গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন ও শোভাযাত্রা করেছেন। আজ সকাল ৭ টার সময় স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করে বিজয় র‍্যালির সূচনা করেন।

শোভাযাত্রায় কুতুবপুর স্কুল এন্ড কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ব্যান্ড বাজিয়ে আজকের এই বিজয় দিবস উদযাপন করেন। বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

শোভাযাত্রা শেষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতার তীহ নিয়ে ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান রেজা। সর্বপরি কুতুবপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা করেন। এই ঘোষণায় যারা প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের কে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তার ব্যাক্তিগত উদ্যোগে প্রথম স্থান অধিকারী কে ২০০০,দ্বিতীয় স্থান অধিকারী কে ১৫০০ টাকা ও তৃতীয় স্থান অধিকারী কে ১০০০ টাকা করে পুরস্কৃত করেন।

তিনি জানান, লেখাপড়া ভালো করে করতে পারলে সকলকেই আমি পুরুষ্কৃত করবো। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কে নিয়ে বিজয় দিবসে যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনাই দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।




জীবননগরে মহান বিজয় দিবস পালিত

জীবননগরে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‌্যালী বের করা হয় ।

পরে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে কুচকাওয়াচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলার সহকারী কমিশনার ভূ’মি তিথি মিত্র, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, দলীল উদ্দিন দলু, জীবননগর থানার ওসি জাবিদ হাসান প্রমুখ।




ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। প্রতিদিন সদর হাসপাতালে গড়ে ৪০ থেকে ৫০ জন শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে যেন তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালের কক্ষগুলোর মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা করা হচ্ছে শিশুদের। প্রতিদিন নতুন করে শিশু ভর্তি হওয়ায় দিন দিন জায়গার সমস্যা বেড়েই চলেছে। হাসপাতালে যত শিশু রোগী ভর্তি আছে তার বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। ৪০ শয্যার বিপরিতে চারগুন বেশী রোগী ভর্তি থাকায় স্বল্প জনবলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

গত অক্টোবর মাস থেকে শিশু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাসপাতালে নতুন করে ৪০ থেকে ৫০ জন শিশু ভর্তি হচ্ছে। বেশিরভাগ শিশু রোগীর ৭০ ভাগই নিউমোনিয়া, জ¦রসহ শ^াসতন্ত্রের রোগে আক্রান্ত। এমন সমস্যায় আক্রান্ত শুধু সদর হাসপাতালাই নয়, সরকারি শিশু হাসপাতালসহ স্থানীয় প্রাইভেট হাসপাতাল গুলোতেও বেড়েছে এ রোগীর সংখ্যা।

হাটগোপালপুর এলাকার মশিয়ার রহমান জানান, আমার সন্তানকে হাসপাতালে আনলে দেখি রোগী রাখার কোন বেড খালী নেই। তাই কোন উপায়ন্ত না পেয়ে অবশেষে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা করাতে হচ্ছে।

সুফিয়া নামের এক নার্স জানান, হাসপাতালে কম সংখ্যক জনবল নিয়ে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি আমরা। তারপরও সাধ্যমত চেষ্টা করছি সকল রোগীর চিকিৎসা দিতে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালট্যান্ট (শিশু ওয়ার্ড) ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, শিশুকে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের সচেতনতার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে শিশু ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে ১৪০ জন। গত এক মাসে ঝিনাইদহ সদর হাসপাতালে নিউমোনিয়ার সাথে অন্যান্য সমস্যায় ২ টি শিশুর মৃত্যু হয়েছে। মাত্র একজন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা।




কুষ্টিয়াতে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী বাবুর জন্মদিন পালন

কুষ্টিয়ার মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান রোটারীয়ান আকরাম হোসেন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে।

আজ শুক্রবার রাতে শহরের খেয়া রেঁস্তারায় রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাপ্তাহিক মিটিং শেষে এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসরেন সংসদ সদস্য কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুব-উল আলম হানিফ।

রোটারী ক্লাব অব কুষ্টিয়ার গভর্নর এর এডভাইজার রোটাঃ অজয় সুরেকা, এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ কাজী আলো, ক্লাবের সভাপতি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনিসহ ক্লাবের সদস্যরা ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী এ তরুণ উদ্যোক্তা আকরাম হোসেন বাবু রোটারি ক্লাব ও কুষ্টিয়া ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। পাশাপাশি মানবকল্যাণে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিজেকে মেলে ধরেন এবং সবসময় তাদের পাশে সাধ্যমত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চার মাইল বিভাগ এলাকায় মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং লি: নামক একটি বৃহৎ প্রতিষ্ঠান। সততার সাথে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেকে আজও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নাম্বার ওয়ান হিসেবে সারা দেশে সমাদৃত। সরকারের রাজস্ব খাতে নিয়মিত ভ্যাট দেওয়ার জন্য তিনি সেরা ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত হয়েছেন।




মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শুটিং প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শু্যটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া রাইফেল ক্লাবের আয়োজনে এ শু্যটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুটিং প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধাসহ নারী, পুরুষ শু্যটাররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মো: এহেতেশাম রেজা।

রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে এসময় ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম কাদেরী শাকিল, মিজানুর রহমান লাকী, নির্বাহী সদস্য জহুরুল হক রনজু, সায়মা আক্তার রিতা, কোষাধ্যক্ষ ও কোচ হাফিজুর রহমান ডলারসহ রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।




দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের এ মৌসুমে আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় দেশের সবচেয়ে বড় চিনিকল কমপ্লেক্সের ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি।

মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল কমপ্লেক্সের আয়োজনে কেইন কেরিয়ার প্রাঙ্গনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কেরু এ্যান্ড কোম্পানী কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। কেরু জামে মসজিদের পেশ ইমাম সামসুজোহা দোয়া পরিচালনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আতাউর রহমান খান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, কেরু চিনিকল কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সাবেক সভাপতি তৈয়ব আলী,সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম পিন্স, এবং আখচাষী কল্যান সংস্থার সভাপতি আব্দুর হান্নান, আব্দুল বারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সর্বোচ্চ আখ উৎপাদনকারী আমচাষী শামীম হোসেনকে পুরস্কৃত করার পর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষে হয়।

চিনিকল কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২৩-২৪ চলতি মৌসুমে কেরু এ্যান্ড কোম্পানীর নিজস্ব জমিতে দণ্ডায়মান আখ আছে ১ হাজার ১৫৩ একর এবং সাধারন চাষীদের রয়েছে ২ হাজার ৬৪৯ একর আখ। এ ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ থেকে ৫৫ মাড়াই কার্য দিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরণ ৬ দশমিক ২০ ভাগ হবে বলে ধারনা করা হচ্ছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত একমাত্র অর্থনৈতিক চালিকাশক্তি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী চিনিকল কমপ্লেক্স একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের বৃহত্তম চিনি কল। তবে উপজাত হিসেবে এই কারখানা থেকে মদ উৎপাদিত হয়ে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মদ বিক্রির রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যগুলো হলো চিনি, মদ, জৈব সার, চিটাগুড় ও মণ্ড। এই শিল্প কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অব্যাহত লোকসান গুনে আসছিল। সরকারিভাবে চিনির মুল্য বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে মিলটিতে আধুনিকায়নের কাজ চলছে। লোকসান কমানোর জন্য নেওয়া হয়েছে নানা মুখী পদক্ষেপ।

এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেরু এ্যান্ড কোম্পানীর জি এম কুষি আশরাফুল আলম ভৃইয়া।




কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতি সম্পন্ন

১৬ ডিসেম্বর মহান বিজয় উদযাপন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন,উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে শেষ সময়ের প্রস্তুতি দেখতে কোটচাঁদপুর পাইলট বিদ্যালয় মাঠে আসেন সংশ্লিষ্টরা। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে বললেন নির্বাহী কর্মকর্তা।

প্রতি বছরের ন্যায় এ বছর ও কোটচাঁদপুরে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হতে যাচ্ছে, মহান বিজয় দিবস।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল দিবসটি পালনের শেষ সময়ের প্রস্তুতি। আর এ সব দেখতে মাঠে আসেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকী সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,আনসার ভিডিপি কর্মকর্তা শিহাব উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ওই সব প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা।

এ সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর থানা। যার নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক,আসাদুজ্জামানের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,আনসার সদস্যরা,এরশাদ আলীর নেতৃত্বে ফায়ার ডিফেন্স। এ ছাড়া কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার ছাত্র /ছাত্রীরা।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মত সক্ষমতা রয়েছে আমাদের। আর এ সব বিষয় নিয়ে কোন থিয়েট মনে করছি না।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,মহান বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপরও কুচকাওয়াজের শেষ সময়ের প্রস্তুতি দেখতে এসেছিলাম মাঠে। আইন শৃংখলা নিয়ে কোন কিছু ভাবছেন কিনা,এমন প্রশ্নে তিনি বলেন,আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। তেমন কোন সমস্যা নাই।




কাঁচা টমেটোর বাজিমাত

চলতে শীতের মৌসুম। এ মৌসুমে বাঙালি রসনায় পিঠেপুলির স্বাদের সঙ্গে যুক্ত হয় আরও একটি উপাদান। কি বলুন তো? ঠিকই ধরেছেন। শীতের হরেক রকমের বাহারি সবজি। তাই শীতকালে জমিয়ে সকলে মৌসুমি শাক সবজি উপভোগ করেন। এ সময়টাতে সবচেয়ে জনপ্রিয় সবজি কাঁচা টমেটো।

লাল টুকটুকে টমেটো তো সারা বছরই রান্নার স্বাদ বাড়াতে সকলে ব্যবহার করে থাকেন। কিন্তু শীতকালে কাঁচা সবুজ সতেজ টক টক টমেটোই সকলের পছন্দ। শুধু কি স্বাদ, গুণেও কিন্তু অনন্য এই কাঁচা টমেটো। চলুন জেনে নেই সুস্বাস্থ্যে কাঁচা টমেটোর অবদান:

ভিটামিন সি-তে ভরপুর এই সবজি আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শতগুণে। শুধু তাই নয় দাঁত ও ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার।

এতে থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক এসিড শরীরকে ক্যান্সারমুক্ত থাকতে সাহায্য করে, কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। শুধু তাই নয় প্রস্টেট ক্যানসার বা পেটের ক্যানসারের ঝুঁকিও কমায় কাঁচা টমেটো।

কাঁচা টমেটো খেলে ভালে থাকবে আপনার হৃদযন্ত্রও। এতে থাকা লাইকোপিক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের খেয়াল রাখে।

ভিটামিন বি এবং পটাশিয়াম সমৃদ্ধ এই সবজি আপনার কোলেস্টেরলের মাত্রা ঠিক তো রাখেই সেই সাথে রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে।

বাতের ব্যথা এবং হাড়ের ক্ষয় রোধ করতেও খেতে পারেন কাঁচা টমেটো। এতে থাকা ভিটামিন কে এবং ফসফেট খেয়াল রাখবে আপনার হাড়েরও।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কমেছে সবজির দাম

সপ্তাহের শেষে মেহেরপুরের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় সবজি দ্রব্যাদির দাম কিছুটা কমেছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মেহেরপুর বড়বাজারের কাঁচা বাজার আড়ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজি দাম ১০-২০ টাকা কমেছে।

আলুর দাম গত দুই দিনের তুলনায় কেজি প্রতি পাইকারি ১৫-২০ টাকা ও পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমেছে।
এছাড়াও পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাত টাকা কম দরে ৭৮ টাকায়।

প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। খুচরা বাজারে পাঁচ টাকা কম দরে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি দেশি রসুনপাইকারি পাইকারি বিক্রি হচ্ছে ২২০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা।

বাজারে কাঁচা ঝাল পাইকারিতে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি আদা পাইকারি বিক্রি হচ্ছে ২১০ টাকা এবং খুচরা বাজারে ২২০ টাকা কেজি দরে।

মেহেরপুর কাঁচা বাজারের মোঃ জব্বার জানান, গত দুই সপ্তাহের থেকে কাঁচাবাজারে দাম অনেকটাই কমেছে, অনেক সবজির দামে নরন-চরন নেই।

কেজি দরে সর্বোচ্চ ১০ থেকে ২০ টাকা বেড়েছে মাটির আলু এবং কলার। আগামী দিনে আরো কমতে পারে বলেও জানান তিনি।

সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাচ কলা খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা, গোল বেগুন ৪৫ টাকা,শীতের সবজি ফুলকপির মূল্য ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৭০ টাকা,পাতা কপি ২০ টাকা,পালন শাক ২০ টাকা,সিম ৪০ টাকা,গাজর ৫৫ টাকা,লেবু হালি হিসেবে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসময় কাঁচা বাজার করতে আসা মোঃ সজিব জানান,গত দুই সপ্তাহে সবজির দামের থেকে এই সপ্তাহে মোটামুটি কম।

ইসমাইল হোসেন বলেন,বাজারের সবকিছুই দাম কম মনে হচ্ছে না। কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের থেকে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।




ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগ রেজিস্ট্রার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রেজিস্ট্রার

বিভাগ

অ্যানেস্থেসিওলজি

পদসংখ্যা

নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি (ডিএ) সহ এমবিবিএস।

অভিজ্ঞতা

প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন

ফুলটাইম

কর্মক্ষেত্র

অফিসে

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা

কমপক্ষে ২১ বছর

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়

২৪ ডিসেম্বর ২০২৩

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক  করুন।

সূত্র : বিডিজবস