ঝিনাইদহ ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৩ দিন ব্যাপী ৫৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে সমাপনী দিনে পুরুষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের হাতে পুরুষ্কার তুলে দেন বাংলাদেশ সেনাবহিনীর ইঞ্চিনিয়ারিং ইন চিপ মেজর জেনারেল ইফতেখার আনিস।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এ্যাডজুটেন্ট মেজর মোঃ মাঈনুল হোসেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাইমেনুল ইসলাম মাহমুদ।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক শিক্ষকমন্ডলী ও অতিথিগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৩টি ইভেন্টে অংশ গ্রহন করে বদর হাউজ চ্যাম্পিয়ান ও খায়বার হাউজ রানার্সআপ হয়।

প্রধান অতিথি মেজর জেনারেল ইফতেখার আনিস ক্যাডেটবৃন্দের লেখাপড়া শেষ করে দেশপ্রেম এবং সততার সাথে দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে আত্ননিয়োগ করতে আহ্বান জানান।




ঝিনাইদহে মরা ছাগলের মাংস বিক্রয়ের অভিযোগে এক জনকে কারাদন্ড

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ী এলাকায় মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে, একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ শাস্তি প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার নৈহাটি গ্রামের এনামুল মন্ডলের ছেলে সবুজ মন্ডল। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজ কুমার জানান, সদর উপজেলার গান্না হাট থেকে পাঁচটি মরা ছাগল অটোযোগে ডেফলবাড়ি গ্রামে নিয়ে এসে তা জবাই করে বিক্রির জন্য প্রস্তুত করছিল। পরে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটা দল তাদেরকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম নুরুন্নবী জানান, অভিযুক্ত ওই ছাগল ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করলে তাকে নগদ এক হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।




জীবননগরে নাশকতা মামলায় যুবদলের সদস্য আটক

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান নাশকতা মামলায় যুবদলের সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নিদেশে জীবননগর থানার এসআই(নি:) সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার নিজাম উদ্দীনের ছেলে নাশকতা মামলায় এজাহারে সন্দিগ্ধ আসামী মোঃ ইমরান হোসেন (২৮) আটক করে ।

আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




দামুড়হুদায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। উক্ত অনুষ্ঠানে আগত এনজিও প্রতিনিধিরা তাদের মাসিক কার্যক্রম তুলে ধরেন। জনসচেতনতা মুলক ও সেবার মান বৃদ্ধি, বাল্য বিবাহ বন্ধ, পশু পাখি পালন, গরু মোটাতাজা করন, কৃষি, সেচ, গবর সার ব্যবহার, বিষমুক্ত সবজী চাষ, শিক্ষা উপবৃত্তি, ক্ষুদ্র ঋণ বিতরনের মাধ্যমে দারিদ্র্য বিমোচণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, আপনারা মানবতার সেবায় বেশী বেশী কাজ করবেন, ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি চাষাবাদ, খামার ও পশুপালনের জন্য সমাজের মানুষকে বেশি বেশি সচেত করুন এবং তাদের সহায়তা করুন। পাশাপাশি লেখাপড়া ও চিকিৎসা সেবা প্রদান করুন। উপজেলা নির্বাহী অফিসার সকল উন্নয়ন মূলক কাজ নিজে দেখবেন এবং যে কোন এনজিওর উন্নয়ন মূলক কাজের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখবেন বলে ঘোষণা দেন।

উক্ত অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার প্রায় অর্ধশত এনজিও-র প্রতিনিধিগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে পার্টনার স্কুল পরীক্ষার মূল্যায়ন সভা অনুষ্ঠিত

মুজিবনগরে গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির আয়োজনে, পার্টনার স্কুলের পরীক্ষার পর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সিডিপির অফিস প্রাঙ্গনে এই মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সিডিপি এর ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে এবং সিডিপি এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদের সঞ্চালনায়, মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, (সাবেক) সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাই।

মূল্যায়ন সভায় অংশীদার বিদ্যালয় সমূহের প্রতিনিধিগণ (প্রধান শিক্ষক/শিক্ষক) এসএমসির সদস্য স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের চিত্র, শিক্ষার্থীদের বার্ষিক উপস্থিতির গড় হার, প্রাতিষ্ঠানিক পরীক্ষার ফলাফলের চিত্র/পাবলিক পরীক্ষায় পাশের হার,এসএমসি মিটিং এর সংখ্যা এবং উপস্থিতির হার,অভিভাবক সভার সংখ্যা,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অভিভাবকদের সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয় কমিউনিটির ভূমিকা নিয়ে নিজেদের প্রতিষ্ঠানের চিত্র উপস্থাপন করেন।

পরীক্ষার পর মূল্যায়ন সভায় গুডনেইবারর্স এর পার্টনার উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১জন শিক্ষক ও ১জন এসএমসির সদস্য অংশগ্রহণ করে।




১৬ পদে বঙ্গবন্ধু নভোথিয়েটারে চাকরি সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬টি শূন্য পদে ৩০ জনকে নিয়োগ দিবে। আবেদন করা যাবে আগামী ০২ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার

মন্ত্রণালয়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

পদের সংখ্যা: ১৬টি।

অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকে চাকরির সুযোগ
লোকবল নিয়োগ: ৩০ জন।

পদের নাম: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের সিজিপিএ।

পদের নাম: অ্যাকাউন্টস সহকারী।

পদসংখ্যা: ০১টি (স্থায়ী)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: পাবলিক রিলেশন কাম পাবলিকেশন অফিসার।

পদসংখ্যা: ০১টি (স্থায়ী)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: স্পেস থিয়েটার অপারেটর।

পদসংখ্যা: ৪টি (অস্থায়ী-২টি, স্থায়ী-২টি)।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।

পদসংখ্যা: ১টি (অস্থায়ী) ।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।

পদসংখ্যা: ১টি (অস্থায়ী)।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

পদের নাম: ভিডিও ক্যামেরাম্যান।

পদসংখ্যা: ০১টি (স্থায়ী)।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)।

পদসংখ্যা: ০২টি (অস্থায়ী-১, স্থায়ী-১টি)।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ০৩টি (অস্থায়ী-১, স্থায়ী-২টি)।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানবিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সেলার।

পদসংখ্যা: ০৩টি (অস্থায়ী-১, স্থায়ী-২টি)।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।

পদের নাম: রাইড সিমুলেটর অপারেটর।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।

পদের নাম: টিকিট চেকার।

পদসংখ্যা: ০১টি (অস্থায়ী)।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ০৬টি (স্থায়ী-৪টি, অস্থায়ী-২টি)।

বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন ফি: ১ থেকে ৫নং পদের জন্য ৬৬৯ টাকা, ৬ থেকে ৯নং পদের জন্য ৫৫৮ টাকা, ১০নং পদের জন্য ৩৩৫ টাকা, ১১ থেকে ১৫নং পদের জন্য ২২৩ টাকা এবং ১৬নং পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে http://www.novotheatre.gov.bd ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০২ জানুয়ারি ২০২৪




এই শীতে চুলের বাড়তি যত্ন নিন

প্রকৃতিকে শীতের আমেজ ছুঁই ছুঁই। নানারকম মিষ্টি পিঠা, নতুন শীতের জামা, লেপ কম্বলের প্রস্তুতি সে এক অন্যরকম আমেজ চলছে ঘরে ঘরে। কিন্তু এতসব সুখের মধ্যে ত্বক কিন্তু শুকিয়ে চৌচির হতে চলেছে। বাইরে বেরুলেই ঠোঁট জানান দেয় শীত এবার এসেই গেছে।

তাই তোড়জোড় করে অনেকেই শুরু করেছেন ত্বকের প্রসাধনীর জোগাড়যত্ন। তবে চুলের কথা ভুলে গেলেন কী? শীতে কিন্তু চুলেরও চাই বাড়তি যত্ন। শীতে চুলের অসুবিধাগুলো তেমন একটা জানান না দিলেও নিয়মিত যত্ন না নিলে কিন্তু চুলের ভীষণ ক্ষতি হয়ে যায়। চলুন জেনে নেই শীতে চুলের যত্নের সহজ কিছু উপায়:

শীতে সাধারণত গোসলের নামে জ্বর উঠে যায়। কোনমতে গরম পানি দিয়ে ধুপধাপ গোসল সেরে বেরিয়ে পরেন অনেকেই। তবে গরম পানি দিয়ে কিন্তু চুল ধুয়ে ফেলবেন না। এতে চুলের ভীষণই ক্ষতি হয়। তাই চুল ধোওয়ার সময় স্বাভাবিক বা হালকা গরম পানি ব্যবহার করুন। এতে চুলের স্বাভাবিক জেল্লা বজায় থাকে।

শীত আসতেই চট করে চুলটা কেটে নিন। এমনিতেই শীতে লম্বা চুল সারাক্ষণ ভিজে থাকার যন্ত্রণা দুর তো হবেই সেইসাথে চুলের স্বাস্থ্যও থাকবে ভালো। চুল কাটা না হলে নিচের দিকের চুলগুলো পাতলা হয়ে রুক্ষ হয়ে যায়। এতে চুলের বাকি অংশ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। তাই চুল দুর্বল হয়ে পড়ে যেতে শুরু করে। তাই শুরুতেই চুল কেটে নেওয়াই ভালো।

শীতে বাইরে বেরুলে চুল ঢেকে বের হওয়াই ভালো। এতে চুল নোংরা হবে কম সেই চুল থাকবে নরম ও সুন্দর। এছাড়া গোসল সেরেই ভিজে চুলে বেরিয়ে যাবেন না। শীতে চারপাশে দূষণ বেড়ে যায়। ভিজে চুলের ক্ষতি হয় দ্রুত। চাই চুল শুকিয়ে স্কার্ফে জড়িয়ে বের হলে চুল সুরক্ষিত থাকে।

চুল শুকাতে এ সময়ে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। চুল শুকিয়ে নিন স্বাভাবিক ভাবেই। এ সময়ে চুলে যাবতীয় যন্ত্রপাতি সংক্রান্ত প্রসাধন না করলেই চুলের সুস্বাস্থ্য বজায় থাকে।

অনেকেরই ঘন ঘন শ্যাম্পু করার প্রবণতা থেকে থাকে। এ সময়ে রোজ গোসলে শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। আর শ্যাম্পু করার আগে হালকা গরম তেল মালিশ করে নিন। চুল সুন্দর রাখতে তেল মালিশের জুড়ি নেই।

পুরো সপ্তাহে একটা দিন চুল কন্ডিশনিং করে নিন। এর জন্যে আহামরি কিছুই লাগবে না। একটা কলার অর্ধেকটা নিয়ে মধু দিয়ে চটকে নিন। এবারে এই প্যাক চুলে লাগিয়ে অপেক্ষা করুন ত্রিশ মিনিট। এরপর চুল পরিষ্কার করে নিন। এতেই চুল থাকবে সুন্দর ঝলমলে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুজিবনগরে দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার ভবানীপুর ফুটবল খেলার মাঠে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর মোনাখালী ব্রাঞ্চের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,প্রবীন কমিটির সভাপতি আব্দুল মান্নান,মোনাখালি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোমিনুর রহমান, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমন হাসান ও আজহারুল ইসলাম,বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রকিবুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি সমাজ উন্নয়ন কর্মকর্তা (SDO)রহিম আক্তার, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (PSKS), সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর ১৮টি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী এবং মোনাখালি ইউনিয়নের উন্নয়নের যুবসমাজ অংশগ্রহন করে।




মুজিবনগরের বল্লভপুর ক্রিসমাস সেলিব্রেশন অনুষ্ঠিত

প্রাক্ বড়দিন উপলক্ষে ক্রিসমাস সেলিব্রেশন,সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ,বার্ষিক অনুষ্ঠান ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মুজিবনগরের বল্লভপুর আর্শীবাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে।

প্রাক্ বড়দিনের ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে বুধবার বেলা ১২ সময় বল্লভপুর আর্শীবাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের আয়োজনে, স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় ইনচার্জ যাজক সরোজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নবাগত নির্বাহী অফিসার আজগর আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বল্লভপুর ডিনারীর ডিন রেভারেন্ট মৃত্যুঞ্জয় মন্ডল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মি: বাবুল মল্লিক।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের সামনে নাচ পরিবেশন করেন স্কুলের শিক্ষাথী রচনা, মার্থা, মেরী অধরা, জয়িতা, অপর্না মেঘ, রাত্রী ও প্রত্যাশা।
অনুষ্ঠানের শুরুতে গান গেয়ে অতিথিবৃন্দকে স্বাগতম ও ফুলদিয়ে শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

প্রার্থনা, বাইবেল পাঠ, শুভেচ্ছা বক্তব্য ইংরেজী ও বাংলা কবিতা পাঠ,নাচ,গান প্রাক্ বড়দিন সম্পর্কে অতিথিদের কিছু কথা এবং পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় বল্লভপুর আশির্বাদ এ জি স্কুল অ্যান্ড হোপ সেন্টারের ক্রিসমাস সেলিব্রেশনের অনুষ্ঠান।




মেহেরপুরে এবার স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানকে শোকজ

এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানকে শোকজ করেছে মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবং নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন এ শোকজ করেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এস, এম ইব্রাহিম শাহীন নির্বাচন অনুসন্ধান কমিটিতে লিখিত অভিযোগ করেছেন যে, আপনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও গত ১ ডিসেম্বর শুক্রবার আমঝুপি বাজারে সিরাজ মেম্বারের সারের দোকানের সামনে নির্বাচনি জনসভায় অংশগ্রহন করে বক্তব্য প্রদান করেছেন। আপনি বক্তব্য প্রদানকালে আপনার প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট চোর বলেও আখ্যায়িত করেছেন। বিষয়টি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এছাড়া ৬ ডিসেম্বর বুধবার আশরাফপুর জনকল্যাণ ক্লাব এবং আশরাফপুর হঠাৎপাড়া জহিরের দোকানের সামনে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করে সংবদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) ও ১২ লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
আগামী ১৬ ডিসেম্বর শনিবার স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো ।