চুয়াডাঙ্গায় দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্য ডিসি সাহিত্য মঞ্চে দুইদিন ব্যাপি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল, কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে ২৫টি স্টলে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর মধ্যদিয়ে আজ সকাল সাড়ে নয়টার সময় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বিজ্ঞান মেলার উদ্দেশ্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলা এবং মানুষের মাঝে বিজ্ঞানের কল্যাণ-অকল্যান সম্পর্কে ধারণা দেওয়া। পরিশেষে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থী খুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতের কাণ্ডারী হিসেবে এ দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।




স্নাতক পাসে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম

ট্রানজেকশন মনিটরিং

পদের নাম

অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

পদসংখ্যা

নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়েই) আবেদন করতে পারবেন।

বেতন

আলোচনা সাপেক্ষে।

বয়স

নির্ধারিত নয়।

কর্মস্থল

যেকোনো স্থান।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এই লিংকে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময়

২৫ মে ২০২৪।

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে আলফা লাইফ ইন্সুরেন্সে ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত

ঝিনাইদহে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ মে) সকাল থেকে ঝিনাইদহ আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের সেলস্ অফিসের হলরুমে এই কনফারেন্স ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে প্রতিষ্ঠানের সিইও কাম ম্যানেজিং ডিরেক্টর নুরে আলম সিদ্দিকী অভি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেণ উপ-পরিচালক (ট্রেনিং) সাজেদুল বারী, ঝিনাইদহ এরিয়ার সেলস ম্যানেজার হুমায়ন কবীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেলস ম্যানেজার টিপু সুলতান। দুই শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজার এ কনফারেন্সে অংশ গ্রহন করেন। কফারেন্সে প্রধান অতিথি তার বক্তব্যে বীমা গ্রাহকদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন এবং গ্রাহকদের কাছে বাড়তি কোন প্রতিশ্রুতি না দিয়ে সবসময় সত্য কথা এবং প্রকৃত সুবিধার কথা তুলে ধরতে হবে। কোম্পানির প্রডাক্টস্ সম্পর্কে গ্রাহকদের ভাল ভাবে বুঝাতে হবে এবং সময় দিতে হবে তাহলে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সে মানুষ বীমা করবে আপনারাও আর্থিক ভাবে সুবিধা ভোগ করবেন।




বাংলাদেশে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে দেশের স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন-নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।

আনুষ্ঠানিক এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। পাশাপাশি, ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দেবে প্রতিষ্ঠানটি।

প্রথম পর্যায়ে সারা দেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একইসাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দেবে ওয়ানপ্লাস বাংলাদেশ।

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই, দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দেব।

স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র মধ্য দিয়ে ক্রমান্বয়ে বাংলাদেশে তৈরি ফাইভজি স্মার্টফোনের বিস্তৃত সমাহার নিয়ে আসবে ওয়ানপ্লাস।

বুধবার (১৫ মে) থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে। মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‍্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; আর বাংলাদেশে যাত্রা শুরু করার মধ্য দিয়ে আমাদের এই লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করবো, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

দেশের সকল প্রযুক্তিপ্রেমী মানুষের জন্য স্মার্টফোন প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের সকল পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। এছাড়া, ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫মে) সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

এতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদি হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা যেন তামাকের প্রতি কোনো ভাবেই আকৃষ্ট না হয় সেই দিকে সকল শিক্ষকদের নজরদারী রাখতে হবে। তামাক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তামাক গ্রহণে মানুষের শরীরের জন্য মারাত্বক ক্ষতির কারণ। তামাক গ্রহণের ফলে ক্যান্সারের মত মারাত্বক রোগ শরীরে বাসা বাঁধতে পারে। যে কারণে তামাক সেবন থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।

প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশ নেয়।




পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর পেলো আইরিশ তারকারা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি জোরদার করছে।

বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ড সফর করেছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে বাবর আজমদের সঙ্গে দারুণ পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ব্যাপক উন্নতি হয়েছে আইরিশ তারকাদের।

তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২-১ ব্যবধানে হারে। সিরিজের দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকে চমকে দেয় আইরিশরা।

সিরিজের তিন ম্যাচে ১২৮ রান করে ছয়ধাপ এগিয়ে ৫৩তম পজিশনে উঠে এসেছেন আইরিশ তারকা অ্যান্ড্রু বালবির্নি। তার মতো উন্নতি হয়েছে সতীর্থ হ্যারি টেক্টরের। তিনি সিরিজে ৯৮ রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৬৯তম পজিশনে উঠে এসেছেন।

পাকিস্তানের ওপেনার ফখর জামান প্রথম ম্যাচে ২০ রান করলেও দ্বিতীয় ম্যাচে খেলেন ৭৮ রানের ইনিংস। চারধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫৭তম পরিজশনে।

তিন ম্যাচে ২ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৫২তম পজিশনে উঠে এসেছেন ইমাদ ওয়াসিম।

তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজোয়ান ৭৬১ এবং ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ এবং তৃতীয় পজিশনে আছেন। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঝিনাইদহে যশোর জোনের পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে বিনামূল্যে ৭’শ দরিদ্র ও অসহায় মানুষের প্রথমিক চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৫মে) সকাল থেকে পিএমকে’র সদর শাখায় স্বাস্থ্য কার্যক্রম এর ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে প্রথমিক চিকিৎসা, ঔষধ ও পাওয়ার চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএমকে’র যশোর জোনের উপ-পরিচালক ফিরোজ আল মামুন।

এছাড়াও প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মনিরুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফয়েজুন নেছা (রুনু), মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাহিদ হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ লিমন মিয়াসহ পিএমকে’র ঝিনাইদহ এরিয়া ম্যানেজার হারুনার রশিদ, সদর শাখা ব্যবস্থাপক মোঃ দেলশাদ আলী, যশোর জোনের আইটি অফিসার রোমান মিয়া, জোনাল একাউন্ট অফিসার সাইফুল ইসলামসহ শাখার সকল স্টাফগণ।




মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ।

একই সঙ্গে রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে আমিন মিষ্টান্ন ভান্ডারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা আদায়

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আমিন মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী রাশেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি অফিসার মশী উর রহমান, মেহেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও গাংনী থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই, মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিপননের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

উল্লেখ্য, আমিন মিষ্টান্ন ভান্ডারে একই অভিযোগে এর আগে জেলা ও গাংনী উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে একাধিকবার জরিমানা আদায় করা হয়েছে। প্রতিবারই তাকে নিয়মনীতি ও পরিস্কার পরিছন্ন উপায়ে মিষ্টি ও দই তৈরী সংরক্ষণ ও বিপননের নির্দেশনা দিলেও নিয়মনীতি পালন করেন না তিনি।




ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের (৬০) এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার(1 দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন চাঁচড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাটছিলেন। সেসময় ট্রেন আসলেও তিনি লাইন থেকে সরেননি। ফলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে চাচড়া এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।