কুষ্টিয়ার মাসুদ বিড়ি ফ্যাক্টরিতে হানিফের নির্বাচনী পথসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মাহাবুব উল আলম হানিফের নির্বাচনী পথসভা আজ সকালে বড়বাজার মাসুদ বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান।

মোহাম্মদ শাহাদ আলী বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাসুদ বিড়ি ফ্যাক্টরি শ্রমিক নেতা মোহাম্মদ আকমান হোসেন, মোহাম্মদ হানিফ প্রামাণিক, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, মোঃ মুসা আলী খান, সংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সমাজকল্যাণ সম্পাদক খমিনি আহমেদ জেলা যুবশ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন।

প্রধান অতিথি আতাউর রহমান আতা তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সকল ভোটার কে ভোট কেন্দ্রে তাদের উপস্থিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং জননেতা জনাব মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার জনপদের মানুষের জন্য কল্যাণমূলক কার্যক্রম করেছেন সেগুলা তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, জননেতা মাহবুব আলম হানিফ আগামীতে এমপি নির্বাচিত হলে কুষ্টিয়া শহরকে স্মার্ট শহরে রূপান্তরিত করার কার্যক্রম শুরু করবে।

প্রধান বক্তা আমজাদ আলী খান বলেন, জননেত্রী শেখ হাসিনা মাহবুব উল আলম হানিফকে নৌকার প্রতীক দিয়ে কুষ্টিয়া সদর ৩ আসনে পাঠিয়েছেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যারা ভোটকে বাঁধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র করছে এদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন এবং শ্রমিকদের স্থানীয় সমস্যাগুলো নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন নির্বাচনের পরে বিষয়গুলি সমাধান করার জন্য আশ্বাস দেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) । প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: ৩৮ বছর।

কর্মস্থল

নওগাঁ

বেতন

আলোচনা সাপেক্ষে

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

০৬ জানুয়ারি ২০২৪

সূত্র: বিডিজবস।




মেহেরপুর-১ আসনে নৌকা প্রার্থী ফরহাদ হোসেনের পথসভা

মেহেরপুর-১ আসনের নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুড়িপোতা ইউনিয়নে পথসভা করেছে।

শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মনোনীত নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এছাড়াও এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.ইব্রাহিম শাহিন,আইন বিষয়ক সম্পাদক ও বিজ্ঞ পিপি অ্যাড.পল্লব ভট্টচার্য, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহজাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিছুর রহমান,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল হোসেন (ভনা) প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে বিক্রয়, ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর নামক জায়গায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। ওই এক্সকাভেটরের মালিক মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান রঞ্জু। সে একই ইউনিয়নের কুমারী গ্রামের ফারাজি পাড়ার শহিদুলের ছেলে।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামে গত ১ সপ্তাহ যাবৎ ধান চাষের জমিতে পুকুর খননের নামে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলেন। এভাবে মাটি কাটায় আশপাশের বেশ কয়েকটি ফসলি জমি হুমকির মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ দেন। এর ভিত্তিতে শুক্রবার দুপুর ১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক্সকাভেটরের মালিক হাবিবুর রহমান রঞ্জুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক্সকাভেটর তুলে ফেলা হয় ।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ জানান, জরিমানার পাশাপাশি এক্সকাভেটরের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে।




হোয়াটসঅ্যাপ ওয়েব হবে রিভ্যাম্পড

মোবাইলের পাশাপাশি কম্পিউটার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ওয়েব এক্সটেনশন বহুল জনপ্রিয়। হোয়াটসঅ্যাপে অনেক বদল আনা হলেও এবার বদল আনা হচ্ছে এক্সটেনশনে।

নতুন আপডেটে সাইডবারে আনা হবে অনেক পরিবর্তন। এমনকি ডার্ক মোডেও আনা হচ্ছে বদল। শুধু তাই নয়, ওয়েব ক্লায়েন্ট থেকেই সরাসরি এখন ইউজার নেইম তৈরি করা যাবে। অর্থাৎ পিসিতেও এখন পাওয়া যাচ্ছে পূর্ণ স্বাধীনতা।

ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েব ক্লায়েন্ট নামক নতুন ফিচারের মাধ্যমে এখন সবাই পাসওয়ার্ড না দিয়ে নিরাপদেই ওয়েবে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন। ইউজাররা তাদের ইউজার নেমও যখন ইচ্ছে বদলাতে পারবেন।

ডার্ক থিম এমনভাবে বদলানো হবে যাতে চোখে বাড়তি চাপ না পড়ে। আর সাইডবারের পরিবর্তনে ব্যবহার করার সুবিধাও বাড়বে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




ফুটবল সম্রাটকে হারানোর এক বছর

২০২২ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লম্বা সময় কিডনি এবং প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে রুটিন চেকআপের অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তবে সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি কিংবদন্তি এই ফুটবলারের। শারীরিক অবস্থার অবনতি হলে ২০২২ কাতার বিশ্বকাপে তার জন্য প্রার্থনায় বসেন ভক্তরা। পেলে বিশ্বকাপ ফাইনাল দেখে যেতে পারলেও নতুন বছরের আগে বিশ্বকে কাঁদিয়ে চলে যান পেলে।

ফুটবল সম্রাটের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য তাকে চেনেনি বিশ্ব। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচনী প্রতিশ্রুতি এবং নৌকা প্রতীকের সমর্থকদের দ্বারা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের প্রার্থী মহুল বলেন আমি নির্বাচনে একটি শান্তিপূর্ণ পরিবেশ চেয়েছিলাম কিন্তু দিনকে দিন নৌকা প্রতীকের সমর্থকরা বেপরোয়া ভাবে আমাদের সমর্থকদের উপরে হামলা মামলা অব্যাহত রেখেছে।

এপর্যন্ত আমাদের ৫০জন কর্মী সমর্থককে মারধর করে অহত করেছে। অনেকে এখনো ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া নির্বাচনী অফিস, প্রচার মাইক, ব্যবহৃত গাড়ী এবং সমর্থকদের বাড়িতে পর্যন্ত হামলা করেছে। এবিষয়ে ১৬টির মত মামলা হয়েছে। এসময় তিনি আহতদের ছবি, ভিডিও চিত্র এবং কিছু আহতদের সরাসরি দেখান। তিনি বলেন সবচেয়ে দুঃখ জনক ব্যাপার হলো ঝিনাইদহ সদর থানার ওসি সাহেবের নিকট অভিযোগ দিলে তা সহজে আমলে নেন না অথচ আমদের সমর্থকরা কাউকে না মারলেও একটি কাউন্টার মামলা নেন এবং তাতে গ্রেপ্তার করেণ। এপর্যন্ত আমার কোন কর্মী কারও গায়ে আজও হাত দেয়নি। অথচ তাদের মামলার সংখ্যা আরও বেশী। বিয়য়টি অত্যন্ত দুঃখ জনক। প্রশাসনের এরুপ ভূমিকা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমার বিশ্বাস হয়না । তবে তিনি বলেন দু এক দিনের মধ্যে বিজিবি. র‌্যাব এবং আর্মি মাঠে নামলে পরিবেশের উন্নতি হবে এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ভয়ের কোন কারণ নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ অন্যান্যরা।

এসব বলার আগে সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন আমি কিছু পরিকল্পনা নিয়ে ঝিনাইদহে নির্বাচন করতে এসেছি। আমি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হয়েও স্বতন্ত্র ভোট করছি কারণ আমার এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি, পিছিয়ে রয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবার ভোট সবার জন্য উন্মুক্ত হবে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনিই এমপি হবেন। কোন সহিংসতা চলবে না এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু এবং উৎসব মূখর। এই কারণে আমি নির্বাচনে এসেছি আমার পরিবার দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে আছেন এবং এই ঝিনাইদহের উন্নয়নের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, খেলার মাঠ এগুলো নির্মান করা বা সংস্কার করা খুবই সহজ ব্যাপার তাছাড়া মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন এগুলো ঝিনাইদহের নির্বাচিত সংসদ সদস্যরা একত্রিত হয়ে কাজ করলে খুব সহজেই স্থাপন করা সম্ভব। তিনি আরও বলেন আমার বড় চ্যালেঞ্জ এই ঝিনাইদহে রেল লাইন স্থাপন করা। তিনি বলেন আমি নির্বাচিত হলে রেল লাইনের স্থাপনের সাথে সাথে এই এলাকার মানুষের সাথে একে অপরের যে সম্পর্ক আগে ছিল তা নষ্ট হয়ে গেছে আমি সেটা আবার পুনঃস্থাপনে কাজ করে যাব।

তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এসময় তিনি বলেন আমাকে এবং আমার পরিবার নিয়ে যে বিভ্রান্ত মূলক তথ্য দিয়ে আসছে তা অদৌও সত্য নয়। আমার বাবা ভাষানী ন্যাপ করতেন এবং একবার সংসদ নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন। এছাড়া আমি বিএনপি’র সাবেক সভাপতি মসিউর রহমানের এমপি’র বিরুদ্ধে ২০০৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলাম কিন্তু নির্বাচন স্থগিত হয়েছিল নাহলে আমি সেবারও নির্বাচিত হতাম। এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান এবং আগামী ৭জানুয়ারি জাতীয় সংসস নির্বাচন অবাধ সুষ্ঠু এবং উৎসব মূখর পরিবেশে যেন হয় সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।




মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় নি*হত ১

মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন (৩৮)।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোকারম হোসেন এসিআই ফুড এর বিক্রয় প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। মোকারমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব । তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী লোকাল বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোকারম। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামুন্দি বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে গাংনী থানার এস আই আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।




মেহেরপুরে সড়কে স্বঘোষিত ভিআইপিদের দাপট

মেহেরপুর জেলায় সড়কে যত্রতত্র শোনা যায় সাইরেন ও হুটারের তীব্র শব্দ। লক্ষ্য করলে দেখা যায় জরুরি প্রয়োজনে যেসকল যানবহনে সাইরেন ব্যবহারের নিয়ম রয়েছে, এগুলো সেটা না। উঠতি বয়সের ছেলেরা মোটরসাইকেলে এবং একটু বিত্তশালী পরিবারের ছেলেরা প্রাইভেট কার ও জিপে এগুলো ব্যবহার করছে। শুধু তাই নয় মেহেরপুর জেলার রেন্ট এ কার ব্যবসায়ীদের প্রায় ৮০ শতাংশই তাদের গাড়িতে হুটার ও সাইরেনের ব্যবহার করে। সাইরেন ও হুটারের শব্দ শুনলে মানুষ ওইসব বাহনকে দ্রুত চলাচলের সুযোগ করে দেয়। এতে একদিকে যেমন শব্দ দূষণ বাড়াচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিরূপ প্রতিক্রিয়ার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণাতেও এ ধরনের কর্মকাণ্ড জেলা জুড়ে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সাইরেন ও হুটার ব্যবহার করে গ্রামাঞ্চলে নির্বাচন কেন্দ্রিক অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে বলেও অনেকে মন্তব্য করছেন।

প্রকৃত ভিআইপি ব্যতীত পুলিশ, ফায়ার সার্ভিসের গাড়ি ও রোগীবাহী এম্বুলেন্সে সাইরেন ব্যবহারের নিয়ম রয়েছে। অথচ সম্পূর্ণ বেআইনিভাবে সাইরেন ব্যবহার করা হচ্ছে মোটরসাইকেল বা কালো গ্লাসে ঢাকা দামি কোনো গাড়িতে। এ যেন নিজেদেরকে স্বঘোষিত ভিআইপি বলে প্রকাশ করার ঔদ্ধত্য ।

এভাবে শহরের প্রতিটি মোড়ে মোড়ে সাইরেন ও হুটার বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করছে স্বঘোষিত ভিআইপিরা। বিশেষ করে উঠতি বয়সের তরুণরা এ ধরনের গাড়িগুলো চালিয়ে বা রেস করে বিকৃত আনন্দ খুঁজে পায়। এছাড়া কতিপয় কিশোররাও নিজের মোটরসাইকেলে সাইলেন্সার পাইপ খুলে বিকট শব্দ তৈরি করে আতঙ্ক ছড়ায়। এদের কেউ কেউ আবার জীবজন্তুর অদ্ভুত আওয়াজের ডিজিটাল হর্ণ ব্যবহার করে। রাস্তায় চলন্ত গাড়ির ঠিক পেছনে পৌঁছেই অথবা জনসমাগম স্থলে পৌছানো মাত্র বিকট শব্দ ছড়ানো হর্ণ বাজিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে তটস্থ করে দিচ্ছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান মেহেরপুর প্রতিদিনকে বলেন, ‘অবৈধ হুটার ও সাইরন নিয়ন্ত্রণে আমরা দু-একদিনের মধ্যেই কঠোর অভিযানে নামবো। ইতিমধ্যে আমরা জেলা ট্রাফিক বিভাগের মাধ্যমে সকলকে সচেতন করেছি। এবার আমরা জরিমানা ও আটকসহ সর্বোচ্চ কঠোর হব। আমাদের এই কার্যক্রম শুধু নির্বাচন কেন্দ্রীক সীমাবদ্ধ থাকবে না। বরং পথচারী ও চালক উভয়ের সুরক্ষা নিশ্চিত করা সহ সকলকে যথাযথ ট্রাফিক আইন মেনে চলতে আগামীতে বাধ্য করা হবে। ‘




মেহেরপুরে চাঁদবিলে টিসিবি পণ্য কান্ড

মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে টিসিবির পন্য নিয়ে ঘটে গেছে তুলকালাম কান্ড।

গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সৈয়দ হাবিবুল্লাহ সহ আরো কয়েকজন অভিযোগ করে বলেন বিনা কার্ড টিসিবির পন্য বিতরণের মাধ্যমে নৌকায় ভোট চাওয়া হচ্ছে। একই সাথে নারীদেরকে একটি করে শাড়ি উপহার দেয়া হচ্ছে।ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম ও তার ছেলে ৩ নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিক টিসিবির পণ্য ট্রাক থেকে নামিয়ে তাদের বাড়িতে মজুদ রেখে ভোট চাওয়ার জন্য বিতরণ করছে।

ঘটনা শুনে সেখানে গণমাধ্যম কর্মীসহ মেহেরপুর সদর উপজেলার এসিল্যান্ড মাঝহারুল ইসলাম ও সদর থানার ওসি শেখ কনি মিয়া উপস্থিত হন।

সরজমিনে দেখা যায় সেখানে তারা কিছু চাল, এক প্যাকেট মসুর ডাল ও ২ লিটার তেলের একটি বোতল জব্দ করে রেখেছে। তারা অভিযোগ করে অনেকেই সেখান থেকে চাল ডাল শাড়ি নিয়ে যাচ্ছে শুনতে যেয়ে তিন নম্বর ওয়ার্ডের ওহাবের স্ত্রী শামসুন্নাহারের কাছ থেকে চাল, মসুর ডাল ও টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল কেড়ে নেন।

শামসুন্নাহার মেহেরপুর প্রতিদিনকে জানান, তিনি তারিকের বাসায় কাজ করেন। এবং টিসিবি পন্য কেনার জন্য তিনি তাকে ৪৭০ টাকা দিয়েছিলেন। ঐ পন্য নিয়ে বাড়ি ফেরার পথে পন্যগুলো তার কাছ থেকে কেড়ে নেন হাবিব।

একপর্যায়ে সেখানে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ও সদর উপজেলা এসিল্যান্ড উপস্থিত হন। তারা উপস্থিত সকলের বক্তব্য শুনে পন্যগুলো জব্দ করেন। তবে এসময় সদর এসিল্যান্ড ও পুলিশ গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারনে বাধা দিলে হঠাৎ কিছু উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান ভিডিও ধারনে কোন বাধা নেই। পরবর্তীতে এসিল্যান্ড মাঝহারুল ইসলাম আবারো বলেন মোবাইল কোর্টের কার্যক্রমের ভিডিও ধারন করা যায় না। তিনি আরও বলেন রিটার্নিং কর্মকর্তা টিসিবি ডিলারসহ সব পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত ও মোবাইল কোর্টের রায় জানাবেন।