মেহেরপুরে ১২ বোতল বিদেশি মদ সহ আটক ২

মেহেরপুরে ডিবির অভিযানে ১২ বোতল বিদেশি মদ সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ বুধবার সকালে মেহেরপুরের কাঁথুলি বাসস্ট্যান্ড থেকে মহির উদ্দিন ও মাহফুজ নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়াও বিদেশি মদ পাচারের সময় তাদের কাছে থাকা ইজিবাইকটি ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।

আটককৃত মহির উদ্দিন (৪০) মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের জাদুর ছেলে ও মাহফুজ (২১) একই এলাকার বাবর আলীর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের এস আই মহাসিনের নেতৃত্বে একটি চৌকষ দল মাদক ব্যবসায়ীদের আটক করে।




অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে -ইসি আহসান হাবিব খান

‘বর্তমান নির্বাচন কমিশন গণমাধ্যম বান্ধব। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিলে, আক্রমণ বা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করলে সাত বছর জেলের বিধান রেখে আইন আমরাই করেছি। গণমাধ্যম কর্মীদের আমি অনুরোধ করছি আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। আপনারা অনুমোদিত গণমাধ্যমের কার্ডধারী সাংবাদিকগন কেন্দ্র ও ভোট গণনা পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে ভোট গণনা কালে আপনাদের ক্যামেরা ধরে থাকবেন।’

গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম হাসানের সম্মেলন কক্ষে মেহেরপুর ও চুয়াডাঙ্গার জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:)। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার ২ টি আসনের ১৩ জন এবং মেহেরপুর জেলার ২ টি আসনের ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।

ব্রিফিং এ ইসি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) আরও বলেন, ‘ প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলোকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। বাকি ছিল শুধু তাদের পা ধরা। রাজনৈতিক দলগুলোর যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা যদি আন্তরিক না হন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কমিশনের পক্ষে সম্ভব নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর যে কয়টি নির্বাচন করেছি সেগুলো ব্যাপক ভাবে গ্রহনযোগ্য হয়েছে। সে নির্বাচন গুলি অবশ্য ইভিএম এ হয়েছে। এবার কেউ ইভিএম চাচ্ছে না। এজন্যই এবার আমরা ইভিএম থেকে সরে ব্যালটে এসেছি।

প্রার্থীদের অতি উৎসাহী কর্মীরা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করে। আমরা প্রার্থীদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এবার জেলা প্রশাসকের জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছি। আমাদের দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে, আমাদের এবারের টিম এবার ম্যাশিনের মতো কাজ করবে।




ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রাইচরণ-তারিণীচরণ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আফছার শেখের ছেলে নাজমুল হোসেন।

স্থানীয়রা জানায়, হাটগোপালপুর থেকে ব্যাটারীচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, সন্ধ্যায় হাটগোপালপুর থেকে ২ জন রোগী এসেছিলো। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলাম। রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




চুয়াডাঙ্গার আমিরপুরে মাদ্রাসা শিক্ষক ও বিটিভির জেলা প্রতিনিধি নারীসহ আপত্তিকর অবস্থায় আটক

চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে কামিল মাদ্রাসার কৃষি শিক্ষক ও বিটিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এবং দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ ফেলে নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হলেও অবশেষে মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন রতনের হস্তক্ষেপে তার মুক্তি মেলে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার পর। এ ঘটনার আগে নতুন শিক্ষা কারিকুলামের জন্য চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর চলমান প্রশিক্ষণে সে প্রশিক্ষণ নিচ্ছিল। দুপুরের ১ ঘন্টার বিরতীর মধ্যে ওই শিক্ষক কিভাবে আমিরপুর গ্রামে নারীবাজী করতে আসে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আমিরপুর গ্রামবাসী জানান,বেশ কিছু দিন ধরে ওই গ্রামের মরহুম আব্দুর রহমান ওরফে রহমান কাজী (সাবেক কামিল মাদ্রাসার পিয়ন) বাড়ীতে ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ আসা-যাওয়া করে। ওই বাড়ীতে কাজীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তার এক সন্তান নিয়ে বসবাস করে আসছে। রাজন, দ্বিতীয় স্ত্রীকে পেনশনের টাকা পাইয়ে দেয়ার কথা বলে তার সঙ্গে অপ্রতিরোধ্যভাবে শারীরিক সম্পর্ক করতো। সে খেয়াল খুশি মত এসে সেটা অব্যাহত রেখেছিল।

মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান শাহিন জানান, রাজন রাশেদ বেশ কিছুদিন ওই বাড়ীতে আপত্তিকর কাজ করার জন্য আসতো। এদিন দুপুরের পর লোকজন বাড়ীর প্রাচীর টোপকে ভেতরে ঢুকে ঘরের মধ্যে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। সেখানে লোকজন রাজনকে গণপিটুনি দেয়। এমতবস্থায় সে নিজেকে বাঁচাতে ৯৯৯ ফোন দিলে বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগে ইউপি চেয়ারম্যান রতন তাকে ছেঁড়ে দেয়।

মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন রতন জানান, পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহিন ও তারপর ইউনিয়ন যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মমিন তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, আমিরপুর গ্রামের ওই বাড়ীতে অবৈধ কাজ করার সময় স্থানীয় জনসাধারণ দুজন নারী-পুরুষকে আটক করে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত রাজন ঘরের ভেতর থেকে বের হয়ে বাড়ীর উঠানে চেয়ারে বসে আছে। বাড়ীর চারিপাশে লোক সমাগম বেড়েই যাচ্ছিল। পরবতী পরিস্থিতি বিবেচনা করে আটক রাজনের হাতে তার মোটরসাইকেলের চাবি ধরিয়ে দিয়ে আমি তাকে চলে যেতে এবং চুয়াডাঙ্গা সদর থানার ওসির সঙ্গে দেখা করার জন্য বলি। সে তখনই সেখান থেকে দ্রুত চলে যায়। তবে স্থানীয় জনসাধারণ বলছিল, তাদের দুজনকে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ বিষয়টি রাজনকে জিজ্ঞাসা করলে সে কোন জবাব না দিলেও অভিযোগে দুষ্ট মেয়েটি বলে তার সঙ্গে কিছু হয়নি।

এ ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক সাংবাদিক ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ বলেন, আমি নতুন শিক্ষা কারিকুলাম প্রশিক্ষণের ফাঁকে আমিরপুর গ্রামে আমাদের মাদ্রাসার সাবেক পিয়ন মরহুম আব্দুর রহমান ওরফে রহমান কাজীর বাড়ীতে পেনশন সংক্রান্ত একটি বিষয়ে গিয়েছিলাম। হঠাৎ বন্ধ ঘরের দরজায় আমার একজন ছাত্র টোকা দেয়। আমি দরজা খুলে দিলে সে ‘সরি’ বলে চলে যায়। এরপর দেখি প্রচুর লোকজন জড় হচ্ছে। তারপর আমি সেখান থেকে চলে আসি। এর বেশী আমি বলতে পারবো না। তবে ধারনা করছি, আব্দুর রহমান ওরফে রহমান কাজীর দু’স্ত্রী। বড় স্ত্রীর একটি ইনসুরেন্স করা ছিল। সেই ইনসুরেন্সের টাকা উঠানো নিয়ে, বিরোধের কারনে আমাকে জড়িয়ে এমনটি ঘটতে পারে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা বলেন, ৮ম ও ৯ম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের জন্য এই প্রশিক্ষণ ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মধ্যে বেলা ১ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতী শেষে আবার সেটা বিকাল ৪টা পর্যন্ত চলে। এর মধ্যে একজন শিক্ষক প্রশিক্ষণ চলমান অবস্থায় কি করে অন্যকোন স্থানে অপকর্ম করে সেটা ভাবতেও অবাক লাগে। তিনি বলেন, এই শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে এ ঘটনার ব্যাপারে তাকে কারন দর্শানো নোটিশ করা হবে। এটি একটি গোর্হিত অপরাধ।




হরিণাকুণ্ডুতে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সাংসদ সদস্য নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত করতে নির্বাচনের করণীয় বিশয়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র শাহীনুর রহমান রিন্টু।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকী শিলু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান পলাশ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ মারুফ, প্যানেল মেয়র সিদ্দীকুর রহমান।

এছাড়াও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, হাসেম আলী, রেজাউল ইসলাম, আবু আসাদ রুনু, বাবুল আক্তার, নিখিল হালদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সায়েরা খাতুন, নারগীস পারভীন, সম্পা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ টুনু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসাইন আলী, লালনশাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল রেজা, সাধারণ সম্পাদক রানা মিয়াসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃব্দ।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র (নৌকা) প্রতীকের জয় নিশ্চিত করতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।




ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা; গাড়ি ভাংচুর ও আহত দু’জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের গাড়িতে হামলা করে দুইটি প্রাইভেট কার ভাংচুর করে। এই ঘটনার জেরে চেয়ারম্যানের উত্তেজিত সমর্থকরা আওয়ামী লীগের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির নির্বাচনী অফিসে হামলা করে। হামলায় নাসির উদ্দীন মন্ডল ও পলাশকে কুপিয়ে আহত করে। আহত নাসির উদ্দিন আড়ুয়াকান্দি গ্রামের মতলেব মন্ডলের ছেলে ও পলাশ সুড়া পাড়া গ্রামের সব্দুলার ছেলে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেব পুর বাজারে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অস্থায় নাসির উদ্দীন মন্ডলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় উভয় পক্ষ পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে।

এবিষয়ে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল রাজা জানান, তারা মিছিল করে নৌকার নির্বাচনী অফিসে বসে ছিলেন, এসময় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোটর সাইকেলে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল ভাংচুরসহ নাসির মন্ডল ও পলাশকে কুপিয়ে জখম করে। নির্বাচনী সহিংসতায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত জানতে ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন বলেন আমি বারৈইখালী বাজারে নির্বাচনী মিটিংয়ে যাচ্ছিলাম এসময় বাসুদেব পুর বাজারে পৌঁছে আমার ইউনিয়ন নেতা কর্মীদের সাথে কথা বলছিলাম এসময় সাবেক যুবলীগ নেতা রাজার নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার গাড়ীর দিকে লক্ষ করে হামলা চালিয়ে দুটি প্রাইভেটকার ভাংচুর করে। পরে কারা তাদের সমর্থকদের মারধর করেছে তা আমি জানিনা আমি সেখানে ছিলাম না।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন কড়া অবস্থানে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে ।




মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী অফিস উদ্বোধনের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার রাতে মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড নতুন পাড়া মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধনের আয়োজন করা হয়।

মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন তানিমের সঞ্চালনায় মেহেরপুর পৌরসভার ১নং ওর্য়াড নতুন পাড়া আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, তানসেন, হায়াৎ সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : ইসি আহসান হাবিব

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে, সেই পরিবেশ সৃষ্টির দায়িত্ব আমাদের। যেখানে ঝামেলা আছে সেগুলো সমাধান করা হবে। প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে এবং টহল দেবে। অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ ঝামেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অসদাচরণের জন্য প্রার্থিতা বাতিল হতে পারে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়ম করলে ছাড় নয়। ভোটকেন্দ্রের বাইরে কেউ ঝামেলা করলে পুলিশ অ্যাকশন নেবে। বিশৃঙ্খলা করার সুযোগ নেই, সেই সুযোগ আমরা দেব না। কোথাও অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ হবে। তদন্ত সাপেক্ষে দায়িত্বরতদের সাসপেন্ড করা হবে, অ্যাকশন নেওয়া হবে। আমাদের কাছে কোনো ছাড় নেই। আমরা জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী।

তিনি আরো বলেন, নতুন আইন করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা কেউ ভাঙচুর করলে দুই থেকে সাত বছরের জেল হবে। আমরা সাংবাদিকদের কার্যবান্ধব এবং সহযোগী হিসেবে রাখার জন্য সকল সুযোগ রেখেছি। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। যখন ভোট গণনা হবে, সেটাও ভিডিও করতে পারবেন সাংবাদিকরা। এরচেয়ে বেশি স্বচ্ছতা কি হতে পারে। সাংবাদিক হিসেবে আপনারা সঠিক জিনিসটা প্রকাশ করেবেন। এতে নির্বাচন কর্মকর্তারা সচেতন ও সতর্ক হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে পুলিশ সুপার এএইচএম আবদুর রকীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




শীতে উজ্জ্বল ত্বক পেতে করণীয়

ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে রুটিন কেয়ার সবচেয়ে বেশি জরুরি। উজ্জ্বল ত্বক নিশ্চিত করতে হলে কিছু ভালো অভ্যাস আপনাকে বেশি সুবিধা দেবে। অনেকে প্রসাধনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন বেশি করে। উজ্জ্বল ত্বক নিশ্চিত করার ক্ষেত্রে কয়েকটি টিপস অনুসরণ করা জরুরি।

.দিনের যে সময়ই রোদে বের হবেন কমপক্ষে এস পি এফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। প্রতি দুই থেকে তিন ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন রি-এপ্লাই করুন।
.অকারণে কখনোই বারবার মুখে হাত দেবেন না। কারণ হাতের আঙুলে লেগে থাকা বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া আপনার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা ও ক্ষত সৃষ্টি করতে পারে।
.স্যালিসাইলিক অ্যাসিড বা ভিটামিন সি যুক্ত ক্লিঞ্জার ব্যবহার করুন। এতে ত্বক দাগহীন ও উজ্জ্বল হবে।

.সপ্তাহে দুদিন স্ক্রাবিং করুন। এটি মরা কোষ তুলে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।
.উজ্জ্বল ত্বক পেতে মাসে এক বা দু বার ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসিয়াল করতে পারেন।
.আপনার মোবাইল ফোনটি নিয়মিত অ্যালকোহল প্যাড ব্যবহার করে পরিষ্কার করুন। কারণ এটি অপরিষ্কার অবস্থায় আপনার মুখের সংস্পর্শে সব থেকে বেশি আসে।

.মুখ ধোওয়ার পর নরম টিশার্ট ব্যবহার করে মুখ মুছতে পারেন। কারণ কিছু তোয়ালের ঘষা লেগে স্কিনে অতি ক্ষুদ্র আঁচড় পরতে পারে যেখানে ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা থাকে।




আইপিএল নিলামে কে এই ‘রহস্যময়ী’ নারী?

আইপিএল ১৭তম আসরের নিলাম চলছে। দুবাইয়ে চলমান নিলামে রেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখে দলে নিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

নিলামে অস্ট্রেলিয়ান তারকারা রেকর্ড গড়লেও ঝড় তুলেছেন লাস্যময়ী এক নারী। নিলামে সব আলো কেড়ে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান।

নিলাম চলাকালীন কাব্য মারানের দিকেই টেলিভিশনের ক্যামেরা বেশি ফোকাস করছে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন, সানরাইজার্স হায়দরাবাদের কে এই নারী? নেটমাধ্যমে অনেকে তাকে ‘রহস্যময়ী’ বলেও ডাকতে শুরু করে দিয়েছিলেন।

সানরাইজার্সের প্রতিষ্ঠাতা কলানিধি মারানের মেয়ে কাব্য বেশ কয়েক বছর ধরেই দলের সঙ্গে যুক্ত। ক্রিকেট দলের সঙ্গে কাব্যর এ যোগাযোগ অবশ্য নতুন নয়। বাবার সঙ্গে হাত মিলিয়ে পারিবারিক ব্যবসা চালাচ্ছেন। সান গোষ্ঠীর মালিকের মেয়ে পড়াশোনাতেও বেশ এগিয়ে।

চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক করার পর এমবিএ ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে যান কাব্য। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড স্টার্ন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্টের পড়াশোনা শেষে দেশে ফেরেন। তারপর পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি সান মিউজিক এবং সান টিভির এফএম রেডিও চ্যানেলের সঙ্গেও যুক্ত রয়েছেন। কাব্যর বাবা সম্পর্কে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি।

সূত্র: যুগান্তর