দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা, ইডির তলব

টালিউডর প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে। জানা গেছে, দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা। মূলত এ কারণেই তাকে ডেকে পাঠিয়েছে সংস্থাটি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণাকে।

যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। নির্ধারিত তারিখে ইডির অফিসে হাজিরা দেবেন কি না, সেটাও স্পষ্ট নয়। কারণ বর্তমানে ‘অযোগ্য’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা।

২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। একসময় বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্রযোজনা করেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু।

সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎসহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই ইডির অফিসে গিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তিও হয়েছিল রোজভ্যালি প্রতিষ্ঠানের।




গাংনীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আহত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বাওট বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আজত সিরাজুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে বাওট বাজার থেকে আকুবপুরের দিকে যাচ্ছিলেন। বাওট কলেজের সামনে পৌছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত পাখি ভ্যানের চাকা খুলে এসে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে সিরাজুল ইসলাম রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তার বুকের কলার বোন ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।




টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার শঙ্কা ভারত-পাকিস্তান ম্যাচে

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি মাসেই বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামি স্টেট বা আইএস। যার কারণে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামী ৯ জুন নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যেকার হাইভোল্টেজ ম্যাচটি। এই ভেন্যুতে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছে, ম্যাচগুলো যেন ঠিকমতো অনুষ্ঠিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাসের পর মাস কাজ করে যাচ্ছে তার প্রশাসন।

তিনি বলেন, ‘এই সময়ে কোন বিশ্বাসযোগ্য জন নিরাপত্তা হুমকি নেই। আমি নিউইয়র্ক স্টেট পুলিশকে উপস্থিতি বাড়াতে, উন্নত নজরদারি এবং পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং প্রক্রিয়া সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছি। জন নিরাপত্তা আমার সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা ক্রিকেট বিশ্বকাপ নিরাপদ ও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো প্রমাণ এখনো পায়নি, যা দেখে হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। তবে আইসিসি জানিয়েছে, নিউইয়র্কের ভেন্যু ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে।

আইসিসির এক মুখপাত্র বলেন, ‘সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আছে। এই আয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।’

সূত্র: ইত্তেফাক




গাংনীর বামন্দী ইউপিতে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে  ১১ টার সময় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।

উন্নয়ন মুলক কাজের আয়-ব্যয় ধরে বাজেট প্রনয়ন হয়েছে ১,৬৮,৫৩,৪৯০(এক কোটি আটষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার চারশত নব্বই টাকা)

এই বাজেটে নলকূপ, কাচা রাস্তা উন্নয়ন ,সাহায্য, জন্ম নিবন্ধন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যখাত, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, আপ্যায়ন ইত্যাদির উপর ধার্য করা হয়েছে।

সভায় সভাপতি বলেন, জনগণের সেবা করা জন্য সেবক হিসেবে ৫ বছেরর জন্য দায়িত্ব নিয়েছি। জনগনের নিকট সেবা পৌছে দেওয়া আমার যেমন দায়িত্ব তেমনি এ দেশের নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করা আপনাদেরও দায়িত্ব ও কর্তব্য।তাই আপনাদের সহযোগিতা পেলে বামন্দী ইউনিয়নকে একটি সুখী ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

এসময় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, আবুল বাশার, ইউপি সচিব মো: মনিরুল ইসলাম, সকল ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

চুয়াডাঙ্গা জেলার দর্শনার নাস্তিপুর বাড়াদী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারী নবিউল ইসলাম(৫০) আহত হয়েছে।

আহত নবিউল ইসলাম দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর স্কল পাড়ার মৃত্য আব্দুল করিমের ছেলে।

বিএসএফের গুলিতে আহতের বড় ভাই শফিউল জানায়, গতকাল মঙ্গলবার (২৮মে) সন্ধার দিকে বাড়ি থেকে বের হয়ে পেঁপে বাগান দেখতে যায়। তারপর আমরা রাত ১১ টার দিকে ছররা গুলির শব্দ শুনতে পাই আমার ছোট ভাই নবিউল ইসলামকে বিএসএফ গুলি করেছে। ঐ অবস্থায় আমার ভাই প্রানে বেঁচে আসে। তারপর পরিবারের লোকজন দর্শনা প্রাইভেট হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেয়।

স্থানীয় গ্রামবাসীরা জানান, ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯-৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত হয়। গুলি লাগা অবস্থায় সীমান্তপার হয়ে বাংলাদেশে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় দামুড়হুদা সার্কেল এ এসপি জাকিয়া সুলতানা ও দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানালেন ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে তবে নবিউল ইসলাম কোথায় চিকিৎসা নিচ্ছে সে বিষয়ে পরিবারের লোক মুখ খোলেনী।

এ ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক জানান, আমরা বিষয়টি শুনেছি তবে খোঁজখবর নিয়ে দেখি, তারপর জানাব।




জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টি আরের অথ প্রদান

জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টি আরের অথ প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টার সময় জীবননগর উপজেলায় ২০২৩ -২০২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) নির্বাচনী এলাকা (৩য় পর্যায়) বিভিন্ন মসজিদ, মন্দির ও বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য এ চেক বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, চেক তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর প্রেস সভাপতি এম.আর.বাবু, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা, সাংবাদিক মিঠুন মাহমুদ, জীবননগর উপজেলা প্রকল্প কমকতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।




জীবননগরে মৎস্য চাষ ও গবাদি পশু পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জীবননগরে কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক মৎস্য চাষ ও গবাদি পশু ও হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, আজ বুধবার সকাল ১০ টার সময় জীবননগর উপজেলা পরিষদ সভাপক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক কুষ্টিয়া অঞ্চল পলাশ চক্রবর্তী, প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, প্রশিক্ষণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা ব্যবস্থাপক শেখ হারুন-অর রশিদ।




মেহেরপুরে ব্র্যাক টিবি কনট্রোল কর্মসূচীর আওতায় নেটওয়ার্কিং মিটিং

মেহেরপুরে ব্র্যাক টিবি কনট্রোল কর্মসূচীর আওতায় প্যানেল আইনজীবিদের নিয়ে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল টিবি কনট্রোল কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার (২৯ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইমপেক্টের হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এসময় বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার (ডিএসএমও) উম্মে হুমায়রা আয়েশা, ব্রাকের ডেপুটি ম্যানেজার আহসান হাবীব।

এছাড়াও এসময় ব্রাক জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, টিবি কনট্রোল প্রোগ্রামের ডিসট্রিক্ট ম্যানেজার অচিন্ত কুমার বোস, উপজেলা একাউন্টস ম্যানেজার সুমীর কুমার বিশ্বাস,টিবি কনট্রোল প্রোগ্রামের পিও লুৎফুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে গুডনেইবারর্সের শিক্ষা উপকরণ বিতরণ

মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, স্পন্সর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৯ মে) বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার সুব্রত টুডের সভাপতিত্বে এবং সিডিপির সিনিয়র অফিসার রিফাত আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন করেন  জেলা প্রশাসক শামীম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

অনুষ্ঠানে গুড নাইট বারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির অন্তর্গত ১২শত স্পনসর শিশুদের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য সামগ্রী, বিতরণের উদ্বোধন করা হয়।




ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৬ লাখ ৬০ হাজার ৬৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২৯ মে ) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন।

উন্মুক্ত বাজেট ঘোষণা করেণ ইউপি সচিব মোঃ আমিনুর রহমান।

এসময় ১৫ নং কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা খাতুন, ইউপি সদস্য শরিফ উদ্দীন, শামছুল ইসলাম, আব্দুল মজিদ, সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।