মেহেরপুর-২ আসনের নির্বাচনী তথ্য
মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।
মেহেরপুর-২ (গাংনী):
একটি পৌরসভা ও একটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ২লাখ ৫৫ হাজার ৯২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।
এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের মনোনীত ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। রাজনীতির মাঠে তিনি নতুন মুখ। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন দুই বারের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। এছাড়া জাতীয় পার্টির কেতাব আলী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল গণী সোনালি আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: শাহজামালকে (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম রসুল আম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূলত নির্বাচনী প্রচারণা করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের।
এ আসনে একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন মিলে ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।