সঠিক ওজন নির্ধারণে বিএমআই কী ভালো চলুন জানি

নিরাপদ স্বাস্থ্য বজায় রাখা কঠিন। সুস্বাস্থ্য টিকিয়ে রাখার ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু আপনার স্বাস্থ্য টিকিয়ে রাখার ক্ষেত্রে কোন ওজন সবচেয়ে ভালো? এমনটা নির্ধারণ করা কঠিন।

অনেকে বিএমআই মানকে নীতিনির্ধারক ভাবেন। কিন্তু এমনটা ভাবা ঠিক নয়। বিএমআই মূলত উচ্চতার ভিত্তিতে আমাদের ওজনের অনুপাত নির্ধারণে সাহায্য করে। অনেকেই নিজের ওজনের মাত্রা নির্ধারণে বিএমআই মানের সাহায্য নিয়ে থাকে। কিন্তু এই সীমাবদ্ধ পদ্ধতি মোটেও সঠিক মানদন্ড নয়।

কিন্তু কেন? বিএমআই ব্যবহারে বেশ কয়েকজন মানুষের ওজনের মধ্যে তুলনা করা সম্ভব হয়। কিন্তু আপনার নিজের ওজন কেমন হওয়া উচিত সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারে না। অর্থাৎ আপনি কোনো জিমে গেলে প্রতি দশজনের অন্তত সাধারণ ওজনের মাত্রা নির্ধারণ করা সম্ভব হলেও আপনার নিজের সুস্থ থাকার জন্যে ওজন কতটুকু থাকা উচিত তা জানায় না।

কারণ আপনার ওজন নির্ধারণের ক্ষেত্রে কোমড়ের মাপ, অতিরিক্ত বডি ফ্যাট এসকল বিষয় বিএমআই গ্রহণ করে না। বিএমআই মূলত সাধারণ ওজন বিচার করে মাত্রা নির্ধারণ করে থাকে। কিন্তু দেহের বিভিন্ন স্থানে ফ্যাট থাকে। কোন অঙ্গে কেমন ফ্যাটের মাত্রা থাকা উচিত এবং কোন স্থানে অতিরিক্ত ফ্যাট কমানো উচিত সেটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয় না৷ আপনার ওজন কমালেই সব সমস্যার সমাধান এমনটা ভাবার কারণ নেই। বরং সঠিকভাবে ওজন নিয়ন্ত্রণের পদ্ধতি জানা উচিত। অন্তত বিশেষজ্ঞরা ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএমআই মানকে আদর্শ বিবেচনা না করারই পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসীর জরিমানা

আলমডাঙ্গা মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ  বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, আজ বুধবার দুপুরে জামজামি বাজার এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করায় মেসার্স মালিতা ফার্মেসিতে ১০ হাজার ও মেসার্স আল্লারদান ফার্মেসীতে ১৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘ জামজামি বাজারে এ দুটি ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করে আসছিল। এজন্য তাদের অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষধ গুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে’। আইনশৃঙ্খলা রক্ষায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে বলেও জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।




হাফ সেঞ্চুরি করলেন হৃতিক রোশন

আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। বয়সে হাফ সেঞ্চুরির সঙ্গে সঙ্গে যেন তার স্টারডমও বেড়েছে তার। জন্মদিনে মা পিঙ্কি রোশন এই বলি তারকার ছবি শেয়ার করে ভক্তদের সামনে তুলে ধরলেন এক অচেনা হৃতিককে। যাকে হয়তো চেনেন না অনেকেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় আজ হৃত্বিকের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন মা পিঙ্কি রোশন। একটি ছবি এক্কেবারে ছোট্ট হৃতিকের, অন্যটি হৃতিকের বর্তমানের।

ছবি শেয়ার করে পিঙ্কি লিখেছেন, ‘তুমি যখন পৃথিবীতে এলে, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষকে খুশি রাখার , হাসানোর আর তোমার চারিদিক খুশিতে ভরিয়ে রাখার।

সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি বাঁচার সিদ্ধান্ত নিয়েছো নিজের শর্তে। তুমি যেভাবে নারীদের সম্মান জানিয়েছো, সেটা কেবল উদাহরণ হয়েই থেকে যায়নি, বরং তোমার বয়সী সমস্ত পুরুষকে কার্যত লজ্জায় ফেলে দিয়েছে।

তোমার গোটা জীবনটাই কাটছে মানুষের জন্য, মানুষের কাজে। তুমি নির্বাণ লাভ করো। টপকে যাও জীবনের সমস্ত বাধা। তোমার খুশিই আমার কাছে গোটা পৃথিবীর খুশির সমান। যে তোমার বয়স ৫ মাস হোক বা ৫০.. তুমি সবসময়ই আমার ছেলে। শুভ জন্মদিন আমার ভালবাসা। আকাশকে বুঝিয়ে দাও, ৫০ হয়েছে বলেও তুমি স্বপ্ন দেখতে ভয় পাওয়া না কখনও।’

ছোটবেলা উচ্চারণগত সমস্যা ছিল হৃতিকের। চারপাশে বন্ধুরা যখন অনর্গল কথা বলত, হৃতিককে তখন বাক্যগঠন করতেই সমস্যায় পড়তে হতো। শিশু হিসাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না, এর চেয়ে কষ্টের শৈশব হয়তো হয় না। হৃতিকের নিজের কথায়, ‘স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো, আমি কামাই করতাম। অসুস্থ হয়ে পড়তাম। হাত ভেঙে বসতাম। বা পেশির চোট লাগত।’

রীতিমতো স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল কিশোর হৃতিককে। লড়াইটা ছিল মানসিকও। এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, রাঁধুনিকে নিজের আব্দারের পদ রাঁধতে বলার জন্য ৩৬ ঘণ্টা প্র্যাক্টিস করতে হয়েছিল তাকে।

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ২৫ জানুয়ারি হৃতিকের নতুন সিনেমা ফাইটার মুক্তির অপেক্ষায় আছে।




ডিএফপির ভূয়া ও অসত্য তালিকার ব্যপারে প্রেস বিজ্ঞপ্তি

ডিএফপির মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারি নিয়ে সম্প্রতি ভূয়া ও অসত্য তথ্য সম্বলিত তালিকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে একটি মহল।

এনিয়ে সতর্ক থাকার জন্য বুধবার (১০ জানুয়ারি)  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার নিয়ে একটি ভূয়া, অসত্য তথ্য সম্বলিত তালিকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা এ অধিদপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সরকারের নীতিমালা মোতাবেক নিয়মিতভাবে মিডিয়া তালিকা হালনাগাদ করে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা www.dfp.gov.bd। ডিএফপির ওয়েবসাইট ব্যতীত অন্য কোন অনলাইন বা সামাজিক মাধ্যমে তালিকা প্রকাশ করা হয় না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য সম্বলিত তালিকার বিষয়ে এ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন বিশ্বাস জেলে

নির্বাচন পরবর্তি সহিংসতা মামলায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার মুজিবনগরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাহদুর রহমানের আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিয়া উদ্দিন বিশ্বাসের আইনজীবী মিয়াজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার রাতে নৌকার সমর্থকরা আনন্দ মিছিলকে করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিনবিশ্বাসের বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক শ্লোগান দেয়। এসময় উভয় পক্ষের কর্মিদের সাথে সংঘর্ষ সৃষ্টি হলে এতে উভয় পক্ষের ২১ জন কর্মি সমর্থক আহত হয়। পরে মুজিবনগর থানা পুলিশ গিয়ে সেখানা ফাকা ৮ রাউন্ড গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদি হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে মুজিবনগর থানা পুলিশ এজাহারনামীয় তিন আসামিকে আটক করে।

আটককৃতরা হলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের চলমান মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী(৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন(৪০)।




হ্যাকারদের কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়ার্মজিপিটি

টেক জগতের ধোঁয়াশা নিয়ে আলোচনা হয় এমন ফোরামগুলোতে সম্প্রতি ঘুরেফিরে একটি বিষয়ই আসছে। পার্সোনালাইজড ফিশিং লিংক বললেই চ্যাটজিপিটির কথা মাথায় আসতে পারে। তবে বাস্তবে ওয়ার্মজিপিটি নামক কৃত্রিম বুদ্ধিমত্তাটি এমন করছে বলে জানা গেছে।

২০২২ সালের নভেম্বর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই সাইবারসিকিউরিটির ঘাটতি বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২৪ সালে প্রযুক্তিখাতে নতুন পরিবর্তন আসতে চলেছে। সাইবার অপরাধও যে বাড়বে অনেকে সে কথাও উদ্বেগের সঙ্গে জানিয়েছেন। যেসব দেশে ইংরেজিভাষী কম সেসব দেশে ফিশিং লিংক বেশি ব্যবহৃত হচ্ছে।

কারণ ইংরেজি বলে এমন রাষ্ট্রে ব্যবহারকারীরা সহজেই শনাক্ত করতে পারেন সমস্যা আসলে কোথায়। বানানগত ভুল থেকেও তারা বুঝতে পারেন ফিশিং লিংক।

২০২৪ এ তাই হ্যাকারদের অনেক সম্ভাবনা। ওয়ার্মজিপিটি বিভিন্ন ফিশিং লিংক যাচাই করে আরও নিঁখুতভাবে ফিশিং লিংক তৈরি করতে পারবে। বায়মেট্রিক হ্যাকিং এর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সূত্র: ওয়াইর্ড




ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার (১০জানুয়ারী) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এসএসসি ’৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার সহপাঠি, বন্ধু, স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহত বরুনের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন, কাজী মোহাম্মদ আলীসহ অন্যান্যনা বক্তব্য রাখেন।

সেসময়, বক্তারা বরুণ ঘোষ হত্যার মুল ঘটনা উদঘাটনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চা থেকে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে একালাবাসীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




অর্জুন পুরস্কারে সামির স্বীকৃতি

ভারতের রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ সামি। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন। বল হাতে যা চাচ্ছিলেন, তা-ই যেন হচ্ছিল। ঘরের মাঠের আসরে ভারতের ফাইনাল খেলায় তাই তাঁর বড় অবদান। বিশ্বকাপ শেষে সেই স্বীকৃতিই পেয়েছেন মোহাম্মদ সামি অর্জুন পুরস্কার জিতে।

ভারতের ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার এবার ক্রিকেট থেকে পেয়েছেন শুধু এই পেসারই।

আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাত থেকে এই পুরস্কার নিয়েছেন সামি। এবার মোট ২৬ জন ক্রীড়াবিদ পেয়েছেন অর্জুন পুরস্কার। সর্বোচ্চ সম্মান ধ্যানচাঁদ খেলরত পুরস্কার পেয়েছেন দুই ব্যাডমিন্টন তারকা চিরাগ শেঠি ও সাত্তি¡ক সাইরাজ।

গত এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছেন এই দুজন। ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতে গেলে সেটিও হতো বড় ঘটনা। তবে সামির পারফরম্যান্স উপেক্ষা করা যায়নি। পুরস্কার জিতে ইন্সটাগ্রামে সামি তাঁর উচ্ছসের কথা লিখেছেন, ‘ভীষণ গর্বিত রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানজনক অর্জুন পুরস্কার হাতে নিতে পেরে।

এই পর্যন্ত আসতে আমাকে যাঁরা উৎসাহ অনুপ্রেরণা দিয়ে গেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।’ সামি অবশ্য বিশ্বকাপের পর থেকে চোটের কারণে খেলার বাইরে। এই মহূর্তে সেরে ওঠার পথে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ফেরার আশার কথা জানিয়েছেন এই পেসার। টাইমস অব ইন্ডিয়া




আমি জনগণের রায়ে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি– ইনু

জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু ভোটে পরাজিত হয়ে এই নির্বাচনকে “কারচুপি” বলে অভিহিত করেছেন।

ইনু বলেন, “আমি জনগণের রায়ে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি, এটা সবাই তদন্ত করে দেখবেন এবং প্রতিকার করবেন।”

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরের পর কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে নির্বাচন পরবর্তী সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু বলেন, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট সুষ্ঠু হয়েছে। এই মতের সাথে আমি একমত। দ্বিতীয়ত, আমি মনে করি, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত যে কারচুপির ঘটনা ঘটেছে। তার মধ্যে দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এলাকা কুষ্টিয়া-২ পড়েছে। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মস্তান বাহিনী ভোটের সাত দিন আগে থেকে যে আতঙ্ক চালাচ্ছে সেটাও বন্ধ করা সম্ভব হয়নি এবং ভোটের দিন ১৬১ কেন্দ্রে মধ্যে অস্বাভাবিক ভোট প্রদার লক্ষ্য করা গেছে। যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। এ বিষয়ে বারবার প্রতিবাদ করার পরেও, কর্তৃপক্ষকে জানানোর পরেও প্রশাসনের কর্মকর্তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনের কোনো রাজনৈতিক প্রভাব জোটে পড়বে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, “ নির্বাচন নিয়ে জোটের শরিকদের মধ্যে যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে জোটের প্রার্থীর এলাকায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর গুন্ডাবাহিনীর যে আক্রমণ, হুমকি-ধমকি অত্যাচার শুরু হয়েছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে জোটের অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ থাকবে না।”

তিনি আরও বলেন, ঢাকায় গিয়ে জোটের বৈঠকে কথা হবে। যেহেতু আমরা জোটের শরিক সেহেতু এলাকায় আওয়ামী লীগের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা থাকা উচিত না। জোটের প্রার্থীর বিরদ্ধে অনেকক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্ব বিরোধিতা করেছে। এটা আমরা নজরে আনবো। এটা তাদের দলীয় বিশৃঙ্খলা, সমাধান করার আহ্বান জানাবো।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন ১৪ দলীয় মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন।




ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় বরুণ ঘোষ নামে একজন নি*হত

ঝিনাইদহ পৌর এলাকার হামদহ ঘোষপাড়ার বরুণ ঘোষ (৪২) নামের এক ব্যক্তিকে কুাপয়ে হত্যা করেছে দুর্বূত্তরা।

মঙ্গলবার (৯জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বরুণ হামদহ ঘোষপাড়া এলাকায় মৃত নরেন ঘোষের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর বাড়ীর পাশে দোকানে চা খেতে বের হয় বরুন ঘোষ। সেসময় কয়েক জন দুর্বূত্তরা তাকে টেনে হেচড়ে রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরুনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই অরুন কুমার জানান, আমার ছোট ভাই বরুণ ঘোষ বাড়ী থেকে চা খাওয়ার জন্য রাস্তার উপর পৌছালে কয়েক জন সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আরও বলেন আমরা নৌকার ভোট করার কারনে আমার ভাইকে কয়েক দিন ধরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল।

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার অভিযোগ করে বলেন, ঝিনাইদহ জুড়ে চলছে সংখ্যালঘু নিধন। শুধু মাত্র নৌকার পক্ষে ভোটে কাজ করার কারনে বরুনকে হত্যা করা হলো। আমি এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানচ্ছি। পাশা পাশি প্রশাসনের কাছে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার জোর দাবী জানাচ্ছি।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বরেন, শহরের হামদহ এলাকার ঘোষপাড়ায় বরুন নামের এক ব্যক্তি খুন হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ সুপার, জেলা প্রশাসক, পুলিশের ক্রাইমসীন ছুটে যান। হত্যার মূল কারন এখনও জানা যায়নি। ঘটনাটি এখনো প্রাথমিক তদন্তে রয়েছে খুব দ্রুতই এর সত্যতা জানা যাবে পুলিশের উপর ভরসা রাখুন বিস্তারিত যাচাই বাছাই পরবর্তীতে জানানো হবে।