মদপানে হারাবে মুখের সৌন্দর্য!

মদ পান শরীরের জন্য ভালো নয় এ কথা আমরা সবাই জানি। তামাকজাত পণ্য গ্রহণ, ধূমপান ও মদপান মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকর ও বাজে অভ্যাস। এসব কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

মদ অ্যালকোহলযুক্ত এক ধরনের পানীয়। মদ অল্প পরিমাণে গ্রহণ করলে মনে উৎফুল্ল ভাব সৃষ্টি হয়, দুশ্চিন্তা কমে যায় এবং সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায়। অন্যদিকে কেউ যদি মদ মাত্রাতিরিক্ত পরিমাণে গ্রহণ করে তাহলে তার নেশা হয়, মোহ বা মৌজ বা ঢুলুঢুলু ভাব ধরে এবং জ্ঞানও হারাতে পারে। বহুদিন ধরে মদপান করলে মদের অপব্যবহার ঘটে, শারীরিক নির্ভরশীলতা ও মদ্যপানে আসক্তি সৃষ্টি হয়।

মদপানে শারীরিক ক্ষতির সঙ্গে হারায় চেহারার জ্যোতি। ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।

গবেষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর। গবেষণায় শিক্ষার্থীদের মদ না খাওয়া অবস্থার ছবি ও মদ্যপ অবস্থার ছবি দিতে বলা হয়।

ছবিগুলো দেখে গবেষকরা জানিয়েছেন, মদ পান না করা অবস্থা থেকে এক গ্লাস মদ পান করার পরে শিক্ষার্থীদের দেখতে ভালো লাগছে ছবিগুলোতে। তবে এক গ্লাসের বেশি মদ পান করার পর তাদের আগের চেয়ে খারাপ লাগছে।

গবেষণা থেকে তারা একটি সিদ্ধান্তে উপনীত হন। তাদের মতে, এক গ্লাস মদ পান করার পরে চোখের মণি ও গাল হালকা মনে হয়। তবে এরপর আরেক গ্লাস মদ পান করলে পরিমাণ বাড়তে থাকলে সৌন্দর্য বাড়ার বদলে বরং কমে।

সূত্র: যুগান্তর




প্রভাস ও শাহরুখে টক্কর থামছেই না 

সিনেমা মুক্তির আগে অনেকেই বাজি ধরেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও জনপ্রিয় নির্মাতা রাজু হিরানির জুটির উপর। তবে একদিনের মধ্যেই খেলা ঘুরে গেল! ‘বাহুবলী’র পর লাগাতার ব্যর্থতায় জর্জরিত প্রভাস বছর শেষে মেগা দিয়ে সিনেমায় কামব্যাক করলেন। আগাম টিকিট বুকিং-এ আগেই শাহরুখের ‘ডাঙ্কি’কে হারিয়ে দিয়েছিল প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এবার প্রথম দিনের কালেকশনে কিং খানের সিনেমাকে উড়িয়ে দিলেন প্রভাস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে সরাসরি ক্ল্যাশ এড়াতে একদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। কিন্তু ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে হেঁটে বক্স অফিসে সুনামি আনতে ব্যর্থ এই সিনেমা।

বৃহস্পতিবার সারা দেশে ‘ডাঙ্কি’র কালেকশন মাত্র ৩০ কোটি টাকা, বিশ্ব বক্স অফিস মেলালে টাকার অঙ্কটা ৫৮ কোটি। ওদিকে কেবলমাত্র দেশের বক্স অফিসই মুক্তির দিন ‘সালার’-এর কালেকশন দাড়াবে ৯৫ কোটির আশেপাশে, বলছে বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট।

অন্যদিকে গ্লোবাল বক্স অফিসে ছবির গ্রস আয় হতে চলেছে ১৭৫ কোটি। অর্থাৎ প্রথমদিনের কালেকশনের বিচারে ‘ডাঙ্কি’র চেয়ে অনেকটাই এগিয়ে সালার।

‘সালার’ নিয়ে প্রভাস ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার মধ্যরাত (রাত ১২.২১ মিনিট) থেকে শুরু হয়েছে ‘সালার’-এর শো।

প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের সালার শুধু দর্শকই নয়, সমালোচকদের প্রশংসাও কুড়োচ্ছে।




মুজিবনগরে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুজিবনগরে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে।গড়ে ওঠে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। গ্রামের সাধারণ জনগোষ্ঠীর নিজেদের টাকার সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে ওঠা মুজিবনগর উপজেলার সবথেকে বড় ক্রেডিট ইউনিয়ন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৩৭৭০ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

সেই ক্রেডিট ইউনিয়ন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার সময় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর অফিস প্রাঙ্গনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মাহফুজ আলম এর সঞ্চালনায়,সাধারণ সভায়, প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ,মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম,দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) ,অঞ্চল ডিরেক্টর আরিফ হাসান, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোপালনগর কো-অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবু নাঈম ডালিম, সদস্য ইনসান আলী ও আনিদুল ইসলামসহ গোপালনগর অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং গোপালনগর ক অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৩৭০ জন সদস্য ও সদস্যবৃন্দ।




টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন এলগার

দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক ও ওপেনিং ব্যাটার ডিন এলগার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নতুন বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিজের ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

নিজের অবসরের বিষয় সামনে এনে এক বিবৃতিতে এলগার বলেন, ‘ক্রিকেট খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল কিন্তু আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার। ১২ বছর ধরে আন্তর্জাতিকভাবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। এটি একটি অবিশ্বাস্য যাত্রা যা আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আগামী কেপটাউন টেস্ট হবে আমার শেষ। কেননা কেপটাউনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আমি প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পাই এবং আমি এই মাঠেই আমার এই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চাই।’

এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের এই আভিজাত্যের ফরম্যাটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৮৪ টেস্টে ১৪৯ ইনিংস ব্যাট করে ৩৭.২৮ গড়ে ৫১৪৬ রান সংগ্রহ করেন এই ব্যাটার। সেই সঙ্গে টেস্ট ক্রিকেট ১৩টি সেঞ্চুরির পাশাপাশি ২৩টি হাফ-সেঞ্চুরি করেন এই প্রোটিয়া ব্যাটার। এছাড়া টেস্ট টেম্বা বাভুমাকে দায়িত্ব দেওয়ার আগে ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে সাউথ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্ব দেন এলগার। এর মধ্যে ৯টি ম্যাচেই জিতেছে প্রোটিয়া। তার নেতৃত্বে ১ ড্র ও ৭ ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকা।




ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৩-২৪ ম্ড়াাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বিএসএফআইসি এর প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম। চলতি মাড়াই মৌসুমে ৪০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ৬ শতাংশ হলে এ পরিমান চিনি উৎপাদন হবে বলে জানান কর্তৃপক্ষ। এবছর মিলে প্রতিমন আখের দাম ধরা হয়েছে ২২০ টাকা। এর আগের বছর মন ছিল ১৮০ টাকা। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গত ২০২২-২৩ মাড়াই মৌসেুম মিলটি আখের অভাবে মাত্র ২৮ দিনে শেষ করে। ওই মৌসুমে কৃষকরা মাঠে আখ রোপন না করায় মিলের রেকর্ডে সবথেকে কম সময় উৎপাদনে ছিল মিলটি। এ সময়ে মিলটি ৩৫ হাজার ৩৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৭৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। ওই বছর আখের মন ছিল ১৮০ টাক্।া যদিও মিলে রেকর্ড বলছে এর আগে প্রতি মৌসুমে মিল এলাকার কৃষকরা ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে আখচাষ করতো। নানা প্রতিকূল পরিবেশ এবং অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছে আখচাষ। এছাড়া আখের মুল বৃদ্ধিও ছিল অন্যতম একটি কারন। তবে চলতি মৌসুমে আখের দাম বৃদ্ধি করায় কৃষকরা আবার আখচাষে ফিরছে বলে জানান কৃষকরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। গত এক মাসে ২ হাজার ৫০ একর জমিতে চাষ হয়েছে। সামনে আরো এক মাসে প্রায় ১ হাজার জমিতে কৃষকরা আখ চাষ করবে বলে আশিা করা হচ্ছে। এছাড়া মাঠে দন্ডায়মান ৩ হাজার একরের মধ্যে প্রায় দুই হাজার একর মুড়ি আখ থাকবে। সব মিলিয়ে আগামি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আখ রোপন ও চিনি উৎপাদন বাড়বে। কৃষকরা আখের মূল্য বেশি পাওয়ায় এবছর আখচাষে ঝুকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০৭.৯৩ একর নিজস্ব জমির উপর নেদারল্যান্ড সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে। এরমধ্যে ২০.৬২ একর জমিতে কারখানা, ৩৮.২২ একর জমিতে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের জন্য আবাসিক কলোনী, ২৩.৯৮ একর পুকুর এবং ১০৭ একর জমিতে পরীক্ষামূলক ইক্ষু খামার। এছাড়া ১৮.১২ একর জমিতে জুড়ে রয়েছে সাবজোন অফিস ও আখ ক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠাকালীন মৌসুমে পরীক্ষামূলকভাবে ৬০ কর্মদিবস আখ মাড়াই চলে। লক্ষ্য পূরণ হওয়ায় ১৯৬৭-১৯৬৮ মাড়াই মৌসুম থেকে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে। ঝিনাইদহের ৬ উপজেলা ছাড়াও যশোরের দু’টি উপজেলা নিয়ে গঠিত মিলে আটটি জোনের আওতায় চাষযোগ্য জমির পরিমাণ রয়েছে সাড়ে তিন লাখ একর। আখ ক্রয় কেন্দ্র রয়েছে ৪৮টি।




ব্লুটুথ অরাকাস্ট: আনলিমিটেড ডিভাইসে পৌঁছুবে অডিও

ভেবে দেখুন অডিটোরিয়ামে বসে আছেন। সামনে একটি স্পিকারে অডিও শোনার সুযোগ। কিন্তু ভেবে দেখুন, এই একটি স্পিকার থেকেই সবাই শুনতে পাচ্ছেন স্পষ্ট; যে প্রান্তেই হোক না কেন ঠিকই শুনছেন। শুধু তাই নয়, অডিটোরিয়ামে বিভিন্ন দেশের মানুষ তাদের নিজের দেশের ভাষায় অডিও শুনছেন। সায়েন্স ফিকশনের মতো এই ঘটনাই তো সম্ভব করছে অরাকাস্ট।

ব্লুটুথ অরাকাস্টের মাধ্যমে একটি রিসিভার একাধিক অডিও এভাবেই স্ট্রিম করতে দেবে৷ অরাকাস্ট একটি ব্লুটুথ ফাংশনালিটি। এই ফাংশনের মাধ্যমে এখন সহজেই অসংখ্য ডিভাইসে অডিও শেয়ার করা যাবে।

সবচেয়ে মজার বিষয়, যারা অডিও শুনবেন তারা সিলেক্ট করতে পারবেন কোন স্ট্রিমটি তারা নেবেন। প্রযুক্তিগত এই সক্ষমতা মূলত ব্লুটুথ লো দ্বারা চালিত। এই প্রযুক্তি ২০২২ সালে প্রথম আবিষ্কৃত হয়। অরাকাস্টের মতো প্রযুক্তি এখন এয়ারপোর্ট বা জনসমাগম হয় এমন জায়গায় যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




সরিষা ফুলের কাব্য

ঘোমটা পড়া হলুদ পরী,
হিম সকালে ডাগর চোখে ফিরে চায়;
শৈশবকাল হেসে খেলে ওই
মিষ্টি রৌদ্রে কেটে যায়।

ধিরে ধিরে পাপড়ি গুলো উড়তে থাকে:
প্রজাপতির মতো হাওয়ায়।
স্বপ্নগুলো আস্তে আস্তে বাসা বাঁধে বুকে ভিতর
একটু চাওয়া পাওয়াই।

বুকের মধ্যে পোষ ফুল ডানা মেলতে চায়,
নীল আকাশে মেঘের দেশে হলুদ পরী যায়;
মনে মনে স্বপ্নে ভেসে হারায়।

ও পরী তুই চাসটা কী,যা আমার ক্ষেতে নাই?
মুচকি হাসে বলে সরিষা ফুল:
আগে বলেননি কেন আমায়?
ছেলেরা তো এমনি হয় জানো না তুমি?
ছোট্টবেলা থেকে তোমায় কতো ভালোবাসি।




গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে দূর্বৃত্তের আগুন

গাংনীর হেমায়েতপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর একটি নির্বাচনী অফিস আগুনে ভষ্মীভূত হয়েছে। মেহেরপুর-২ সংসদীয় আসনের অনুমোদিত নির্বাচনী অফিসটি রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার ভোর রাতের কোন এক সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গাংনী থানা পুলিশের একটি টীম ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাচনী অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা এ অগ্নীকান্ডের ঘটনা ঘটাতে পারে সে ব্যাপারে নিশ্চিত নন তিনি সহ স্থানীয় লোকজন।

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর বলেন, ‘উৎসব মুখর পরিবেশে পরিবেশের নির্বাচনের প্রচারণা চলছে। জনমনে ভীতি সৃষ্টির জন্য কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। ‘

গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন, ‘ সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাচনী অফিসটির অনুমোদন ছিলো না। ওখানে যে কোন নির্বাচনী অফিস আছে প্রার্থী নিজেই সেটা জানতেন না। আর নির্বাচনী অফিস বলতে সেখানে ছিল একটা তাবু। তাঁবুর পাশে পাটকাঠি রাখা ছিলো। আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস গেছিলো। কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটাতে পারে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়াও নৌকার প্রার্থীকে আমরা লিখিত অভিযোগ করতে অনুরোধ করেছিলাম। এখন পর্যন্ত তিনি কোন লিখিত অভিযোগ করেননি।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান মেহেরপুর প্রতিদিনকে বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এখন পর্যন্ত কোন অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতি শীঘ্রই ঘটনাটির সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।’




চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ পিকআপ গাড়ী জব্দ

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ নেতৃত্বে এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌর এলাকা বুজরুকগড়গড়ী বনানিপাড়া ঈদগাহের সামনে গাইদঘাট টু বেলগাছি রেলগেইটগামী পাকা রাস্তার উপর অবস্থান নিলে বেলগাছী রেলগেইট অভিমুখে দ্রুতগামী পিকআপ গাড়ীকে থামানোর নির্দেশ দিলে দ্রুত পিকআপ গাড়ী রেখে দুইজন আসামী দৌড়ে পালিয়ে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিকআপ গাড়ী তল্লাশি করে পিকআপের ভিতরে রাখা আমের ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিলি উদ্ধার পূর্বক পিকআপ গাড়ী ও অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করেন। পলাতক ও অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।




চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৫১৮তম পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি ১৫১৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।

১৫১৮তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল । স্বরচিত লেখা পাঠ গোলাম কবীর মুকুল, বনলতা,চিত্ত রঞ্জন সাহা চিতু,আবু নাসিফ খলিল,হুমায়ুন কবীর,শহিদুল ইসলাম,আব্দুল গণি, হোসেন মোহাম্মদ ফারুক,জামাল উদ্দীন বেঙ্গলী,সুমন মালিক,কাজল গুরু,সুমন ইকবাল, এম এ মামুন প্রমুখ।চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ।

স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।