মেহেরপুর-২ আসনের নির্বাচনী তথ্য

মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।

মেহেরপুর-২ (গাংনী):
একটি পৌরসভা ও একটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ২লাখ ৫৫ হাজার ৯২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের মনোনীত ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। রাজনীতির মাঠে তিনি নতুন মুখ। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন দুই বারের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। এছাড়া জাতীয় পার্টির কেতাব আলী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল গণী সোনালি আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: শাহজামালকে (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম রসুল আম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূলত নির্বাচনী প্রচারণা করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের।

এ আসনে একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন মিলে ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।




মেহেরপুর: ১ আসনের নির্বাচনী তথ্য

মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর):
একটি পৌরসভা ও দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার১ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন।

এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন। বর্তমানে তিনি সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তাঁর বিপক্ষে রয়েছেন দুই বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান। তাঁর নির্বাচনী প্রতীক ট্রাক। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে ঈগল পাখি।

এছাড়া জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম আম , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবলু জম ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন মিলেন ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।




প্রকাশ পেলো শাবনূরের ‘রঙ্গনা’র ফার্স্ট লুক

ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় শাবনূর ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী।

তবে তিনটি চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা এ প্রসঙ্গে রহস্যে জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। বললেন—দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’। বর্তমানে শাবনূর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন ।

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

সূত্র: ইত্তেফাক




বিদায়ী ইনিংসে ওয়ার্নারের ফিফটি, হোয়াইটওয়াশ পাকিস্তান

সিরিজ আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিডনি টেস্টে মাঠে নেমেছিল অজিরা। তবে ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন এই অজি ওপেনার। আর ৮ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড পায় পাকিস্তান। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান।

১৩০ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ওপেনার।

এরপর মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার। ফিফটি পূরণ করেন ওয়ার্নার। এই দুই ব্যাটারের ১১৯ রানের জুটিতে ভর করে জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া।

তবে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। এরপর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ২৫ ওভার ৫ বলে দলের জয় নিশ্চিত করে লেবুশানে। ৭৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। এই জয়ে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতংক

মেহেরপুরের গাংনীতে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেগুলো উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সকালে হাটতে বের হয়ে রাস্তায় ৪টি কালো টেপ দিয়ে মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়া হলে তারা বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা সাদৃশ্য বস্তুগুলি রাস্তার পাশে রেখেছিল দুর্বৃত্তরা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিক নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ভোটের এক‌দিন আগে ছু‌টিতে গেলেন এ‌ডি‌সি আব্দুল কা‌দির মিয়া

মায়ের অসুস্থ জনিত কারণ দেখিয়ে ভোটের এক‌দিন আগে ছুটি নিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (‌সা‌র্বিক) আব্দুল কাদির মিয়া।

গতকাল শুক্রবার রাতে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে মেহেরপুর ত্যাগ করেছেন বলে জানা গেছে।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বিষয়টি মেহেরপুর প্রতিদিন কে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক চলছিল। তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফরহাদ হোসেনের সাথে সাথে বিভিন্ন রাজ‌নৈ‌তিক অনুষ্ঠানে অংশ নেওয়াই এ বিতর্ক সৃষ্টি হয়।

এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে এক‌টি অভিযোগ করেছিলেন। ধারণ করা হচ্ছে তারি প্রেক্ষিতে তাঁকে বাধ্যতামূলক ছু‌টি দেওয়া হয়েছে, তবে জেলা প্রশাসক জানিয়েছেন তাঁর মা অসুস্থ। তাই তিনি ছুটি নিয়েছেন, ছুটি শেষ করে চার পাঁচ দিনের মধ্যে তিনি আবার জয়েন করবেন।




আলমডাঙ্গার ঘোষবিলা থেকে ১ বছরের শিশু নিখোঁজ

আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে সাঈদ হোসেন নামের ১ বছরের এক শিশু সন্তান নিখোঁজ হয়েছে। শিশু সন্তানের ফুফুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে চুরি করে অন্যত্র বিত্রি করে দেওয়ার। এ ঘটনায় শিশুর দাদা আকরাম হোসেন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নিখোঁজ শিশু ঘোষবিলা গ্রামের লাঁল মাহমুদের ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে শিশু সাঈদ বাড়িতে খেলা করছিলো। দাদা আকরাম হোসেন ও ছেলে লাঁল মাহমুদ জুম্মার নামাজ পড়তে মসজিদে যান । এসময় শিশুটির ফুফু রুপা খাতুন গোপনে বাড়িতে পৌঁছে শিশু সন্তান সাঈদকে চুরি করে নিয়ে যায়।

অনেকক্ষণ শিশুটিকে না দেখতে পেয়ে তার মাসহ স্বজনরা চারিদিকে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। স্থানীয়রা শিশু সাঈদকে রুপা নিয়ে গিয়েছে বলে জানান।

শিশু সাঈদের দাদা আকরাম হোসেন জানান, গত কয়েক দিন আগে রুপা আমাকে একটি শিশু বাচ্চা বিক্রির জন্য জানায়। আমি তাকে বকাবকি করি। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার কথা কর্ণপাত করেনি।

গতকাল শুক্রবার দুপুরে আমার নাতি ছেলে সাঈদকে গোপনে নিয়ে যায়। যাবার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। পরে, রুপা ও শিশুকে খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে রুপার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছি। থানাপুলিশ ও জামজামি ফাঁড়িপুলিশ অভিযান চালিয়ে ইবি থানাধীন ঝাউদিয়া মাঝপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রুপা শিশু সাঈদকে ঝাউদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের মেয়ে অন্তরার নিকট দিয়েছে বলে স্বীকারোক্তি দেয় । শিশু সাঈদকে উদ্ধার সহ অন্তরাকে আটকে পুলিশের পৃথক টিম অভিযান চালাচ্ছে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়ার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ ছিলো। এছাড়াও সংবাদটি লেখাপর্যন্ত শিশু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত ছিলো।




চুয়াডাঙ্গা ২ আসনে ঢেঁকি মার্কা প্রতীকে জাতীয় পার্টির যোগদান

দর্শনায় চুয়াডাঙ্গা-২ আসনের সতন্ত্র প্রার্থী মীর্জা শাহারিয়ার মাহমুদ লল্টুর ঢেঁকি মার্কা প্রতিকে সমর্থন জানিয়ে দর্শনা পৌর জাতীয় পার্টির নের্তৃবৃন্দের যোগদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত ঢেঁকি মার্কা প্রতিকের অফিসে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের ঢেঁকি মার্কা প্রতিকের সতন্ত্র প্রার্থী মীর্জা শাহারিয়ার মাহমুদ লল্টু’র হাতে হাত রেখে ঢেঁকি মার্কার সমর্থন জানিয়ে দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির ১৫/১৬ জন নেতাকর্মী যোগদান করেন।

দর্শনা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল উদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে উপস্থিত থেকে যোগদান করেন, দর্শনা থানা কমিটির জাতীয় পার্টির সভাপতি নুর জামাল, সহ-সভাপতি ফরহাদ খান শিল্পি, সম্পাদক হায়দার আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, দর্শনা পৌর শাখার সভাপতি এনামুল হক সন্টু, সহ-সভাপতি মজিবর রহমান, যুগ্ন সম্পাদক মাসুদ করিম মিন্টু, প্রমুখ।




চুয়াডাঙ্গা-২ আসনে জাসদের প্রার্থী নির্বাচন প্রত্যহার করে উঠলেন নৌকায়

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) সমর্থিত চুয়াডাঙ্গা জেলা জাসদের সদস্য চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী দেওয়ান মোঃ ইয়াসিন উল্লা মশাল প্রতীক প্রত্যহার করে নৌকায় উঠলেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় দর্শনা পৌর জাসদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন তিনি।

দামুড়হুদা উপজেলা জসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু জানান, ১৪ দলের নীতিগত সিদ্ধান্ত জোট গতভাবে ভোট করা। সেই মোতাবিক আমাদের চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী দেওয়ান মোঃ ইয়াসিন উল্লাহ মশাল প্রতীকে নির্বাচন প্রত্যাহার করেন। আজকের থেকে আমারা নৌকার পক্ষ কাজ করবো।

চুয়াডাঙ্গা-২ আসেন জাসদ (ইনু) মশাল প্রার্থী দেওয়ান ইয়াসিন উল্লাহ জানান,সারাদেশে ১৪ দল জোট গত ভাবে আন্দোলন সংগ্রাম সরকার পরিচালনার ক্ষেত্রে একসাথে কাজ করে আসছে। সামনে জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে আমি নির্বাচনে আগামী নির্বাচনে মশাল মার্কা প্রতীকে নির্বাচন প্রত্যহার করছি। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলী আজগার টগরের সমর্থন করে জাসদের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সহ সম্পাদক গোলাম ফারুক আরিফ, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জাসদের আহবায়ক জাকারিয়া জাকির, কেন্দ্রীয় জাসদের সদস্য আব্দুস সামাদ বিপু।

পরে দর্শনা পৌর জাসদের সভাপতি জুলফিকার হায়দার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমরা পৌর জাসদের দায়িক্তে আছি আমরা কোন কিছুই জানিনা। আমাদেরকে না জানিয়ে প্রার্থীতা প্রত্যহার করেছে। আমরা দর্শনা পৌর জাসদ সমর্থন করিনা বলে অভিযোগ করেন।তিনি আরও বলেন দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু সে তার একক সিধান্তে তার একক প্রার্থী প্রত্যহার করেছে।।দর্শনা পৌর জাসদ কোন রকম এ সমর্থন করে না।




কুষ্টিয়ায় দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে ব্রিফিং

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর কুষ্টিয়ার প্রশাসন আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা ভোট গ্রহণে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে নির্দেশনা দিয়েছেন। এতে জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এরইমধ্যে নির্বাচন গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ সকল বাহিনী প্রস্তুত আছে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ব্যালটসহ নির্বাচনি কর্মকর্তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। দুর্গম তিনটি ইউনিয়নে ব্যালট নিরাপত্তা দিয়ে আগের দিন পাঠানো হবে। থাকবে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে। অন্যসব ব্যালট ভোটের দিন সকালে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হবে।

কুষ্টিয়ার-৪টি আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ২৪৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।