদুরতুর নেশা নয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোছাঃ আলো আক্তার, বিউটিশিয়ান শিউলি খাতুন, বিউটিশিয়ান তাসলিমা খাতুন, বিউটিশিয়ান সোনিয়া, মোছাঃ মুন্নি খাতুন।

প্রোঃ রাজু ও মীম জানায় এখানে আইব্রো ফেসিয়াল, কালারিং, হেয়ার কাটিং, ওয়াকিং পার্লারের সমস্ত কাজ করা হয়। এছাড়া মেয়েদের লেহেঙ্গা শাড়ি, ওয়ান পিস, থ্রি পিস, কপাল ড্রেসসহ মেয়েদের যাবতীয় পোশাক পাওয়া যায়।




দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ মহল বলেন আমরা কৃষি প্রধান দেশের মানুষ, কৃষিই দেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রায় দুই থেকে আড়াই কোটি কৃষি পরিবারের দেশ আমাদের। কৃষি আমাদের প্রধান পেশা। কৃষকরা আমাদের অন্ন ও বস্ত্র যোগায়। কৃষক ও কৃষিকাজ চাষ আবাদের জন্য নিত্য প্রয়োজনীয় কৃষি উপকরণ যেমন সার, বীজ, বালাই নাশক এবং কৃষি আধুনিক ও যান্ত্রিক করণের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ভূর্তকী দিচ্ছে। সুতরাং কৃষকরা যেন আমাদের দ্বারা কোন ভাবে হয়রানি ও অবহেলার স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
সভায় প্রতিটি বিসিআইসি ও বিএডিসি সার ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ ও বালাইনাশক বিক্রয় করা যাবে না এবং কৃষি উপকরণ বিক্রি করার সময় কৃষকদের ক্যাশ মেমো প্রদান মর্মে কার্যকরণ গ্রীহিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সদস্য মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, উপজেলা বিসিআইসি সার ডিলার কমিটির সভাপতি জগবন্ধু বসু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএডিসি সার ডিলার কমিটির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুজার গিফারীসহ উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি সার ডিলার ও তাদের প্রতিনিধিবৃন্দ।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাউলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি স্থানীয় ছাত্রদল কার্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় প্রতীকসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সহ-সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন, আলিফ, কুরবান, আশরাফুল, আশিক, সজিবুল, হাবিব, রানা, অপু,  সাব্বির, মাহাতাব, আকাশ, রাব্বি, লিটন, সিজান, স্বপন, অন্তর, রাজু, নূরালি, সোহান, ওবায়দুল্লাহসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাসান তামিম ও সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক।

পরে বিকাল সাড়ে ৫টার সময় হাউলী ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।

 




মেহেরপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিক পালন

মেহেরপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ।

আজ বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মেহেরপুর বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে জাতীয় পার্টির কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কেতাব আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক রাখেশ শেখ রাজন, গাংনী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, গাংনী পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামারুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।




বছরের শুরু থেকেই টাকা জমাবেন কীভাবে

নতুন বছর শুরুতে নানা ধরনের পরিকল্পনা করা হয়। এর মধ্যে সঞ্চয়ের হিসেবটি অবশ্যই মাথায় রাখতে হয়। ভবিষ্যতে বা জরুরি প্রয়োজনের কথা ভেবে খরচের লাগাম টেনে কিছু টাকা সঞ্চয় করা সবারই উচিত। তবে বর্তমান বাজারে টাকা সঞ্চয় তো দূরের বিষয়, বরং খরচের টানাপোড়েনে হিমশিম খেতে হয় সাধারন মানুষকে।

সম্প্রতি খরচ কমিয়ে সঞ্চয়ের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। চলুন তাহলে বছরের শুরুতেই সঞ্চয়ের উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক-

খরচের খাত নির্ধারণ: অর্থ সঞ্চয়ের প্রথম ধাপ হচ্ছে ব্যয়ের অভ্যাস সম্পর্কে জানা। মাসজুড়ে টাকা খরচ করার খাতগুলা সম্পর্কে আগে ভালো করে পর্যালোচনা করুন। কোনো খাতে কত টাকা ব্যয় করবেন, সেটি নির্ধারণ করুন। এতে বাড়তি বা অতিরিক্ত অর্থ খরচ হওয়া কমবে।

বাজেট তৈরি করা: অতিরিক্ত খরচ কমাতে চাইলে সঠিক বাজেট তৈরি করা গুরুত্বপূর্ণ। এ জন্য মোট আয় থেকে মাসের শুরুতেই বাজেট তৈরি করতে হবে। সাধারণ বাজেটের ক্ষেত্রে প্রয়োজন এবং চাহিদার জন্য অর্থ বরাদ্দ রেখে প্রায় চাহিদার সম-পরিমাণ সঞ্চয়ের জন্য রাখার কথা বলা হয়। তবে শুরুতে কম সঞ্চয় দিয়েও সঞ্চয়ের অভ্যাস করা যায়।

অপ্রয়োজনীয় খরচ কমানো: দৈনন্দিন জীবনে জরুরি বা গুরুত্বপূর্ণ নয়, এমন পণ্য বা পরিষেবায় অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন। যা না হলেও আপনি দিব্যি ভালো চলতে পারেন, সেটি কেনার প্রয়োজন অনুভব করবেন না।

এতে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে অর্থ সংকট দেখা দেয়ার সম্ভাবনা থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, অপ্রয়োজনীয়ভাবে ব্যয়বহুল মোবাইল ফোন বা প্রায়ই বাইরে ডিনারে যাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিতে পারেন। এতে এই অর্থ থেকে যাবে আপনার।

স্বয়ংক্রিয় সেভিংস অ্যাকাউন্ট সেট করা: সঞ্চয়ের লক্ষ্য থাকলে তাহলে একটি স্বয়ংক্রিয় সেভিংস অ্যাকাউন্ট সেট করে নিন। এতে নিজেরই সুবিধা। অনেক সময় কাজের চাপের কারণে মাসের শুরুতে সঞ্চয়ের অর্থ সরিয়ে রাখতে বা জমা করতে ভুলে যাওয়া হয়। এ ক্ষেত্রে যদি স্বয়ংক্রিয় সেভিংস অ্যাকাউন্ট সেট করা থাকে, তাহলে এ নিয়ে ভাবতে হয় না।

অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা: অনলাইন বা অফলাইনে কোনো সাবস্ক্রিপশন থাকলে তা নিয়মিত চেক করার অভ্যাস করতে হবে। যেসব সাকস্ক্রিপশন গত কয়েক মাস ধরে ব্যবহার করা হয় না ও বর্তমানে প্রয়োজন হচ্ছে না, সেসব বাতিল করুন। এতে অনায়াসেই দেখতে পাবেন ভালো পরিমাণ অর্থ থেকে যাবে পকেটে। যা সঞ্চয়ে যোগ করতে পারবেন।

ঋণ পরিশোধ করা: আপনার যদি ঋণ নেয়া থাকে তাহলে যত দ্রুত সম্ভব তা পরিশোধ করুন। যদি ঋণ থাকে, এতে সঞ্চয়ের পরিবর্তে সুদ বা ঋণের জন্য বেশি অর্থ খরচ হবে আপনার। এ জন্য ঋণমুক্ত হওয়ার চেষ্টা করুন।

অপ্রত্যাশিত আয় সঞ্চয় করা: আপনার নিয়মিত আয় থেকে করা নির্দিষ্ট বাজেট মূলত আপনার চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করার জন্য যথেষ্ট হিসেবে রাখতে হবে। এরমধ্যে সঞ্চয় করতে পারা আপনার জন্য সুবিধাজনক কিংবা এগিয়ে থাকার সমান।

তবে, এর বাইরে যদি অপ্রত্যাশিত কোনো আয় বা অর্থ আসে, যেমন আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে উপহার, বাসা বা হোস্টেল থেকে অতিরিক্ত আয়, তা সঞ্চয়ের অ্যাকাউন্টে রেখে দিন। এতে আপনারই সঞ্চয়ের পরিমাণ মোটা হবে।

জেনেরিক ব্র্যান্ড নির্বাচন: মাঝে মধ্যে এমন কিছু পণ্য কেনা হয়, যা অনেক নামিদামি ব্র্যান্ডের। অথচ একই পণ্য প্রায় সমপরিমাণ মানের নন-ব্র্যান্ডের পাওয়া যায় পাশের মুদি দোকানে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব নন-ব্র্যান্ডের পণ্যগুলো ব্যবহার করে দেখতে পারেন। এতে অর্থ অনেকটা কম খরচ হবে।

দুপুরের খাবার বাসা থেকে নেয়া: অফিস-আদালতে বা কর্মস্থলে দুপুরের খাবার অনেকেই বাইরে গিয়ে খেয়ে থাকেন। এতে প্রতিদিনই ভালো অঙ্কের অর্থ খরচ হয়। যা চাইলেই আপনি বন্ধ করতে পারেন।

এ জন্য প্রতিদিন সকালে বাসা থেকে দুপুরের খাবার নিয়ে যেতে পারেন। এতে দুপুরের খাবারের টাকা পকেটে থেকে যাবে। এভাবে মাস শেষে ভালো পরিমাণ অর্থ আপনার অবিশষ্ট থাকবে। যা সঞ্চয়ের খাতায় যোগ করতে পারেন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিঠা উৎসব, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে সংস্থার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন জেলা মানবধিকার সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, এ্যাড. নাছির উদ্দিন, সাংবাদিক ফয়সাল আহমেদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সিডিপির কো-অডিনেটর পারভিন নাহার, ঝিনাইদহ ল্যাবলেটরি স্কুলের পরিচালক ইছাহাক আলী, সামাজিক সংগঠনের আহবায়ক গাউস গোরকী, হেব্বী গ্রুপের পরিচালক জিহান লেমন, সাংবাদিক লোটাস রহমান সোহাগ, বসির আহাম্মেদ, পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভের সভাপতি শাহিন আলম সায়েম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার প্রশিক্ষক সোহানা খাতুন, নারী উদ্যোক্তা রত্মা খাতুন ও উদ্যোক্তা আনোয়ার পারভেজ মাসুমসহ অন্যান্যরা।




ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব:) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কবির উদ্দিন, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামান ও সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটোসহ হরিণাকুন্ডু, মহেশপুর, কোটচাদপুর, কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলার জাতীয় পাটির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা, গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পাটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




দামুড়হুদায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। তারই উপলক্ষে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি স্থানীয় ছাত্রদল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় প্রতীকসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তৃতা দেন। তারা দলীয় ঐক্য বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। উচ্ছ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত এ র‍্যালি দলীয় কর্মসূচি সফল করতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ বুধবার সকাল ১০ টার সময় দামুড়হুদা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সভাপতি আফজালুল হক সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্টু মিয়া, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী,দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন,দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জনি, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হকসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডিকে সুলতান জসিম।