চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৫২২ তম সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরের ১৫২২ তম পদধ্বনি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।

১৫২২তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, বনলতা,শহিদুল ইসলাম,হুমায়ুন কবীর ,সুমন মালিক,কাজল গুরু,এম এ মামুন,আবু নাসিফ খলিল, আনছার আলী, সুমন ইকবাল,শিনোনাম মেহেদী, খোন্দকার রোকনুজ্জামান, কবি নজমুল হেলাল প্রমুখ।

স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।ইংরেজি সাহিত্যের অন্যতম পুরোধা কবি ডব্লিউ বি ইয়েট’র উপর আলোচনা করেন সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ, কাজল মাহমুদ,মতিয়ার রহমান,শেখ পিন্টু এবং হোসেন মোহাম্মদ ফারুক ।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় এমপি মহুল

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে হরিণাকুণ্ডু উপজেলা ফুটবল মাঠের জনসভায় ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদী কে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা শেষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি। আমি কারও কাছে এমপি স্যার বা সাহেব নয়, আমি সকলের কাছে আপনাদের আগের সেই প্রিয় দাদা ভাই হিসেবেই থাকতে চাই। নির্বাচনের আগে যারা সহিংসতা করেছেন বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিয়েছেন, তারা অনুতপ্ত হয়ে আমার সহকর্মী এবং সমর্থকদের সাথে মিলেমিশে থাকবেন, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। কারও বিরুদ্ধে মামলা থাকলে সেটা তাকে মোকাবিলা করে আসতে হবে।

তিনি আরও বলেন উন্নয়ন একদিনে সমাধান করার কাজ নয়, আমরা সবাই কে নিয়ে উন্নয়ন কাজে হাত দেব। প্রথমে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা অভিভাবক হিসেবে এটাই হবে আমরা প্রধান কর্মসূচি, প্রতিবছর অন্তত: ১হাজার যুবককে কর্মসংস্থানের চেষ্টা করবো।

হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, উপজেলা আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, এমপির ভাই নির্বাচনের সমম্বয়কারী আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ টোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা সাজেদুল ইসলাম টানু মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.বজলুর রহমান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।




আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করলেন তানভির সোহেল

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক তানভির সোহেল। তিনি আজ শুক্রবার রাতে প্রেসক্লাবের দপ্তর সম্পাদকসহ প্রাথমিক সদস্য পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

তিনি দৈনিক মেহেরপুর প্রতিদিন ও জাতীয় দৈনিক সমকালের আলমডাঙ্গা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আলমডাঙ্গায় মূল ধারার যে ক’জন সাংবাদিক দীর্ঘদিন যাবত সক্রিয়ভাবে কাজ করছেন এর মধ্যে তিনি অন্যতম। আজ শুক্রবার তিনি তার পদত্যাগ পত্র সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করেন।




কুষ্টিয়ায় বাল্যবিয়ে পণ্ড, এতিমখানায় গেলো বিয়ে বাড়ির খাবার

কুষ্টিয়ায় একটি বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় বিয়ের অনুষ্ঠানের সব খাবার এতিমখানা ও মাদরাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ০৩ জানুয়ারি হাটশ হরিপুর ইউনিয়নের মো. কালু মিয়ার ছেলে মো. নিশানে সঙ্গে একই এলাকার ফারুখ হোসেনের কন্যা ফাহিমা আক্তারের সঙ্গে কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। গোপন খবর পেয়ে জন্মনিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল অভিযান পরিচালনা করে।

এ সময় বরপক্ষ উপস্থিত না হওয়ায় উপস্থিত কনের অভিভাবককে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মানবিক দৃষ্টিতে কনের মা-বাবা থেকে মুচলেকা নেওয়া হয়।

সেই সঙ্গে বরপক্ষের জন্য রান্না করা খাবার উপজেলার হাটশ হরিপুর গোরস্থানের এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।

ইউএনও পার্থ প্রতিম শীল বলেন, কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় দেশের প্রচলিত আইন মেনেই এ বাল্যবিয়ের অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কনের মা ও বাবা শাস্তি হিসেবে বিয়ের বরযাত্রীদের জন্য তৈরি করা সব খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ধরনের বাল্যবিয়ে যাতে না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

অভিযানে কুষ্টিয়া সদর ইউএনও পার্থ প্রতিম শীল ও কুষ্টিয়া মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসসহ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ায় তরুণীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর হুমকি: যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় তরুণীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর হুমকির ঘটনায় রাকিবুল হাসান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রাকিবুল হাসানকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের রওশন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী। বেশ কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি রাকিবুল হাসানের পক্ষে একটি মামলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর সঙ্গে বাদী সহযোগিতা করেন। সে সূত্রে বাদীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়। এরপর থেকে বাদীর ব্যবহৃত মোবাইল ফোনে অশালীন বার্তা পাঠাতেন ও কু-প্রস্তাব দিতেন রাকিবুল। ভুক্তভোগীর মুখ নগ্ন ছবি ও ভিডিওতে সংযুক্ত করে ১৬ জানুয়ারি বাদী হোয়াটসঅ্যাপে ও তার আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে পাঠায় রাকিবুল। এ সময় প্রস্তাবে রাজি না হলে এডিট করা নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত যুবক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুজ্জামান বলেন, রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোন থেকে এডিট করা কিছু ছবি উদ্ধার করা হয়।

ভুক্তভোগী তরুণী বলেন, রাকিবুল হাসান তার ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার রাকিবুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




ঢাকায় নিয়োগ দেবে আগোরা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজার।

যোগ্যতা

প্রার্থীকে বিবিএ পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: সর্বনিম্ন ২৬ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ

৩১ জানুয়ারি, ২০২৪।

সূত্র : বিডিজবস




মেটার নতুন লক্ষ্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স

কৃত্রিম বুদ্ধিমত্তায় ওপেনএআই যে বিপ্লব এনেছিল তার থেকেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ভাবনার উদ্ভব৷ গুগলের এআই এফর্টের প্রধান ডেমিস হাবাশিসও একই লক্ষ্যের কথা বলেছেন। এই দৌড়ে যুক্ত হয়েছেন মার্ক জাকারবার্গও। কবে নাগাদ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স গড়ে তোলা হবে আর বিষয়টিই বা কেমন হবে এ বিষয়ে তো বিস্তারিত ধারণা দেওয়াই হয়নি। তবে মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা দল নিয়ে কাজ শুরু করেছে।

মার্ক জাকারবার্গ এক বক্তব্যে জানান, ‘আমরা যে পণ্য বানাতে চাই সেগুলোর জন্যই জেনারেল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট জরুরি।’ কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই বাড়ছে।

কোম্পানিগুলো একে অপরকে ছাড় দিতে নারাজ। তাদের কাছে ইতোমধ্যে এনভিডিয়া এইচ১০০ জিপিইউ রয়েছে। এই চিপের ওপর নির্ভর করেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপ করছে। জাকারবার্গ জানিয়েছেন তাদের কাছে এই চিপের জিপিইউর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার। তবে ২০২৪ সালের শেষে তা ৬ লাখে পৌঁছাবে। তবে নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এখনও জাকারবার্গ স্পষ্ট ধারণা দিতে পারেননি।

সূত্র: দ্য ভার্জ




কুষ্টিয়ার খোকসাতে কলা চাষে লাভবান বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা

আগের সময়ে সাধারণত গ্রামগঞ্জে বিভিন্ন পতিত জমিতে কলা চাষ করা হতো। কিন্তু কলা চাষে লাভবান বেশি হওয়ায় এখানকার কৃষকরা ফসলি জমিতে বেশ যত্ন করে কলা চাষের ব্যাপক আগ্রহ প্রকাশ করছে স্থানীয় কৃষকরা।

আবহাওয়া অনুকূলে ও ফসলের ন্যায্য মূল্য পাওয়ায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কলা চাষীরা বেশি আগ্রহ প্রকাশ করছেন কলা আবাদে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর কলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৩১ হেক্টর জমিতে। এ পর্যন্ত কলা চাষ হয়েছে উপজেলায় ৪৯৫ হেক্টর জমিতে।

ওসমানপুর ইউনিয়নে ১০১ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এছাড়াও কলা চাষ হয়েছে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৭৭ হেক্টর, আমবাড়িয়া ইউনিয়নে ৩৭ হেক্টর, গোপগ্রাম ইউনিয়নে ৩০ হেক্টর, শোমসপুর ইউনিয়নের ৩৪ হেক্টর, খোকসা ইউনিয়নের ৩৫ হেক্টর, শিমুলিয়া ইউনিয়নে ৪৯ হেক্টর, পৌরসভায় ২৮ হেক্টর, বেতবাড়িয়া ইউনিয়নে ৬৭ হেক্টর ও জানিপুর ইউনিয়নের ৩৭ হেক্টর সহ মোট ৪৯৫ হেক্টর জমিতে এবছর কলার আবাদ হয়েছে।

জানা গেছে ,বেশিরভাগ চাষীরা সবরী কলা ও চাপা সবরী, আনাজি কলা ও সাগরকলা সহ স্থানীয় আরো দুই তিন জাতের কলা আবাদ করেছে। কলা চাষীরা এ সকল জমির মধ্যে সাথী ফসল হিসেবে সরিষা আবাদ করেছে, আবার কেউ আবাদ করেছে কালোজিরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত কৃষকদেরকে কলা চাষের উপযোগী প্রশিক্ষণ ও উচ্চমূল্যের ফলন শীল ফসলের চাষাবাদ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আবহাওয়া ভালো থাকলে স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জায়গায় কলার রপ্তানি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে হবে বলে আশা প্রকাশ করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, কৃষকদেরকে উন্নত প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে কলার বীজ(পোয়া) ও রাসায়নিক সার প্রদান করায় উপজেলার কৃষকরা কলা চাষে উদ্বুদ্ধ হয়েছে। আগামীতেও স্থানীয় কৃষকরা কলা চাষে বেশি আগ্রহী প্রকাশ করবে বলে আশাবাদী।




আবারও মঞ্চে ‘গুনজান বিবির পালা’

পদাতিক নাট্য সংসদের ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলটির ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’ মঞ্চায়িত হবে। এছাড়াও এদিন বিকাল ৪টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার সংলগ্ন লবিতে নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, নাটকের গান, নাটকের অংশ বিশেষ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে।

‘গুনজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। এতে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান, নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল, জয় ,ইকরাম, সালমান শুভ , ফরহাদ সুমন ,আবু নাসেম লিমন, মো. ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জিতু, পলাশ, জিয়া, জেনি, মৃত্তিকা, নাজমা ও শ্রেষ্ঠা।

নাটকটিতে পালা ছাড়াও কাওয়ালি, পুঁথিসহ অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে। পদাতিক নাট্য সংসদ একটি থিয়েটার দল। যার কি-না বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান নাট্য প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি তিনি। দলটির এই নাটকটি—যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুনজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে।




টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আজ পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এর আগে দিনের প্রথম ম্যাচে শরিফুলের দূর্দান্ত হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৭ উইকেটে পরাজিত করেছে দুর্দান্ত ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের ৬৬ রানে ভর করে ১৪৩ রান সংগ্রহ করে কুমিল্লা। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাঈম শেখের ৫২ রানে ভর করে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দুর্দান্ত ঢাকা।

সিলেট একাদশ:

নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিঠুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, বেনি হাওয়েল, তানজিদ হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।

চট্টগ্রাম একাদশ:

আভিস্কা ফার্নান্দো, তামজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম, কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন ও বিলাল খান।

সূত্র: ইত্তেফাক