মেহেরপুর সওজের এক্স-ইএন, এসডিই ও সার্ভেয়ারকে কারণ দর্শানোর আদেশ

অবৈধভাবে ব্যক্তি মালিকানা জমি দখলের পাঁয়তারার অভিযোগে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্স-ইএন) খন্দকার গোলাম মোস্তফা, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল্লাহকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার গাংনীর সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন। আদেশের দিন থেকে ১০ দিনের মধ্যে আসামিদের কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার একই আদালতে মামলাটি দায়ের করেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের কলেজ শিক্ষক কামরুল ইসলাম। যার মামলা নং দেওয়ানি ৭৮/২০২৪।

মামলার বাদি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে জানা গেছে, সরকারের কাছ থেকে ১৯৫৮ সালে চিরস্থায়ী বন্দোবস্ত পান তৎকালিন এমএনএ (এমপি) নুরুল হক। নুরুল হক বৃটিশ সরকারের সেনাবাহিনীতে চাকুরির সুবাদে পাকিস্থানে থাকার কারনে সিএস রেকর্ড জনৈক ব্যক্তির নামে হয়। পরে দেশে ফিরে এসে আরএস (খতিয়ান যার নং ১৪৫২, আরএস দাগ নং ৫৭৪২ সংশোধনীতে নুরুল হকের নাম নথিভূক্ত হয়।

পরে নুরুল হক ৮৮ সালে ওই জমি ওলিনগর গ্রামের কয়েকজনের কাছে বিক্রি করেন। সেখান থেকে ২০১২ সালে কামরুল ইসলাম ওই জমি কিনে খারিজ, হোল্ডিং খুলে নিয়মিত সরকারকে খাজনা পরিশোধ করে আসছেন। আরএস ম্যাপেও ৫৭৪২ নং দাগটি ব্যক্তি মালিকানাতেই আছে। মেহেরপুর কুষ্টিয়া সড়কের উন্নয়ন চলমান।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল গাংনী উপজেলার তেরাইল গ্রামে নির্মিত ব্রীজের কাছ বাদীর নিজস্ব জমিতে তৈরী দোকান ঘর ভাঙ্গার জন্য বিনা নোটিশে সীমানা নির্ধারণ করেছেন।

এদিকে, জমির মালিক কামরুল ইসলামের জমি থেকে মার্কেট উচ্ছেদ করার হুমকি দিয়ে এবার এই অবৈধ কাজে ব্যবহার করছেন বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও তার অনুগত কয়েকজন লোকজনকে। সওজের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের পর সাব ডিভিশনাল প্রকৌশলী মিজানুর রহমান তড়িঘড়ি করে জমির মালিক কামরুল ইসলামের মার্কেট ভেঙ্গে দেওয়ার জন্য প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট দিনভর চেষ্টা চালিয়েছেন।

সেখানে ব্যার্থ হয়ে স্থানীয় রাজনীতিক ও সাবেক ইউপি চেয়ারম্যানকে দিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নিকট একটি লিখিত অভিযোগ দেন। তবে সড়ক ও জনপথ বিভাগ ও ব্যক্তি মালিকানা দুই পক্ষেরই কাগজপত্র দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া এবং ওই স্থানে সড়ক ও জনপথ বিভাগের জমি থাকলে সেটা উদ্ধার করার কথা জানান ইউএনও প্রীতম সাহা।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাস্তার পুরানো ব্রীজের পাশ দিয়ে সড়ক বিভাগের নিজস্ব যায়গা থাকলেও সেটি ফেলে রেখে ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন তারা। যেখানে ৫ বছর আগে বাদি ওই জমির উপর মাটি ভরাট করে ৫টি দোকান ঘর তৈরী করে ব্যবসা চালিয়ে আসছেন। তারা বলেন, একটি পক্ষের প্ররোচনায় সড়ক বিভাগের প্রকৌশলী এবং কর্মকর্তারা ওই যায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

মামলার বাদি কামরুল ইসলাম বলেন, স্থানীয় একটি চক্রের সহায়তায় সড়ক বিভাগ তাদের নিজস্ব জমি ফেলে রেখে আমার নিজ নামিয় জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। রাস্তা ও ব্রীজ নির্মাণ প্রায় এক বছর আগে শুরু হয়েছে। রাস্তা ও ব্রীজ নির্মাণের জন্য সীমানা নির্ধারণ করে কাজ শুরু হলেও কাজ শেষ পর্যায়ে এসে আমার জমি ভেঙ্গে তা দখলের চেষ্টা চালাচ্ছেন। এব্যাপারে সুরাহা পেতে আমি মেহেরপুর সহকারি জজ আদালতে মামলা দায়ের করেছি।

মামলার পরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় উপবিভাগীয় প্রকৌশলী মোবাইল ফোনে কল দিয়ে আমাকে নানা ধরনের হুমকী দেন। হুমকি দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, আপনী নাগরিক হিসেবে আদালতের দারস্থ হতেই পারেন। তবে, আপনি চাইলেও আদালত আপনার পক্ষে ইনজানকশন দেবেনা। এটা আদালতের বিষয় এটি আপনি কিভাবে বললেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, এটা আমরা উর্দ্ধতন কর্মকর্তা ও প্রশাসন দিয়ে দেখবো।

সরেজমিনে দেখা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজারের নিকট একটি ব্রীজ ছিল। পুরানো ব্রীজের বলবৎ থাকলেও পাশে আরেকটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। নির্মিত ব্রীজ থেকে বাদি কামরুল ইসলামের মার্কেটটি প্রায় দেড় শ ফুট দুরে অবস্থিত। ব্রীজের পাশে প্যালাসাইড দিয়ে মাটি ধরে রাখা হয়েছে। রাস্তার দুপাশে জমি উদ্ধারের সময় সওজের নিজস্ব জমি যতটুকু ছিল সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।

দীর্ঘ এক বছর পরে মামলার বাদি কামরুল ইসলামের ক্রয়কৃত জমির উপর নির্মিত দোকান ঘর ভাঙ্গার পাঁয়তারা করছে সওজ। তবে জমি দখল করার চেষ্টা করলেও কেবল তা মৌখিকভাবে। কোন অফিসিয়াল পত্র দেওয়া হয়নি এমনকি এলাকাতে মাইকিংও করা হয়নি সম্প্রতি।

এদিকে, কয়েকদিন আগে বাদিকে এসডিই মিজানুর রহমান অফিসে ডেকে এক্স-ইএনকে দিয়ে নানারকম হুমকিও দিয়েছেন।




চাঞ্চল্যকর বেল্টু হত্যা মামলা ফের আলোচনায়

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বেল্টু হত্যা মামলা ফের আলোচনায় উঠে এসেছে।

দীর্ঘদিন ধরে মামলাটি স্থবির হয়ে থাকলেও আগামী ধার্যদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুনানি হবে বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক।

গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ^াসের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বাদি সাইদুর রহমান বেল্টুর মা সখিনা খাতুন বছর খানেক আগে মুত্যুবরণ করেন। গতকাল সাইদুর রহমান বেল্টুর ছেলে সারেক রহমান আদালতে হাজির হয়ে মামলার বাদি হয়ে মামলাটি পরিচালনা করার আবেদন করলে বিজ্ঞ বিচারক অনুমতি দেন।
আদালতে আসামিদের মধ্যে বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল বিশ^াসসহ ৮ আসামি উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে জানা গেছে, ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে নিজ বাড়িতে গুলি করে খুন করা হয় এলাকার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বেল্টুকে। একদিন পর ১ ডিসেম্বর সাইদুর রহমান বেল্টুর মা সখিনা খাতুন বাদি হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৯ জুন বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল বিশ^াস প্রধানসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

বাকি আসামিরা হলেন- বামন্দী পশ্চিমপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে মো: সুজন, জয়নাল আবেদীনের ছেলে সেন্টু, মৃত বুলুর ছেলে কনক, বামন্দী পশ্চিমপাড়ার মৃত আবুলের ছেলে রফিকুল ইসলাম, আব্দুর রহিমের ছেলে মো: রহিদুল, কাজিপুর ফকিরপাড়ার শামসুল হকের ছেলে ফজলু, ছাতিয়ানের নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম ইমন, বামন্দী নিশিপুরের আশরাফুল ইসলামের ছেলে সাগর আলী, তেরাইলের আমিরুল ইসলামের ছেলে মো: সামরুল, বালিয়াঘাটের রাশিদুলের ছেলে মিঠুন আলী, হাড়াভাঙ্গার মৃত আব্দুল কাদেরের ছেলে লাভলু হোসেন, ছাতিয়ানের মৃত গঞ্জের আলীর ছেলে আশরাফুল ইসলাম, ঝোড়াঘাটের জহির মালিথার মো: লালন, নিশিপুর গ্রামের আমীর আলীর মো আলী, বালিায়াঘাটের আত্তাহিমের ছেলে আরজ আলী। এর মধ্যে কয়েকজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং বাকিরা জামিনে রয়েছেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক বলেন, বাদির মৃত্যুসহ নানা কারণে মামলাটি দীর্ঘদিন পার হয়েছে।

মামলার অন্যতম সাক্ষী ও হত্যার শিকার সাইদুর রহমান বেল্টুর ছেলে সারেক রহমান বাদি হয়ে মামলাটি পরিচালনার আবেদন করায় মামলাটি এবার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করছি।




দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন

দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলি মুনছুর বাবু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দ্বিতীয় মেয়াদের জন্য খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব হেলাল মাহমুদ শরীফ।

জানাযায়, সারা বাংলাদেশের ন্যায় দামুড়হুদা উপজেলায় গত ৮ ই মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে আলি মুনছুর বাবু ৪৯ হাজার৯ শত ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান কোন প্রতিদন্ডি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শফিউল কবীর ইউসুফ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ তানিয়া খাতুন ফুটবল প্রর্তীক নিয়ে ৩৩ হাজার ৪ শত ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। গতকাল সকলে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেন।




দর্শনা মাদক ও নিষিদ্ধ ব্রুইপেন ইনজেকশনসহ গ্রেফতার ২

দর্শনা দক্ষিণ চাঁদপুর ও পাঠানপাড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান করেছে দর্শনা থানা পুলিশ। এ অভিযানে গাঁজা ও ব্রুইপেন ইনজেকশন উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে গত বুধবার রাত পৌনে ১১ টার দিকে থানার এসআই সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া রেল কলোনীর মৃত আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীরের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর।

এসময় পাঠানপাড়া রেল কলোনীর রুস্তম আলী ও আলেয়া বেগম দম্পতির সন্তান লাভলু ওরফে ডাবলকে (৩৭) অবৈধ মাদকদ্রব্য ৫ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

গত বুধবার রাত সোয়া ১১ টার দিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার দক্ষিন চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার আলমের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর। এসময় অবৈধ মাদকদ্রব্য ২ শত গ্রাম গাঁজা ও ১ শত পিচ ব্রুইপেন ইনজেকশন সহ গ্রেফতার করা হয় দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আঃ রহমান ও আয়েশা খাতুন দম্পতির সন্তান সালাহ উদ্দিন কাজলকে (৪৫)।

গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় পৃথক,পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়।




চুয়াডাঙ্গায় পশুর হাট ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে হাট ইজারাদারদের সাথে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা বারোটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটের ইজারাদারদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বক্তব্য শোনেন। তিনি এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পশুর হাটের ইজারাদারদের গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন। তন্মধ্যে হাটে এবং হাট সংশ্লিষ্ট খাবারের হোটেলে হাট মালিকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন,অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা,যত্রতত্র ভ্রাম্যমান হোটেল না বসানো,হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা এবং পশু হাটের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা,এক বাজারের গরুর ট্রাক জোর পূর্বক অন্য বাজারে না নামানো, বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে অথবা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা,বাজার কমিটি কর্তৃক প্রদত্ত নির্ধারিত পোষাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখা এবং খাজনার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার/ফেস্টুন ঝুলানো, স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম রাখা এবং বড় ব্যবসায়ীদের বেশি পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নেওয়া, পশুহাটে পর্যাপ্ত জালনোট সনাক্তকরণ মেশিন রাখা, চাঁদাবাজি রোধ, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধ রোধ এবং তাৎক্ষণিক পুলিশী সেবা গ্রহণের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসারদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেসটুন/ব্যানার টাঙানোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, পশু হাটের ইজারাদারগণ ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্দোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিুতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মানববন্ধনে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর পার হয়ে ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।




একাধিক জনবল নিয়োগ দেবে আকিজ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগ ‘সহকারী প্রকৌশলী/প্রকৌশলী’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম : সহকারী প্রকৌশলী/প্রকৌশলী, ইলেকট্রিকাল

আবেদনের বয়সসীমা : ২৬ থেকে ৩৪ বছর

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : হবিগঞ্জ

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ৪ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ মে, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

আবেদনের শেষ তারিখ : ০৭ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (বিএসসি) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : বিভিন্ন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস ছাড়াও বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ৪ লাখ ১ হাজার ৯’শ ৩৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিলটন এ বাজেট ঘোষণা করেন।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, নারী ইউপি সদস্য রেশমা খাতুন, নাসিমা খাতুন, মৌসুমী মন্ডল, ইউপি সদস্য জাহিদুল ইসলাম দুলু, ফিরোজ আলী, রুহুল আমিন, আবুজার মোল্লা, আশরাফুল ইসলাম, কটন বিশ্বাস, অশোক কুমার বিশ্বাস, উত্তম বিশ্বাস, প্রতাপ বিশ্বাস, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রেক্রোনা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




ত্বকের যত্নে চাই মধু

শীতে ত্বকের পরিচর্যা থেকে শুরু করে উষ্ণতা পেতে এক চামচ মধুর জুড়ি মেলা ভার। তবে এই কাঠ ফাটা গরমেও কিন্তু মধুকে অবহেলা করবেন না। ত্বকের রক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাতে মধু ভীষণ উপকারী। ত্বকের যত্নে মধুর যত উপকার:

.মধু ত্বক জীবাণুমুক্ত রাখে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এতে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বক সতেজ ও আর্দ্র রাখে।

.মধুতে থাকা প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। যা ত্বক মসৃণ ও টানটান রাখে। এতে দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে।

.ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। মধু এই কাজে বেশ কার্যকর। তাই মুখে কিছুক্ষণ মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসে। এজন্যই মুখের কোনও মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় হাউলী ইউনিয়ন পরিষদে চুড়ান্ত বাজেট ঘোষণা

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টার সময় হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই চুড়ান্ত বাজেট ঘোষণা করেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন।

২০২৪-২৫ অর্থ বছরে চুড়ান্ত বাজেটে সম্ভাব্য আই ও ব্যয় এর খসড়া অনুযায়ী ২৪-২৫ইং অর্থ বছরে ১ কোটি ৮৬ লক্ষ ৪৪ হাজার ৯শত ৩১ টাকার চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, আ: হান্নান পটু, শাহজামাল, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান , আব্দুল্লাহ সেলিম, সাবিনা ইয়াসমিন, রওশনারা খাতুন, রহিমা খাতুনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন।