মুজিবনগরে যুব মহিলা দলের লিফলেট বিতরন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে মুজিবনগরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা যুব মহিলা দল।

শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে জেলা যুব মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়নের নেতৃত্বে সাধারণ পথচারীদের মাঝে এ লিফলেট বিতরন করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুব মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পলি আক্তার, সাংগঠনিক সম্পাদক ফাহিমা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক পারুলা খাতুন, স্বেচ্ছাসেবক সম্পাদক সোনিয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক রুপালী খাতুনসহ যবু মহিলা দল নেত্রী নাজমুন নাহার রীনা, ফিরোজা আক্তার পপি, রশিদা, বীনা, রোজিনা, আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




আমার বউ আমারই: অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিপাড়া। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মাঝে ছিল আলোচনা-সমালোচনা। সত্যি কি আলাদা থাকছেন এ দম্পতি? শেষ পর্যন্ত এ তারকা দম্পতির ১৭ বছরের বিয়ে ভাঙবে? এমন আলোচনায় উঠে এসেছে অভিষেক বচ্চনের পরকীয়া চর্চাও। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের গোড়াতেই মেয়ে-স্ত্রীর হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক বচ্চন। জানিয়েছেন একসঙ্গেই আছেন তারা।

অভিষেক বচ্চন ২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন। বলিউড শাহেনশাহর ছেলে হওয়ার সুবাদে বাবা অমিতাভ বচ্চন কিংবা কখনো স্ত্রীর সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এ অভিনেতাকে। সম্প্রতি সিএনবিসি-টিভি ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা থেকে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে মনের ঝাঁপি খুলেছেন বচ্চনপুত্র।

পরিবারের সাফল্য, কৃতিত্ব ও গৌরবের বোঝা ক্যারিয়ারের শুরু থেকে বয়ে বেড়াচ্ছেন অভিষেক বচ্চন। এগুলো কি তার ওপর প্রভাব ফেলে?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, এটা কখনই সহজ নয়; কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনে শুনে আমি এই নিয়ে ইমিউন (প্রতিরোধী) হয়ে উঠেছি। আপনি যদি আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তা হলে আমি ধরে নেব— আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। তিনি বলেন, আর আপনি যদি আমাকে সেরাদের সঙ্গে তুলনা করেন, তা হলে আমি বিশ্বাস করি যে, সম্ভবত আমি এই মহান নামগুলোর মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য। আমি এটাকে এভাবেই দেখি। আমার বাবা-মা আমার বাবা-মা, আমার পরিবার আমার পরিবার, আমার স্ত্রী আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা যা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।

৮২ বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত প্রাণ অমিতাভ বচ্চন। বাবার সাফল্য কিংবা ঐশ্বরিয়ার নাম-যশ কোনো দিন তার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়নি বলেও জানান অভিষেক। বাবার প্রশংসা করে অভিনেতা বলেন, আমরা এখানে মুম্বাইয়ের একটি দুর্দান্ত এসিরুমে বসে এই সাক্ষাৎকারটি করছি, একটি দুর্দান্ত কাপ কফি খাচ্ছি এবং ৮২ বছর বয়সি এক অভিনেতা সকাল ৭টা থেকে কেবিসির জন্য শুটিং করছেন। পা (অমিতাভ) আমার কাছে একটা জ্বলন্ত উদাহরণ। আমি সে রকমই হতে চাই। যখন আমি রাতে বিছানায় যাই, তখন আমি যা ভাবি যে, আমার মেয়েও যেন আমার সম্পর্কে এটা বলতে সক্ষম হোক— ‘আরে, আমার বাবার বয়স ৮২ এবং তিনি এখনো কাজ করছেন’।

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এ ছাড়া রেমো ডি’সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেক বচ্চনের।

সূত্র: যুগান্তর




কোটচাঁদপুরে জমি নিয়ে সহিংসতার শিকার শিম ক্ষেত

জমি নিয়ে বিবাদে প্রতিপক্ষরা কেটে সাবাড় করেছেন কৃষকের এক বিঘা ধরন্ত শিমের ক্ষেত। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর মকছেদ মোড় সংলগ্ন মাঠে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় গতকাল শুক্রবার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক গোলাম হোসেন বলেন,দীর্ঘ ৪০ বছর ধরে আমি জমিটি ভোগ দখল করে আসছি। এর পরিবর্তে তারাও একটা জমি দখল করে খাচ্ছেন। এখন এই জমির দাম বেড়ে যাওয়ায়, তারা দখল নিতে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তারা আমাকে আমার শীমের ক্ষেত থেকে জোর পূর্বক ধরে নিয়ে মকছেদ মোড়ে যায়।

এরপর আমাকে লোহার বড় ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে জখম করেন। পরে আমি স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে হাসপাতালে যায়। তিনি বলেন,প্রতিপক্ষরা আমাকে পিটিয়ে শান্ত থাকেননি। তারা ওই জমি দখল নিতে জমিতে থাকা শীম গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। আগুন ধরিয়ে দিয়েছেন শীমের মাচায় থাকা বাশ, দড়ি, লতায়। এরপর শুক্রবার রাতের অন্ধকারে ট্র্যাক্টর দিয়ে চাষ করেছেন ওই জমি। বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ওই কৃষক।

অন্যদিকে নজরুল ইসলাম ও তাজুল ইসলাম জমি ট্র্যাক্টর দিয়ে চাষ করে দেবার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন মারপিট করা ও শীম গাছ কেটে দেয়ার বিষয়টি। তারা বলেন, শীম গাছ তারাই কেটে দিয়েছেন। আর পাশের গরু ছাগলে কিছু নস্ট করেছেন। আর আমরা তাদেরকে মারধর করিনি, বরং তারাই আমাদের মারপিট করেছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহ উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু করার নাই। তবে যে মারামারির ঘটনায় আইনগত যা হয় সেটা করা হবে। আজ বিকেলে ঘটনাটি নিয়ে বসার কথা আছে। দেখা যাক কি দিয়ে কি করা যায়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে যা পাওয়া গেল সেটা হচ্ছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের নিজেদের ঝামেলা দীর্ঘদিনের। ঘটনাটি নিয়ে বেশ কয়েক বার বিচার সালিশও হয়েছে।




শীতে কন্ডিশনার লাগিয়েও রুক্ষ-শুষ্ক চুল, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

শীতের এই সময়ে তাপমাত্রা উঠা নামা করছে। টানা কয়েক মাস গরমের পর শীতকাল মন্দ লাগে না বটে! তবে শীত এলেই হানা দেয় ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে ওঠার সমস্যা। ত্বকের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খসখসে হয়ে যায় চুল। শ্যাম্পু করেও লাভ হয় না।

এমনকী কন্ডিশনার ব্যবহারের পরও নিস্তার নেই।
বাজারে পাওয়া বেশিরভাগ কন্ডিশনারেই থাকে নানা রকম রাসায়নিক, যা সাময়িকভাবে চুলকে রক্ষা করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। সেক্ষেত্রে ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন কন্ডিশনার। আর তাতেই চুল হয়ে উঠবে ঝলমলে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন-

দই ও মধু

একটি পাত্রে দই ও মধু সমান পরিমাণে নিন। ভালো করে মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিলেই হবে। এই ঘরোয়া কন্ডিশনার আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

গ্রিন টি

ওজন কমাতে যেমন গ্রিন টি কার্যকরী, তেমনই চুলের জেল্লা ফেরাতেও এর জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর আগে থেকে বানিয়ে ছেঁকে ঠাণ্ডা করে রাখুন গ্রিন টি। আর সেটি দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। খানিকক্ষণ মাথায় ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

বাড়িতে অ্যালোভেরা গাছ বা হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়েও দারুণ কন্ডিশনার বানানো যায়।

অ্যালোভেরা জেল শ্যাম্পু করার পর ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে দিন। তারপর ধুয়ে নিলেই ফল দেখতে পাবেন। অ্যালোভেরা জেল চুলকে নরম রাখতে সাহায্য করে।
আপেল সাইডার ভিনিগার

পানির সঙ্গে আপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে বিশেষত স্ক্যাল্পে ঢেলে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। কয়েকবার ব্যবহারের পরই তফাৎ বুঝতে পারবেন।

নারকেল তেল ও মধু

২ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এটি ভেজা চুলে গোড়া থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগান। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

সূত্র: কালের কন্ঠ




সৌদি লিগে খেলার ‘অযোগ্য’ নেইমার

নেইমারের কথা উঠছে আর ইনজুরি ইস্যু থাকবে না, তা যেন হয়ই না! পিএসজি ছাড়ার আগ থেকেই ব্রাজিল তারকার চোট। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসলেও ইনজুরি তাকে ছাড়েনি। সৌদি প্রো লিগে এখন অবধি আল হিলালের হয়ে কত মিনিট খেলেছেন, তাও আঙুলের কড়ে গোনা যাবে। খেলতেই যেখানে পারছেন না, সেখানে ফর্মের প্রশ্ন আসে কী করে!

ব্রাজিলের তারকাকে নিয়ে তাই রাজ্যের কথা। নিজের ভবিষৎ নিয়েও শঙ্কায় পড়ে গেছেন নেইমার। ২০২৩ সালে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে এসেও বেঞ্চ গরম করেছেন। তাইতো কোনো রাগঢাক না রেখে আল হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, সে সৌদি লিগে খেলার অযোগ্য।

সৌদিতে চোট নিয়েই আসেন নেইমার। এরপর চোটের মাত্রা দুদিন ভালো থাকলে তিনদিন পর আবার বেড়েছে। লম্বা পুনর্বাসন শেষে গত বছরের নভেম্বরে ফের চোট পান। ওই বছর খেলতে পেরেছেন মোটে দুই ম্যাচ। তাও মোটে ৪২ মিনিট। এমন অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে।

নেইমারের ভবিষৎ নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ। ডেইলি মেইলকে জর্জ বলেছেন, ‘আমি নেইমারের ভবিষ্যৎ নিয়ে কিছু জানি না। সৌদি প্রো লিগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লিগ। সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই ওর।’

নিজের কথার ব্যাখাও দিয়েছেন কোচ, ‘নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছে। যখন আমি দল গঠন করছিলাম তখন তাকে ও আলেকসান্ডার মিত্রোভিচকে গুরুত্ব দিয়ে করেছিলাম। কিন্তু নেইমার তখনই পড়লেন ইনজুরিতে। সে গত ১৪-১৫ মাস মাঠের বাইরে। এখন সে নিজেকে কঠিন পরিস্থিতে ফেলেছে। নেইমারের চুক্তি এখনও আছে, কিন্তু তাকে ধরে রাখা হয়নি। এই দলবদল চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। আমি এমন কিছু এখন বলতে চাই না, যা আমি জানি না।’

কোচের কথায় পরিস্কার, নেইমার এরপর আর আল হিলালে নেই। শোনা যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য হতে পারে আমেরিকার শিকাগো ফায়ার। তবে সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। দেখা যাক ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা নেইমার কি আমেরিকায় ফেরেন নাকি ব্রাজিলে!

সূত্র: যুগান্তর




মেহেরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে জেলা সাবেক ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাফিজুর রহমানের (হাফি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও আব্দুল আউয়াল।

অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক যুগ্ন আহবায়ক মেহেরপুর জেলা ছাত্রদলের মুস্তাফিজুর রহমান (খোকন), সাবেক ভিপি মেহেরপুর সরকারি কলেজ ও সদস্য সচিব কাজী আজিজুল ইসলাম (টোকন)।

হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় সভায় এছাড়াও জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, আবদাল হক, মুস্তাকিন, শহীদুল্লাহ, ফাহমিদা, আমির ফয়সাল মিলন, কবির হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

মেহেরপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের অষ্টম দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং বিএনপি’র কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে সম্মেলন অনুষ্ঠানটি পন্ড হয়। আজ শুক্রবার সকাল ১১ টার সময় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদীচীর মেহেরপুর জেলা শাখার সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন।

 

অপরদিকে সকাল থেকেই জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দিপুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৪/১৫ জন নেতাকর্মী সম্মেলন স্থলে উপস্থিত হন। তারা যেকোন মূল্যে উদীচীর সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় মেহেরপুর সদর থানার ওসি নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়।

যুবদল নেতা মশিউল আলম দিপু কে বলেন, ‘উদীচী সংগঠনটি ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে। এজন্য শিল্পকলা একাডেমিতে উদীচীর অনুষ্ঠানটি আমরা প্রতিহত করেছি। ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদীচী কোন অনুষ্ঠান করতে গেলে সেটাও আমরা যেকোন মূল্যে প্রতিহত করবো।’ জাসাস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব বাঁকা বিল্লাহ বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের উপর ভর করে চলেছে। উদীচী এমনই একটি সংগঠন।

 

সব সময় আওয়ামী পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই, সেটা আমরা মেনে নেব না।’ উদীচী শিল্পি গোষ্ঠীর মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব এডভোকেট মিজানুর রহমান বলেন, ‘এখানে যারা নেতা সেজে অনুষ্ঠান বন্ধ করছেন, ৫ আগস্ট এর আগে তাদের চেহারাও দেখা যেত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উদীচী তাদের পাশে থেকেছে। গণঅভ্যুত্থানে উদীচী সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মূল ঘটনা হলো বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই আমাদের অনুষ্ঠান পন্ড করার অপচেষ্টা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ মেহেরপুর জেলা প্রশাসকের কাছে শিল্পকলা একাডেমির হলরুম বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পদ থাকাতে সে সময় তিনি অনুমতি পাননি। সেই ক্ষোভ তিনি আমাদের অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে মিটিয়েছেন।’

 

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে গেছিলাম। উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা ছিলো। এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদরচীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’




মেহেরপুরে সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের কর্মীসভা

মেহেরপুরে সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের অনুষ্ঠানে আয়োজনে কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের কুলবাড়ীয়া মাধ্যমিক

বিদ্যালয় মাঠে কর্মীসভা আয়োজন করা হয়েছে কর্মী সভা অনুষ্ঠানে মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি এর সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠানে জাহিদ হাসান স্বপনের সভাপিিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, এই সময়

 

আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সদস্য মোঃ রাকিবুল ইসলাম সজল জেলা যুবদলের সদস্য মোঃ রেমিম, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসাবুল, পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, জেলা জিয়া সাইবার ফোর্স যুগ্ন আহবায়ক নাজমুল হাসান সোহাগ,এ সময় আরো উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, রাকিব, মোমিন, রহিদুল, শিমুল, মাহফুজ, সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




গাংনীতে তারুণ্যের উৎসব ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুরো টূর্ণামেন্ট জুড়েই ছিল দর্শকদের উচ্ছাস আর টান টান উত্তেজনা। দর্শকদের মূর্হমূর্হ করতালিতে দর্শক গ্যালারী ছিল উচ্ছাসিত। শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে ৩-২ সেটে গাংনী পৌর ভলিবল দলকে পরাজিত করে বিজয় লাভ করেছে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ভলিবল দল।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্য নিয়ে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আজ শুক্রবার বিকেল ৩ টার সময় টুর্নামেন্টের ৪র্থ দিনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাংনী পৌর ভলিবল দলকে ৩-২ সেটে পরাজিত করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভলিবল দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন দল (বিজয়ী দলে) র শুভ। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা বিআরডিবি কর্র্মকর্তা মুস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, কাজীপুর ইউপি চেয়ারম্যার মুহঃ আলম হুসাইন, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন করমদি ডিগ্রি কলেজের শিক্ষক এ এস এম সায়েম পল্টু ও গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতর আলী। ধারাভাষ্যে ছিলেন ক্রিড়া সংগঠক সুলেরী আলভী। ৫ টি দল নিয়ে লীগ টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী খেলায় গাংনী পৌর ভলিবল দল ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পক্ষান্তরে উপজেলার তেঁতুলবাড়ীয়া ভলিবল দল ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ লাভ করে।

 

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের টিম ম্যানেজমেন্টের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।




দারিয়াপুরে বাঙালি ঐতিহ্য শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত

মুজিবনগরে দারিয়াপুরে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালির ঐতিহ্য পিঠা উৎসব ২০২৫। ইভুলেশন অব দারিয়াপুরের আয়োজনে, আজ শুক্রবার দিনব্যাপী দারিয়াপুর ভৈরব নদীর তীরে খেলার মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন।

 

ইভুলেশন অব দারিয়াপুরের সংগঠনের সদস্য ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, দারিয়াপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম।

 

আয়োজকদের মধ্যে ছিলেন, ইভুলেশন অব দারিয়াপুর সংগঠনের সদস্য ফয়সাল আহম্মেদ তামিম, আব্দুল জাব্বার, সালাউদ্দিন লিজন, তানভির হোসেন, সাজেদুল হক জীবন। পিঠা উৎসব সম্পর্কে আয়োজকরা বলেন প্রতিবছরই ইভুলেশন অব দারিয়াপুরের আয়োজনে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে বাঙালির এই পিঠার সাথে পরিচয় করিয়া দেওয়ার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবে বিভিন্ন গ্রামের যুবক যুবতী ও মায়েরা বাঙালির ঐতিহ্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে এই উৎসবে নিয়ে এসেছেন।

পিঠা উৎসবে মোট ২০টি স্টল দেয়া হয়। বাহারীসব পিঠার পসরা সাজিয়ে বসেছিল পিঠার কারিগররা। উদ্বোধন শেষে স্টল গুলো ঘুরে দেখেন অতিথিরা।