জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধার সময় বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।



মুজিবনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মুজিবনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মুজিবনগর উপজেলার সাংবাদিকবৃন্দ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস রুমে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুজিবনগর প্রেসক্লাবের (সাবেক) সহ-সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা, মুজিবনগর প্রেসক্লাবের (সাবেক) সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ ও মেহেরপুর প্রতিদিনের উপজেলা প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান (শেরখান), বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সানোয়ার হোসেন ডালিম, দৈনিক ইনকিলাব পত্রিকার মুজিবনগর প্রতিনিধি ফিরোজুর রহমান, দৈনিক সত্য খবর পত্রিকার মুজিবনগর প্রতিনিধি তুহিন, দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার মুজিবনগর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান,দৈনিক সকালের সময় প্রত্রিকার মুজিবনগর প্রতিনিধি আব্দুল খালেক, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার মুজিবনগর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক মুজিবনগর টুডে প্রতিনিধি আনোয়ার হোসেন।




দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা 

দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটের সময় উপজেলার বঙ্গবন্ধু মোড়াল চত্বরে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের জাতিকে মেধা শুন্য করতে চেয়েছিলো। কিন্তু তা হায়নার দল সম্ভব করতে পারেনি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন সোনার বাংলাদেশ গড়ে দেশ ও জাতিকে আবার পূর্ণ মেধাশক্তি জাতি হিসাবে গড়ে তুলতে শিক্ষার আলো ছড়িয়ে ছিলেন বাঙালী জাতি গঠনে। প্রতিষ্ঠা করেছিলেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সহ হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। গঠন করেছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সহ সকল ধর্মের শিক্ষা ব্যাবস্থা।

আজকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুশিক্ষিত, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে একটি উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে সারা বিশ্ব বাসীর কাছে বাংলাদেশকে রোল মডেল এ পরিণত করেছে। বাংলাদেশকে উন্নতশীল রাষ্ট্রের কাতারে নাম লিখিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনাময় স্মৃতি নিয়েই প্রতিবছর উপনীত হয় ১৪ ডিসেম্বর। গভীর শ্রদ্ধায় এই দিনটিতে স্মরণ করেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের। যারা তাদের বর্তমানকে চিরতরে উৎসর্গ করে গিয়েছেন এদেশের ভবিষ্যৎ ও মহান স্বাধীনতার জন্য।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার, ওসি অপারেশন শফিউল আলম, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।




উদীচী’র উদ্যোগে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

উদীচী মেহেরপুর শাখা সংসদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে, মেহেরপুর পৌর শহরের সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উদীচী মেহেরপুর জেলা সংসদের সভাপতি শ্রী সুশীল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান সহ উদীচীর জেলা সংসদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় উদীচী মেহেরপুর জেলা সংসদের সভাপতি সুশীল চক্রবর্তী জানান, উদীচী প্রতি বছর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এভাবেই শ্রদ্ধা নিবেদন করে থাকে।




“বিদায় স্টোর” ঝিনাইদহের এক ব্যতিক্রমী দোকান

স্বজনের জন্য খুশি মনে নয় হৃদয়ে রক্তক্ষরন নিয়ে কেনাকাটা করা হয় এই দোকানে। প্রতিটি মানুষের জন্য একবারই বাজার হয় যে দোকানের নাম তার বিদায় স্টোর। যেখানে বিক্রয় করা হয় আতর, গোলাপজল, আগরবাতি, সুরমা, কাফনের কাপড়, চাটায় ও বাঁশ। এমনই এক ব্যতিক্রমি দোকান প্রতিষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শহরের গোরস্থানের পাশে।

ঝিনাইদহ শহরের পৌর গোরস্থানে পাশে অবস্থিত দোকান, যার নাম বিদায় স্টোর। প্রতিদিনই কেউ না কেউ স্বজনের শেষ বিদায়ের পোশাকসহ বিভিন্ন উপকরণ কিনতে আসে এই দোকানে। প্রতিটি মানুষের জন্য এই দোকানে একবারই বাজার করতে আসে তার স্বজনরা। যে পোশাক কেনা হয় তার একটি মাত্রই রং হয় সাদা। যাচাই করা হয় না কতটুকু টেকশই কিংবা কতটা দামি। শেষ বিদায়ের পোশাকের সাথে কেনা হয় বিভিন্ন উপকরণ যা কিনতে কেউই করে না দামাদামি। সেই সাথে ক্রেতা বিক্রেতাদের মধ্যেও হয় না কোন দামাদামি। ক্রেতারা নিজের ইচ্ছামত পণ্যের যে মূল্য দেন তা নিয়েই খুশি বিক্রেতা। এমনকি স্বজনের শেষ বিদায়ের বাজার করতে কারও কাছে যদি টাকা না থাকে তবুও বিক্রেতা খুশি মনে এমনিতেই দিয়ে থাকে পণ্য। এমন দোকান করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন দোকানী। সারা জীবন এমন কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান বিদায় স্টোরের স্বত্ত্বাধীকারী।

ঝিনাইদহ বিদায় স্টোরের স্বত্ত্বাধীকারী শহীদ হোসেন জানান, মানুষের শেষ বিদায় ক্ষনে কিছু করতে পেরে নিজের মনের কাছে তৃপ্তি পান দোকানদার।

শহরের মজনু মিয়ার স্বজন মশিয়ার রহমান জানান, হঠাৎ আমার আত্মিয় মজনু মিয়ার মৃত্যু হলে আমি বিদায় স্টোর থেকে কাফনের কাপুড়ের সাথে বিভিন্ন উপকরণ কিনেছিলাম। তাতে করে আমার অনেক সাশ্রয় হয়েছে। এখানে কমদামে মেলে সকল উপকরণ।

১২ বছর ধরে গোরস্থানের পরিচর্যার কাছে নিয়োজিত দোকানী শহীদ। চাটায় ও বাঁশ নাম মাত্র মূল্যে বিক্রয় করে থাকেন। তবে কেউ অপারগ থাকলে ফ্রিতেই দিয়ে থাকেন।




ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহে নানা আয়োজনে শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

অপরদিকে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ নানা সংগঠন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও আলোচনা সভা, দোয়া মাফফিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।




মেহেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আলোচনা সভা

মউকের উদ্দ্যেগে মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহঃস্পতিবার সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এস.আই শিবলী রহমান। স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।

সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন আলোচনা করা হয়। সভায় মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্য বহুল আলোচনা করে সকল ধরনের নির্যাতিতদের পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।




মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এই ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগ হেড অফ বিজনেস ডেভেলোপমেন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক লিমিটেড।

পদের নাম: হেড অফ বিজনেস ডেভেলোপমেন।

বিভাগ: এজেন্ট ব্যাংকিং (এভিপি-এফভিপি)।

১৬ পদে বঙ্গবন্ধু নভোথিয়েটারে চাকরি
পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৪




এক সাথে জুটি বাঁধছে রাজ-ইধিকা

কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল ঢালিউড অভিনেতা শরিফুল রাজ ও প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এক সঙ্গে জুটি বেঁধে সিনেমায় কাজ করবেন। অবশেষে রাজ-ইধিকার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে।

সংবাদমাধ্যম অনুযায়ী, বাংলাদেশি সিনেমা ‘কবি’-তে রাজের সঙ্গে অভিনয় করবেন ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে কলকাতাতেই।

এসম্পর্কে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।

মূলত অ্যাকশন আর প্রেমে মোড়কে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। সিনেমায় রাজ-ইধিকা ছাড়া আরও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর, খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে আঃলীগের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক কমিটির অনুমোদন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ-কমিটির তালিকা প্রকাশিত হয়েছে।

বুধবার ১৩ ডিসেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনা বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক পারভিন জামান কল্পনা স্বাক্ষরিত একটি চিঠিতে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

ইতোপূর্বে গত ১৭ নভেম্বর তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ১৫ টি উপ-কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি ছিল নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটি। কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাম্বাসেডর মো. জিয়া উদ্দিনকে এবং দলের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এ উপ-কমিটির সদস্য সচিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনা বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক পারভিন জামান কল্পনা স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা কমিটিতে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য তানভীর শাওন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল মতিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আকবর জালাল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুতশোভা মন্ডল, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মোঃ আতিয়ার রহমান হীরা, সাবেক ছাত্রলীগ নেতা তূর্য বিশ্বাস ও আব্দুস সামাদ সোহাগ, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি রাজিব, বামুন্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়ারুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রানা নাঈম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মাসুদ রানা ও জেলা তাঁতি লীগের সভাপতি সুবাদ মিয়া।