মেহেরপুরে স্কুলে স্কুলে বই উৎসব

মেহেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জানুয়ারি) সকালে বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন। পরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে,এবছর মাধ্যমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ৩০ ভাগ ঘাটতি রয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।




ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করনীয়

ফেসবুক আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ব্যক্তিগত তথ্য এমনকি বিভিন্ন মানুষের সঙ্গে আলাপের রেকর্ড এখানেই থাকে। আবার অনেক হিসেবও অনেকে রাখেন ফেসবুকে। তাই ফেসবুক হ্যাক হলেই বিপদ। হ্যাকড অ্যাকাউন্ট থেকে অনেক সময় অনাকাঙ্ক্ষিত এমন অনেক পোস্ট করা হয় যা আপনাকে বিব্রত করতে পারে। সাধারণত দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, ক্ষতিকর লিংকে ক্লিক করার ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে থাকে।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে আপনার ওয়ালে অনাকাঙ্ক্ষিত পোস্ট করার পাশাপাশি অস্বাভাবিক কিছু কার্যক্রম লক্ষ করা যায়। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আপনার প্রোফাইলের অনেক কিছুই বদলে যাবে। আজকাল অনেক পরিচিতদের টাকা ধার চেয়েও নানাভাবে প্রতারণা করা হয়। এসবও আপনার জন্য বিব্রতকর।

অ্যাকাউন্ট হ্যাক হলে
ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ করলে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিতে হবে। দেখে নেওয়া যাক।

পাসওয়ার্ড পরিবর্তন
অনেক সময় একাউন্ট হ্যাক হলেও আপনার পাসওয়ার্ড বদল হয় না। তাই প্রথমেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন। পাসওয়ার্ড পরিবর্তনের জন্য ফেসবুক অ্যাপে গিয়ে ওপরের ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। এরপর প্রাইভেসি শর্টকাটসে গিয়ে অ্যাকাউন্ট সিকিউরিটির নিচে চেঞ্জ ইউর পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

ডিভাইস দেখুন
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার শঙ্কা থাকলে কোন কোন ডিভাইসে আপনার একাউন্ট লগইন করা রয়েছে তা দেখুন। সংযুক্ত যেকোনো যন্ত্র থেকে অ্যাকাউন্টে প্রবেশ করা গেলে, সে যন্ত্র থেকেই অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করতে হবে।

আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচারআইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
ফেসবুকে রিপোর্ট করা
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার শঙ্কা থাকলে তৎক্ষণাৎ রিপোর্ট করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়ে রিপোর্ট করতে হবে।

আইনগত ব্যবস্থা নেওয়া
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিতে হবে। আইনত সুরক্ষা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে হবে। প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি করে নেওয়া ভালো।

সূত্র: রিডার্স ডাইজেস্ট




মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগে পাঠ্য পুস্তক উৎসব ২০২৪ অনুষ্ঠিত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্প ও দারুল আরকাম ইফতেদায়ী  মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পাঠ্য পুস্তক ২০২৪ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ১ জানুয়ারি জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পাঠ্য পুস্তক ২০২৪ উৎসব অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

উক্ত অনুষ্ঠানে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৩০ সেট বই বিতরণ করা হয়েছে।




নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ নেতা-কর্মী আহত

মেহেরপুর-১ সংসদীয় আসনে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর এক নারী কর্মী সহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৩২) ও সাবেক নারী ইউপি মেম্বর মুক্তা খাতুন (৩৭)। পরবর্তীতে উভয় পক্ষ থেকে মুজিবনগর থানায় পাল্টাপাল্টির মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ায় নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি নির্বাচনী অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের (ট্রাক) পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার সমর্থকরা।

শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামান সহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমাতে বলে। এ সময় তাদের উপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে আহত হয় ডালিম, তেলা শেখ, শহিদুল ইসলাম পেরেশান ও মুক্তা খাতুন নামের এক নারী। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, নৌকার অফিসে প্রথমে হামলা করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছি।

জানা গেছে, নৌকা প্রতীকের সমর্থকদের পক্ষ থেকে, খায়রুজ্জামান লাভলু (৪০), বাদী হয়ে মামলা করেছেন শহিদুল ইসলাম পেরেশান(৪৩), খালেদুজ্জামান খাঁন ডালিম (৪৭), জুয়েল রানা (৩২) সাজেদুর রহমান সাজু (৩৮), ভোমন্ড আলী(৫০), কোমর উদ্দিন সেলিম (৫০), মোঃ আশিক (৩৫), মমিনুল ইসলাম(৪৫), শিহাব খাঁ (৩০), তেলা (৪০), জমিরুল ইসলাম হিরা (৫০), সাদেক খান (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে নৌকার অফিস ভাঙচুরসহ তাকে হত্যা চেষ্টার অভিযোগ এ মামলা করেছে।

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। পথসভায় এমন হামলা মেনে নেয়া যায় না। আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। মুজিবনগর থানায় ঘটনাটির জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানাবো।

ট্রাক প্রতীকের সমর্থকদের পক্ষে খালেদুজ্জামান খাঁন ডালিম বাদী হয়ে মুজিবনগর থানায় রকিব (৪৫), মোঃ রাশি (২৮), মোঃ লাবলু (৩৫), পিতা-রুহুল আমিন মোল্লা, ডাবলু মোল্লা (৪২), খাদেম মোল্লা (৩৮), ডাবলু শেখ (৪১), জহর উদ্দিন (নাডু),মশরেক মোল্লা (৩৮), তাহাজুল ইসলাম মধু (৩৬), মোছাঃ তকলিমা খাতুন (৩৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হামলার অভিযোগে মামলা করেছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থক ডালিম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১২ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে এবং নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থক ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মুজিবনগর থানায় দুইটি মামলা দায়ের করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান আছে।




মহাজনপুর ইউনিয়নে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার রাতে মেহেরপুরের মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নুর সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




নতুন বছরে ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমায় আসা শবনম বুবলী এখন বেশ আলোচনায় থাকেন। এর পরে করেছেন অনেক সিনেমা। মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা এই চিত্রনায়িকাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়া চাইলেন বুবলী।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী বলেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।

যোগ করে ওই পোস্টে বুবলী বলেন, ২০২৪ সালেও সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

এদিকে, বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‌‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

সুত্র: যুগান্তর




মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের র‍্যালি

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থীবীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের র‍্যালি অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকালে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ডে থেকে র‍্যালিটি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কোর্ট মোড়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালি উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মধ্যস্থাতায় আরবিয়া ফিরে পেলো তার সুখের সংসার

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাার বকশীপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা মোছাঃ আরবিয়া খাতুন এর সাথে একই থানার বেগেরখালী গ্রামের দুলালের ছেলে মোঃ শিপন এর ইসলামী শরিয়া মোতাবেক ১৫ বছর পূর্বে বিবাহ হয়।

সংসার জীবনে মেয়ে জীম ও ছেলে জীবন(৬) নামে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আরবিয়া খাতুন ও স্বামী শিপনের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে আরবিয়াকে তার স্বামী শিপনসহ বাড়ির লোকজন মারপিট করে সন্তানসহ তার পিতার বাড়িতে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।

এক পর্যায়ে মোছাঃ আরবিয়া খাতুন তার স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, অভিযোগটি তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’ এর মাধ্যমে আজ রবিবার দুপুরে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত পুলিশ সদস্যরা তাদের উভয়কে বোঝানোর চেস্টা করেন। উইমেন সাপোর্ট সেন্টারের সহায়তায় মোছাঃ আরবিয়া খাতুন ও শিপন সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়।

এভাবে পুলিশ সুপার চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছাঃ আরবিয়া খাতুন ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তানরা ফিরে পেল পিতৃস্নেহ।




রাজনীতি এক দাবার খেলা

আমরা বাঙালী সব হুজুগে মাতাল
কোন, না বুঝে রাজনীতির দাবারই চাল।
দল নিয়ে করে আমরা মাতামাতি
শুধু, পড়ে পড়ে খাই মার কিল ঘুসি
পুলিশের লাঠি চার্জ বুটের লাথি।।
ওরে, চারটে খানিক কথা নয়
বুঝা রাজনীতি।
রাজনীতি সেতো হলো রাজার নীতি,
জনতাকে পক্ষে রাখতে স্বজন প্রীতি।
আমরা, বুঝিনে তাই হয় যে
করুণ পরিণতি।
সিংহাসনে থাকে দেখো রাজা বসে
মন্ত্রী ঘোড়া গজ বোড থাকে পাশে।
আর, সামনে থেকে বড়ির হয়
দেখো, যতো ক্ষতি।
রাজনীতি মানে এক দাবার খেলা,
ঘোড়ার চাল করে যেজন অবহেলা।
দেখো, বন্দী হয়ে যায় তখন
তার, রাজা মন্ত্রী।
ঘোড়ার আড়াই লাফ যেজন বোঝে,
রাজনীতি করা কেবল তারই সাজে।
কভু তো, দাবাতে হাবা হলে
তার, থাকে না গতি।
নাজনীতি মানে হলো টাকার নেশা,
ক্ষমতা নিজ হাতে পাওয়ার আশা।
আবার, কোটিপতিও হওয়া যায়
সব যে, রাতারাতি।




জীবননগরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

জীবননগর শীতাত প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে সীমান্ত ইউনিয়নের শতাধীক প্রবীণদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকতা মোঃ মিজানুর রহমান,সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারন সম্পাদক আজিজুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন সীমান্ত ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম বকুল।