দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মত বিনিময় সভা
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে বাৎসরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দামুড়হুদার গুলশান পাড়ায় অবস্থিত সংস্থার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারি উম্মে ছালমা। বিশেষ অতিথি ছিলেন, সমন্বয়কারি ফরহাদ আলী খাঁন ও দামুড়হুদা অফিস প্রধান দিল তৈহিদা পারভীন।
সভায় প্রধান অতিথি জানান, গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা ২৫টা অভিযোগ পেয়ে মিমাংসা করেছেন ১০টি, মিমাংসা না হওয়ায় কোর্টে মামলা করেছেন, ৪টি খারিজ করেছে ১২টি চলমান রয়েছে। একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর খোরপোষ আদায় করে দিয়েছেন।
এছাড়া গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা গত এক বছরে বাল্য বিবাহ বন্ধ করেছেন ৪টি, দাম্পত্য কলহ নিরসন ১৪টি, জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা ২টি, সামাজিক কলহ নিরসন ৫টি ও যৌতুক বিহীন সম্পন্ন ২টি।