ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রী করায় মেহেরপুরে আনন্দ র‍্যালি

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এমপি কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব অর্পণ করার মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার বিকেলে মেহেরপুরের শহীদ ড. শামসুজ্জোহা পার্ক থেকে আনন্দ র‍্যালি বের হয়ে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেহেরপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল হক, কুতুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বাবুল আক্তার, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় মুজিবনগরে আনন্দ মিছিল

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন নবগঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় মুজিবনগরে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন শুক্রবার (১২জানুয়ারি) উপজেলার বিভিন্ন প্রান্ত আসা নেতা-কর্মীরা কেদারগন্জ বাজারে জমায়েত হয়।

বিকাল ৫টার দিকে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে আনন্দ র‍্যালীটি মুজিবনগর সরকারের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার চত্বরে এসে শেষ হয়।

এসময় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগনও মিছিলে অংশ নেয়।এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য আজিমুল বারি মুকুল, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন,সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব উপজেলা ইয়াং বাংলা ফিউচার লিডার এর সভাপতি হাসানুজ্জামান লালটুসহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সরকারের গত মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন সরকারে এসে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে ফরহাদ হোসেনসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতিক নিয়ে টানা তৃতীয়বার মেহেরপুর ১ আসন থেকে জয়লাভ করেন। ফরহাদ হোসেনের পিতা মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস (১৯২৩-২১ মার্চ ১৯৯০) বাংলাদেশের মেহেরপুর জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।




আলমডাঙ্গা থানার নবাগত ওসির সাথে বনিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গা থানার নবাগত ওসির সাথে বনিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত।

আজ সন্ধা ৭ টার দিকে থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার সাথে আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্নেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক ও বনিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম, বনিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, মদস্য সাইদুর রহমান, সাংবাদিক তানভীর সোহেল প্রমুখ।

এসময় নবাগত ওসি শেখ গনি মিয়া বলেন আমি নতুন যোগদান করার পর পরই জাতীয় নিরাবাচনের মত গুরু দায়িত্ব কাধে এসে পড়ল। আমি সঠিক ভাবে সেই গুরু দায়িত্ব এসপি মহদয়ের সহায়তায় পালন করতে সক্ষম হয়েছি। আপনারা ব্যাবসায়ি সংগঠনের নেতা ও সদস্য বৃন্দ আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।

আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমিও আপনাদের ঘুমের নিশ্চয়তা দিতে পারব। কারন আমার দায়িত্ব আলমডাঙ্গার সকল নাগরিক যাতে করে নিরাপত্বার সাথে থাকে সরকার আমাকে বা পুলিশ বিভাগকে সেই দায়িত্ব দিয়েছে। আমি পুলিশ সুপার মহদয়ের পরামর্শে আপনাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিচ্ছি। সিসি ক্যামেরা যে গুলো স্বচল আছে সে গুলো তো চলবে,আর যে গুলো নষ্ট আছে সে গুলো সেরে আলমডাঙ্গা পৌর এলকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের ব্যাপারে আমি কথা দিচ্ছি কঠোর হস্তে দমন করব। পরে সকলকে ধন্যবাদ জানান।




গাংনীতে প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্র” সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় পলাশীপাড়া শাখার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রায় ৫০ জন খামারি নিয়ে “প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্র” সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রাণীসম্পদ পরামর্শ সভায় হাঁস-মুরগী পালেনের উপকারিতা, এর বিভিন্ন সংক্রামক রোগ ও তার প্রতিকার, খাবার ব্যাবস্থাপনা, নিয়মিত কৃমিনাশক প্রদানের উপকারিতা, এন্টিবায়োটিকের যথাযথ ব্যাবহার রোধ, পিপিআর,এফএমডি, তড়কা রোগের ভ্যাকসিন প্রদানের উপকারিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

এসময় খামারিদের সংস্থার চলমান বিভিন্ন সেবামূলক ও সমন্বিত কৃষি ইউনিটের চলমান বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে অবহিত করা হয়। উক্ত ‘পরামর্শ কেন্দ্র’ সভায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ আরিফুল ইসলাম এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মিনহাজুল আবেদীন (পিএসকেএস)।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পলাশীপাড়া শাখার শাখা ব্যবস্থাপক। উক্ত অনুষ্ঠান আয়োজনে আর্থিক ভাবে সহোযোগিতা করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।




জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হলেন ফরহাদ হোসেন

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি।

ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০২২ সালে ছহিউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

ফরহাদ হোসেন বিএল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয়লাভ করেন। পরে ২০১৮ সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।




এলজির স্বচ্ছ ওলেড টিভি বন্ধ করলে অদৃশ্য হয়ে যায়

প্রতিবছরই বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’-এ নতুন টিভি দেখানোর রেওয়াজ আছে এলজি’র। তবে, এবারের আয়োজনে সবাইকে চমকে দিয়ে বিশ্বের প্রথম তারবিহীন স্বচ্ছ ওলেড টিভি দেখিয়েছে কোরিয়াভিত্তিক কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান সিইএস আয়োজনে ‘এম’ ও ‘জি’ সিরিজের আপডেট ছাড়াও বেশ কিছু নতুন ধাঁচের পণ্য এনেছে এলজি। এর মধ্যে রয়েছে ‘ওলেড টি’ নামের নতুন টিভি, যেটিকে বিশ্বের প্রথম ‘তারবিহীন স্বচ্ছ’ ওলেড টিভি বলে দাবি করেছে কোম্পানিটি।

নতুন এ মডেলে ৪কে রেজল্যুশনের পাশাপাশি অডিও ও ভিডিও চালানোর জন্য এলজি’র ‘ওয়্যারলেস ট্রান্সমিশন’ প্রযুক্তিও যোগ করা হয়েছে। পাশাপাশি, এতে একটি ‘কনট্রাস্ট স্ক্রিন’ আছে, যেখানে একটি বাটনে চাপ দিয়ে সহজেই এর কনট্রাস্টের মাত্রা ওঠানামা করানো যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

টিভিটিতে ব্যবহার করা হয়েছে এলজি’র নতুন আলফা ১১ এআই প্রসেসর, যা এর আগের সংস্করণে থাকা ‘জেন’ চিপের চেয়েও চারগুণ কার্যকর। কোম্পানির দাবি, এ বাড়তি সক্ষমতা টিভির গ্রাফিক্স পারফরম্যান্স ৭০ শতাংশ বাড়ানোর পাশাপাশি প্রসেসিংয়ের গতিও ৩০ শতাংশ বাড়িয়ে দেয়।

এছাড়া, নতুন মডেলটিতে কোম্পানির ‘জিরো কানেক্ট বক্স’ সুবিধাও কাজ করে। গত বছরের ‘এমথ্রি ওলেড’ মডেলে প্রথমবার এ সুবিধা চালু করেছিল এলজি, যার মাধ্যমে টিভিতে তার ছাড়াই ভিডিও ও অডিও পাঠানোর সুযোগ মেলে। এলজি বলছে, টিভিটিকে স্ট্যান্ডঅ্যালোন পণ্য হিসেবে আনার পাশাপাশি এতে দেয়ালের বিপরীতে ও সঙ্গে আটকে রাখার সুবিধাও থাকবে। অন্যদিকে, এবারের ‘সিইএস’ আয়োজনে বিশ্বের প্রথম স্বচ্ছ মাইক্রোএলইডি ডিসপ্লের টিভি উন্মোচন করেছে কোরিয়ার আরেক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। তবে, এর সম্ভাব্য দাম বা এটি কবে নাগাদ বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। একইভাবে, নিজেদের নতুন ‘ওলেড টি’ টিভির দাম প্রকাশ করেনি এলজি। তবে কোম্পানি বলছে, ২০২৪ সালেই বাজারে আসতে পারে টিভিটি।

সূত্র: ইত্তেফাক




এক যুগে পদার্পন করলো কুষ্টিয়ার কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ

কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ১ যুগে পদার্পন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কারখানা চত্বরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদ।

এসময় তিনি বলেন, ফিড উৎপাদনের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তেমনিভাবে কুষ্টিয়ার এই কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ তার উৎপাদিত ফিড বাজারে নামী দামী উৎপাদিত ফিডের সাথে প্রতিযোগিতা করে বাজার সৃষ্টি করেছে। আগামীতে এই কোম্পানী দেশের মধ্যে ১ নং স্থানে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিতর এই এক যুগে ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার কামরুজ্জামান নাসির কঠোর হাড়াভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে চাঙ্গা করে যাচ্ছেন ঠিক তেমনিভাবে কুষ্টিয়াতে আরো কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আমি আশা করি।

কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক চামেলী জামান, ডিজিএম (এডমিন) সাদ আহমেদ, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) ডা: মো: শহীদুল ইসলাম, একাউন্টস ম্যানেজার রমজান শেখ, ইমারত হোসেন, সেক্রেটারি রাজিব হোসেন, মাসুম শেখ, উৎপল কুমার বিশ্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির বলেন, আমরা মুরগীর খাবারে গুণগত মানের সাথে কোন আপোষ করি না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, মানুষের জন্য কিছু করবো বলেই এই কোম্পানী প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠানটি এক যুগে পদার্পন করেছি। ধীরে ধীরে আমার সেই ছোট প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। এটি আপনাদের সমন্বয় যুগের পর যুগ টিকে থাকুক এ কামনা করি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই যদি আমাদের নীতি আদর্শের প্রতি অবিচল থাকি তবে আপনাদের ব্যবসায়ীক সাফল্যের পাশাপাশি কোম্পানীও উন্নতি লাভ করবে এজন্য আপনাদের সহযোগীতা কামনা করি।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এসময় বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন জেলার ডিলারগন ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর তনিমা। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির ও কোম্পানীর পতাকা উত্তোলন করেন কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক চামেলী জামান। এরপর বেলুন উড়ানো ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।




মুম্বাই চলচ্চিত্র উৎসবে যাচ্ছে দেশের ৩ সিনেমা

আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর। এ আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

পুতুল এবং তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশু সন্তান হারায় আবার প্রসবের পরে গাভীটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প ফুটে উঠেছে ‘সাঁতাও’ সিনেমায়।

এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তিরাজ্যের দর্শকগণ দেখতে পাবেন।

এদিকে, মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাতালঘর’। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ।

অন্যদিকে, খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। এ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।

তবে ‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তি পায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।

সূত্র: ইত্তেফাক




সম্পদের জন্য দাফনের সাত বছর পর আবার খনন হলো কবর

মৃত যুবকের নামে থাকা সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে করব থেকে তোলা হলো লাশ। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে এ আদেশ দেন আদালত। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামের।

মৃত্যুর সাত বছর পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়।

আদালতের আদেশ পালনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, সিভিল সার্জনের প্রতিনিধি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল আল মারুফ ও গাংনী থানার এসআই জহির রায়হান মামলার বাদী ও বিবাদীদের উপস্থিতিতে মরদেহের নমুনা সংগ্রহ করেন।

জানা গেছে, পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে আল কবিরকে নিঃসন্তান দম্পতি জুগিরগোফা গ্রামের আব্দুল লতিফ-হাজেরা খাতুন নিজের সন্তানের মতই লালন-পালন করেছেন। তাদের নামীয় ১৩ বিঘা জমি আল কবিরের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্টে আল কবিরের মৃত্যু হয়। পরের বছর তার পালিত পিতা আব্দুল লতিফ মারা যান। তখন আল কবিরের নামীয় সম্পত্তি দখল করে নেয় আব্দুল লতিফের ভাইসহ অন্যান্য শরিকরা। এ নিয়ে আল কবিরের পিতা মিজানুর রহমান খোকন আদালতে মামলা দায়ের করেন।

মামলায় মিজানুর রহমান খোকন দাবী করেন আল কবির তার ঔরষজাত সন্তান। অন্যদিকে আব্দুল লতিফ দাবী করে আল কবির আব্দুল লতিফের ঔরষজাত সন্তান। ফলে আল কবিরের সম্পত্তির মালিক কে হবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এর প্রেক্ষিতে মেহেরপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক আল কবিরের মরদেহের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার আদেশ দেন।




ঢাকায় স্নাতক পাসে নিয়োগ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক (বাণিজ্য শাখা/ইন্টারন্যাশনাল রিলেশনস/অন্যান্য)/স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স: ৩০-৪০ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ জানুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস