চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় গনসংযোগ ও উঠান বৈঠকে রাজ্জাক খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি গণসংযোগ পথসভা মতবিনিময় সভা উঠান বৈঠক অব্যহত রয়েছে।

গতকাল বুধবার সকালে আলমডাঙ্গার খাদিমপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ড ২নং ওয়ার্ড গণসংযোগ ও পথসভা উঠান বৈঠক মতবিনিময় সভা করেন।

এ সময় উঠান বৈঠক গণজোয়ার সৃষ্টি হয় ফ্রিজ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের জনগনের ভাগ্যোর পরিবর্তন ও জেলাকে বেকারত্ব মুক্ত দারিদ্র্যমুক্ত অশিক্ষার অন্ধকারমুক্ত জেলা গড়তে ফ্রিজ প্রতীকে ভোট দিন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে তাই আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন নির্ভয়ে।

পরে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে বিকেলে আলমডাঙ্গা নির্বাচনী অফিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, এ সময় তিনি বলেন চুয়াডাঙ্গার একমাত্র যোগ্য প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সততা, নিষ্ঠা, ধর্মভিরু বিনয়ী স্বভাবের মানুষ তাকে ভোট দিলে চুয়াডাঙ্গাবাসী কেউ আর অবহেলিত থাকবে না, তাই ৭ তারিখে ফ্রিজ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা ত্বারান্নিত করুন।

এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি দেশপ্রেমিক ভোটারদের উদ্দেশ্য বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সুখে দুঃখে সাথী হয়ে আমি আপনাদের সাথে আগামী দিনের রাজনৈতি করতে চাই যে রাজনীতি হবে দুঃখী ও মেহনতি মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থান ও শিক্ষার সমতা ভিত্তিক ন্যায্যতা আদায়ের অধিকার। আমি চেষ্টা করবো অধিকারহীন এই জনপদের মানুষের কল্যাণ কর ভূমিকা রাখার জন্য আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আর্শিবাদে আমার এই সং ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। পরে মুন্সীগঞ্জ, রংপুর,হারদী ,চিংলারুইথনপুরসহ চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা উঠান বৈঠক মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মজনুর রহমান জান্টু, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম, শামিম আহমেদ, টিটু আহমেদ, শাকিল আহমেদ, কামরুজ্জামান, অন্তর, আরিফ, দেলোয়ার, হাসিবুল, সহিদুল ও সাইদুরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




এবার ট্রাকে উঠলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম আর মুকুল

নতুন করে ট্রাকে উঠলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর শাখার ছাত্রলীগের সভাপতি এম আর মুকুল। আজ রাতে মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাকের পথসভায় অংশগ্রহণের মধ্যে দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, জিয়া উদ্দিন বিশ্বাস, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইইআর শাখা ছাত্রলীগের সভাপতি এম আর মকুল, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. আমজাদ আলী, জাতীয় শ্রমিকলীগ মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর মহিলা পৌর আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, সপুরা খাতুন সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ সদরে বিভিন্ন স্থানে ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।




মুজিবনগর ও গাংনীতে দরিদ্র ও অসহায় বৃদ্ধের মাঝে কম্বল বিতরণ

মুজিবনগরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শীত নিবারণের এর উপকরণ কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার আর সকালে পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে, এসব কম্বল বিতরণ করা হয়।

পিএসকেএস এর অডিটোরিয়াম পিএসকেএসের মোনাখালী ইউনিয়নের প্রবীন কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ১ন ওয়াড এর বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, ২নং ওয়াড এর প্রবীণ সভাপতি ইজদান আলী ৩নং ওয়াড এর প্রবীণ সভাপতি অস্কার আলী। আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রহিম আক্তার।

উপকরণ বিতরণ অনুষ্ঠানের শীত নিবারণের জন্য ৭০ জন বয়োবৃদ্ধ মানুষের মাঝে সমস্ত কম্বল বিতরণ করা হয়।

অপর দিকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আজ বুধবার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে ৭৫ জন গরীব অসহায় প্রবীনদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর পরিচালক(কর্মসূচি),মোহাঃ কামরুজ্জামান, এসডিও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারি মোঃ জামিদুল ইসলাম। এ ছাড়াও উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসকেএস এর সম্মানিত সভাপতি মোঃ রমজান আলী।




শীতে গাছের যত্নে

শীতের রুক্ষ-শুষ্ক মৌসুমে বাড়ির আঙিনায়, বারান্দায় বা ঘরের ভেতর গাছের যত্ন নেওয়া নিয়ে বাড়তি দুশ্চিন্তা কাজ করে। তবে ভালো দিকও আছে। কিছুদিনের মধ্যেই শখের বাগান ভরে উঠবে গোলাপ, গাঁদা বা রঙবেরঙের চন্দ্রমল্লিকায়। শীতের শুরুতে বাগান পরিচর্যায় ব্যস্ত হবেন অনেকে। ইনডোর হোক বা আউটডোর প্লান্ট, সাধারণ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে:

.নতুন গাছ বা গাছের চারা কিনে কিনে সঙ্গে সঙ্গে টবে বসাবেন না। মাটি থেকে সতর্কভাবে শেকড়গুলো আলাদা করুন। টবে অর্ধেক মাটি ভরে সদ্য আনা গাছের চারা পুঁতে দিন। গাছের ছেঁড়া বা আধখাওয়া পাতা ছেঁটে দিন। গাছে আগে থেকে ফুল বা কুঁড়ি থাকলে তাও কেটে দিন। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে।

.শীতকাল এমনিতেই শুষ্ক। গাছের কচি পাতায় ধুলাকণা জমে যায় খুব তাড়াতাড়ি। নিয়মিত পানি দেওয়া পর্যাপ্ত নয়। পাতায় পাতায় পানি স্প্রে করুন। পারলে হালকা টিস্যু দিয়ে পাতাগুলো মুছে দিন। গাছের গ্রোথ স্বাভাবিক থাকবে।

.শীতকালীন যেকোনো গাছ পরিচর্যার অন্যতম শর্তই হলো বেশিক্ষণ রোদে রাখা। ফুলগাছ বা সবজির গাছ, দিনে কমপক্ষে ৩-৪ ঘণ্টা রোদ প্রয়োজন। শীতকালীন রোদে তেমন প্রাবল্য থাকে না, যা গাছের ফুল-ফল বাড়তে সাহায্য করে।

.গাছের পাতা তাড়াতাড়ি শুকিয়ে গেলে বা ঝরে গেলে চিন্তা করবেন না। শীতের বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে গাছেরও। ঝরে যাওয়া পাতা টব থেকে সরিয়ে রাখুন। অথবা সেই পাতাই টবের মাটিতে বিছিয়ে রাখুন। শীতে মাটির আর্দ্রতা এমনিতেই কমে যায়। পাতা বিছিয়ে রাখলে সেই আর্দ্রতা অনেকটা বজায় থাকে।

.ইনডোর প্লান্ট বাড়িতে আনলে মাথায় রাখতে হবে আরও কিছু বিষয়। প্রথমত, বাড়ির ভেতরের একটা সমস্যা হলো রোদের অভাব। তাই গাছ যা-ই হোক না কেন, রাখুন খোলামেলা জায়গায়। যেখানে অন্তত এক বেলা রোদ পড়ে। খোলা বারান্দা বা জানালার ধার হতেই পারে আদর্শ স্থান। তবে সরাসরি রোদে বেশিক্ষণ না রাখাই ভালো। খোলা বাতাসে গাছ থাকবে সতেজ।

.শীতকালে গাছ পরিচর্যায় সঠিক সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ইউরিয়া ও পটাশ সমৃদ্ধ যেকোনো সার ফুলের গ্রোথে খুবই কার্যকর।

.পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিন। টবের মাটিতে সপ্তাহে এক দিন সার দিন। মাথায় রাখবেন, সার যেন কখনওই গাছের গোড়ায় না পড়ে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে জাপা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ঝিনাইদহের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা ততই বাড়ছে। আওয়ামী লীগ, সতন্ত্র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা জোরেসোরেই চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা। ৪ টি আসনেই তাদের প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

বুধবার সকালে ঝিনাইদহ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহফুজুর রহমান শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। সেসময় ভোটারদের মাঝে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি দিনভর ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা তিনি নানা শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন।

সেসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আব্দুর রহমান হিমেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার আলী পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ রনি, বিপিএল’র ক্রিকেট খেলোয়াড় নিজাম উদ্দিন মানিকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।




ঝিনাইদহে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

এতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করেন।

জেলার ৪ টি আসনের ২৬ জন প্রার্থীর ১৩০ জন প্রধান এজেন্টকে নির্বাচনে ভোটগ্রহণে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পোলিং এজেন্টদের শপথ করান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।




অভিনয় থেকে তাহসান সরে গেলেন

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান গানের পাশাপাশি ছোট পর্দার অভিনেতা হিসেবেও দর্শকের মন জয় করেছেন। তবে অনেকদিন থেকেই তাকে অভিনয় করতে দেখা যায়না। বর্তমানে গান নিয়েই ব্যস্ততা তার। নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে অংশ নেন তাহসান। কনসার্ট শেষে গণমাধ্যমে কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন তাহসান। এ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন এই গায়ক।

এসময় তাহসান বলেন, বিগত ২০ বছর ধরে কাজ করছি আমি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

অভিনেতা আরও বলেন, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না।

তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প এবং নির্মাতা হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

তাহসান বলেন, বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। যখন আমার গান তাদের ভালো লাগে এবং শুনতে আগ্রহ দেখায়, তখন নিজের ভেতর আনন্দ বোধ হয়।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় ট্রেনে কেটে বৃদ্ধার মৃ*ত্যু

কুষ্টিয়া শহরতলীর জগতি ষ্টেশনের অদূরে ট্রেনে কেটে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে জগতি স্টেশনের কাছাকাছি চেচুয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার আনুমানিক বয়স (৬৫) বছর। বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি)।

থানার এসআই কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি আন্তঃনগর ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলাম ট্রাস্টির মাধ্যমে অজ্ঞাত হিসেবে নিহতের লাশ দাফন করা হবে।




ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নি*হত

ঝিনাইদহে ট্রাক চাপায় পাটকাঠি ব্যবসায়ী চাচা ও ভাতিজা নিহত হয়েছে।আজ বুধবার (৩ জানুয়রি) ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, আজ বুধবার ভোরে সদর উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামের পাটকাঠি ব্যবসায়ী আলী হোসেন (৬০) ও তার ভাতিজা মহিদুর রহমান (২৮) নসিমন নিয়ে পাটকাটী আনতে ফরিদপুরে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। সেসময় পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হয়। পরে তাদের সাথে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে পৌছে দেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, পুলিশ পাঠিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত

মেহেরপুরের শোলমারী গ্রামের একটি আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে এক কৃষক অহত হয়েছেন। আহত কৃষক সোহানুর রহমান সোহান(৩৫) সদর উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আম বাগানে এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তবে ঘটনাস্থলটি মাদকের অভয়ারণ্য হওয়াতে এবং এলাকাটিতে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা থাকাতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরিফ নামের স্থানীয় এক কৃষক বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। পথে হয়জদ্দিনের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছে নিচে পড়ে থাকা দড়ি দিয়ে বাঁধা প্লাস্টিকের একটি ব্যাগে পা পড়ে। এসময় বিকট বিস্ফোরনের শব্দ হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান বলেন, ‘আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। এখনই কোন মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’