অক্সফামে চাকরির সুযোগ

বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। প্রতিষ্ঠানটি তাদের ঢাকায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ‘প্রোগ্রাম ম্যানেজার-বিআইডিফোরসিজে’ পদে কর্মী নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : অক্সফাম

পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার-বিআইডিফোরসিজে

পদসংখ্যা : ১টি

কর্মস্থল : ঢাকা

কর্মঘণ্টা : সাপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

অভিজ্ঞতা : ৭ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

বেতন : ২৯ লাখ ১৮ হাজার ২৫৫ টাকা (বছরে)

আবেদনের শেষ সময় : ৮ জুন, ২০২৪

যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যানিটারিয়ান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : নেতৃত্বের সক্ষমতা, অ্যানালিটিক্যাল দক্ষতা, যোগাযোগে দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্ত্রী, সন্তানসহ কর্মীর চিকিৎসা সুবিধা, ছুটি ও বিমার সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছে ঝিনাইদহের আদালত।

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মোঃ মিজানুর রহমান এই রায় দেন। মামলায় আরেক আসামি নজরুল ইসলামের দোষ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে।

খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের খন্দকার আমিরুজ্জামানের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল বিচারের জন্য ভুক্তভোগী নারী চেয়ারম্যান ফরিদের কাছে গেলে তার গ্রামের বাড়িতে নিয়ে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী ১৯ এপ্রিল ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে চেয়ারম্যান ও তার গাড়ি চালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন চেয়ারম্যান ফরিদ। পরবর্তীতে ডিএনএ টেস্টে ফরিদের সম্পৃক্তা ধরা পড়ে। দীর্ঘ বিচারক প্রক্রিয়া শেষে  আজ মঙ্গলবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌশুলী অ্যাড: বজলুর রহমান জানান, বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণ যাচাই-বাছাই করে ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড: নেকবার।

ভুক্তভোগী নারী গণমাধ্যমকর্মীদের জানান, বিচার চাইতে গিয়ে ফরিদ চেয়ারম্যানের লালসার শিকার হন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চেয়ারম্যান নরহরিদ্রা গ্রামে তার নিজ বাড়িতে ডেকে নেন। গ্রামের বাড়িতে পৌঁছালে তাকে দুইতলার একটি কক্ষে নিয়ে যান এবং নেশা জাতীয় কিছু সেবন করিয়ে ফরিদ ধর্ষণ করেন।




চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের অস্ত্রের কোপে জখম উথলী ইউপি চেয়ারম্যান হান্নান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের উপর আবারও হামলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্প পার হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি আব্দুল হান্নান চাচা ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে উথলী ইউনিয়ন পরিষদে আসছিলেন। পথিমধ্যে আকন্দবাড়ীয়া আবাসন পার হলে মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি পিছন দিক থেকে এসে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে পিঠে কোপ মারেন এতে করে তার পিঠে ৩০-৪০ টি সেলাই হতে পারে বলে ধারনা করা হচ্ছে।। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং কোপ লাগা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে উথলী ইউনিয়ন পরিষদে চলে আসেন। ইউনিয়ন পরিষদের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।’

ছাত্রলীগের কর্মী কৌশিক রহমান বলেন, ‘আমি চেয়ারম্যান সাহেবের সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছি। প্রাথমিক চিকিৎসা চলছে। অবস্থা খুব একটা ভালো না। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।’
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ অন্যরা। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১৮ই ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন আব্দুল হান্নান।




ভাইজানকে মোকাবিলা করতে দেখা যাবে কাটাপ্পাকে!

‘বাহুবলীকে’ হত্যা করেছিলেন ‘কাটাপ্পা’। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোল উঠেছিল। আর এ বার সেই ‘কাটাপ্পা’র নিশানায় বলিউড তারকা সালমান খান। এ বার ভাইজানের সঙ্গে মোকাবিলা করতে দেখা যাবে কাটাপ্পা তথা সত্যরাজকে।

২০২৫-এর ঈদে বড় মাপের ছবি নিয়ে আসতে চলেছেন সালমান। ছবির নাম ‘সিকন্দর’। ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এআর মুরুগাদোস পরিচালিত এ ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। এ ছবিতে সমস্ত স্টান্ট নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

ছবির ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন ছিল, কে এ ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন, কাকে দেখা যাবে ভাইজানের সঙ্গে টক্কর দিতে? আর এ বার শোনা যাচ্ছে ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা সত্যরাজকেই দেখা যাবে এই চরিত্রে। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন সত্যরাজ।

ভাইজানের সঙ্গে ‘কাটাপ্পা’র টক্করের খবর প্রকাশ্যে আসতেই বেশ উচ্ছ্বসিত নেটাগরিকেরা। তাদের আন্দাজ, সমস্ত কিছু ভালো চললে এ ছবি ১০০০ কোটির সীমা ছাড়াবে। এমনকি, ‘সিকন্দর’ নাকি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ ছাপ রাখতে চলেছে বলেও মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সালমান ভাই বনাম কাটাপ্পা। এই হল শতকের সেরা নায়ক-খলনায়ক জুটি।’

এ ছবিতে সালমানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এক দিকে কাটাপ্পাকে খলনায়ক হিসেবে পেয়ে নেটাগরিকেরা উচ্ছ্বসিত। কিন্তু নায়িকা রাশমিকা হওয়ায় বিতর্কও শুরু হয়েছে ইতিমধ্যেই। সালমান-রাশমিকা জুটি নিয়েই বিতর্কের সূত্রপাত। সালমানের সঙ্গে রাশমিকার বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকেরা।

রাশমিকা থেকে সালমান ৩১ বছরের বড়। ৩১ বছর বয়সের বড় অভিনেতার সঙ্গে পর্দায় রাশমিকা জুটি বাঁধছেন, এ বিষয়টি অনেকেই গ্রহণ করতে পারছেন না। সালমানের বয়স এখন ৫৮। রাশমিকা ২৭। নেটাগরিকদের একাংশ সালমান-রাশমিকা জুটিকে বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করছেন।

তবে এটা প্রথম নয়। এ ধরনের বিতর্কের মুখে এর আগেও সালমান পড়েছেন। ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। পূজার বয়স তখন ৩৩। সেই জুটির জন্যও সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। আর এবার ২৭ বছরের অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় তুমুল সমালোচনার শিকার সালমান।

সালমানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার ৩’। ক্যাটরিনা কাইফের বিপরীতে এ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। আগামী দিনে তাকে দেখা যাবে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতেও।

সূত্র: যুগান্তর




কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মঞ্চে নাট্যকার মাসুম রেজার ‘এডিটর মহাশয়’

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মঞ্চে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের জীবন ও কর্ম নিয়ে নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় এডিটর মহাশয়’।

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামীণ জনপদে জন্ম নেয়া কাঙাল হরিনাথ মজুমদার কিভাবে হয়ে উঠেছিলেন নিপীড়িত মানুষের আশা ভরসার আশ্রয়। সেই সত্য ঘটনাবলীই এই নাটকে উঠে আসবে এ নাটকে।

মাসুম রেজার নিজেই নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন। কয়েক সপ্তাহ ধরে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে দফায় দফায় রিহার্সাল। সেখানেও তার উপস্থিতির দেখা মেলে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থর জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বোধন থিয়েটার কুষ্টিয়া এ নাটকটির প্রযোজনা করেছে। এডিটর মহাশয় বোধন থিয়েটারের ২৮তম প্রযোজনা।

নাটকটির পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে নাট্যকার মাসুম রেজা বলেন, এ নাট্যের সময়কাল ১৮৬৩ সালের গোড়ার দিক থেকে শুরু। এই সময়কালে কুমারখালী থেকে গ্রামবার্ত্তা প্রকাশিকা শিরোনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ হতে শুরু করে। যার এডিটর কাঙাল হরিনাথ মজুমদার। আঠারোশ’ বাহাত্তর সালে যখন পাবনা ও সিরাজগঞ্জে কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে তখন তৎকালীন জমিদাররা বিদ্রোহ সংগঠনের অভিযোগ আনেন গ্রামবার্ত্তার বিরুদ্ধে। কাঙালকে উপুর্যুপরি হত্যাচেষ্টা চালাতে থাকেন তাঁরা। সকল লোভ ও ভয়কে উপেক্ষা করে একজন এডিটর যখন বলে ওঠেন; জমিদার যদি তাঁর ছোবল সঙ্কুচিত না করেন, প্রজাদের যত্ম না নেন, তবে আমার পত্রিকা নীরব থাকবে না। সেই এডিটর তখন আর কেবল এডিটর থাকেন না। মানুষের কাতারে নেমে তিনি সেইসব মানুষেরই একজন হয়ে যান। এ নাট্যের সকল ঘটনাবলীই সত্যনির্ভর। সেইসব ঘটনাকে শব্দ, নিঃশব্দ ও সংলাপে মূর্ত করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, নাটকটি উপস্থাপনার ক্ষেত্রে যে মঞ্চসজ্জা ব্যবহৃত হয়েছে তা বাস্তবতা বা ইতিহাসকে আশ্রয় করে নির্মিত হয়নি, কারণ সেই সময়কে প্রকৃতরূপে মঞ্চে স্থাপন যেমন দুরূহ তেমনি ব্যয়বহুল। ফলে আবহ তৈরীতে ইঙ্গিতবহ মঞ্চনির্মাণ করা হয়েছে। পোশাক পরিকল্পনার ক্ষেত্রে একটা সাধারণীকরণ মাপকাঠি মেনে চলা হয়েছে। যে ধরণের পরিধানে একজন কৃষককে বা জমিদারকে, ইংরেজ সাহেবকে আঁচ করে নেওয়া যায় সে ধরণের পরিচ্ছদেই সজ্জিত হবেন এডিটর মহাশয়ের অভিনয়শিল্পীরা।

মাসুম রেজা আরো বলেন, বোধন থিয়েটার আমার নিজের দল আমি এর প্রতিষ্ঠাতা সদস্য। নিজের দলে, নিজের লেখা নাটকের নির্দেশনা দিতে পারার আনন্দে আমি উল্লসিত। ইতিহাসে এমন সাক্ষ্য নেই যে কাঙালের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাত হয়েছিলো, এমন সাক্ষ্যও নেই যে তাঁদের সাক্ষাত হয়নি। ফলে আমি এ নাট্যের অন্তে রবিঠাকুরের সাথে কাঙালের কল্পিত কথপোকথন দেখিয়েছি। ইতিহাসে কল্পনার স্থান না থাকলেও সাহিত্যে তা সিদ্ধ। কোন অভিপ্রায়ে আমি তা করেছি তা এ নাট্য দর্শনে বোধগম্য হবে।

জেলা শিল্পকলা একাডেমির সুত্রে জানা গেছে, এ নাটকটি দেখতে দর্শকদের প্রদর্শনী মুল্য রাখা হয়েছে একশো এবং ৫শ টাকা। ইতিমধ্যে অনেক দর্শক অগ্রিম টিকিট বুক দিয়েছে।




মেদ কমাতে সঠিকভাবে ঘুমান

ওজন কমানোর জন্যে হাড়ভাঙা খাটুনি তো করতেই হয়; সেইসাথে আছে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার চেষ্টা। তবে কেউ কি ভেবেছে যে ঘুমিয়েও ওজন কমানো সম্ভব? ব্যাপারটা মোটেও এমন নয় যে ঘুমালেই ওজন কমে যাবে। ঘুমের আগে কিছু অভ্যাস গড়ে নিলে ওজন কমানোর প্রাকৃতিক সুফল মিলবে।

আপনি ঘুমিয়ে গেলেও আপনার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কার্যকরী থাকে। অর্থাৎ দেহের শক্তি ক্ষয় ঘুমেও হয়। এ সময় কিছু ক্যালরিও খরচ হয়। সারারাত ঘুমের সময় বাড়তি ওজন নিঃশ্বাস এবং ঘামের মধ্যেই বের হয়। সকালে ঘুম ভাঙার পর ওজন মাপলে দেখা যাবে কিছুটা কম।

তাই ওজন কমানোর ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। উলটো ঘুম ঠিকঠাক না হলে শরীরে ওজন বাড়ে। কারণ ঘুম না হলে স্ট্রেস হরমোন কর্টিসল ক্ষরণ হয়। এতে হজমের সমস্যা ও বিপাকে সমস্যা হয়। ফলে রাতে আজেবাজে খাবার গ্রহণের মাত্রা বাড়ে ও রক্তে গ্লুকোজের মাত্রা চড়তে শুরু করে। এতে ওজন বাড়বে স্বাভাবিক।

ঘুমের মধ্যেও ক্যালরি কিভাবে ঝরানো সম্ভব?

.সকালের বদলে সন্ধ্যাবেলা ওয়েইট ট্রেইনিং করুন। দেহে শর্করার মাত্রা রাতে বেশি ওঠা নামা করে থাকে। এমনকি দেহে বিপাকের হারও শরীরচর্চার ১৬ ঘণ্টা পর কার্যকর থাকে। এতে সারারাত হজম চলতে থাকলে ক্যালরি ঝরবে।
.এক্সারসাইজ করেই ঠাণ্ডা পানিতে গোসল সেরে নিন। এতে দেহের ল্যাকটিক এসিড বের হতে শুরু করবে। কিন্তু কেন?
.আমাদের দেহে ব্রাউন ফ্যাট এমনিতেই কম। একে সক্রিয় করতে পারলেই দেহে বিপাক প্রক্রিয়া বাড়বে। মাত্র ৩০ সেকেন্ডের মতো ঠাণ্ডা পানিতে গোসল করতে পারলেই ব্রাউন ফ্যাট কার্যকরী হবে। এতে ক্যালরি ঝরবে।
.দিনে অন্তত তিন চারবার গ্রিন টি খান। এমনকি রাতে ঘুমোবার এক ঘণ্টা আগে গ্রিন টি খেয়ে নিন। এতে দেহের ক্যালরি ঝরবে।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় খাল থেকে ভেসে উঠল ইজিবাইক চালকের লা*শ

নিখোঁজের ১১ দিন পর শাহিনুল হক লিটন নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।  আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া বাইপাস রোড সংলগ্ন একটি খাল থেকে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরা তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুল হক লিটন সদর উপজেলার হাউজিং এস্টেটের মৃত ইজাজুল হকের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন ইজিবাইক চালক।

লিটনের স্বজনরা জানান, গত ১৮ মে বিকেলে তার ব্যক্তিগত ইজিবাইক নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিটনের পরিবারের লোকজন গিয়ে লাশটি লিটনের বলে শনাক্ত করেন।

মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়ার বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন জিকে খালে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ দেখলেও তাকে কেউ চিনতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, লাশ দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই খালের মধ্যে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল। ওই লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরা ছিল। তবে এই লাশটি কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার অটোরিকশা চালক শাহিনুল হক লিটনের হতে পারে বলে তার পরিবার ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএনএ টেস্টের পরই নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।




বিশ্বকাপে ভারত ফেভারিট– মরগান

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বিশ্বকাপ শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এবারের বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করেছেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান।

বিশ্বকাপজয়ী সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘ইনজুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব।’

এবারের বিশ্বকাপে ভারত আছে ‘এ’ গ্রুপে। ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ তারিখ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

সূত্র: ইত্তেফাক




গাংনীর কাথুলী ইউনিয়নে উদ্বুদ্ধকরন সভা ও রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধ করন সভা ও রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ সঙ্গলবার সকাল ১১ টার সময় কাথুলী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বর মোঃ বাবুল হোসেন, ২ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জিনারুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ আশরাফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের মেম্বর মোঃআনারুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বর মোঃ ফারুক হোসেন, ৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ হুছাইন মোহাম্মদ, ৭ নং ওয়ার্ডের মেম্বর মোঃ আজমাইন হোসেন, ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ কাবের আলী, ৯ নং ওয়ার্ডের মেম্বর মোঃ আনারুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মোছাঃ ফরিদা পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মোছাঃ জোসনা খাতুন, ৭,৮,৯ এর মহিলা মেম্বর আরিফা খাতুন এছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ শিক্ষক, সুশীল সমাজ।

এ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা বলেন সার্বজনীন পেনশন স্কীম চালু করেছেন এ দেশের সকল শ্রেনী পেশার মানুষের জন্য। আগে আমরা শুনে এসেছি সুধু মাত্র সরকারী চাকরি জীবিরাই পেনশন পাই। কিন্তু এবার এদেশের সকল মানুষ যেন এই পেনশনের আওতায় পড়ে সে জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এখন সকলেই পেনশনের আওতায় আসবে। এখন আর বয়স্ক হলে ছেলে ও ছেলের বৌয়ের হাতে মার খেয়ে জীবন পার করা লাগবে না। এই সরকার পেনশনের ব্যাবস্থা করে শেষ বয়সের শান্তিতে বেচে থাকার নিশ্চয়ইতা করে দিয়েছেন।

সার্বজনীন পেনশন স্কীমে ৫ টি স্কীমে পেনশন প্রদান করা হবে ১ প্রবাসীদের জন্য, সরক্ষা অর্থাৎ স্বকর্মে নিয়োজিত ব্যাক্তি,প্রগতি অর্থাৎ বেসরকারি চাকরিজীবি, সমতা অর্থাৎ অতিদরিদ্র ব্যাক্তি, প্রত্যয় অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চাকুরী জীবিদের জন্য বিশেষায়িত স্কীম। এই সার্বজনীন স্কীমের আওতায় পেনশন পাবেন ১৫০০ টাকা হতে ৩ লক্ষ টাকা পর্যন্ত। এই পেনশন কর্মসূচি তে যুক্ত হতে পারবেন ১৮ বছর হতে ৫০ বছর বয়সী যে কেউ। এই চাঁদা বন্ধ হবে ৬০ বছর বয়সে।নিয়মিতচাঁদা দিতে হবে ১০ বছর পর্যন্ত। আগে মারা গেলে নমিনী পাবেন এককালীন সুবিধা ও জমা টাকায় মিলবে ৫০% ঋণ। এবং মাসিক পেনশন শুরু হবে ৬০ বছর বয়স পর্যন্ত। তাই আমি আমার ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ কে এই সুবিধার আওতায় আসার জন্য অনুরোধ জানাবো যেন সকলেই এই সেবা টি উপভোগ করতে পারে।




মেহেরপুর জেলা রেজিস্ট্রার: বছরে উপরি আয় প্রায় অর্ধ কোটি টাকা !

রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-পর্ব ১
মেহেরপুরের তিন উপজেলার সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিল সম্পাদন ও নকল দলিলে জেলা রেজিস্ট্রার (ডিআর) সাইফুল ইসলামের বছরে বাড়তি আয় প্রায় অর্ধ কোটি টাকা। জেলা রেজিস্ট্রারের হয়ে এসকল টাকা সংগ্রহ করেন তার অফিসের টিসি সহকারী খায়রুল ইসলাম । অতিরিক্ত এ টাকা না দিলেই অফিসের স্টাফ ও দলিল লেখকদের উপর চালান হয়রানির খড়গ।

দলিল সম্পাদন থেকেই শুধু না, কাজীদের লাইসেন্স নবায়ন, দলিল লেখকদের লাইসেন্স নবায়ন, স্টাফদের বদলি বাণিজ্য, নকলনবিশ থেকে অফিস স্টাফ চাকরি স্থায়ীকরণ ও উপজেলা অফিস নিরাীক্ষাতেও নেন মোটা অংকের টাকা। তার কথা মত কাজ না করলে দেওয়া হয় বদলির হুমকিও। এছাড়াও মাসের অধিকাংশ দিন তিনি অফিস করেন না বলেও অভিযোগ রয়েছে। অফিসে পরিদর্শনে গিয়ে না পেলে জানানো হয় তিনি ছুটিতে আছেন।

মেহেরপুর জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামসহ দেড় শতাধিক জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার, নকলনবিশদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। চলতি মাসের প্রথম দিকে ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম দুদকের মামলা কারাগারে যাওয়ার পর দুর্নীতিগ্রস্থ জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার ও নকলনবিশদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুর্নীতির আশ্রয় নিয়ে এসকল কর্মকর্তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার ব্যতিক্রম নন মেহেরপুরের জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।
সম্প্রতি জেলা রেজিস্টারের কার্যালয়ে গিয়ে দেখা তিনি অফিসে নেই। তার অফিসের টিসি সহকারী খাইরুল ইসলাম একটি চিঠি দেখিয়ে জানান ডিআর শ্রান্তি বিনোদনের ১৫দিনের ছুটিতে আছেন। তবে, কয়েক মাস আগেও তিনি শ্রান্তি বিনোদনের ছুটি কাটিয়েছেন বলে এক কর্মকর্তা জানান।

জেলা রেজিস্টার অফিসের তথ্য মতে, ২০২৩ সালে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী সাব রেজিস্টার অফিসে নতুন দলিল সম্পাদন হয়েছে ২০ হাজার ২৪৫টি। এর মধ্যে জানুয়ারিতে ১৮৮৯, ফেব্রুয়ারিতে ১৪১৯, মার্চে ২১৭০, এপ্রিলে ৯৯৬, মে মাসে ২২৫০, জুনে ১৮৩৮, জুলাইয়ে ১৮৮৯, আগস্টে ১৯৭৬, সেপ্টেম্বরে ১৫৪৬, অক্টোবরে ১৪৬৯, নভেম্বরে ১৪২২, ডিসেম্বরে ১৩৮১টি দলিল সম্পাদিত হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ওই তিন সাব রেজিস্ট্রি অফিসে নতুন দলিল সম্পাদন হয়েছে ৬ হাজার ৩৮৫ টাকা। যার মধ্যে জানুয়ারিতে ১৮৪০, ফেব্রুয়ারিতে ১৪৭৯, মার্চে ১৮৩৪ ও এপ্রিলে ১২৩২টি দলিল সম্পাদন হয়েছে। সে হিসেবে গড়ে এবছরও ২০ হাজার দলিল সম্পাদন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

চলতি বছর এ দলিল সম্পাদন করতে জেলা রেজিস্ট্রার সাইফুলকে ইসলাম দলিল প্রতি দিতে হচ্ছে ২০০ টাকা। এই টাকা দলিল লেখকের মাধ্যমে গাংনী সাব রেজিস্ট্রার অফিসের এক স্টাফ হয়ে চলে যায় জেলা অফিসের টিসি সহকারী জেলা রেজিস্ট্রারের মনোনিত খাইরুল ইসলামের হাতে। তবে বিশ^স্তসূত্রে জানা গেছে, জেলা রেজিস্ট্রার এই টাকার মধ্যে কিছু অংশ তার অধিনস্ত স্টাফদের মাঝে বিতরণও করেন। দলিল লেখকরা জানান, ২০২৩ সালে তিনি দলিল প্রতি ১০০ টাকা করে নিলেও ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে তিনি দলিল প্রতি ২০০ টাকা করে নিচ্ছেন। আর এ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও দলিল লেখকদের উপর নেমে আসে নানা নির্যাতন হয়রানির খড়গ।

এছাড়া ২০২৩ সালে সার্টিফাইড নকল সরবরাহ করা হয়েছে ১৪৭৯২টি এবং ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সার্টিফাইড নকল সরবরাহ করা হয়েছে ৪৮৩৪টি। অভিযোগ রয়েছে প্রতিটি নকল সরবরাহের জন্য জেলা মহাফেজখানা থেকে তাকে ২৫০ টাকা করে নিয়ে থাকেন।

গাংনী সাব রেজিস্ট্রার অফিসের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলিল লেখক জানান, গত বছর ডিসেম্বর পর্যন্ত জেলা রেজিস্ট্রারের খাতে দলিল প্রতি ১০০ টাকা করে দিতে হয়েছে। কিন্তু ২০২৪ সাল থেকে তিনি খায়রুলের মাধ্যমে ২০০ টাকা করে আদায় করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই নানা অডিট, পরিদর্শনের ভয় দেখান ।

মেহেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিস ও মুজিবনগর সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন দলিল লেখকের সাথে কথা বলা হলেও তারাও পরিচয় দিয়ে কথা বলতে রাজী হননা কর্মকর্তাদের ভয়ে। নাম প্রকাশ না করার শর্তে তারাও বলেন, গত বছর দলিল প্রতি ১০০ টাকা করে নিলেও এবছর ২০০ টাকা করে জোর করে নেওয়া হচ্ছে। ফলে জমি ক্রেতাদের খরচ বেড়ে যাচ্ছে।

জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে গাংনী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করেন দলিল লেখকরা। এনিয়ে গত কয়েকমাসে কয়েকদফা মিটিং হয়েছে বলেও জানা গেছে।

গাংনী সাব রেজিস্ট্রার কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিআর অফিসের খাইরুল ইসলাম চাপ দিয়ে ডিআর স্যারের জন্য দলিল প্রতি ২০০ টাকা করে তুলে দিতে বলেন, না দিলে অন্যত্র বদলি করার হুমকি দেন। তিনি আরও বলেন, আমরা ছোট চাকরি করি, স্যারদের কথামত আমাদের চলতে হয়, এর বেশি কিছু বলতে পারবো না।

দলিল লেখকরা আরও অভিযোগ করেন, অফিসের স্টাফ খায়রুলের আচরণ দেখে মনে হয় সে নিজেই ডিআর (জেলা রেজিস্ট্রার)।

গাংনী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন পিন্টু বলেন, ডিআর স্যারের কথা বলতে পারবো না তবে ওই অফিসের কিছু লোক নাম করতে চাচ্ছিনা বলে খাইরুল ইসলাম দলিল প্রতি ২০০ টাকা করে আদায় করার জন্য চাপ দেন। মহুরিরা অস্বীকৃতি জানালে অডিটের নামে হয়রানি শুরু করে। যেমন আগামী কাল (সোমবার) অডিট করবে বলে মৌখিক জানিয়েছে। এসব ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য মহুরিরা বাধ্য হয়ে ওই টাকা দেন।

জেলা রেজিস্ট্রার অফিসের টিসি সহকারী খায়রুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা রেজিস্ট্রার কোন টাকা নেন না। তিনিও এ ধরণের কর্মকাণ্ড করেন না।

এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, আমার নামে কোন অফিস থেকে কোন ধরণের টাকা তোলার অনুমতি কাউকে দেওয়া হয়নি। খাইরুল যদি এটা করে থাকে আমি খাইরুলকে সাইজ করবো। অন্যান্য অভিযোগের বিষয়গুলোকে তিনি অস্বীকার করেন। তবে অফিসে কম থাকেন বিষয়টি আংশিক স্বীকার করেছেন।

শ্রান্তি বিনোদনের ছুটির বিষয়ে ডিআর সাইফুল ইসলাম বলেন, এর আগে আবেদন করেছিলাম, ফাণ্ডে টাকা ছিলো না। ফাণ্ডে টাকা আসায় এ মাসে ছুটি কাটালাম।

তবে সহকারী মহাপরিদর্শক নিবন্ধন সালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভভ হয়নি।

উল্লেখ্য, জেলা রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম ২০২০ সালের ৯ জুন মেহেরপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই এ নিয়মে সাব রেজিস্ট্রার অফিসগুলো নিয়ন্ত্রণ করছেন। (চলবে)…