কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতি সম্পন্ন

১৬ ডিসেম্বর মহান বিজয় উদযাপন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন,উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে শেষ সময়ের প্রস্তুতি দেখতে কোটচাঁদপুর পাইলট বিদ্যালয় মাঠে আসেন সংশ্লিষ্টরা। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে বললেন নির্বাহী কর্মকর্তা।

প্রতি বছরের ন্যায় এ বছর ও কোটচাঁদপুরে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হতে যাচ্ছে, মহান বিজয় দিবস।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল দিবসটি পালনের শেষ সময়ের প্রস্তুতি। আর এ সব দেখতে মাঠে আসেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকী সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,আনসার ভিডিপি কর্মকর্তা শিহাব উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ওই সব প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা।

এ সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর থানা। যার নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক,আসাদুজ্জামানের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,আনসার সদস্যরা,এরশাদ আলীর নেতৃত্বে ফায়ার ডিফেন্স। এ ছাড়া কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার ছাত্র /ছাত্রীরা।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মত সক্ষমতা রয়েছে আমাদের। আর এ সব বিষয় নিয়ে কোন থিয়েট মনে করছি না।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,মহান বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপরও কুচকাওয়াজের শেষ সময়ের প্রস্তুতি দেখতে এসেছিলাম মাঠে। আইন শৃংখলা নিয়ে কোন কিছু ভাবছেন কিনা,এমন প্রশ্নে তিনি বলেন,আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। তেমন কোন সমস্যা নাই।




কাঁচা টমেটোর বাজিমাত

চলতে শীতের মৌসুম। এ মৌসুমে বাঙালি রসনায় পিঠেপুলির স্বাদের সঙ্গে যুক্ত হয় আরও একটি উপাদান। কি বলুন তো? ঠিকই ধরেছেন। শীতের হরেক রকমের বাহারি সবজি। তাই শীতকালে জমিয়ে সকলে মৌসুমি শাক সবজি উপভোগ করেন। এ সময়টাতে সবচেয়ে জনপ্রিয় সবজি কাঁচা টমেটো।

লাল টুকটুকে টমেটো তো সারা বছরই রান্নার স্বাদ বাড়াতে সকলে ব্যবহার করে থাকেন। কিন্তু শীতকালে কাঁচা সবুজ সতেজ টক টক টমেটোই সকলের পছন্দ। শুধু কি স্বাদ, গুণেও কিন্তু অনন্য এই কাঁচা টমেটো। চলুন জেনে নেই সুস্বাস্থ্যে কাঁচা টমেটোর অবদান:

ভিটামিন সি-তে ভরপুর এই সবজি আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শতগুণে। শুধু তাই নয় দাঁত ও ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার।

এতে থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক এসিড শরীরকে ক্যান্সারমুক্ত থাকতে সাহায্য করে, কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। শুধু তাই নয় প্রস্টেট ক্যানসার বা পেটের ক্যানসারের ঝুঁকিও কমায় কাঁচা টমেটো।

কাঁচা টমেটো খেলে ভালে থাকবে আপনার হৃদযন্ত্রও। এতে থাকা লাইকোপিক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের খেয়াল রাখে।

ভিটামিন বি এবং পটাশিয়াম সমৃদ্ধ এই সবজি আপনার কোলেস্টেরলের মাত্রা ঠিক তো রাখেই সেই সাথে রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে।

বাতের ব্যথা এবং হাড়ের ক্ষয় রোধ করতেও খেতে পারেন কাঁচা টমেটো। এতে থাকা ভিটামিন কে এবং ফসফেট খেয়াল রাখবে আপনার হাড়েরও।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কমেছে সবজির দাম

সপ্তাহের শেষে মেহেরপুরের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় সবজি দ্রব্যাদির দাম কিছুটা কমেছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মেহেরপুর বড়বাজারের কাঁচা বাজার আড়ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজি দাম ১০-২০ টাকা কমেছে।

আলুর দাম গত দুই দিনের তুলনায় কেজি প্রতি পাইকারি ১৫-২০ টাকা ও পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমেছে।
এছাড়াও পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাত টাকা কম দরে ৭৮ টাকায়।

প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। খুচরা বাজারে পাঁচ টাকা কম দরে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি দেশি রসুনপাইকারি পাইকারি বিক্রি হচ্ছে ২২০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা।

বাজারে কাঁচা ঝাল পাইকারিতে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি আদা পাইকারি বিক্রি হচ্ছে ২১০ টাকা এবং খুচরা বাজারে ২২০ টাকা কেজি দরে।

মেহেরপুর কাঁচা বাজারের মোঃ জব্বার জানান, গত দুই সপ্তাহের থেকে কাঁচাবাজারে দাম অনেকটাই কমেছে, অনেক সবজির দামে নরন-চরন নেই।

কেজি দরে সর্বোচ্চ ১০ থেকে ২০ টাকা বেড়েছে মাটির আলু এবং কলার। আগামী দিনে আরো কমতে পারে বলেও জানান তিনি।

সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাচ কলা খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা, গোল বেগুন ৪৫ টাকা,শীতের সবজি ফুলকপির মূল্য ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৭০ টাকা,পাতা কপি ২০ টাকা,পালন শাক ২০ টাকা,সিম ৪০ টাকা,গাজর ৫৫ টাকা,লেবু হালি হিসেবে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসময় কাঁচা বাজার করতে আসা মোঃ সজিব জানান,গত দুই সপ্তাহে সবজির দামের থেকে এই সপ্তাহে মোটামুটি কম।

ইসমাইল হোসেন বলেন,বাজারের সবকিছুই দাম কম মনে হচ্ছে না। কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের থেকে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।




ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগ রেজিস্ট্রার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রেজিস্ট্রার

বিভাগ

অ্যানেস্থেসিওলজি

পদসংখ্যা

নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি (ডিএ) সহ এমবিবিএস।

অভিজ্ঞতা

প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন

ফুলটাইম

কর্মক্ষেত্র

অফিসে

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা

কমপক্ষে ২১ বছর

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়

২৪ ডিসেম্বর ২০২৩

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক  করুন।

সূত্র : বিডিজবস




তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়: হানিফ

তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগনিত মামলা রয়েছে। তার কথামত বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তবে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। আর আইনের সর্বচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকাণ্ড নিমূল হয়ে যাবে।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশন ১৮ তারিখ থেকে ৭ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কেন্দ্রীক ছাড়া আর কোনো কর্মসূচী পালন করা যাবে না এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

পরে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।




আখেরি মোনাজাতে শেষ হলো মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

গত বুধবার ১৩ ডিসেম্বর মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিলো তাবলীগ জামাতের আয়োজিত এই আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

মেহেরপুর জেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মুসল্লী সমবেত হয়েছিলেন এবারের ইজতেমা মাঠে। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লী এসে সমবেত হয়েছেন এই ইজতেমা ময়দানে।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ শুক্রবার থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয। জুমার নামাজের আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইজতেমা মাঠে এসে সমাবেত হন। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ সহস্রাধিক মুসল্লী আখেরি মোনাজাতে অংশ নেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।’




মেহেরপুরে শিকড় ৯৭ এর বা‌র্ষিক পুন‌র্মিল‌নি ও শীতবস্ত্র বিতরণ

‌মেহেরপু‌র সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের এসএস‌সি ১৯৯৭ ব‌্যা‌চ ‘শিকড় ৯৭’ এর বন্ধুদের বা‌র্ষিক পুন‌র্মিল‌নি ও শতা‌ধিক দুস্থ‌র ম‌াঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে মেহেরপুর সরকা‌রি উচ্চ বিদ‌্যালয় চত্বরে অনু‌ষ্ঠিত পুন‌র্মিল‌নি অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন শিকড় ৯৭ সংগঠ‌নের সভাপ‌তি ডা: কাজল আলী।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সমাজকল‌্যান বি‌ভিন্ন কর্মপ‌রিকল্পনা গ্রহণ করা হয়।

পুন‌র্মিল‌নি অনুষ্ঠানে বক্তব‌্য দেন সাধারণ সম্পাদক আ‌রিফুর রহমান জ‌নি, যুুগ্ম সম্পাদক ইয়াদুল মো‌মিন, প্রচার সম্পাদক আ‌শেক খান, সহ প্রচার সম্পাদক শা‌হিন বিশ্বাস, খাদ‌্য বিষয়ক সম্পাদক মীর সা‌দিক ওয়া‌হিদ নিয়ন, সদস‌্য স‌ন্দিপ কুমার দাস, আবু মো: সালেহ শুভ, জালাল উ‌দ্দিন, না‌হিদ রেজা, সদর হাসান না‌হিদ: আব্দুল ওয়া‌লি রাজা, রানা হা‌মিদ, আব্দুস সামাদ প্রমুখ।

এর আ‌গে সকালে মে‌হেরপুর সরকা‌রি উচ্চ বিদ‌্যালয় মাঠে মেহেরপুর বনাম ঢাকা একাদশের মধ্যে প্রী‌তি ক্রিকেট ম‌্যাচ অনু‌ষ্ঠিত হয়। খেলায় মেহেরপুর একাদশ ৮ উইকেটে জয়লাভ করে।




মেহেরপুরে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে সাধারণ মানুষ

মেহেরপুর সহ সারা দেশে হঠাৎ করেই বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর ও এর আশপাশের অঞ্চল। তাপমাত্রা কমে যাওয়ায় শুরু হয়েছে মৃদ শৈত্যপ্রবাহ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল ৯ টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। আর এতেই বিপাকে পড়েছে ছিন্নমূল ও সাধারণ মানুষ। সকালে ও সন্ধ্যার পর খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে সকাল ৯টার পর। সড়কে কমে গেছে মানুষের চলাচল।

এরপরও শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগও। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ডাইরিয়া ও জ্বর-সর্দি বেড়েছে বলে দেখা গেছে মেহেরপুর জেনারেল হাসপাতাল ঘুরে।

গ্রাম-গঞ্জ থেকে কাজের সন্ধানে মেহেরপুরে আসা দিন মজুরের সংখ্যাও ছিল অনেক কম। এদের মধ্যে হাসেম, জয়নাল, ইজারুল নামের দিন মজুরের সাথে কথা বলে যানা যায় বেশি শীতের কারনে কজে আসতে পারেনি অনেকেই। তাছাড়া কাজও খুব একটা নেই।

দিনমজুর সাইদুল  বলেন, ‘আমি ভোরবেলায় বাড়ি থেকে কাজের জন‍্য বাইরে বের হয়েছি। সাইকেল চালিয়ে আসার সময় পেডেল মারার শক্তি পাই না। ঠান্ডায় পা জমে যায়, তারপরও কাজে আসতে হয়।’

এদিকে শীতের পকোপ থেকে রেহাই পেতে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছে দোকান গুলোতে। শুক্রবার মেহেরপুর গরুর হাট সংলগ্ন পুরাতন কাপড়ের দোকনগুলো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিম্ন-মধ্যবিত্তরা এই সব পুরাতন কাপড়ের দোকান থেকে সংগ্রহ করছে মোটা কাপড়ের পোশাক।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ সকাল ৯ টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা বেশি থাকাতে শীত অনুভূত হচ্ছে আরো বেশি। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরো কমে যাবে বলে তিনি জানিয়েছেন।




নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাহিকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ স্বাক্ষরিত এক নোটিশে শোকজ করা হয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন ভার্সনে ‌‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মাহি। এসব ছবিতে দেখা যায়, এলাকায় ভোট চাইছেন ঢাকাই এই চিত্রনায়িকা।

কারণ দর্শানোর জন্য তাকে আগামী ১৭ ডিসেম্বর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

যা বললেন মাহি
গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় মাহি বলেন, ‘কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে বলতে চাই- ফেসবুকে আমি একটি পোস্ট করেছি। যেখানে ক্যাপশনে লেখা- গোদাগাড়ী উপজেলা, চরআষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী ও শেষে ১৪ ডিসেম্বর, ২০২৩। মূলত গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়দহ ইউনিয়নের জনসাধারণের সঙ্গে দেখা করতে গেছিলাম আমি। এটি বিচ্ছিন্ন একটি গ্রাম। সেখানের কেউ আমাকে চেনে না। আমি তাদের সঙ্গে পরিচিত হতেই সেখানে গেছিলাম। তবে সেখানে গিয়ে আমি কোনো ভোট চাইনি।’

সূত্র: ইত্তেফাক




বিজয় দিবসে ‘হোম অব ক্রিকেটে’ সাবেকদের মিলনমেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি বছর বিজয় দিবসে এক প্রীতি ম্যাচ আয়োজন করে। যেখানে দুই দলে ভাগ হয়ে মাঠে নামেন দেশের সাবেক সব তারকা ক্রিকেটার। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ। আগামীকাল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর-শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের হয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটারররা মাঠে নামবেন।

প্রতি বারই এই ম্যাচের দুই দলের নামকরণ করা হয় এই দুই বীর মুক্তিযোদ্ধার নামে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক দুজনই ক্রিকেট অন্তপ্রাণ ছিলেন। এই ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। খেলা শুরুর আগে মাঠে দুই দল শহীদদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করবেন। এরপর বাজবে জাতীয় সংগীত। গতকাল এই ম্যাচে একাদশ ঘোষণা করেছে বিসিবি।

শহীদ মুশতাক একাদশ

মেহেরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুল রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, ইহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলি।

শহীদ জুয়েল একাদশ

জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাসান তামিম, ডলার মাহমুদ, ফাহিম মুনতাসির, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।