কোটচাঁদপুর পল্লীতে পানের ক্ষেতে থেকে গৃহবধূর লাশ উদ্ধার

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার সময় বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ সালমা খাতুন (২৭) আর শুক্রবার সকালে কোটচাঁদপুরে পল্লীর বাড়ির পাশের পানের ক্ষেতে খোঁজ মিললো গৃহ বধূর মৃত দেহ। খবর পেয়ে শুক্রবার দুপুরে কোটচাঁদপুর থানা পুলিশ গৃহবধুর মৃত দেহ উদ্ধার করেছেন।

জানা যায়,গেল ২০ বছর আগে তরিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় আমার বোন সালমা খাতুনের। দুই ছেলে মেয়ের জনক তারা। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৭ টা বাজে। এ সময় আমার বোন সালমার মেয়ে মোবাইল করে বলেন, তোমাদের বোন কার সঙ্গে চলে গেছে। সে সময় থেকে আমরা চিন্তিত ছিলাম। রাতে ভাল করে ঘুমও হয়নি আমাদের। শুক্রবার সকালে জানতে পারি সালমার মৃত্যুর খবর।

কমলা অভিযোগ তুলে বলেন,আমার বোনাই তরিকুল ইসলাম তাকে মেরে ফেলেছেন। বিয়ের পর থেকে বোনাই বোনকে অত্যাচার করেন। কয়েক দিন আগে ও বোন কে মারার জন্য সারা পাড়া দৌড় করিয়েছেন। আমরা তাঁর বিচার চায়। সালমা খাতুন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডের খলসি গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে।

স্বামী তরিকুল ইসলাম বলেন,বিকেলে ছেলেকে নিয়ে বাজারে গিয়ে ছিলাম। এরপর রাত ৮ টার দিকে বাজার থেকে বাড়ি এসে জানতে পারলাম সে বাড়ি নাই। সে সময় আশে পাশে খোজ করি। কিন্তু না পেয়ে বাসায় ফিরে আসি।

তিনি বলেন,আমার সন্দেহ ছিল সালমা কারোর সঙ্গে চলে গেছে। কারন আমি জানতাম সে বারবাজারের একজনের সঙ্গে কথা বলেন। সে মোতাবেক শুক্রবার সকাল তাকে খোঁজ করতে বের হই বাড়ি থেকে । পরে বেলা ১১ টার সময় মোবালের মাধ্যমে জানতে পারি তাঁর মৃত্যুর সংবাদ।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর সার্কেলের (অতিরিক্ত) পুলিশ সুপার মুন্না মিয়া বলেন,দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে না। আসলে এটা কি হত্যা না আত্মহত্যা। তবে কিসে যেন তাঁর নাক ও কান খেয়ে গেছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য কোটচাঁদপুর থানায় নিয়ে এসেছেন।

এ দিকে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল ইসলাম কে থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামন।




চুয়াডাঙ্গায় ইউএনও’র নিরাপত্তা কর্মী আনসার সদস্যের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও অফিস ও সদর উপজেলার আনসার ব্যারাকের শৌচাগার থেকে জামাল উদ্দিন(৫৫) নামে অচেতন অবস্থায় এক আনসার সদস্যকে উদ্ধার করে হয়। উদ্ধার পরবর্তীতে রাত সাতটার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

উদ্ধারকারী আনসার সদস্য সাইদুর রহমান বলেন, জামাল উদ্দিনসহ আমরা কয়েকজন সদস্য ডিউটিতে ছিলাম। এর মধ্যে যে কোনো এক সময় জামাল উদ্দিন আনসার ব্যাকারের শৌচাগারে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে আনসার ব্যারাকের শৌচাগার মধ্যে জামাল উদ্দিনকে পড়ে থাকতে দেখি। দ্রুত জামাল উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন পরীক্ষা-নীরিক্ষার পর জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, সদর উপজেলার আনসার ব্যাকারের শৌচাগার থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।




চুয়াডাঙ্গায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, প্রায় ৯ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর মাঠ এলাকার সুপার ব্রিকস মালিক আফতাব হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার জেবিএম ব্রিকসের মালিক মুকুল হোসেনকে ২ লাখ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের বন্ডবিল এলাকার এমএসবি ব্রিকসের মালিক আনিছ খনিকে ১ লাখ ৯০ হাজার টাকা, জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের (ভিভিবি) ব্রিকসের মালিক ছাবদুল হোসেনকে ১ লাখ ৯০ হাজার টাকা ও জে ব্রিকসের মালিক শহিদুল ইসলামকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই এবং জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। এ সুযোগে অবৈধভাবে বনজ কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করছে।  আর এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।




চুয়াডাঙ্গার গড়াইটুপিতে এসএসসি পরিক্ষার্থীর আত্ন*হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামে মা বাবার উপর অভিমান করে সুজয় বিশ্বাস (১৬) ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সুজয় বিশ্বাস দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের কার্তিক মাঝির ছেলে।

জানা যায়,গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে মা বাবা পড়াশুনার জন্য গালিগালাজ করলে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন টের পেয়ে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছে। বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে সুজয় বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় দর্শনা থানার ওসি তদন্ত নিরব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মা বাবার কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় মা বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।




চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে নগদ অর্থ ও স্বর্ণের গহনা চুরির অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে গেটের তালা ভেঙ্গে নগদ ৬ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গহনা ও আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে রাজু আহম্মেদ গংয়ের বিরুদ্ধে।

জানাযায় গত মঙ্গলবার বিরোধপূর্ণ বাড়িতে গেটের তালা ভেঙ্গে চুরি করছে বলে অভিযোগ করেছে বাড়ির মালিক মহাসিন। ঘটনার বিবরনে জানাগেছে, জমিসহ বাড়ি কিনে মহাসিন কিন্তু বাড়িতে উঠতে দিচ্ছে না রাজু আহম্মেদ।

ক্রেতা মহাসিন অভিযোগ করে বলেন আমি চুয়াডাঙ্গার দোস্ত গ্রামের ১৫ নং মৌজার ৩২৪ দাগের. ৭৭০ একরের মধ্যে.৫৬৮একর জমি ক্রয় করি দর্শনা মিজানুর রহমান মিজানের ভোগ দখল থাকাকালীন আমি তার কাছ থেকে ২৯ লক্ষ টাকায়। আমার রেজিষ্টি খরচ দিয়ে আমার প্রায় সাড়ে ৩২ লাখ টাকা খরচ হয়েছে। এই জমিসহ বাড়ি কিনে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে দোস্ত গ্রামের রাজু আহম্মেদ গং আমার বাড়ি থেকে জোর পূর্বক বের করে দেয়। আমি কোন উপায়ন্তর না পেয়ে চুয়াডাঙ্গা আদালতে ১৪৫ ধারা জারি করি। আদালত বিষয়টি আমলে নিয়ে দর্শনা থানাকে তদন্ত করার নির্দেশ দেন। দর্শনা থানা পুলিশ নির্দেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে পুলিশ দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। এই নির্দেশ অমন্য করে গত মঙ্গলবার রাজ আহম্মেদ গং বাড়ির গেটের তালা ভেঙ্গে মহাসিনের আসবাবপত্র নগদ টাকা সোনার চেইনসহ বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে আবার দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযোগ করেছে গনমাধ্যমের সংবাদকর্মীদের কাছে মহাসিন। এ বিষয়ে রাজু আহম্মেদের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন বাড়িটি আমাদের দখলে আছে এবং তার আসবাবপত্র টাকা পয়সা কিছুই ছিলনা।




চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সন্তান প্রসবের পর সন্তান ফেলে মা উধাও

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাপিয়া নামের এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। এরপরই সন্তানকে অন্য এক রোগীর স্বজনদের কাছে রেখে উধাও হয়েছে ওই নারী। অনেক খোজাখুজির পর নবজাতকের মা’কে না পেয়ে নবজাতক নিয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষের দারস্থ হন ওই রোগীর স্বজনেরা। এরপর বিষয়টি জানাজানি হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে পাপিয়া (২৬) নামে এক নারী হাসপাতালে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠান। সেখানেই নার্স-চিকিৎসকের সহযোগীতায় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এই নারী। এর কিছুক্ষন পর ওই নারী মা সহ তার স্বজনরা নবজাতকে হাসপাতালে রেখেই উধাও হয়েছে। পাপিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী। তবে এঘটনার পরই এই নারীর সন্ধানে মাঠে নেমেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, জরুরি বিভাগ থেকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগীতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতক রেখে চলে যায় হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এই নারীকে আমরা সনাক্তের চেষ্টা চালাচ্ছি। তাকে পেলেই বিস্তারিত ঘটনা জানা যাবে।




দামুড়হুদার হাউলী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত থেকে ইউনিয়ন বাসীর মাঝে ১৩৫ টি কম্বল বিতরণ করা হয়।

দেশব্যাপী চলছে প্রচন্ড শীত, আর এই শীতে প্রকৃত গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে প্রতিটা ইউনিয়ন পরিষদে। এছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমেও দেশব্যাপী কম্বল বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতাই আজ হাউলী ইউনিয়ন পরিষদে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ১৩৫ টি কম্বল হাউলী ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করা হয়।

কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সচিব নাঈম উদ্দিন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, সেলিম উদ্দিন, শাহাজামাল,সাবিনা ইয়াসমিন সহ সকল ইউপি সদস্য ও উপকার ভূগীরা উপস্থিত ছিলেন।




ফোন নম্বর ডিলিট হয়ে গেলে বের করার উপায়

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি। অনেক চেষ্টার পরও সেই নম্বরগুলো খুঁজে পাই না। বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাব।

অনেকেই জানেন না যে, ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়। তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

যেভাবে ফিরিয়ে আনবেন

১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।

২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।

৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।

৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।

৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।

৬. তার পর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই ডিলিট হওয়া সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

এ ছাড়া ফোন ব্যাকআপ থেকেও ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়া যায়। যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।

১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

“জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই শ্লোগানে ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ২৭ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের এমপি বিদ্যুৎ খনিজ ও জ্বালানী সম্পদ মন্ত্রনালয়ের সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমদাদুল ইসলাম।

সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আবু তৈয়ব মোঃ জহুরুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সহ-সভাপতি তপতী বিশ^াস, সচিব নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম সরওয়ার, এলাকা পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অন্যন্যা কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির সকল উন্নয়ন মূলককর্মকান্ড তুলে ধরে বলেন বাংলাদেশের প্রতিটি জেলার মত ঝিনাইদহ জেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে গেছে। বিদ্যুৎ আধুনিক সভ্যতার চাবিকাঠি। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এবং আধুনিক সভ্য জীবনে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৯৫ সালে অগ্রযাত্রা শুরু করে সুনামের সাথে বিভিন্ন শ্রেণীর প্রায় ৫ লাখ গ্রাহকের সেবা প্রদান করে চলেছেন।




পারিবারিক ইস্যুতে বিপিএল ছাড়লেন শোয়েব মালিক

চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষে দল সিলেটে গেলেও সেখানে যাননি তিনি। হঠাৎ করেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এ ক্রিকেটার। এবার জানা গেছে, ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরে আর খেলবেন না শোয়েব মালিক।

মূলত, পারিবারিক কারণেই সেখানে গেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

এদিকে শোয়েবের জায়গায় নতুন করে শুক্রবার দলটিতে যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান কাইল মায়ার্সও দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রানখরায় ভুগেছেন তিনি।

ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সব মিলিয়ে মোটের ওপর ২৯ রান পেয়েছেন মালিক। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।