ম্যানেজার পদে বাংলালিংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিষ্ঠানটি তাদের ‘ডিজিটাল মার্কেটিং ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : বাংলালিংক

পদের নাম : ডিজিটাল মার্কেটিং ম্যানেজার

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : ০১টি

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৩ থেকে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৬ মে, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ০২ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (বিশেষ করে মার্কেটিংয়ে) বিবিএ ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : ডিজিটাল মিডিয়া, ক্রিয়েটিভ ডিজাইন প্রিন্সিপাল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন মার্কেটিং, গুগল ও প্রোগ্রাম্যাটিক অ্যাডভার্টাইজিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অন্যান্য সুবিধা : কোম্পানির নীতি অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বি.দ্র : প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

ঠিকানা : টাইগারস ডেন, প্লট-৪, এসডব্লিও (এইচ) গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২




গাংনীর গাড়াবাড়ীয়াতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাংনীর গাড়াবাড়ীয়া হলদেপাড়ায় ৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধলা পুলিশ ক্যাম্প।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আশরাফুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে গাড়াবাড়ীয়া হলদেপাড়াতে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আশরাফুল ইসলামের নেতৃত্বে, এ এস আই অমল চন্দ্র মন্ডল ও এ এস আই শামছুর রহমান সঙ্গিও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক কৃতরা হলেন, মোঃ কাজেম আলীর ছেলে মমিন ইসলাম (১৯) ও মোঃ আইয়ুব আলীর ছেলে বাদশা মিয়া (২৬) কে ৬ গ্রাম হেরোইন সহ আটক করা হয়।

তারা দুজনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রকাশ্যে হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের দুজনকে আটক করে, দেহ তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আশরাফুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাংনী থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




সুস্থ হয়ে চেন্নাইয়ের পথে ছুটলেন শাহরুখ খান

আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। দ্বিতীয় আইপিএল ট্রফি ঘরে আনার আশায় বলিউড সুপারস্টার শাহরুখ খান তার পুরো পরিবার রওনা দিয়েছেন চেন্নাইয়ের পথে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুস্থ হয়ে রবিবার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন শাহরুখ খান। তার সাথে আছেন মেয়ে সুহানা খান, ছোট ছেলে আবরাম খান, এবং তার বোন শেহনাজ।

বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে শাহরুখকে।

গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন এ তারকা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি।

শাহরুখকে সর্বশেষ রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা। এই ছবিতে মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন অভিনেতা।




কুমারখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলা, আহত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তারিক মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত সোমবার (২১ মে) বিকেল ৪টার দিকে কুমারখালি উপজেলার জয়নাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারিকের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত তারিক মন্ডল কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়নাবাদ গ্রামের মন্ডলপাড়ার গোলাম মোস্তফার ছেলে। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের কর্মী ও সমর্থক। মান্নান খান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অভিযুক্তরা পরাজিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গোলাম জিলানী পিটারের সমর্থক ও কর্মী।

চাপড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মন্ডল বলেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মান্নান খানের কর্মী ও সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত তারিকের মৃত্যু হয়েছে। পরাজিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পিটারের সমর্থক ও কর্মী লাল, মধু, আজিজুলসহ প্রায় ১০-১৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তারিক মারা গেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




প্রথম বাংলাদেশি বক্সার হিসেবে উৎসবের বাজিমাত

দেশে বক্সিং নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমবারের মতো বক্সিংয়ে মর্যাদাবান ডাব্লুবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য অংশ নিয়েছিলেন কোন বাংলাদেশে বক্সার। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন ২০ বছর বয়সী বক্সার উৎসব আহমেদ।

এবারের এই বক্সিং প্রতিযোগিতায় মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইরান, ভারত, তানজানিয়া এবং চীন থেকে আসা মোট ২২ জন বক্সার অংশ নিয়েছেন। রাতের শেষ ম্যাচে ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা জিতে নেন বাংলাদেশের উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার মাজহার হুসেনকে হারিয়েছেন উৎসব।

আট রাউন্ডের এই বাউটের লড়াই শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে দুই প্রতিপক্ষই খেলে যান সমানতালে। তবে শেষ হাসি হাসে বাংলাদেশের উৎসব।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় প্রচণ্ড গরমে সুমিষ্ট রসালো তালশাঁসের কদর বেড়েছে

প্রচন্ড এই গরমের এই দিনে সুমিষ্ট রসালো স্বাদের তালশাঁসের উপভোগ কে না চায়। তাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল। তালের শাঁসকে নারিকেলের মতই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়।

প্রচন্ড এই তাপদাহে অনেকের হাতে পৌঁছে গেছে কচি তালের শাঁস। মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা তালের শাঁস গ্রীষ্মের দুপুরে, প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত, তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে।

এর মোহনীয় ঘ্রাণ এবং সুমিষ্ট স্বাদ আমাদের অনেকেরই প্রিয়। সাধারণত গ্রীষ্মকালে দেশের বাজার গুলোতে কচি তাল দেখতে পাওয়া যায়। আর এলাকা ভেদে একটি তালের দাম ২০ থেকে ২৫ টাকা।

কুষ্টিয়া শহরের মজমপুর, হাসপাতাল মোড়, পাবলিক লাইব্রেরির সামনে, মুজিব চত্বর, ছয় রাস্তা মোড়, জেলখানা মোড়, পেয়ারাতলা, মঙ্গলবাড়ীয়া বাজার, থানা ট্রাফিক মোড়, কাটাইখানা মোড়, সিঙ্গার মোড়, মজমপুর গেট, চৌড়হাসমোড় সহ বিভিন্ন এলাকায় এসব তালশাঁস বিক্রি করতে দেখা গেছে।

শহরের কাটাইখানা মোড়ের তালশাঁস বিক্রেতা আরিফ আলী। তিনি কুমারখালী উপজেলার বানিয়াকান্দি এলাকার বাসিন্দা। বছরের অন্যান্য সময় ইটভাটায় কাজ করলেও এখন তিনি আর একজন সহকারী মিলে তালের শাঁস বিক্রি করেছেন। এতে পাঁচ-সাতশ’ টাকা লাভ থাকে, যা দিয়ে আরিফ ও তার সহযোগীর সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়।

কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের মতিয়ার রহমান জানান, আমরা বিভিন্ন এলাকার কোন তালগাছ এক হাজার আবার কোনটা দেড় হাজার টাকায় মালিকের কাছ থেকে ক্রয় করে থাকি। চুক্তি অনুযায়ী বাঁশের তৈরী (বিশেষ কায়দায়) মই দিয়ে গাছ থেকে নামিয়ে এনে তা আবার শহরে এসে বিক্রি করি। দিনশেষে ৫০০-৮০০ টাকা লাভ হয় আমাদের। বছরের এ সময়টা এলেই কেবল তালশাঁসের বিক্রিটা বাড়ে।

মিরপুর উপজেলার মশান বাজারের তালশাঁস বিক্রেতা রমজান আলী জানান, একটি তাল থেকে দুটি বা তিনটি শাঁস হয়। প্রতি পিস এখন ২০টাকায় বিক্রি করছি। অথচ গত বছরে ১৫ টাকায় বিক্রি করেছি। এই দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, গ্রামে গ্রামে ঘুরে এসব কচি তাল কিনে আনতে হয় আর তালের সংকট থাকায় এর দাম বেড়েছে।

প্রতিদিন দুই হাজার টাকার তাল শাঁস বিক্রি করেন তিনি। এতে সব খরচ বাদ দিয়ে ৫০০ টাকা আয় হয় বলপও জানান তিনি।

তাল শাঁস কিনতে আসা ক্রেতা আক্তার হোসেন বলেন, গত বছরের থেকে এবার তাল শাঁসের দাম অনেকটাই বেশি। গত বছর যে তালের শাঁস ৩-৪ টাকায় কিনেছি এবার সেই তাল শাঁস প্রথমে ১০ টাকা এবং এখন ৭-৮ টাকায় কিনতে হচ্ছে। তারপরও মৌসুমি ও সুস্বাদু হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই বলেও জানান তিনি।

শহরের এনএস রোডের কিং টেইলার্সের মালিক তালশাঁস কিনতে আসা রমজান আলী রাজা বলেন, এ বছর প্রচুন্ড গরম। এই গরমে আখের রসের পাশাপাশি তালশাঁসের জুড়ি নেই। তালশাঁস প্রতিনিয়তই আমরা খাচ্ছি। তবে গতবছরের থেকে এ বছর তালশাঁসের দাম দ্বিগুণ হয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন বলেন, তাল শাঁস একে সুস্বাদু, অন্যদিকে কচি তালের শাঁসে জলীয় অংশ বেশি থাকায়, তা দেহের পানিশূন্যতা অনেকটাই পূরণ করে। ফলে জ্যৈষ্ঠের এ গরমে কুষ্টিয়ার হাট-বাজারে বেশ কদর বেড়েছে তাল শাঁসের।

তালগাছ রোপন করা পরিবেশবীদ শাহাবুদ্দিন মিলন বলেন, ‘এবার তালের ফলনটাও ভালো হয়েছে। এছাড়া নতুন নতুন গাছ থেকে এই তাল সংগ্রহ করা হচ্ছে।’ তালগাছ বজ্রপাত রোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বজ্রপাত রোধে জেলার বিভিন্ন উপজেলার সড়কের ধারে ও খালের পাড়ে তালের গাছ রোপণ করে থাকি। এছাড়াও সামাজিক ও বিভিন্ন সংগঠনের আলাদা আলাদা দল এই তালের গাছ রোপণ করে আসছে বলেও জানান তিনি।




সিপিবি মেহেরপুরের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর শহরের পুরাতন বাসট্যান্ডে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),মেহেরপুর জেলা শাখা।

গতকাল শনিবার (২৫ মে) সকাল শনিবার সকাল ১০ টার সময় শহিদুল ইসলাম (গাংনী) এর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম কানন এর সঞ্চালনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে প্রথমে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এবং কমরেড আব্দুল মান্নান এর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বক্তারা দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির জন্য বর্তমান সরকারকে দায়ি করেন। এবং সরকারের সমালোচনা করেন। এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাম সরকার প্রতিষ্ঠার উপরে গুরুত্ব আরোপ করেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন কমরেড এডঃ মিজানুর রহমান, কমরেড সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।




গাংনীতে মাঠে কাজ করতে গিয়ে কৃষকের মৃত্যু

গাংনীতে মাঠে কাজ করার সময় প্রচন্ড গরমে হিট স্ট্রোক করে সিরাজ মন্ডল (৬০) নামের এক কৃষক মারা গেছেন।

গতকাল শনিবার দুপুরের দিকে মাঠে নিজ জমির ধান কাটা মাড়ায় করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তবে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ জোবাইদা ফারজানা জানান, সিরাজ মন্ডল চিকিৎসা দেওয়ার সময় মারা গেছেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সিরাজ মন্ডলের বাড়ি গাংনী উপজেলার আকুবপুর গ্রামে।

স্খানীয়রা জানান, কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা মাড়াই কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার পরিবারের লোকজন।

গত দুই দিন থেকে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,সন্ধ্যা ছয়টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫৭% ছিলো। গত শুক্রবার (২৪ মে) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৪২%।




মুজিবনগরে মোনাখালী ইউপি সদস্যের মৃত্যু

মুজিবনগর উপজেলার ২নং মোনাখালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো: আলাউদ্দীন (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার রাত ১০ টা ১৫ মিনিটের সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মো: আলাউদ্দীন মোনাখালী পূর্বপাড়ার মৃত মজিত মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মো: আলাউদ্দীন হৃদরোগে আক্রান্ত হলে আজ রাত ৮ টা ৩০ মিনিটের সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

মৃত্যুকালে মো: আলাউদ্দীন স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহেী রেখে গেলেন।

মো: আলাউদ্দীনের জানাজার নামাজ আগামীকাল সকাল ৮ টার সময় মোনাখালী মধ্যপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।




অফিসার পদে চাকরি দিবে ওমেরা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ ‘অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড

পদ ও বিভাগের নাম : অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : সর্বোচ্চ ২ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২১ মে, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ২৯ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ফিন্যান্সে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ফিন্যান্সে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : প্রার্থীর অবশ্যই নেতৃত্ব, উদ্যম, সহনশীলতা, ভালো আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : সাপ্তাহিক ছুটি দুদিন, মোবাইল বিল, দুপুরের খাবার, আংশিক ভর্তুকি ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : মবিল হাউস, সিডব্লিউএস(এ) ১৩/এ, গুলশান এভিনিউ, গুলশান-২, বীরউত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২১২