মেহেরপুরে রাকিব এন্টারপ্রাইজের উদ্বোধন

মেহেরপুর বড়বাজারের নীলমনি হলপাড়ায় “রাকিব এন্টারপ্রাইজ” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রোঃ শেখ মেহেদী হাসান (রাকিব), গোলাম মুর্শীদ চন্দন ও মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনিরুজ্জামান দিপু ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী কমিটির প্রচার সম্পাদক সাইদুর রহমান সাইদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান রুমন, ব্যবসায়ী কমিটির সদস্য মিল্টন জব্বার, হামিদুল ইসলাম, জয়নালসহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে মেহেরপুর গড় মসজিদের ইমাম মুফতি বায়জিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং ব্যবসায়িক সম্প্রসারণে একে ইতিবাচক সংযোজন হিসেবে অভিহিত করেন।




মেহেরপুরের বুড়িপোতায় জেলা বিএনপি’র কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজনে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ।

জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন,‌ মোছাঃ রোমানা আহম্মদ প্রমুখ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, আবুল হাশেম, নাহিদ আহমেদ, জনিসহ বুড়িপোতা ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দামুড়হুদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নায়েব আলী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প.প কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ূন কবির, দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুপ কুমার ঘোষ, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “ভাষা শহীদদের স্মরণে আমরা একত্রিত হয়েছি। সকলের সহযোগিতায় দিবসটি যথাযথভাবে উদযাপন করা হবে। সভা শেষে সবাইকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।




অপারেশন ডেভিল হান্ট, ঝিনাইদহে দুদিনে গ্রেপ্তার ৯

ঝিনাইদহে অপারেশন ডেভিল হান্টে গত দু’দিনে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে জেলার মহেশপুরে অভিযান চালিয়ে সালমান শাহ, তোয়ায়েল ও রওশন এবং হরিণকুন্ডু থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ জন প্রত্যেকেই তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানান পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শেখ কামাল হোসেন, কালীগঞ্জ উপজেলার খড়িডাঙ্গা গ্রামের আতাউর রহমান, কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, মহেশপুর উপজেলার সেবানন্দপুর গ্রামের রওশন আলী এবং কেশবপুর গ্রামের তোফাজ্জেল হোসেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকায়িা জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় ছাত্র লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী।

তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।

এদিকে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সরকার ঘোষিত অপারেশন ডেবিল হান্টের কারণে আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের মাঝে আতংক বিরাজ করছে। শহর কিংবা গ্রাম সব জায়গায় এখন গ্রেপ্তার আতঙ্ক। পদ পদবিধারী নেতাকর্মীরা ইতিমধ্যে সবাই ঘরবাড়ি ছেড়ে গাঢাকা দিয়েছে।




ঝিনাইদহে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও উপকরণ বিতরণ

ঝিনাইদহে অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শহরের আরাপপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আশার রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স অফিসার এস এম আব্দুল জব্বার।

অনুষ্ঠান পরিচালনা করেন আশার ফিজিওথেরাপিষ্ট তাছনিম ইসলাম ইলা। এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক অসুস্থ ও শারীরিকভাবে অসক্ষম ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানায়, ঝিনাইদহসহ আশপাশের অঞ্চলে শারীরিক সমস্যায় ভুগছেন এমন মানুষদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সুবিধাভোগীরা এমন সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আহ্বান জানান। আলোচনা সভা শেষে আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।




অপারেশনে ডেভিল হান্ট কোটচাঁদপুরে একজন আটক

ডেভিল হান্ট অপারেশনে কোটচাঁদপুরে একজনকে আটক করেছেন যৌথ বাহিনী। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক।

গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে স্থানীয় ফুলবাড়ি সমাজ কল্যান বাজার থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি কবির হোসেন মাতুব্বর।

জানা যায়, গেল তিন দিন ধরে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কোটচাঁদপুরেও চলছে অভিযান। গেল তিন দিনে ওই অপারেশনে যৌথবাহিনি হাতে একজন আটক হয়েছে। তিনি হলেন সাইফুল ইসলাম (৩০)। সে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত মহাসিন মেম্বরের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার (এসআই) জোহা বলেন, শহিদুল ইসলামকে গেল ২৪ সালের একটি মামলায় আটক করা হয়েছে। মামলা নাম্বার ৩৫,তারিখ -২৭-১০-২৪। ওই মামলায় এই প্রথম একজন আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এটা ঝিনাইদহ সদর থানার একটি মামলার আসামি। আমরা তাঁকে ধরতে সহায়তা করেছি মাত্র।

তিনি বলেন, শহিদুল ইসলামকে ফুলবাড়ির সমাজ কল্যান বাজার থেকে আটক করা হয়। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন তিনি।




দর্শনায় আট কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার এক

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম টিপু সুলতান (৪৬)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার বাসিন্দা, আফাজ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার খেদের মন্ডলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

অভিযানকালে টিপু সুলতানকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে প্রত্যেকটি ১ কেজি ওজনের ৮টি প্যাকেট গাঁজা ও ৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃত টিপু সুলতানকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”




হোয়াটসঅ্যাপ হ্যাকড, বুঝবেন যেভাবে

যত বেশি নিরাপত্তা, তত বেশি ফাঁক ফোকর। এমনই হয়েছে। সম্প্রতি মেটা দাবি করেছে তাদের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে পড়েছে। মেটা বলেছে, হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এর মধ্যে সাংবাদিক, রাজনৈতিক সহ অনেক লোকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে।

এরপরই নড়েচড়ে বসেছে সবাই। নিরাপদ মনে করে যারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করত, তারা এবার সতর্ক হচ্ছে। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে—এর কিছু উপায় বাতলে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

* খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা অ্যাপে আসে। কিন্তু ইউজার যদি নিজ থেকেই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

* অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

* যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।

* বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: যুগান্তর




দর্শনায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৫) মোটরসাইকেল দূর্ঘটনায় আহত অবস্থায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত সোমবার রাত ৯ টার দিকে দর্শনা-মজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে।

তিনি গত সোমবার রাত ৯ টার দিকে দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে আসার পথে চন্ডিপুর গ্রামের স্কুলের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা মারে। এসময় তিনি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরের দিন সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিলেন কিনা। আমি জানিয়ে দিয়েছি।




স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগ সহকারী ডিপো ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম : সহকারী ডিপো ইনচার্জ বিভাগ : ডিস্ট্রিবিউশন পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/এমএসসি/এমবিএ অন্যান্য যোগ্যতা : এমএস অফিসের ভালো দক্ষতা অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল : ঢাকা (মহাখালী) বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা