মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

মেহেরপুর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলার গুণী ৫ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলার গুনি ৫ শিক্ষকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, গাংনী বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, আমঝুপি ফাজিল মাদ্রাসার এবতেদায়ী মৌলভী আহসানুজ্জামান, একই মাদ্রাসার আইসিটি সহকারী শিক্ষক দিলরুবা পারভীন, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, এবং বামুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর,সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,পুলিশ পরিদর্শক আব্দুল আলিম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বাবা মা সন্তানের লালন পালনের দায়িত্ব নিলেও সন্তানকে শিক্ষা দেন শিক্ষক। সকল শিক্ষক শ্রদ্বেয়। প্রত্যেক শিক্ষক সম্মানীয়। শিক্ষকেদর মর্যাদা যেন কোন ক্রমে নস্ট না হয়,কোক শিক্ষকের,মনে যেন কোন শিক্ষার্থী দুঃখ না দেয় সে বিষয়ে সকলকে দায়িত্ববান হতে হবে। পিতামাতাদেরও শিক্ষাগুরুর মর্যাদা সপ্মর্কে সন্তানদের সচেতন করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্ববান হতে হবে। সরকারি বিদ্যালয়ে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। প্রাইভেট বিদ্যালয়ের সাথে প্রতিযোগীতা করতে পারলে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বেশি বেশি মনোযোগী হবে।




কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্য কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শনিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা করেন শিক্ষকরা।

কোটচাঁদপুর উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন,সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল মাওয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারুক আহাম্মেদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার, উপজেলা আথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিযার রহমান,বড় কামনসহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে র‍্যালিটি বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন।




চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদার সাথে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়। র‍্যালিটি চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন , শিক্ষাই জাতির মেরুদন্ড।আর এই মেরুদন্ড ঠিক রাখার দায়িত্বভার গ্রহণ ও দায়িত্ব পালন করেন শিক্ষকবৃন্দ । প্রতিটি প্রতিষ্ঠানের তাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চটা দিয়ে তাদের মানুষের মতো মানুষ করার দায়িত্বটা শিক্ষকদের উপরেই থাকে।

অভিভাবকদের পরেই শিক্ষকের স্থান।একজন শিক্ষককে শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের পাঠদান এবং নৈতিকতার শিক্ষা দেওয়ার উপরের গুরুত্ব আরোপ করেন তিনি । এ সময় তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রত্যেক শিক্ষককে তাদের ছাত্রছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের পাঠদান করাতে হবে এবং কোন অপশক্তি শিক্ষার্থীদের উস্কানি না দিতে পারে এই বিষয়ে সজাগ থাকতে হবে ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) শারমিন আক্তার,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান , চুয়াডাঙ্গা সরকারি কলেজে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলা আরা চৌধুরী, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সহ চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




দর্শনার কেরুতে ওয়াস হাউজের সড়কের পাশে অরক্ষিত ঝুঁকিপূর্ণ লৌহ বাউন্ডারি নির্মান

চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানির স্প্রিট তৈরীতে ব্যবহৃত কাঁচামাল চিটাগুড় (মোলাসেস) এর পরিত্যাক্ত তরল স্পেন্ট ওয়াস সংরক্ষণের অরক্ষিত ঝুঁকিপূর্ণ ৭০ ফুট গভীর হাউজের সড়কের পাশসহ চতুর্দিকে লৌহ বাউন্ডারি নির্মান করেছে কেরু এ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

জানাগেছে, কেরু এলাকায় “কেরুজ জৈবসার” তৈরীর লক্ষে ২০১২ সালে দর্শনা রেলবাজার-আনোয়ারপুর রাস্তার পাশে স্প্রিট তৈরীতে ব্যবহৃত মোলাসেসের অব্যবহৃত পরিত্যাক্ত তরল বজ্র সংরক্ষণের জন্য রাস্তার দুইপাশে ২ টি গভীর হাউজ তৈরী করে কেরু এ্যান্ড কোম্পানি। যার একটির গভীর ৫০ ফুট আর অন্যটির ৭০ ফুট। ঝুকিপূর্ণ গভীর হাউজ দুটি কেরুর কর্মচারিদের আবাসিক এলাকা ও রাস্তার পাশে হওয়ায় সেইসময় লোহার তারকাটা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়৷ পরবর্তীতে ২০১৯ সালে তারকাঁটা মরিচাধরে নষ্ট হয়ে ছিড়ে যায়।

এসময় রাস্তায় চলাচলরত পথচারী ও আবাসিক এলাকার মানুষের মাঝে তৈরী হয় আতঙ্ক। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ কেরু এ্যান্ড কোম্পানির পূর্বের ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সহ বড় কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়ে বা লিখিত দিয়েও তারা পুনোরায় হাউজগুলোর তারকাঁটা দিয়ে সংস্করের ব্যাবস্থা করেনি। নবাগত ব্যবস্থাপনা পরিচালক যোগদানের ১ মাসের মধ্যে রাস্তার পাাশের গভীর হাউজের চতুর্দিকে লোহার রড দিয়ে বাউন্ডারি নির্মান করেছে। কেরু এলাকায় শিশু-কিশোরদের, গবাদিপশু নিয়ে বসবাসরত এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারী পথচারী মাঝে ফিরেছে আনন্দ, মুছছে আতঙ্কের ছায়া। এদিকে বাউন্ডারি নির্মানের খবরে প্রশংশায় ভাসছে কেরু এ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থপনা পরিচালক।

কেরুর কোয়াটারে বসবাসকারী গনেস দাস বলেন, আমার বাসায় ছোটা বাচ্চারা আছে। আমার ঘরের সামনে হাউজটি ৫/৬ বছর যাবৎ তারকাঁটা বাদে পড়েছিলো। বাচ্চাদের নিয়ে সবসময় অতঙ্কে থাকতাম আমরা পরিবারের সবাই।

এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে আমার নিজ উদ্দ্যগে পুকুরের চারপাশ কাটা তারের বেড়া দেওয়া হয়েছে। এতে করে গরু ছাগল শিশু বাচ্ছারা চিটা গুড়ের পুকুরে না পড়ে। এ সব জৈবসারের কাঁচামাল স্পেন্ট ওয়াসের হাউজ অরক্ষিত অবস্থায় থাকার খবর জানতে পেরে নতুন করে লোহার রডদিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছি।




দামুড়হুদা ও দর্শনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম থেকে  র‌্যালি বাহির হয়ে দামুড়হুদা  উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে  উপজেলা চত্বরে এসে শেষ র‍্যালিটি শেষ হয়।পরে উপজেলার হলরুমে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে,  স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা  উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দামুড়হুদা পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আব্দুল মমিন, বখতিয়ার হোসেন, নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অপরদিকে,  দর্শনা পৌরসভার ঐতিহ্যবাহি মেমনগর বিপ্রদাস মাধ্যামিক বিদ্যালয়, কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা   নারী শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করেন, এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম,মেমনগর মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরামুল হক,দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক হাসমত আলী,  মাহমুদা খাতুন, শামসুন নাহার তুলি,শামসুল নাহার হীরা,  আরিফুল ইসলাম,  হাফিজুর রহমান,  রফিকুল ইসলাম, মেহবুব,সুমিতা খাতুন, নাসরিন আক্তারী প্রমুখ।



দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যাগে বৃক্ষরােপণ কর্মসূচি পালন

চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনার বিভিন্ন রাস্তায় শনিবার দিনব্যাপি এক আনন্দঘন পরিবেশে বৃক্ষরােপন কর্মসূচি পালন করা হয়েছে । ওয়েভ ফাউন্ডেশন, ইউথ এসম্বলি ও গাে গ্রীন কর্মসূচির যৌথ উদ্যাগে আয়ােজিত এই কর্মসূচি পালন করা হয়েছে।

এ বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে ছিল ছাত্র, যুব সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দসহ স্থানীয় পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন।

দর্শনা প্রেসক্লাবের সম্মানিত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দরা সম্মিলিত ভাবে বৃক্ষরােপন কর্মসূচির উদ্বােধন করেন।

উদ্বােধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সম্বয়কারী আব্দুস ছালাম, অতিথি হিসাবে বক্তব্য রাখেন দর্শনা প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, ওয়েভ ফাউন্ডেশনের উপ পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, উপদষ্টা আব্দস শুকুর, দর্শনা বিএনপি যুবদলের পৌর যুগ্মআহবায়ক জাহান আলী প্রমুখ।

উদ্বােধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্যের অংশ। বৃক্ষরােপণ শুধু পরিবেশ রক্ষা করে না এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুদর পৃথিবী গড়তে সহায়ক। ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যাগে আগামী দিন তীব্র তাপদাহ মােকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।

বৃক্ষরােপনের পাশাপাশি ওয়ভ ফাউন্ডশন, ইউথ এসম্বলি, গাে গ্রীন কর্মসূচি ও স্থানীয় পরিবেশ কর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে পােষ্টার ও ব্যানার প্রদর্শন করেন। এতে বিভিন্ন শ্লােগান লেখা ছিলাে যেমন ”গাছ লাগায় যত্ন করি, গ্রীন লাইফ স্টাইলে চর্চা করি” “গাছ লাগান প্রাণ বাঁচান” সবুজ পথিবী, সুষ্ঠ জীবন”।

অনুষ্টানে আয়ােজক সংস্থা সহযােগিরা ঘােষনা দেন প্রায় ফলজ ও বনজ ৫ হাজার রোপনকৃত এই চারা টিকিয়ে রাখার জন্য ওয়ভ ফাউন্ডশন ও রামাজুস যুব সংঘ যৌথ ভাবে স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে নিয়ে আগামী দুই বছর দেখভাল করবে।

অনুষ্টানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সম্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।




মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের নিজ বাড়ি যাওয়ার পথে গাড়ী বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম ফেলানীসহ সকল আহতদের সুস্থতা কামনা এবং নিহত কেন্দ্রীয় কমিটি ক্রীয়া সম্পাদক শওকত আলী দিদারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, মুজিবনগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুল আলম, মুজিবনগর স্বেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, মেহেরপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, মেহেরপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ।

মেহেরপুর সদর উপজেলার সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশাদুল জামান আসাদ, আমঝুপি ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ।

পরে দোয়া পরিচালনা করেন আনসার জামে মসজিদের ইমাম সাব্বির হোসেন।




কোটচাঁদপুরে আদম দালাল ইব্রাহিম ও ইসমাইলের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কোটচাঁদপুরে আদম দালাল ইব্রাহিম ও ইসমাইলের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তন এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করে শোনান সৌদি আরব গিয়ে প্রতারণার স্বীকার মোঃ শরিফুল ইসলাম শরিফ পিতা মৃত দাউদ হোসেন। তিনি বলেন মোঃ রইফুল ইসলাম পিতা মৃত আবু তাহের, মোঃ শরিফুল ইসলাম পিতা মৃত আবু তাহের আমরা সকলেই চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামপুর গ্রামের স্থানীয় বাসিন্দা গ্রামের সহজ সরল মানুষ। একই গ্রামের সৌদি প্রবাসী আমার আপন চাচাতো ভাই মোঃ ইব্রাহিম ওরফে পিন্টু পিতা মৃত সামছদ্দীন প্রবাসে থাকেন। সেই সুত্রে তার ছোট ভাই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন ওরফে বাবু, গ্রাম শ্যামপুর, শ্বশুর শাহাদত, পিতা অজ্ঞাত শ্যালক আল আমিন পিতা শাহাদত একই থানার বেগমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় এই চক্র আমাদের অধিক বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে যায়। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে সুচতুর সৌদি আরব প্রবাসী ইব্রাহিম তার আপন ভাই আওয়ামী লীগ নেতা ইসমাইল ওরফে বাবু সহ ঘনিষ্ঠ লোকজন তৎকালীন সময় দলীয় প্রভাব খাটিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ক্ষমতার দাপটে প্রতারণা করে বিদেশে পাচার করতেন। ভয়ে প্রতিকার চাইতে পারিনি কেউ।

আমাদের ভুক্তভোগী পরিবার গুলোর বাড়িতে এসে সু কৌশলে বিভিন্ন সময় বুঝাতো এরা। বলতো দেশে ইনকাম করে ভালো ভাবে বসবাস করা সম্ভব না। কয়েক বছর সৌদি আরব দেশে কাজ করে আসলে জীবনে আর কিছু করতে হবে না। সারাজীবন সুখের সাথে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারবে। এভাবেই সুখের সন্ধান দিয়ে অধিক বেতনের প্রলোভন দেখিয়ে আমাদের পরিবার কে রাজি করায়। তাদের এই সুচতুরতা না বুঝে সরল বিশ্বাসে আমরা আমাদের পরিবার কে স্বাবলম্বী করতে বিভিন্ন স্থান থেকে ঋণের টাকা নিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে সহায় সম্বল সবকিছু বিক্রি করে ২০২৩ সালের নভেম্ববর মাসে জনপ্রতি সাড়ে ছয় সাত ও আট লক্ষ টাকা করে নিয়ে জাল জালিয়াতি করে সৌদি আরব দেশে পাঠিয়ে দেয়। সৌদি বিমানবন্দর পৌঁছে যাওয়ার পর ইব্রাহিম আমাদের নিয়ে যায়।আমাদের নিকট থেকে পাসপোর্ট নিয়ে একটি ঘরে আটকে রাখে।আটকে রেখে কাগজ পত্র ঠিক করে কাজ দিবে বলে আশ্বস্ত করে। এভাবেই কাগজ পত্রের কাজ চলমান আছে হাতে পেলেই কাজে যোগদান করানো হবে বলে ইব্রাহিম জানান। দিন যায় মাস যায় আর কতোদিন কাজ বাদে এই গুপ্ত ঘরে আটক থাকবো জানতে চাইলে বলেন সময় লাগবে আরও কাগজ পত্র ঠিক করতে।বাড়ি ফোন দিয়ে বলো খাওয়ার টাকা পাঠাতে বিকাশ নম্বরে। এভাবেই আটকে রেখে দেশ থেকে বিকাশ নম্বর টাকা পাঠিয়ে দিয়েও আমাদের মুক্তি না দিয়ে কাগজ পত্র ঠিক ঠাক করার অজুহাতে দিনের পর দিন মানসিক নির্যাতন চালানো হয়।বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিয়েও দেওয়া হতো না খাবার। যখনই খাবারের টাকার প্রয়োজন হতো বাসায় ফোন দিতে দেওয়া হতো। বিদেশের মাটিতে কে শুনবে আমাদের কান্নাকাটি। ইব্রাহিম এবার কৌশল করে প্রবাসী সহযোগীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় চুরি করে কাজ করিয়ে আবার গুপ্ত ঘরে নিয়ে আটকে রাখতো সৌদি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।কাজের টাকা উঠিয়ে নিয়ে নিতো ইব্রাহিম। এভাবেই প্রায় ১১ মাস ধরে আটকে রেখে চলতে থাকে লুকোচুরি খেলা। আর কত টাকা খাওয়ার জন্য পাঠাবে দেশ থেকে এবং আমরা কিভাবে দেবো ঋণের টাকা কিভাবে দুমুঠো ভাত তুলে দেবো পরিবারের মুখে।প্রতারনার মাধ্যমে কাগজ পত্র জাল জালিয়াতি করে সৌদি আরব নেওয়ায় আমাদের বৈধ কোন কাগজ পত্র করে না দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজ করিয়ে কোন বেতন না দিয়ে আবার গুপ্ত ঘরে আটকে রাখতো।এভাবে লুকোচুরি খেলা ১১টি মাস করে চলতে থাকে ইব্রাহিম।জাল কাগজ পত্রের কারনে চলতি বছরের সেপ্টেম্বর ১৮ তারিখে সৌদি প্রশাসন আমাদের আটক করে। সেই দেশের জেল হাজতে নিয়ে যায়। ৯ দিন জেল খাটার পর চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সৌদি সরকার বাংলাদেশে পাঠিয়ে দেয়। এভাবে এই প্রতারক পাচারকারী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৌদি আরব পাঠিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছে। কিভাবে মানুষের নিকট থেকে সুদে নেওয়া টাকা সহ এনজিওর টাকা পরিশোধ করবো। আমাদের পরিবার নিয়ে কোথায় যাবো পাওনাদাররা এসে টাকা চাচ্ছে। ইব্রাহিম ও ইসমাঈল সহ তাদের নিকট প্রতারণা করে নেওয়া টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে বলছে কেস মামলা করে কি করবি। টাকা তোদের দেবো না।

এই প্রতারক মানবপাচারকারীদের দৃষ্টান্ত মুলক বিচার চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট। সেই সাথে দোষীদের বিচারের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে।




কোটচাঁদপুরে জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার (৫অক্টোবর) সকাল ১১ টার সময় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দুধসারা রোডে আল ফালাহ ইসলামি সেন্টার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় জামায়াতের মিডিয়া সম্পাদক মোঃ শাহাবুদ্দিন খান  এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঝিনাইদহ জেলা নয়েবে আমির অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মতিয়ার রহমান বলেন আপনারা সাংবাদিক জাতির দর্পণ। বিগত সৈরশাসন আমলে আপনাদের কন্ঠরোধ করা হয়েছে। সত্য তুলে ধরলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের সহ খুন গুম করা হয়েছে। এখন থেকে আপনারা সত্যটা তুলে ধরবেন আপনাদের সাথে আমরা আছি। আপনাদের সাথেই থেকে সমাজ থেকে মাদক চাঁদাবাজ সন্ত্রাসী দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে তাদের কে উৎখাত করা হবে। আপনারা আমাদের সাথে থাকলে সঠিক সংবাদ পরিবেশন করা হলে সমাজ থেকে সকল দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।



সহজ করা হচ্ছে ফেসবুক থেকে আয় করা নিয়ম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকলেও এমন অনেকেই আছেন যারা আয় করার উদ্দেশে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে থাকেন।

ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। প্রতিটি পদ্ধতির মাধ্যমে আয় করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়া।

যার ফলে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়ার একাধিক শর্ত পূরণ করা না হলে ফেসবুক ব্যবহারকারী চাইলেও ফেসবুক থেকে অর্থ আয় করতে পারবেন না, এতদিন এরকম শর্ত ছিল।

এখন থেকে শর্তের বেড়াজাল আর থাকছে না। ভিডিও নির্মাতাদের জন্য মনিটাইজেশন কর্মসূচির শর্ত সহজ করার উদ্যোগ নিয়েছে ফেসবুক।

মনিটাইজেশন প্রক্রিয়ায় এখন থেকে একবার শর্ত পূরণ করলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতি থেকে সহজে আয় করতে পারবেন ভিডিও নির্মাতারা।

নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপর অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এই তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এক ঘোষণায় জানিয়েছে, গত বছরগুলোতে নির্মাতারা রিলস, ভিডিও, ছবি ও টেক্সট পোস্ট দেওয়ার মাধ্যমে ফেসবুক থেকে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন। তবে অনেক নির্মাতাই তার সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি।

উল্লেখ্য, ফেসবুকের মনিটাইজেশন থেকে মাত্র এক-তৃতীয়াংশ নির্মাতা বিভিন্ন উপায় অনুসরণ করে এতদিন পর্যন্ত আয় করতে পেরেছেন। নতুন এ সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

সূত্র : এনগেজেট