ঝিনাইদহে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে শহরের আরাপপুরে আমেরিকা প্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ফোরাম ৮৬ এর আর্থিক সহযোগিতায় এলাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কম্বল বিতরণ করেন। সকালে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সেসময় দৈনিক বীরজনতা পত্রিকার সম্পাদক আর্মিজা শিরিন আক্তার এ্যামি, এলাইভ’র প্রতিষ্ঠাতা মেহেদী মাসুদ উপদেষ্টা এ্যাড. ফারহানা তানি রেশমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন এলাকার ৫০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।




আগুন সন্ত্রাস থামছে না, দুই মাসে ২৯০ যানবাহনে আগুন

টানা হরতাল অবরোধের নামে যানবাহনে ও স্থাপনায় আগুন লাগিয়ে ভীতি তৈরি করা যেনো থামছেই না। রবিবারেও সকাল সন্ধ্যা অবরোধের মধ্যে আরেকটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ নিয়ে ২৮ অক্টোবরের প„র থেকে ২৯০ টি অগ্নিসংযোগের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এদিকে দৈনন্দিন কাজ করতে বের হওয়া সাধারণ মানুষ বলছেন, ‘ভয়ভীতি দেখিয়ে ঘরে বন্দি করে রাখতে পারবে না। আমাদের কাজ করে খেতে হয়। তাদের নিজেদের ক্ষমতায় যাওয়ার লোভে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের ভয় দেখানোর দিন শেষ। শ্রমজীবী মানুষ কাজের জন্য রাস্তায় নেমে যাওয়ায় কবে হরতাল আর কবে অবরোধ সেটা বুঝতেই পারবেন না।’

রবিবার রাজধানীর পোস্তগোলা এলাকায় সালাউদ্দিন পাম্প এর পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বেলা ২টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয় ।

এর আগে সকালে রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৯০টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।

এর আগে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়। গুলিস্তানে রজনীগন্ধা, কলাবাগানে শিকড় ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দিনের বেলায় ঢাকায় পিকেটারদের কোনো তৎপরতা থাকছে না। তবে সন্ধ্যার পর থেকেই নগরীর এখানে ওখানে যানবাহনে আগুনের খবর আসছে। প্রথম এক দুইদিন রাজধানী ঢাকায় সড়কে মানুষ কম নামলেও পরে কর্মস্থলে যেতে বাধ্য হয়েছে।

গত ২৮ অক্টোবর থেকে বিএনপি সহিংসতা শুরু করেছে। সেদিন থেকে নিয়মিতভাবে বিএনপি-জামায়াত ও তাদের জোটের কিছু বামদল হরতাল-অবরোধ পালন করছে। এসময়ে বিএনপি হরতাল-অবরোধ দিয়ে বাসে ট্রাকে যানবাহনে আগুন দিয়েছে সবজিবাহী ভ্যানে আগুন দিয়েছে, রেলে আগুন ধারাবাহিকভাবে দিয়েছে- এসব আগুন সন্ত্রাস করে এখন বিএনপি-জামাত ও তাদের জোটরা আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না।




মাটির পাত্রের ‍উপকারিতা

আগেকার দিনে খাবার রান্না ও সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো। বর্তমানে আমরা কাচ, অ্যালুমিনিয়াম কিংবা লোহায় বানানো পাত্র ব্যবহার করি।

এক গবেষণায় জানা গেছে, রান্নার জন্য ধাতব উপাদানে বানানো এসব পাত্রের তুলনায় মাটির তৈরি পাত্র অনেক স্বাস্থ্যকর। এসব পাত্রে রান্না করা হলে খাবারের আসল স্বাদ ধরে রাখে, ফলস্বরূপ খাবারটি আরও সুস্বাদু হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে, শুধু স্বাদের জন্যই মাটির পাত্র বেছে নেওয়ার একমাত্র কারণ নয়। জেনে নেই কি কি কারণে মাটির পাত্র ব্যাবহার করা উচিত।

খাবারকে স্বাস্থ্যকর করে তোলে
মাটির পাত্র তৈরিতে ব্যবহৃত কাদামাটি প্রকৃতিতে ক্ষারীয় বলে পরিচিত, যা খাবারের অ্যাসিডের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং পিএইচ স্তরকে নিরপেক্ষ করে। ফলে খাবার সহজে হজম হয় এবং এর পুষ্টি অক্ষত থাকে।

তেল লাগে কম
মাটির পাত্রে রান্নার সময় তেল কম লাগে। ধীরগতিতে রান্না ও তাপ নিরোধক হওয়ায় এটি খাবারের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

স্বাদ ও গন্ধ অটুট রাখে
খাদ্যের পুষ্টিমান বজায় রেখে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ন রাখে বা বাড়িয়ে দেয় মাটির পাত্র। অন্যান্য উপাদানের তৈজস দিয়ে এটা সম্ভব নয়।

কাচের পাত্র থেকে ভালো
কাচের পাত্র ব্যবহারে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এটার পড়ে ভেঙে গেলে হাত-পা কাটার সম্ভাবনা থাকে। সেদিক দিয়ে মাটির পাত্র অনেক বেশি নিরাপদ। এটা থেকে শরীর কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

দুগ্ধজাত খাবারের জন্য উপযুক্ত
মাটির পাত্র দুধ ও দুগ্ধজাত খাবার সংরক্ষণের জন্য খুবই নিরাপদ। এর কারণ হলো মাটির একটি শীতল প্রভাব রয়েছে এবং এটি দুধকে টক হতে বাধা দেয়। এছাড়া যখন মাখন এবং দইয়ের মতো খাবার মাটির পাত্রে রাখা হয়, তখন এটি একটি সুগন্ধ দেয়, যা তাদের সম্পূর্ণ তাজা করে তোলে। আজকাল অনেকেই কাপে চা-কফি পান করতে পছন্দ করেন, কারণ এটি তাদের স্বাদকে অনন্য করে তোলে।

তাপ প্রতিরোধী
উচ্চ তাপে মাটির পাত্র রাখলেও তা ভেঙে যায় না। মাটির পাত্রগুলো উচ্চতাপে পুড়িয়ে বানানো হয় বলে এটি অনেকটা তাপপ্রুফ হয়ে ওঠে। তা ছাড়া এটি তাপ প্রতিরোধী বলে পরিচিত। এগুলো আপনার খাবারকে দীর্ঘ সময়ের জন্য গরম রাখতে পারে

মাইক্রোওয়েভ প্রুফ
বেশির ভাগ মাটির পাত্রই মাইক্রোওয়েভে ব্যবহার করা যায়। মাইক্রোওয়েভে মাটির পাত্র রাখলে উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এলে কোনো ক্ষতিকর গ্যাস বের হয় না, যা প্লাস্টিকের ক্ষেত্রে ঘটে।

মেটাবোলিজম ঠিক রাখে
আমাদের শরীরে মেটাবোলিজম ঠিক রাখতে মাটির পাত্র ব্যাবহারে খুবই উপকার পাওয়া যায়। মাটির পাত্রে একধরনের ইলেকট্রন থাকে যেটি শরীরের জন্য উপকারী। যে কারণে মাটির পাত্রে রাখা পানি পান করলে শরীরে মেটাবলিক রেট বাড়তে থাকে।

টক্সিন দূর করে
শরীরে টক্সিক কেমিক্যালের মাত্রা কমাতে সাহায্য করে মাটির পাত্রে রাখা পানি। লোহা, স্টিল কিংবা প্লাস্টিক জাতীয় পাত্রে পানি রাখলে সেখান থেকে নানা ধরনের দূষিত পদার্থ ঢুকতে পারে শরীরে। তবে মাটির পাত্রে পানি রাখলে সেটি সম্ভব নয়। শরীরের অ্যাসিড দূর করতেও কাজ করে এটি।

গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান
যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা নিয়মিত মাটির পাত্রে রাখা পানি পান করতে পারেন। এটি বেশ ভালো কাজ করে। যারা একটু বয়স্ক, তারা পানি পানের ক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করুন। এতে শরীরের অনেক সমস্যার সমাধান মিলবে।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে টগরের মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা জীবননগরে দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে আজ রোববার সকালে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর এমপি।

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর ইসলাম মাষ্টারের সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মতবিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথী হিসেবেত উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাজী আলী আজগার টগর এমপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দিলু,সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথীর বক্তব্যে এমপি টগর বলেন,জাতীর এই শেষ্ঠ সন্তানরা যদি ৭১ সালের যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহন না করতেন তাহলে আমরা এই স্বাধীন রাষ্ট্র কখনোই পেতাম না। কিন্তু দেশ স্বাধীনের পর অনেক দলই সরকার গঠন করে রাষ্ট্রিয় ক্ষমতায় ছিলেন। অনেক সময় পেরিয়ে গেলেও দেশের এই সূর্য সন্তানদের দিকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউই কিন্তু ফিরেও তাকায়নি। মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস,সন্মানিত ভাতাসহ অনেক অনেক সন্মানে সন্মানিত করেছেন। তাই জননেত্রীকে আবারও ক্ষমতার রাখতে বিএনপি জামাতের সকল অপশক্তিকে রুক্ষতে সকল মুক্তিযোদ্ধাদের একত্রিত হয়ে আর একবার যুদ্ধে নামার অনুরোধ করেন।




শাকিবকে ‘টম ক্রুজ’ বললেন কোর্টনি কফি

প্রথমবারের ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ শিরোনামে এ ছবিটির শুটিং করতে ঢাকায় এসেছিলেন তিনি। কয়েকদিনের শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ‘রাজকুমার’ সিনেমাতে শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোর্টনি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কোর্টনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল।

সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

এছাড়া অভিনেত্রী জানান, বাংলাদেশে এসে তার ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাওয়ার সময় নিউ মার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন তিনি।

সেইসঙ্গে এও জানান, বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৮ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।

সূত্র: ইত্তেফাক




আমঝুপি স.প্রা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমানের মৃত্যু

আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান(৮০) মৃত্যু বরণ করেছেন।

আজ রবিবার দুপুর ১২ টার সময় বার্ধক্য জনিত নানা জটিলতায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় ছেলে রেখে গেছেন।

তিনি গন্ধরাজপুর মসজিদ কমিটির সাবেক সভাপতিও ছিলেন ছিলেন।

খলিলুর রহমানের পরিবার থেকে জানানো হয়েছে আজ রাত সাড়ে নয়টায় গন্ধরাজপুর গোরস্থানের পার্শ্ববর্তী মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।




মুজিবনগরে বড়দিন উপলক্ষে উৎসবের আমেজ

রাত পোহালেই ২৫ শে ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় উৎসব শুভবড়দিন, এ দিন জেরুজালেম এর বেথেলহেমে মা মারিয়ার গর্ভে জন্ম নিয়ে ছিল যীশুখ্রিষ্ট।বড়দিন উপলক্ষে রংবেরং এর বর্ণিল সাজে সেজেছে মুজিবনগর এলাকার খ্রিষ্টান পল্লীগুলো, বিরাজ করছে উৎসবের আমেজ দুরদুরান্ত থেকে নাড়ির টানে এলাকায় ফিরছে খ্রিষ্টান সম্প্রাদায়ের মানুষ আশেপাশের অন্য সম্প্রাদায়ের মানুষের মাঝেও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। খ্রিষ্টান পল্লীর পাড়ার মোড়ে মোড়ে যিশু খ্রিষ্ট বেথেলহেমের যে গোয়াল ঘরে জন্ম গ্রহন করেছিল তার আদলে তৈরি করা হয়েছে গোশালা।

আজ রবিবার দিবাগত রাত থেকে শুরু হবে মূল উৎসব। মুজিবনগর উপজেলায় সবচেয়ে বেশি খ্রিষ্টান সম্প্রাদায়ের লোক বাস করে বল্লভপুর ও ভবেরপাড়া গ্রামে।

বড়দিন উপলক্ষে বাগোয়ান ইউপি সদস্য বল্লভপুর গ্রামের মি: বাবুল মল্লিক জানান বড়দিন উপলক্ষে ডীনারির অন্তরর্গত চার্চ গুলোতে ব্যাপক আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার সন্ধা সাড়ে ছয়টা থেকে গীর্জায় প্রার্থনা, আনন্দ ফুর্তি, নাচ গান এবং গোশালা গুলো উদ্বোধণ করা হবে এবং ২৬ তারিখে থেকে বল্লভপুর খেলার মাঠে ১শত বছরের ঐতিহ্য ৭দিন ব্যাপি আনন্দ মেলা অনুষ্ঠিত হবে। বড় দিনের নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করছেন, প্রশাসনের পাশাপাশি চার্চ ও মেলা কমিটিও নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্হা গ্রহন করেছে।

বল্লভপুর প্যারিস ইম্মানূয়েল চার্চের পুরোহিত রেভারেন্ট মৃত্যুঞ্জয় মন্ডল, জানান যীশু খ্রিষ্টের জন্মদিন শুভবড়দিন উপলক্ষে ইম্মানূয়েল চার্চের নিয়ন্ত্রনাধীন চার্চগুলোতে ব্যাপক আয়োজন করা হয়েছে। গীর্জাগুলো বর্ণীল সাজে সাজানো হয়েছে। আগামীকাল সোমবার রাত ৮ টার সময় খ্রিষ্ঠযাগ এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে এবারের শুভ বড়দিনের মনসুর মুক্তিদাতার জন্মগ্রহণে বাক্য মাংসে মূর্তিমান।

বাগোয়ান ইউপি সদস্য ভবের পাড়া গ্রামের সিবাস্তিন মল্লিক জানান বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করছেন এবং খ্রিষ্টান সম্প্রাদায়ের মানুষ সহ সকল ধর্মালম্বীর মানুষ আমাদের সাথে সর্বাত্তক সহযোগীতা করছে।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার আজগর আলী বলেন বড়দিন উপলক্ষে সরকারি সহায়তা হিসাবে উপজেলার ১৭টি চার্চ কে ৫ শত কেজি করে ঘরে চাউল দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে সাম্প্রদায়িক সম্প্রীতির সহিত সকল অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, বড়দিন উপলক্ষে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হয়েছে। তিনি নিজেও বিভিন্ন এলাকা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

উপজেলার প্রত্যেকটি গীর্জায় সার্বক্ষনিক পোশাক পরিহিত অবস্থায় পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের টিম কাজ করে যাবে। প্রতিবারের ন্যায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্হ্যবিধি মেনে খ্রিষ্টান সম্প্রাদায়ের মানুষ সতস্ফুর্ত ভাবে নিরাপত্তার মধ্যে যাতে বড়দিনের অনুষ্টান পালন করতে পারে প্রশাসনের পক্ষথেকে সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




এসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (নারায়ণগঞ্জ) ।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে। শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

নারায়ণগঞ্জ

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৮ জানুয়ারি ২০২৪।

সূত্র : বিডিজবস




অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নোমান

ইনজুরি যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। প্রথম টেস্টের আবরার আহমেদ ইনজুরিতে ছিটকে যাওয়ায় দলে যোগ করা হয় স্পিনার নোমান আলীকে। তবে এবার ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হচ্ছে না তার।

গতকাল পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘হঠাৎ করে গুরুতর পেটে ব্যথা অনুভব করেন নোমান আলী। তারপর তাকে স্ক্যান করা হলে তার অ্যাপেন্ডিসাইটের ব্যথা বলে জানান ডাক্তাররা।’ গতকাল সকালে তার অস্ত্রোপচার করা হয়। এবং সেটা সফল ভাবে সম্পূর্ণ হয় বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়। নোমান আলী পরিবর্তে সাজিদ খানকে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে বলে জানা যায়।

পাকিস্তান সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১৫টি টেস্টে সবগুলোতেই হেরেছে। এর আগে এশিয়া কাপে ইনজুরিতে পড়েন পাকিস্তান দলের নিয়মিত পেসার নাসিম শাহ এবং বিশ্বকাপ চলাকালীন সময় ইনজুরিতে পড়ে দলের আরেক পেসার হারিস রউফ। তাই দলের এই দুই নিয়মিত বোলার না থাকায় অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্টে শাহীন আফ্রিদি জুটি বেঁধেছে অভিষিক্ত দুই বোলার আমের জামাল এবং শাহজাদের সঙ্গে। সেই সঙ্গে পাকিস্তানের ব্যাকআপ বোলারদের মধ্যে রয়েছে হাসান আলী, মীর হামজা এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামবে দুই দল।

সূত্র: ইত্তেফাক




দেবাশীষের বিরুদ্ধে চেক চুরির মামলা,পুলিশ প্রতিবেদন প্রত্যাখ্যান মৃদুলের

চেক ডিজঅনার হওয়াতে উকিল নোটিশ পাঠানোর পর দেবাশীষ কুমার বাগচির বিরুদ্ধে উল্টো চেক চুরির মামলা করেছিলেন শহীদ সরফরাজ হোসেন মৃদুল। এছাড়া আগেই চেক উদ্ধারের জন্য ফৌঃ কাঃ বিঃ আইনের ৯৮ ধারাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৪৯২/২০২৩ নং মামলাটি করেছিলেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানার ওসি তদন্তকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত বুধবার (২০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে তদন্তকারী কর্মকর্তা আদালতে সার্চ ওয়ারেন্ট সম্পন্ন করে চেক পাওয়া যায় নাই মর্মে প্রতিবেদন দাখিল করে। এসময় মৃদুল তার আইনজীবের মাধ্যমে পুলিশ প্রতিবেদনের প্রতি নারাজি জানান।

এসময় আদালতে মৃদুলের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার আব্দুল মতিন, কে এম নুরুল হাসান, নাজমুল হুদা ও এস এম আমানুল্লা আল আমান। এবং দেবাশীষ বাগচীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল।

মৃদুলের আইনজীবীরা আদালতে বলেন ‘আমরা চেক উদ্ধারের মামলা করেছি, প্রথমে এই বিষয়ে তদন্ত হবে। তারপর তদন্ত প্রতিবেদন আসলে সার্চ ওয়ারেন্টের আদেশ হবে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত না করে সার্চুয়ার ইন করে এই প্রতিবেদন দেয়ায় প্রতিবেদনটি সঠিক হয় নাই। ঘোড়ার আগে গাড়ি চলে গেছে। এজন্য আমরা পূর্ণ তদন্ত দাবি করছি।’

এ সময় দেবাশীষের আইনজীবী খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল সময়ের আবেদন করে বলেন তার মক্কেল অনিবার্য কারণবশত আদালতে হাজির হতে পারেন নাই। তিনি সময় প্রার্থনা করেছেন। এবং মৌখিকভাবে বলেন যে চেকটি উদ্ধারের জন্য মামলা করা হয়েছে সেটি দিয়ে মেহেরপুর সদর আমলি আদালতে এন আই এক্টের ১৩৮ ধারাতে একটি মামলা করা হয়েছে। তাই ওই চেক উদ্ধারের জন্য এই মামলা করে কোন লাভ নাই।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুঃ তানভীর হাসান রুমান এ সময় উভয়পক্ষের বক্তব্য শুনে মৃদুলের আবেদন মঞ্জুর করে পুনরায় অন্য কোন কর্মকর্তা দ্বারা তদন্ত করতে পুলিশকে নির্দেশ প্রদান করেন।

ইতোপূর্বে গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মেহেরপুরের সোডাপ মিলনায়তনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুলের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে পাওনা টাকা ও ন্যায়বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি দিয়েছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেবাশীষ কুমার বাগচি মনু।

সে সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেবাশীষ কুমার বাগচি মনু বলেছিলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান এবং আমি নিজেও বর্তমানে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পারিবারিক সূত্রে বহু বছর যাবৎ ঠিকাদারি ব্যবসা করে আসছি। সে ধারাবাহিকতায় ২০১৫ সালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করি।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩৫টা নির্মাণকাজ সম্পূর্ণ করেছি। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা। ২০২১ সালের প্রথম দিকে যৌথ ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে তার সঙ্গে আমার মূলধন ও লভ্যাংশসহ আনুমানিক দুই কোটি ৫০ লাখ টাকার বেশি পাওনা হয়। প্রাপ্য টাকা না পেয়ে আমি, আমার ও তার পরিবারের লোকজনসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দকে অবহিত করি।

এক সময় সবার হস্তক্ষেপে ২০২৩ সালের জানুয়ারিতে আমার সঙ্গে হিসাব করতে রাজি হয়। আমি হিসাবে বসতে বললে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে। একপর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে তখন সে মৌখিকভাবে এক কোটি ৮০ লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করে এবং আমাকে চলতি বছরের জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় যেতে বলে। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিংরোড সাহাবুদ্দিন প্লাজার ওসিস কফিশপে বসে আমাকে ২৪ জুলাই তারিখ দিয়ে রূপালি ব্যাংক মেহেরপুর শাখার এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করে। আমি চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। এক সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে।

যেখানে লেখা আছে, গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কিন্তু ওই চেক ব্যাংকে জমা দেওয়ার দিনই চেকদাতা শহীদ সরফরাজ মৃদুল চেকটি হারিয়ে গেছে বলে মেহেরপুর থানায় একটি মিথ্যা জিডি করে, যার নম্বর ১২৭৫। এর পর থেকে সে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে এবং আমি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় জাত তুলে গালাগাল করে। আমি নিরুপায় হয়ে গত ৩০ আগস্ট শহীদ সরফরাজ হোসেন মৃদুলের নামে একটি আইনি নোটিশ পাঠাই। একই দিন আমার বিরুদ্ধে সে আদালতে একটি পিটিশন মামলা করে। ওই মামলার কারণে ১ সেপ্টেম্বর আমার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়।

বর্তমানে আমি ও আমার পরিবার হুমকির মধ্যে রয়েছি। আমি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে আমাকে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমাকে দেওয়া চেক ছিনিয়ে বা প্রশাসনিক ক্ষমতায় নিয়ে নেওয়া হলে এবং আমি ন্যায়বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।’

উক্ত সংবাদ সম্মেলনটিতে মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।