স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসোসিয়েট/অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এ ছাড়া টেক্সটাইল এবং গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: মাগুরা, শেরপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে  এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৪
সূত্র: কালবেলা




মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদে ওয়াচ গ্রুপের পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে বাৎসরিক কাজের অগ্রিগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা বিষয়ক পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ আমদহ ইউনিয়নের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আব্দুর রহিম ও আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রধান আলোচক আসাদুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি মউক ও গণসাক্ষরতা অভিযান মূলত মহান উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এসডিজি ৪- শিক্ষানীতি বাস্তবায়নে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও মান উন্নয়নের করণীয় বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বলেন বিদ্যালযের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত সহ শরীর চর্চা ও কিছু নীতি বাক্য জানা আবশ্যক শুধু তাই নয় পাঠ্য বইয়ের বাইরে ও শিক্ষা সহায়ক, শিক্ষাউপকরণ সামগ্রী ও আনন্দ বান্ধব পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাদান পরিকল্পনা করার অনুরোধ করেন। বিশেষ করে ৩য় হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যেক বিষয়ের ২/৪ টি বাক্য নিজের মত করে লিখতে পারবে এমন ভাবে পাঠদানের পরিকল্পনা করে তা বাস্তবে রুপ নেওয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে। পরিশেষে প্রতি বছর ৫%হারে ঐ দক্ষতার সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং বিদ্যালয়ের সঙ্গে জড়িত যারা আছি বা আছেন সকলের এ ব্যপারে সহায়তা করতে হবে। বিদ্যালয়ের পরিবেশ সাজসজ্জা ও শ্রেণী কক্ষগুলো শিশুদের আনন্দের সহায় হবে। তবে শিশুরা স্বানন্দে বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে।

ইউুপ সদস্য রেজাউল করিম বলেন এটা এক দিন সম্ভব নয় তবে ধাপে ধাপে পরিকল্পনা করে তা বাস্তবে রুপ দিতে হবে। তবে এক্ষেত্রে শিক্ষকের বড় ভূমিকা থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন ওয়াচ গ্রুপের সহ সভাপতি মীর ফারুক হোসেন। এছাড়া অনুষ্ঠানে আমদহ ইউনিয়নের সূশীল সমাজের নাগরিক, ওয়াচ গ্রুপের সদস্য সহ আমদহ এবং আমঝুপি ইউনিয়নের জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।




সাদা পোশাকে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জ্যোতি

প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। সেখানে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে একমাত্র সেঞ্চুরিয়ান এখন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি।

২০ টি চার, ২ ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার জ্যোতি। তার সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে ব্যাট হাতে ভালো জবাব দেয় মধ্যাঞ্চল। দুই ওপেনারের ভালো শুরুর পর জ্যোতি সেঞ্চুরিতে রাঙানো ইনিংস খেললেন। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের আমদহ ইউনিয়নে শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন,সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা,ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ সোমবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রধান প্রধান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরাসনে স্থানীয় ভাবে তথ্য সংগ্রহ এবং করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ আমদহ ইউয়িনের সহ-সভাপতি মীর ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মো: ইসমাইল হোসেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব সদস্য ইয়াসমীন। এরপর পরিচয় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন ইয়ুথ সদস্য ওয়াহিদ ইসলাম, ওয়াচ সদস্য সিরাজুল হক সহ আরো অনেকেই।

এছাড়া অনুষ্ঠানে আমদহ ইউনিয়নের যুব সদস্য ,সূশীল সমাজের নাগরিক, ওয়াচ গ্রুপের সদস্য সহ আমদহ ইউনিয়নের জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।




আজ মিরপুর মাতাবেন রাহাত ফতেহ আলী খান

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। এই অনুষ্ঠানে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল।

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভোয়েড রাফাও গান গাইবেন সেখানে। এছাড়াও বাংলাদেশি শিল্পীদের মধ্যে আসিফ আকবর, মুজা, জেফার রহমান, সঞ্জয় এবং হান্নানের পারফর্ম করার কথা রয়েছে এই অনুষ্ঠানে।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটেও হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গেল ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছিল। এর আগে প্রদর্শন করা হয়েছিল জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় সাংবাদিক হাতেম আলীর পিতার মৃত্যু

দামুড়হুদায় সাংবাদিক হাতেম আলীর পিতা দুলাল শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন) । আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দামুড়হুদা সদরের চিতলা গ্রামের নিজ বসতবাড়িতে অসুস্থ জনিত কারনে তিনি ইন্তেকাল করেন।

দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হাতেম আলীর পিতা দুলাল শেখ (৯৫) এর মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। বাদ আসর গ্রামের কবরস্থানে তার দাফন কার্য সম্পূর্ণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম মিলন, সদস্য মাহবুবুর রহমান মনি, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন প্রমূখ।




দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে অটল বিএনপি – জাভেদ মাসুদ মিল্টন

অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হয়, সেই সহযোগিতাই বিএনপি এই সরকারকে করছে। দীর্ঘদিনের জঞ্জালে আবদ্ধ রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য যে পরিবেশ ও পরিস্থিতি প্রয়োজন, তা ৩-৪ মাসের মধ্যে তৈরি করা সম্ভব নয়।

আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং বারবার বলে আসছি আমাদের লড়াই কেবল একটি সুষ্ঠু নির্বাচন নয় এটি দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামের অংশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কমিটমেন্ট অত্যন্ত সুস্পষ্ট বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে মুখার্জি পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এ কথা বলেন।

তিনি  আরো বলেন, মেহেরপুর জেলায় যে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা অচিরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ডের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে প্রকাশ করা হবে। আমরা বিশ্বাস করি, এই কমিটি মেহেরপুরের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।

এসময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জেলার রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা)’র উদ্দ্যোগে ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে এ কম্বল বিতরণের আয়োজন করে জেক্সকা।

কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গালিব মোহাম্মদ। সেসময় কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এ্যাডজুটেন্ট মেজর সরফরাজ নেওয়াজ, জেক্সকার সহ-সভাপতি ডাঃ আবুল বাসার, আল মেহের, সাংস্কৃতিক সম্পাদক ডা. বাপ্পা, সদস্য নাহিদুর রহমান, আরশাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় শহরের বিভিন্ন এলাকার ৫’শাতধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন।




চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ প্রায় ২৮ লক্ষাধিক টাকার মোবাইল চুরি

চুয়াডাঙ্গা শহরের নাফি টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও নতুন মোবাইলফোন সহ প্রায় ২৮ লক্ষাধিক টাকা চুরি গেছে বলে দাবি দোকান মালিকের।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চোরচক্রের সদস্যরা শহরের শহীদ আবুল কাশেম সড়কের নাফি টেলিকমের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরার বাইরের সংযোগ বিচ্ছিন্ন করে নগদ ৭ লাখ টাকাসহ বেশ কয়েকটি নতুন মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। পরে দোকান থেকে বেড়িয়ে তারা সার্টারে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে। এতে প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেছে দোকান মালিক।

নাফি টেলিকমের সত্বাধিকারী মাইনুল হাসান রিপন জানান, তালা কেটে চুরির পর দোকানে আবার নতুন তালা লাগিয়ে চলে যায়। পরে দোকান খুলতে গিয়ে খুলতে না পেরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আবার তালা ভেঙে দোকানে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।




ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টর ফিল্ড ফ্যাসিলিটেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ঢাকা আহ্ছানিয়া মিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম : ঢাকা আহ্ছানিয়া মিশন

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : ১টি ও ২ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.ahsaniamission.org.bd

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : ঢাকা আহ্ছানিয়া মিশন

পদের নাম : ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ : স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টর

পদসংখ্যা : ০২টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি

অন্য যোগ্যতা : কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল : বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর

বেতন : ৩০,০০০ টাকা (মাসিক)

অন্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা