সরাসরি এশিয়ান ট্যুরে খেলতে পারবেন না সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের নিয়ম অনুযায়ী সাধারণত বছর শেষে অর্ডার অব মেরিটের সেরা ৬৫তম স্থানে থাকা গলফাররাই সরাসরি খেলার সুযোগ পান। কিন্তু এবার সেই সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের গলফের পোস্টারবয় সিদ্দিকুর রহমান। কারণ এবার তিনি বছরটা শেষ করেছেন ৯১তম হয়ে। এটা সিদ্দিকুর রহমানের ক্যারিয়ারে সবচেয়ে বাজে পারফরম্যান্স।

এজন্য আগামী বছর চাইলেই সরাসরি তিনি এশিয়ান ট্যুরের কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। তবে এটা সম্ভাবনা রয়েছে। সেটা নির্ভর করছে ৩৯ বছর বয়সী সিদ্দিকুর যদি আয়োজকদের কাছ থেকে ওয়াইল্ডকার্ড পান তাহলে খেলতে পারবেন।

২০১০ সালে ব্রুনাই পেন জয়ের পর থেকে আর কখনো এশিয়ান ট্যুর মিস করেননি। ১৩ বছরে বিভিন্ন দেশের ১২টা খেলায় অংশগ্রহণ করেছেন সিদ্দিকুর, যোগ্যতার বলে। এবার প্রথম ট্যুর কার্ড হারালেন তিনি। এশিয়ার বড় মঞ্চ থেকে ছিটকে গেলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে তাইওয়ানে অনুষ্ঠিত তাইওয়ান গ্লাস তাইফং ওপেনের দুই রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে থাকলেও সিদ্দিকুর শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। খেলা শেষ করেছেন ২১তম স্থান হয়ে। শেষ দুই রাউন্ডে সিদ্দিকুর খুব বাজে খেলেছেন। সেটাই সিদ্দিকুরের জন্য খারাপ সংবাদ কিংবা দেশের গলফের জন্য বাজে সংবাদ আনল।

আগামী বছরটা কেমন যাবে, তা নির্ভর করছে সিদ্দিকুর কতটা ভালো পারফরম্যান্স করতে পারেন তার উপর। এশিয়ান ট্যুর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে সিদ্দিকুর রহমান জানিয়েছেন যেটা চলে গেছে সেটা নিয়ে তিনি ভাবছেন না। ট্যুর কার্ড নিয়ে ভাবলে উলটো চাপে পড়ে যাবেন। চাপ নিতে চাইছেন না। তিনি বলেছেন, ‘আমি ট্যুরকার্ড নিয়ে চাপ নিতে চাই না। আপাতত খেলাটা উপভোগ করতে চাই।’




চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সাইদুরকে শোকজ

অসুস্থতা জনিত ছুটি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সাইদুর রহমানকে স্বপ্রনোদিত শোকজ করেছে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি। সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মৃত ফরাতুল্লাহ্’র ছেলে।তিনি চুয়াডাঙ্গা জেলা পল্লী সঞ্চয় অফিসের মাঠ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই স্বপ্রণোদিত শোকজ করেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তর সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। কমিটি জানতে পারে মোঃ সাইদুর রহমান রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পল্লি সঞ্চয় ব্যাংকে মাঠ সহকারী কর্মকর্তা। তিনি চুয়াডাঙ্গা জেলায় কর্মরত। তবে অসুস্থতাজনিত ছুটি নিয়ে মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন। কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সরকারী কর্মচারী হয়েও নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ (৩) লঙ্ঘন করেছেন। আগামী ১ জানুয়ারি সকাল ১১ টার সময় তাকে স্বশরীরে মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।




মুজিবনগরে নৌকা ও ট্রাক সমর্থকদের সংঘর্ষে ৫ নেতা-কর্মী আহত

মেহেরপুর-১ সংসদীয় আসনে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকার প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক নারী সহ ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩),বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড সদস্ আব্দুর রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৩২) ও সাবেক নারী ইউপি মেম্বর মুক্তা খাতুন (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ায় নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের (ট্রাক) পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার সমর্থকরা। শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামান সহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমাতে বলে। এ সময় তাদের বাগ বিতান্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আহত হয় আব্দুর রকিব, ডালিম, তেলা শেখ, শহিদুল ইসলাম পেরেশান ও মুক্তা খাতুন নামের এক নারী। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আহত সাবেক মহিলা ইউপি সদস্য মুক্তা খাতুন বলেন, তকলিমা মেম্বারের ভাই লাবলু পেরেশান ভাইকে আটক করে মারধর করছিলো। আমি বলতে গেলে বলে তুই কেন ট্রাক করছিস বলে আমাকে গলা টিপে ধরে বড় দা দিয়ে মেরেছে।

বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড সদস্ আব্দুর রাকিব বলেন আমরা আমাদের অফিসে বসে ছিলাম নির্বাচনের বিষয়ে আলাপ করছিলাম এই সময় ট্রাক সমর্থক পেরেশানের নেতৃত্বে কয়েকজন এসে আমাদের অফিসে হামলা চালায় চেয়ার ভাংচুর করে। এ সময় আশেপাশের লোকজন এসে তাদেরকে ধরে আটকে রাখে পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, নৌকার অফিসে প্রথমে হামলা কর হয়েছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। পথসভায় এমন হামলা মেনে নেয়া যায় না। আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানাবো।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’




দর্শনা কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনা

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজগার টগরের নৌকা প্রতিকের সমর্থনে কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় গণ সংযোগ করেছেন।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরু’র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট।

এ আলোচনা শেষে প্রচারনা ও গণ সংযোগে অংশনেয় সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, ক্যাশিয়ার আব্দুল কুদ্দুস, সদস্য শরিফুল ইসরলাম, মাহমুদুল হাসান রকি, কামরুল হাসান লোমান, মাজেদুল ইসলাম ডাবলু, মজিবর রহমান, নুরুল ইসলাম, জহিরুল ইসলাম, বাবুল আক্তার, সেলিম খান, আমিনুল ইসলাম, বাবর আলী, সাহেব আলী শিকদার, হারিজুল ইসলাম, ইদ্রিস আলী, সাজ্জাদ, আজাদ, প্রমুখ।




দর্শনা বাড়াদী সীমান্তে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ ১৫ দিন পর ফেরত

চুয়াডাঙ্গার দর্শনার বাড়াদি সীমান্তে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
আজ শনিবার বিকেল ৫টার দিকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি- বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে নিহত বাংলাদেশী দু’যুবকের লাশ গ্রহণের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দর্শনা পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার আ: রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বেকারাস্তা পাড়ার সাজেদুর রহমান ওরফে সাইদুল ও একই পাড়ার খাঁজা মঈনুদ্দিনসহ ৫/৬ জন সঙ্গবদ্ধ গরু চোরাকারবারি গত ১৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার পর দর্শনার কামারপাড়া-বারাদি সীমান্তের পূর্বপাড়া-মাঝেরপাড়া কাঠেরপোল মাঠ নামক স্থান দিয়ে ৮২/২ এস মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারত অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ কলাবাগান নামক স্থান গোবিন্দপুরে অবস্থান করে। ওই দিন দিবাগত গভীর রাতে চোরাকারবারিরা ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন ৩২ গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখি হয়। এসময় বিএসএফ দল চোরাকারবারীদের লখ্য করে কয়েক রাউন্ড গুলি ছুরলে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

সাজেদুর রহমান ওরফে সাজ্জুল (৩৫) ও খাঁজা মইনুদ্দিন (৪৫) নামের দুই গরু চোরাকারবারি। ঘটনার পরদির রোববার সকালে ভারতের গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ দুটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনার পর লাশ ফেরত চেয়ে বিজিবি-বিএসএফকে পত্র দিলেও বিএসএফ তাতে সারা না দেয়ায় লাশ ফেরত পাওয়া যায়নি। এদিকে গত বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা বাড়াদি সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আইনী জটিলতার কারণে নিহতের লাশ গ্রহণ করা হয়নি বলে জানান বিজিবি। ফলে লাশ নিয়ে ফিরে যায় বিএসএফ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান ৮২ পিলারের কাছে কৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপেন সরকার লাশ হস্তান্তর করলে আমি দর্শনা থানা ওসি হিসেবে লাশ দুটি গ্রহণ করি।

সন্ধ্যারপর লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেয়া হয়। এ সময় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (এডি) মো: হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেস নারায়ণ উপস্থিত ছিলেন।পরে দর্শনা থানা পুলিশ সন্ধার দিকে মৃতদ্বয়ের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর কার্যক্রম সম্পূর্ন করে। এসময় নিহত সাজেদুরের লাশ সনাক্ত ও সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন চাচাতো ভাই জুয়েল রানা আব্দুল।নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবারের লোকজন ও স্বজনদের কান্নায় গ্রামেন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।গতকালই তাদের লাশ রাত ৮ টার দিকে গ্রামেন একই কোবরস্থানে লাশ দুটি সম্পর্ন হয়েছে।




 মুজিবনগরে প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা

মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি  প্রফেসর আব্দুল মান্নানের মুজিবনগর উপজেলায় ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেমস স্বপন মল্লিক, মেহেরপুর জেলা তাঁতীলিগের সভাপতি সুবাদ আলী, মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদা কাঁঠাল তলায় ঈগল প্রতীকের পথসভা অনুষ্ঠিত

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠাল তলায় চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সবাইকে নিয়ে একটা অংশগ্রহণ মূলক নির্বাচন চান। যার কারনে এবারের নির্বাচনে সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। আমি যদি এমপি হতে পারি তাহলে এমপি হয়ে নয় সেবক হয়ে চুয়াডাঙ্গা ২ আসনের মানুষের বেকার সমস্যা দূর করা হবে। একজন এমপি কে কোটি কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। আমি চুয়াডাঙ্গা ২ আসনের বেকার জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করবো। এই আসনে কেউ বেকার থাকবে না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার সাধারণ জনগণের জন্য প্রচুর পরিমানে বাজেট দেয়। প্রচুর ভাতা প্রদান করা হয়। সরকার এতো পরিমানে মানুষের জন্য বরাদ্দ দেয় যে, সঠিক ভাবে যদি তা মানুষের মাঝে দেওয়া হতো তাহলে মানুষের কষ্ট থাকতো না। এসব না করে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। সংসদ সদস্য হতে হলে দেশপ্রেম থাকা লাগে। প্রতারণা করার জন্য আমি আপনাদের সামনে আসিনি। আপনারা যদি বেকার এলাকা মুক্ত চান, আপনারা যদি প্রতারণা মুক্ত এলাকা চান তাহলে আমার ঈগল মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নূর হাকিম এর ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঈগলের হাউলী ইউনিয়ন নির্বাচনী অফিসের উদ্যগে কাঁঠাল তলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি শুরু হলে কিছু ক্ষনের মধ্যে তা জনসভায় পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আসা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতাকর্মী ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় দুই স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের হামলায় নৌকার সমর্থক আহত

আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে ঈগল ও ফ্রিজ প্রতীকের সমর্থকদের হামলায় নৌকার সমর্থক ইউপি সদস্য আনিছুর রহমান (৩৭) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৮) আহত হয়েছে।

আজ শনিবার সকালে নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে এঘটনা ঘটে। আহত অবস্থায় জেসমিন খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ইউপি সদস্য আনিছুর রহমান স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

ইউপি সদস্য আনিছুর রহমান অভিযোগ করে বলেন, আমরা চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সমর্থক। প্রতিবেশি আব্দুর রশিদ নৌকা প্রতীকের পক্ষে কাজ করলেও লুকিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার সমর্থক হিসেবে কাজ করছে বলে জেনেছি। তার দুই ছেলে তরুণ ও তপন ঈগল প্রতীকের সমর্থক হিসেবে কাজ করছেন। আব্দুর রশিদের বড় ভাইয়ের ছেলে হাসান ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ. রাজ্জাক খানের সমর্থক। যেহেতু জানা মতে আব্দুর রশিদ নৌকার সমর্থক তাই শুক্রবার সন্ধ্যায় আব্দুর রশিদ সহ উপস্থিতদের সামনে `নিজের ঘর আগে সামলিয়ে তারপর নৌকা প্রতীকের ভোট চাইতে হবে’ এমন কথা বলি। এরপরই আব্দুর রশিদ, তার দুই ছেলে ও ভাস্তের সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। তারপর যে যার মত চলে যায়।

আনিছুর রহমান আরও বলেন, আজ (শনিবার) সকালে হঠাৎ আব্দুর রশিদের দুই ছেলে, তার ভাস্তেসহ ৩০-৪০ জন লোকজন নিয়ে আমার উপর হামলা করে কিল-ঘুষি দিয়ে আহত করে। আমার স্ত্রীকেও লাঠি দিয়ে হাতে আঘাত করেছে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। আমি খুব বেশি আহত না হলেও আমার স্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ওই নারীর হাতের কব্জি ফোলা এবং কালো স্পট আছে। এক্স-রে করার পরামর্শ দিয়েছি। তারপর বলা যাবে আঘাতের পরিমান।

আহত জেসমিনের বড় বোন সাজেদা পারভিন জানান, আমার দেবর ইউপি সদস্যসহ আমরা নৌকার ভোট করি। আর যারা জেসমিনকে মেরেছে তারা ঈগল প্রতীকের সমর্থক। গতকাল শুক্রবার আমার দেবর তাদের বলে আমার কাছে টাকা দিয়ে ঈগল ও ফ্রীজ প্রতীকের ভোট কেন করছো। এ নিয়ে দুপক্ষ হুমকি ধামকি দেয়। এরই জের ধরে আজ সকালে ঈগল প্রতীকের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে আমার বাড়িতে এসে দেবরকে কিল-ঘুষি দিয়ে আহত করে। তার স্ত্রীকে চুল চেপে ধরে মাটিতে ফেলে লাথি মারতে থাকে এবং লাঠি দিয়ে আঘাত করে। এসময় জেসমিনের গলায় একটি স্বর্ণের চেইন নিয়ে নেই।

এ বিষয়ে জানতে ঈগল প্রতীকের স্বতন্ত প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা এবং ফ্রীজ প্রতীকের স্বতন্ত প্রার্থী রাজ্জাক খানের ব্যক্তিগত নাম্বারে কল করা হলেও তারা রিসিভ করেননি।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউপি সদস্য আনিছুর এবং তার প্রতিবেশি চাচা আব্দুর রশিদ দুজন-ই নৌকার পক্ষে। আবার ওই চাচার দুই ছেলের মধ্যে একজন ঈগল অপরজন ফ্রিজ প্রতীকের পক্ষে। তাদের মধ্যে কার কতজন লোকজন আছে এ নিয়ে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর সঙ্গে মহিলারাও যোগ দেয়। এতে ইউপি সদস্যের স্ত্রী হাতে লাঠির আঘাতে আহত হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলেও মৌখিক অভিযোগ করে। মামলা করলে তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




কোটচাঁদপুরে সাপ্তাহিক দিগন্তবাণী ১৪তম বর্ষ পদার্পণ অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার ১৪তম বর্ষে পদাপর্ন উপলক্ষে আজ (শনিবার) কোটচাঁদপুরে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাঃ শাহ জামানের সভাপতিত্বে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন সাবেক সরকারি কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মহসীন আলী।

বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর আলীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওঃ আসাদুজ্জামান শের আলী,স্থানীয় পৌরসভার প্যানেল মেয়র মোঃ জাহিদ হোসেন,কবি ও স্থানীয় ইতিহাস লেখক মোঃ আশরাফ উদ্দিন,সাবেক খাদ্য কর্মকর্তা কাজী আব্দাস সালাম, জাতীয় পার্টি উপজেলা সভাপতি আব্দুল মাজেদ,কলেজ শিক্ষক (অব:) মাওঃ মোঃ অলিয়ার রহমান, কলেজ শিক্ষক মোঃ আলতাফ হোসেন শিক্ষক মোঃ লিয়াকত আলী,শিক্ষক ও আলোর দিগন্ত কোচিং সেন্টার পরিচালক সিলভিনা পারভিন কেকা,শিক্ষিকা পারভিন আক্তার,ব্যবসায়ী মনোজ কুমার শ্মর্মা,মোঃ আজমল হোসেন জোয়ার্দ্দার,সাংবাদিক মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ বাশার,রমজান আলী,রেজাউল ইসলাম রেজা,সাহেব আলী মাতুব্বর,জিজি,নাসিফ আব্দাল্লাহ মোহাম্মদ এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আরিফ হোসেন।




বামন্দীতে সংসদ নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

আমরা সবাই মুক্তিযোদ্ধা, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন মন মালিন্য, গ্রুপিং, দলাদলি যেন সৃষ্টিনা হয়। সে বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাংনী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।

গাংনী উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন এবং উপস্থিতিতে বামন্দীস্থ অনুপম চাইল্ড স্কুল চত্তরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন থানাকমান্ডার মোঃ মখলেছুর রহমান ফটিক।

বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোজ্জামেল হকের সভাপতিত্বে এ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ যোগ্য ব্যাক্তিকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সচেতনভাবে ভোট প্রদান করতে হবে। তবে এ ভোট প্রদানের জন্য নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ তৈরী করা যাবে না। মুক্তিযোদ্ধাদের ঐক্য এবং সম্মান অক্ষুন্ন রাখতে হবে। কোন ভাবেই কোন রেশারেশি সৃষ্টি করা যাবে না। আপনারা সবাই সাবালক এবং সচেতন মানুষ। নিজেদের ভালো সর্ম্পকে আপনারা সজাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন। তার প্রতি আস্থা এবং সম্মান রেখে আপনারা প্রার্থী বাছাই করে নেবেন।

প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান বলেন, আমার জন্ম স্থান এই গাংনী উপজেলায় পৈত্রিক নিবাস কুমারীডাঙ্গা গ্রামে। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকলেও গাংনীর সুখ দুঃখে আমি সাথে আছি। আপনারা বিভক্ত থাকবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যাকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তিনি গাংনীর উন্নয়নে কাজ করবেন।

কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তাহাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাকি, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুলহুদা।