চুয়াডাঙ্গার দর্শনায় আধুনিক পদ্ধতিতে আদা চাষ পরিদর্শনে জেলা কৃষি কর্মকর্তা

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় আধুনিক পদ্ধতিতে আদা চাষ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।

আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা কেরুজ হাসপাতাল পাড়ার কৃষি উদ্দ্যোক্তা কামাল উদ্দিন আহমেদ সান্টুর মসলা জাতীয় বারী আদা ও পাহাড়ী আদা চাষ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, আমরা বাড়ির পরিত্যাক্ত জমিতে মোটিফাইড করে বস্তায় এ মসলা জাতীয় আদা চাষ যদি করতে পারি, তাহলে আমরা নিজের চাহিদা পূরণ করে বাজারে আমদানী করতে পারবো। আধুনিক পদ্মতিতে বস্তায় আদা চাষ করে ৬/৭ মাসের মধ্যে এক বস্তায় ২/৩ কেজি আদা আমরা নিতে পারবো। পর্যায়ক্রমে কৃষকদের পরমর্শ দিয়ে আধুনিক পদ্ধতিতে আদা চাষে নিয়ে আসছি।

এ আদা চাষ আরো বৃদ্ধি করতে ইতমধ্যে উপজেলা পর্যায়ে ১০ হাজার বস্তা মসরা জাতীয় আদা চাষ আমরা হাতে নিয়েছি। আমরা মাটিতে আদা চাষে কৃষক সূফল পাচ্চেনা। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভালো বীজ সংগ্রহ করে বস্তায় আদা চাষে আধুনিক পদ্ধতিতে এ চাষ করছি। এ আদা চাষে প্রত্যেক কৃষকে পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের পরিত্যাক্ত জমিতে বস্তায় আদা চাষ করলে আপনারা লাভবান হবেন। তাই মসলা জাতীয় এ আদা চাষে কম খরছে বেশি মুনাফা পাবেন বলে আমরা আশা করছি।

উদ্দ্যোক্তা কামাল উদ্দিন আহমেদ সান্টু বলেন, আমি আধুনিক পদ্ধতিতে বস্তায় মসলার উন্নত বারি আদা-২ ও পাহাড়ী জাতের আদার আবাদ করেছি ৫৬৪ বস্তা। আমি তাতে করে মাত্র ১২ দিন বয়সে যা দেখছি তাতে করে নির্ধারিত সময়ে এর ফলন ভালো হবে। বস্তায় আধুনিক পদ্ধতিতে লাগানো কিছু বস্তায় আদার চারা দেখা গেলেও কিছু বস্তায় এখনো দেখা মেলেনি। আমি আশা করছি বাকি বস্তার রোপনকৃত আদার চারা দেখা গেলে এক বছরে তিন লক্ষ টাকা লাভ করতে পারবো।

এ পরিদর্শনে সাথে ছিলেন, দামুড়হুদা উপজেলা (কৃষি) কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আর সাবা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মুকুল হোসেন, প্রমুখ।




কুষ্টিয়া মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

কুষ্টিয়ায় ভ্যান-রিকশা চালকদের ঠাণ্ডা পানি ও স্যালাইন দিলেন মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। কুষ্টিয়ায় ভ্যান-রিকশা চালকদের ক্লান্তি দূর করতে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কুষ্টিয়ার নেতৃবৃন্দ।

আজ সোমবার কুষ্টিয়ার শহরের নারিকেলতলা ও কোর্ট স্টেশন এলাকায় এই কার্যক্রম চালানো হয়।

এসময় মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মেজবাহুর রহমান, সাংবাদিক এসএম জামাল সহ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রুহুল আমিন বলেন, ’যেখানে আমরা পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে থাকলে হাপিয়ে যাই, সেখানে তপ্ত দুপুরেও ভ্যান-রিকশা চালকরা শহরের অলিগলিতে ছুটছে। তাদের পাশে থাকার জন্য এবং তাদের খানিকটা ক্লান্তি দূর করার জন্য আমাদের এই চেষ্টা।’ রিকশাচালক আনিসুর রহমান বলেন, প্রচণ্ড রোদের মধ্যে রিকশা চালাতে হচ্ছে। অনেক সময় তৃষ্ণা লাগে। আজকে খাবার স্যালাইন ও ঠাণ্ডা পানি পেয়ে খুব ভালো লেগেছে।




ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুই নম্বর মির্জাপুর ইউনিয়নের পদমদি গ্রাম থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি কালো রঙের দেশীয় তৈরি ওয়ান শুটার গান সহ পদমদি গ্রামের জহুরুল হকের ছেলে মিল্টন বিশ্বাস (৩১)কে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের এই অভিযানটি পরিচালনা করেন এসআই মিঠুন মন্ডল।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায় যে আসামি মিল্টন বিশ্বাস একটি দেশীয় তৈরি আগ্নেয় অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে এবং সে বর্তমানে তার বাড়ির পাশে কলাবাগানের মধ্যে অবস্থান করছে।

তখন তাকে কলাবাগানের মধ্য থেকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিমূলক বয়ান অনুযায়ী অস্ত্রটি গোয়াল ঘরের মধ্য হতে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর আসামি মিঠুন মন্ডল এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।




১৪৪ ধারা জারি করতে গিয়ে বিবাদমান জমির ধান নিয়ে আসলেন কোটচাঁদপুর থানা পুলিশ

১৪৪ ধারা জারি করতে গিয়ে বিবাদমান জমির ধান জব্দ করে থানায় নিলেন কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক( এএসআই) এরশাদ হোসেন। আজ সোমবার সকালে তিনি এ ধান উদ্ধার করে থানায় নিয়ে যান। আইন শৃংখলার রক্ষার্থে ধান উদ্ধার করে থানায় আনা হয়েছে দাবি ওই কর্মকর্তার।

জানা যায়,কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া মাঠের ১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল কামাল হোসেন ও মিজানুর রহমানের সঙ্গে। তারা দুই জনে চাচাত ভাই। আজ সোমবার সকালে ওই জমিতে ১৪৪ ধারা জারি করতে যান কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) এরশাদ হোসেন। এ সময় ওই জমিতে কাটা ধান পড়ে থাকতে দেখেন। ওই ধান নিতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা চলছিল। পরে ওই ধান উদ্ধার করে থানায় নিয়ে আসেন ওই কর্মকর্তা।

ভূক্তভোগী মিজানুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে আমি বিবাদমান জমিটি চাষাবাদ করে থাকি। এ বছরও ওই জমিতে ধান চাষ করেছিলাম। গেল গত রবিবার রাতে কামালের নির্দেশে ওই জমির ধান কাটেন স্থানীয় লেবাররা। গতকাল সোমবার সকালে আবার ওই জমিতে ১৪৪ ধারা জারি করতে আসেন পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতিতে কামাল হোসেন তাঁর লোকজন দিয়ে ধান নিয়ে যাবার চেষ্টা করেন। পরে পুলিশ ওই ধান উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে মিজানুর রহমান আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

গুড়পাড়া গ্রামের কামাল হোসেন বলেন,মিজানুর রহমানের সঙ্গে আমার ১৮ শতক জমি নিয়ে বিবাদ। ওই জমির পুরোটাই আমার। তবে জোর পূর্বক করে খান তিনি। গেল বুধবার আমি ১৪৪ ধারায় মামলা করেছি আদালতে।
আজ সোমবার সকালে কোটচাঁদপুর থানার পুলিশ ১৪৪ ধারা জারি করতে গিয়েছিল। এ সময় জমিতে গিয়ে দেখতে পায় ধান কাটা অবস্থায় পড়ে আছে। পরে ওই ধান পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়। বর্তমানে ধানগুলো কোটচাঁদপুর থানায় পুলিশ হেফাজতে আছে।

তিনি বলেন, তবে আমি ওই ধান কাটিনি। কে কেটেছে তা আমি জানিনা। কামাল হোসেন গুড়পাড়া গ্রামের মৃত ইয়াদুল মন্ডল।

এলাঙ্গী ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সাফা সুলতান বলেন, পুলিশ ধান উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে আমার জিম্মায় দিয়েছেন। তবে ধান এখানো থানা থেকে আনা হয়নি। সন্ধ্যার দিকে ধান আনতে থানায় যাবেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) এরশাদ হোসেন বলেন,সোমবার সকালে ১৪৪ ধারা জারি করতে গিয়ে ছিলাম। ওই জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলযোগ শুরু হয়। আইন শৃংখলা রক্ষার্থে স্যারের সাথে পরামর্শ করে ওই ধান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, পরে আইনগত প্রক্রিয়া শেষ করে, ওই ইউনিয়নের সাফা মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।




কোটচাঁদপুরের জগদীশপুর বাওড় পাড়ে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জগদীশপুর বাওড় পাড়ে সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। আজ সোমবার সকালে এ স্থাপনা ভেঙ্গে দেন কোটচাঁদপুরের ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সুত্র জানা যায়, কোটচাঁদপুরের জগদীশপুর বাওড়। সম্প্রতি বাওড়টি নতুন করে ইজারা দিয়েছেন সরকার। ওই বাওড় পাড়ে মাছের খাবার রাখার ঘর করেছিলেন ইজারাপ্রাপ্তরা। তবে ওই জায়গাটি ছিল সরকারি খাস জায়গা। খাস জায়গায় কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে পারে না।

ইজারাপ্রাপ্তরা ওই জায়গায় এ স্থাপনা তৈরি করছিল। খবর পেয়ে সোমবার সকালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ভেঙ্গে দিয়েছেন।

এ ব্যাপারে বাওড় ইজারাপ্রাপ্তদের পক্ষের জেলা পরিষদ সদস্য রাজিবুল কবির বলেন,আমরা বাওড় পাড়ে মাছের খাবারের ঘর করছিলাম। ওইটা নাকি সরকারের খাস জমি।

সেটি এলাঙ্গী ইউনিয়নের নায়েব শরিফুল ইসলাম এসে ভেঙ্গে দিয়েছেন। আমরা ডিসি স্যারের সঙ্গে কথা বলার আগেই ভেঙ্গে দিয়েছেন। বিষয়টি ডিসি সাহেবকে জানিয়েছি।

তিনি বলেন, ওনারা আমাদের স্থাপনা না ভেঙ্গে সরিয়ে নিতে বলতেন বা আমাদের নৌটিশ করতেন। তারা না করে ভেঙ্গে ফেললেন।

কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, জানতে পারলাম বাওড় পাড়ে কে বা কাহারা অবৈধ স্থাপনা তৈরি করছেন। খবর পেয়ে ফাঁড়ির সহউপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদকে পাঠিয়ে ছিলাম। পরে আমি ও গিয়েছিলাম ঘটনাস্থলে।

ওখানে মানুষকে আমরা ওই সময় দেখতে পায়নি। তবে জানতে পারলাম বাওড় যারা ইজারা নিয়েছেন, তারাই বাওড় পাহারা ও মালামাল রাখার জন্য স্থাপনা তৈরি করছিল। এলাঙ্গী নায়েব শরিফুল ইসলাম এটা ভেঙ্গে দেন।
এলাঙ্গী ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন,উদ্ধোতন কর্মকর্তা আমাদের যা বলেন আমাদের তাই করা লাগে। নির্বাহী স্যার আমাকে অবৈধ ভাবে বাওড় পাড়ের স্থাপনা ভেঙ্গে দিতে বলেন।আমি সে মোতাবেক ভেঙ্গে দিয়েছি।

তিনি বলেন, ওই সময় ঘটনাস্থলে কোন মানুষকে আমরা পায়নি। তবে জানতে পারলাম বাওড়ের ইজারাদাররা এই অবৈধ স্থাপনা তৈরি করছিল।




দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এ.এম জাকারিয়া আলমের গণসংযোগ ও পথসভা

দামুড়হুদা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ -প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস.এ.এম জাকারিয়া আলম। হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।

আজ সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দামুড়হুদা পুরোপাড়া উজিরপুর সমস্ত বাজার’ এলাকা গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এস. এ. এম জাকারিয়া আলম।

দিনরাত উপজেলার আনাচে- কানাচে গণসংযোগ ও পথসভা চালিয়ে ভোটারদের মন জয় করছেন তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান।তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

গণসংযোগ ও পথসভা কালীন চেয়ারম্যান প্রার্থী এস.এ.এম জাকারিয়া আলম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

এস. এ. এম জাকারিয়া আলম আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।




আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় : ভাঙলো টানা দশ বছরের রেকর্ড

আবরো দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা ১৭ দিন চলছে তীব্র তাপ প্রবাহ থেকে খুব তীব্র তাপ প্রবাহ।

চুয়াডাঙ্গা টানা দশ বছরের রেকর্ড ভাঙলো আজ সোমবারের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস যা এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ১৩ শতাংশ। বেলা ৩টার পর আবাহওয়া অধিদপ্তর মেহেরপুর প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না। প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। জীবন ও জীবিকার তাগিদে অসহনীয় গরমেই কাজ করতে হচ্ছে।

সূর্যের প্রচন্ড খরতাপের নীচে জমিতে কাজ করছেন দিন মজুররা। তাদের অনেকে ভাষ্য জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের।

গরমে এ জেলার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শিশু এবং কিশোররা রয়েছেন বেশি ঝুঁকিতে। ভিড় বাড়ছে জেলা সদর হাসপাতালে। পানি শূন্যতায় ভুগছেন অনেকেই।




গাংনীর কাথুলী ইউনিয়নে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুকের জনসংযোগ

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও জনসংযোগ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন।

আজ বিকেল ৫ টার সময় কাথুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সহগলপুর থেকে আসন্ন ৬ষ্ঠ বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফারুক হোসেন জনগনের সাথে গনসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর নবীর উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাদ্দেস আলী, শামীম হোসেন সহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় সহগলপুর গ্রাম থেকে জনসংযোগ শুরু কাথুলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে সাক্ষাৎ করার কথা জানিয়ে যাত্রা শুরু করেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন জানান, আমি পেশায় একজন ব্যবসায়ী ব্যবসা থেকে টাকা উপার্জন করে যতটুকু পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ছোট বেলা থেকেই মানবিক কাজে এগিয়ে যেতে পছন্দ করতাম সেই সুবাদে মানুষের পাশে থাকার জন্য আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। যাতে করে মানুষের পাশে থাকার জন্য এই দায়িত্ব আমাকে দায়বদ্ধতায় পরিনত করে।আগামী তে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জনগনের সাথে এবং পাশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।




মেহেরপুরে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত

মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে মেহেরপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে শহরের লা ভোগ রেস্টুরেন্টে ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সভার আয়োজন করে।

পরে বেলা সাড়ে ১২ টার সময় সুশীল সমাজ ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমানের নিকট মেহেরপুরে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, উপপ্রচার-প্রচারণা সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যডভোকেট সাইদুর রাজ্জাক, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব আহমেদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়াসহ আওয়ামী লীগ ও বিএনপির, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে YEH এর যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও বসুন্ধরা শুভ সংঘের মেহেরপুর জেলা সাধারন সম্পাদক পলাশ আহম্মেদসহ, রেড ক্রিসেন্ট জেলা সভাপতি শান্ত ইসলাম সহ নেতৃবৃন্দরা, সুশীল সমাজ ও তরুণ সংস্থাগুলোর প্রতিনিধিগণ স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।




পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি সুযোগ

বাংলাদেশের বেসরকারি খাতে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় করপোরেট হাউস পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি.

পদ ও বিভাগের নাম : এক্সিকিউটিভ, সাপ্লাই চেইন

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ১ থেকে ৩ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মঘণ্টা : ফুল টাইম

আবেদনের শেষ তারিখ : ৭ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি

অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতা : এমএস ওয়ার্ড, এক্সেল- দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সক্রিয়, স্মার্ট, ইতিবাচক মনোভাব, আন্তরিক, সৎ ও ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : তহবিল, গ্র্যাচুইটি, বছরে ৩টি বোনাস, ভাড়া সহায়তা, মোবাইল ভাতা, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, সাপ্তাহিক ছুটি দুদিন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে  ক্লিক করুন।

ঠিকানা : শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ধানমন্ডি, ঢাকা- ১২০৭