গাংনীতে বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-১০

গাংনীর বামন্দীতে গোল্ডেন এক্সক্লুসিভ পরিবহন ও একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার সময় গাংনী উপজেলার বামন্দী বাস স্ট‍্যান্ডের সন্নিকটে এই সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়। দুর্ঘটনার পরপরই বাসটির চালক হেলপার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এসময় সড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ও মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ক্লিনিগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্থান ত্যাগ করেছে বলে তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বামন্দী পুলিশ ফাঁড়ির আইসি এসআই শরিফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।




অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মুজিবনগর সীমান্তে আটক ২

বিনা পাসপোর্টে ভারত যাওয়ার চেষ্টা করতে যেয়ে মেহেরপুরের মুজিবনগরে দুইজন আটক হয়েছে। বিজিবি’র ৬ডি কোম্পানি মুজিবনগর বিওপি তাদের আটক করে। আটককৃতদের মুজিবনগর থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল বুধবার ২০ ডিসেম্বর রাতে বিজিবি একটি টহল দল মুজিবনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার ২১ ডিসেম্বর মুজিবনগর থানায় মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, মুজিবনগর এর মাঝপাড়া গ্রামের সোনাপুর বাজারের মৃত আয়ুব আলীর ছেলে এনামুল হক ও মৃত মোজাম ভিকটিম উম্মে কুলসুমের (৩৩) অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা প্রলোভনে অবৈধ ভাবে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে আটকে রাখে। উম্মে কুলসুম কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী গ্রামের সালামত উল্লাহর মেয়ে।

বিজিবি টহল দল সোনাপুর বাজারে জনৈক কামাল উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছালে একজন পুরুষ ও একজন মহিলা কৌশলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে স্থানীয় সাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। এবং জানা যায় উম্মে কুলসুম (৩৩) মোবাইল ফোনের মাধ্যমে মোঃ এনামুল আলীর সাথে যোগাযোগ করে টেকনাফ থকে বাস যোগে মুজিবনগর আসে। জিজ্ঞাসা কাদের সময় উম্মে কুলসুম জানান তিনি এনামুলের সাথে ভারতে যাবেন বলে এখানে এসেছেন।

মুজিবনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।




মেদ কমাতে যেভাবে খাবেন আদা

আমাদের কাছে অতি পরিচিত একটি সমস্যা হচ্ছে মেদ। বিশেষ করে বর্তমানে লকডাউনের সময়ে ঘরে থেকে মেদ বেড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে আরও বেশি। মেদের কারণে বিরক্ত লাগার পাশাপাশি দেখা দিতে পারে নানান রকম শরীরিক সমস্যাও।

একবার মেদ হয়ে গেলে সেটি শরীর থেকে দূর করা অনেক কঠিন হয়ে পড়ে। আর দৈনন্দিন জীবনে মুখোমুখি হতে হয় নানা রকম সমস্যার। এমনকি আপনার পছন্দের পোশাক পরতেও বাধা হয়ে ওঠে এই মেদ। মেদের কারণে শরীরের ওজন বেড়ে গেলে সেটি নারীদের সন্তানগ্রহনেও অনেক সময় সমস্যা সৃষ্টি করে।

আরও পড়ুন: শরীরে ক্যালসিয়ামের অভাব মেটাতে যা খাবেন

মেদ কমাতে অনেকেই নিয়ে থাকেন অনেক রকম পদক্ষেপ। জিম করে, ডায়েট করে, যোগ বেয়াম সহ নানা কিছু করে এ সমস্যা থেকে মুক্তি পাবার চেষ্টা করে থাকেন। কিন্তু জেনে অবাক হবেন, খুব সহজ উপায়ে এবং অতি পরিচিত একটি উপাদানই কমাতে সাহায্য করবে আপনার মেদের সমস্যা। আর এই জাদুকরী উপাদানটি হচ্ছে আদা

জানুন কিভাবে মেদ কমাতে সহায্য করবে আদা-

১. আদা চা

চা আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। তবে চয়ে দুধ, চিনি থাকলে সেটি আমাদের শারীরিক কিছু ক্ষতি করার পাশাপাশি ওজন বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি সেটির পরিবর্তে আদা দিয়ে পানি ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চা খানা তাহলে সেটি কমাতে সাহায্য করবে আপনার মেদ। আর চা খেতে না চাইলে শুধু গরম পানিতে আদা আর লেবুর রস ফুটিয়ে খেলেও একই কাজ হবে।

২. আদা ও অ্যাপল সিডার ভিনেগার

আগের উপায়েই যদি আপনি আদা ও কিছু পরিমানে অ্যাপল সিডার ভিনেগার পানিতে ফুটিয়ে খেতে পারেন তাবে এটিও আপনার মেদ কমাবে আরও দ্রুত। আর এটির প্রোবায়োটিক উপাদান আপনার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি আপনাকে রাখবে ভেতর থেকে তরতাজা।

এগুলো ছাড়াও আদার রয়েছে অনেক রকম উপকারিতা। পেট খারাপ থেকে মুক্তি দিতে, বাতের ব্যথায়, কাশি কমাতে, হার্টের স্বাস্থ্যের জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মাইগ্রেনের সমস্যায়, ক্যান্সার প্রতিরোধ করা সহ বিভিন্ন রকম উপকারী গুনাবলি আছে আদায়।




স্নাতক পাসে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ।

যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান স্নাতক পাস হতে হবে। তবে বিজ্ঞান ও বাণিজ্যে বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: ২২-২৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়: প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৩




ঝিনাইদহে নৌকার পোস্টার ঝুলছে, আচরণ বিধি অমান্য করে

ঝিনাইদহে এবার নৌকার পোস্টার ঝুলিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন করলেন ঝিনাইদহের দুই আসনের নৌকার প্রাথী তাহজিব আলম সিদ্দিকী সমি। শহরের বঙ্গবন্ধু সড়কের শিল্পকলা একাডেমীর সামনে থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এদৃশ্য পরিলক্ষিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঝিনাইদহের দুই আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এমনভাবে পোস্টার টাঙ্গানো হয়েছে যাতে দোকান দেখা যাচ্ছে না। শুধু তাই নয় রশিগুলো ঝুলে আছে। রিকসায় বা ইজিবাইকে অথবা একটু বড় গাড়ী গেলে ছিড়ে যাবে। নৌকার পোস্টারগুলো যত্রতত্র এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

পথচারীরা জানান, এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার জন্যে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও ইচ্ছেকৃতবাবে এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার অন্য কারন থাকতে পারে বলে অনেকে জানিয়েছেন। যাতায়াতের সমস্যার কারনে যদি কেউ সেটি অপসারণ করে বা ছিড়ে ফেলে বা নামিয়ে রাখে তখন সেটাকে কেন্দ্র করে ইস্যু তৈরি করে একটি অঘটন ঘটে যেতে পারে। স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে বিষয়টি প্রশাসনকে জানালে পরে তা অপসারণ করে উচু করে বেধে দেওয়া হয়।




কামিন্স ২০ কোটি পাওয়ার যোগ্য নয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। রেকর্ড ভাঙা গড়ার লড়াইয়ে নেমেছিলেন এই দুই অজি পেসার।

বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে কিনে রেকর্ড গড়ে হায়দরাবাদ। সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এতোদামে এই দুই ক্রিকেটারকে কেনা নিয়ে সরগরম পুরো ক্রিকেটবিশ্ব।

প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। বিশেষ করে বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে সাবেক এই অজি ক্রিকেটার। তিনি জানিয়েছেন, ২০ কোটি পাওয়ার যোগ্য না কামিন্স। তবে স্টার্কের বিষয়টি নিয়ে তার কোনো সন্দেহ নেই।

সেন রেডিওর সঙ্গে একটি সাক্ষাৎকারে গিলেস্পি বলেন, ‘কামিন্স খুব ভাল বোলার। খুব ভাল অধিনায়ক। কিন্তু আমি মনে করি সেটা টি-টোয়েন্টিতে নয় টেস্ট ম্যাচে। লাল বলে ও খুব পারদর্শী।’

তবে স্টার্কের বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই গিলেস্পির। তিনি বলেন, ‘আমি মনে করি স্টার্ক দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই এটা স্বীকার করি। স্টার্কের জন্য আমি খুবই আনন্দিত।’

এখন পর্যন্ত কামিন্স ৫০টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৫ উইকেট নিয়েছেন কামিন্স। যেখানে তার ইকোনমি ৭.৩৭, গড়ে ২৪.৫৪। এর আগে কলকাতার হয়ে আইপিএলে মাতিয়েছিলেন তিনি। সে বারের নিলামে তাকে প্রায় ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু বল হাতে তিনি ছিলেন ব্যর্থ। গত আসরে তিনি নিজেই নাম তুলে নিয়েছিলেন।




কোটচাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উছেন মের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে ‍উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন কোন প্রার্থীর পক্ষে কাজ করলে চাকরি হারাবেন। এর মধ্যে কোন সন্দেহ নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান,জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস, মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন, উপজেলা নির্বাচন অফিসার আবদুল আজিজ প্রমুখ।

এ সময় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, শিক্ষক, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




গাংনীতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তাৃামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি তদন্ত মনোজ কুমার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার ইমরান আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, সাংবাদিক রফিকুল আলম বকুল সহ অনুষ্ঠানে টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে টাস্কফোর্সের সদস্যসচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এছাড়া তিনি ২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তামাক নির্মুল ও প্রতি বছরে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি তামাকের কারণে শারিরীক, মাসসিক ও অর্থনৈতিক ক্ষতর বিভিন্ন দিক নিয়ে আলোশনা করেন।




সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি একদিন জনগণের মন থেকে মুছে যাবে: হানিফ

সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি একদিন জনগণের মন থেকে মুছে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর-ভাদালিয়া বাজারে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন কোন রাজনীতিক দলের প্রতি সাধারণ জনগণের সমর্থন থাকে, সেই দলটি কখনোই সন্ত্রাসীর পথ বেছে নেবে না। বিএনপি সন্ত্রাসীর পথ বেছে নেয়ার কারণেই জনবিচ্ছিন্ন, তাদের জনগণের সমর্থন নাই। জনগণের সমর্থন যেখানে থাকে না সেই দলের কোন কর্মসূচিই সফলতা লাভ করে না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের রাজনৈতিক আদর্শের কারণে নির্বাচনে আসেনি। তাদের রাজনীতির উদ্দেশ্য যদি দেশের উন্নয়নের জন্য, জনকল্যাণে হয় তাহলে এই নির্বাচন দল-মত নির্বিশেষে সবাই সমর্থন করুন। দেশের কাজ করছি, কুষ্টিয়ার জন্য কাজ করছি। নির্বাচনে আপনারা নেই কিন্তু সমর্থন তো করতে পারেন। সবাই সমাজে যদি মিলেমিশে এক থাকতে পারেন। তাহলে কেন সবাই মিলেমিশে ভোট দিতে পারবেন না?

তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক থাকায় সাংগঠনিক কারণে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। তারপরও আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি যখন সংসদ সদস্য হয়েছিলাম তখন কুষ্টিয়া অনেক পিছিয়ে পড়া জেলা ছিল। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, সিলেটসহ অন্যান্য জেলা দ্রুত এগিয়ে গেছে। আমরা পিছিয়ে ছিলাম কারণ যারা সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন তারা হয়ত সেভাবে গুরুত্ব দিতে পারেননি। আমি কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার চেষ্টা ছিল কিন্তু পরিপূর্ণভাবে পারিনি।

নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শান্তি ও উন্নয়ন-অগ্রগতির কুষ্টিয়া গড়ার জন্য কাজ করছি। আগামী দিনের উন্নত কুষ্টিয়া গড়ার প্রত্যয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন- এই প্রত্যাশা করি।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলীসহ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




স্মার্টফোন জানাবে দিনে কতটুকু হেঁটেছেন

অনেকে শরীরচর্চার সঙ্গে হাঁটতে পছন্দ করেন। শুধু ফিটনেসের জন্য নয়, বিভিন্ন রোগে ভুগছেন তেমন রোগীদের হাঁটার পরার্মশ দেন চিকিৎসকেরা। যেমন ডায়বেটিস, হাই-ব্লাড প্রেশারের রোগীদের নিদিষ্ট সময় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই কত কদম হাঁটলেন বা কত দূরত্ব অতিক্রম করলেন তা জানা খুব জরুরি। সেক্ষেত্রে স্মার্টফোনে এখন স্টেপ কাউন্টার আছে, যেখানে প্রতিদিন কত কদম হাঁটলেন সেটা দেখা যায়। পাশাপাশি স্মার্ট ঘড়ি ও ফিটনেস ব্যান্ডের মাধ্যমেও এসব তথ্য জানা যায়।

কত কদম হাঁটলেন তা জানার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ফিটবিট’ অ্যাপ নামিয়ে (ডাউনলোড) স্মার্টফোনে ইন্সটল করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করে ‘কন্টিনিউ অ্যাজ এ নিউ ইউজার’ অপশন নির্বাচন করে বিভিন্ন ধাপ অনুসরণের পর ‘অ্যাগ্রি’ বাটনে ক্লিক করতে হবে। এবার নিজের দেহের উচ্চতা এবং ওজনের তথ্য যুক্ত করে অ্যাকাউন্ট সেটআপ করার পর তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন যন্ত্র যুক্ত করার অপশন দেখা যাবে। সেখানে ‘অ্যাড ফোন’ অপশন নির্বাচন করলে ব্যবহৃত স্মার্টফোনটি অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার জন্য ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করে ‘আই অ্যাগ্রি’ এবং ‘অ্যালাউ’ অপশনে ক্লিক করতে হবে। এবার পরের পেজে থাকা ‘ইউ আর রেডি টু গো’ বার্তার নিচে থাকা ‘ডান’ বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীর শরীরচর্চার বিভিন্ন তথ্য সংগ্রহ করবে ফিটবিট অ্যাপটি। ফলে পরবর্তী সময়ে হাঁটলেই কত কদম বা কত দূরত্ব হাঁটা হয়েছে তা জানা যাবে। শুধু তা-ই নয়, হাঁটার কারণে কত ক্যালরি খরচ হয়েছে, সে তথ্যও জানা যাবে।

সূত্র: ইত্তেফাক