গাংনীতে পিএসকেএস এর উদ্যোগে মাঠ দিবস অনুষ্টিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাণিসম্পদ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গাংনী শাখার হিজলবাড়িয়া গ্রামে ৭৫ জন খামারি নিয়ে নিবিড় পদ্ধতিতে মাচায় খাসি মোটাতাজা করণ বিষয়ে “প্রাণিসম্পদ খামার দিবস” অনুষ্ঠিত হয়।

উক্ত প্রাণীসম্পদ খামার দিবসে খাসি মোটাতাজা করণের উপকারিতা, কিভাবে অল্প খরচে খাসি মোটাতাজা করা যায়, খাসি মোটাতাজা করণের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, খাসি মোটাতাজা করণের চ্যালেঞ্জ সমূহ সহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করা হয়।

এছাড়াও গবাদিপশু পালেনের উপকারিতা, এর বিভিন্ন সংক্রামক রোগ (পিপিআর,এফএমডি, তড়কা,এলএসডি) ও তার প্রতিকার, নিয়মিত কৃমিনাশক প্রদানের উপকারিতা, এন্টিবায়োটিকের যথাযথ ব্যাবহার রোধ,এফএমডি, তড়কা, পিপিআর রোগের ভ্যাকসিন প্রদানের উপকারিতা,মাচায় ছাগল পালনের উপকারিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

এসময় খামারিদের সংস্থার চলমান বিভিন্ন সেবামূলক ও সমন্বিত কৃষি ইউনিটের চলমান বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে অবহিত করা হয়।

উক্ত খামার দিবসে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা বৃন্দ।উক্ত খামার দিবস বাস্তবায়নে আর্থিক ভাবে সহোযোগিতা করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ)।




জীবননগরে পেঁয়াজের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জীবননগরে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। তারপরও ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জীবননগর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আব্দুল কাদের এবং আব্দুল কাজী নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর একটি ধারায় ৫০০ টাকা করে ১ হাজার জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, সরকার পেঁয়াজের মূল্য ১২০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে। এর বেশি দামে কেউ পেঁয়াজ বিক্রি করতে পারবে না। আজ বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।




কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা হানিফ

কুষ্টিয়াকে উন্নত এবং আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। ঠিক তেমনি করে কুষ্টিয়াকে উন্নত এবং আধুনিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সন্ত্রাস-দারিদ্রমুক্ত উন্নত আধুনিক কুষ্টিয়া গড়ে তোলাই আমার লক্ষ্য।

আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ কার্যালয়ে কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। এই জনপদের মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পর অবহেলিত কুষ্টিয়াকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কুষ্টিয়াকে ঘিরে আমার অনেক পরিকল্পনা ছিল কিন্তু লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, বাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা এটি জঘন্যতম গণহত্যার শামিল। বিএনপি হরতাল অবরোধের ডাক দিলেও পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ে এসব যানবাহন চলাচল করে যাচ্ছে। যানবাহন চলাচল না করলে জনগণের ভোগান্তি হয়, মালিক শ্রমিকের ক্ষতি হয় তাই এসব পরিহার করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা বাস মালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি আতাহার আলী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক নরেন্দ্রনাথ সাহা, সহ সভাপতি আশরাফ উদ্দিন নজু, নির্বাহী সদস্য রুহুল আমিন, জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন লাবলু, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

কুষ্টিয়া উন্নয়নের রুপকার, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি আশরাফ উদ্দিন নজু বলেন, আমাদের জননেতা কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুব উল আলম হানিফ এমপি হওয়ার পর এ জেলার আমুল পরিবর্তন হয়েছে। এ জেলায় ট্রাক টার্মিনাল না থাকায় আগামীতে ট্রাক টার্মিনালের নির্মাণের অনুরোধও জানান তিনি।




দামুড়হুদায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার নাটুদাহে মোবাইল কোর্টে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলন করায় উপজেলার চন্দ্রবাসের চিহ্নিত ভূমিদস্যু শাহ আলম সহ তিন ভূমি দস্যুর ৬০ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এ ঘটনায় এলাকাবাসী সাধুবাদ জানান। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে কৃষি জমি থেকে অনুমোদন বিহীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী চন্দ্রবাস গ্রামের চিহ্নিত ভূমিদস্যু শাহ আলম সহ সর্বমোট তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা ও নাটুদহ পুলিশ ক্যাম্পের সদস্য ও নাটুদহ ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।




আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেছেন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের এসব সমর্থক আজ মঙ্গলবার সকাল  ১১ টার দিকে আলমডাঙ্গার বাবুপাড়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রনেতা আশরাফুল হক বাবুর সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন।

উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক শাহিন রেজার পরিচালনায় ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান রুবেল, হারদি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী বীরমুক্তিযোদ্ধা মোমেনা বেগম, কুমারি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমাদুল হক, তকবুল মেম্বার, শাহিন খন্দকার, নজরুল সাঁইজি, জিনারুল ইসলাম, হারদি ইউনিয়ন যুবলীগ নেতা সাহানুর রহমান টিপু মেম্বার, রুবেল শেখ, শাহিন খাঁন, রবিন খাঁন, তৌফিক, উপজেলা যুবলীগের সদস্য সনি রাজ, আহার আলী, হাসিবুল মেম্বার, লক্ষণ কর্মকার, রবিউল ইসলাম, রাব্বি, রেজাউল হক, হাবিল, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক সিদ্দিক, আশা, হাফিজ, জিবন, মাসুম বিল্লাল, আশাবুল, মারুফুল হক, আব্দুল হালিম (মুরগি), পৌর কৃষকলীগ নেতা সবুজ, আজম খাঁন, ভাঙবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা রাজ, বকুল আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, ছাত্রলীগ নেতা শেখ ইমতিয়াজ নিপ্পন, শাহারিয়ার তপু, এসকে শাকিল, শাকিব আহমেদ, সাব্বির রহমান, সজিব আহমেদ।

মতবিনিময়ে বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যার পক্ষ্যেই ভোটের মাঠে নামি না কেনো কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার শেখ সামসুল আবেদীন খোকন ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবো। আপনারা কোন রকম বিভ্রান্ত হবেন না। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।




দামুড়হুদায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সম্পত্তি, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, চোরাচালান প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, নাশকতাকারীরা যেনো জ্বালাও পুড়াও করতে না পারে সেদিকে সর্বক্ষণ আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমান দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অপরদিকে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেন। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, অপ্রাপ্ত বয়সে বিয়ে হয়। বাল্যবিবাহ মেয়েদের উপর স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে। বাল্য বিবাহের কারণে তাদের শিক্ষার সুযোগ সীমিত হওয়া, সহিংসতা বৃদ্ধিসহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায়। উপজেলায় বিবাহ পরানোর কাজে নিয়োজিত কাজী ও ইমামদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা সহ জবাব দিহিতায় রাখা হবে, উঠতি বয়সী তরুণ প্রজন্ম স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মরণব্যাধি মাদকের সাথে জড়িয়ে পড়ছে ধ্বংস হচ্ছে পরিবার-পরিজন, মাদকের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সচেতন হতে হবে তাহলে মাদক নির্মূল করা সম্ভব।

এসময় বক্তারা বলেন, উপজেলায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত বিভিন্ন স্থানে ক্লিনিক খুলে অপারেশনের নামে চলছে রমরমা গলাকাটা বানিজ্য। এসব ক্লিনিকে নেই কোন ডিগ্রীধারী ডাক্তার ও নার্স। ফলে গ্রামের সাধারণ মানুষ বলির পাঠা হচ্ছে। কয়েকদিন আগেও কার্পাসডাঙ্গা বাজারে একটি ক্লিনিকে একজন প্রসূতির মৃত্যু হয়। তাই অতি দ্রুত এসব ক্লিনিক গুলোকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি মাহবুবুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলার বিজিবি ক্যাম্পের প্রতিনিধি বৃন্দ, দামুড়হুদা উপজেলা আনসার ভিডিপি অফিসার রাফেজা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছা: মারিয়া মাহবুবা, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




নিয়োগ দিবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

পদের নাম: আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক।

বিভাগ: ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন সেলস, ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস, ফিল্ড ওয়ার্কের জন্য ইতিবাচক মানসিকতা, সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ২৫ থেকে ৩৪ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, টার্গেটের ওপর ভিত্তি করে প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৩




মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

এসো নতুন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন এ শ্লোগানকে ধারণ করে মেহেরপুর সরকারি মহিলা কলেজ এ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে কলেজ চত্ত্বরে মেহেরপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল ইসলাম,কথাসাহিত্যিক রফিকুর রশীদ,প্রাক্তন সহকারী অধ্যাপক ড. গাজী রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




ডিমের খোসার টিউলিপে সাজান ঘর

সাধারণত ডিম খেয়ে আমরা খোসা সঙ্গে সঙ্গে ফেলে দেই। এই খোসা দিয়ে অনেকে গাছের জন্য সারও তৈরি করে থাকেন। তবে ঘর সাজানোর জন্য ডিমের খোসা হতে পারে একটি চমৎকার উপকরণ সে বিষয়ে অনেকের ধারণা নেই।

টিউলিপ সুন্দর একটি ফুল। সবসময়ে ফুল কিনে ঘর সাজানো হয়ে ওঠে না। তবে অল্প সময়ে ঘর সাজাতে চাইলে ডিমের খোসা দিয়েও বানাতে পারেন টিউলিপ।

যা যা লাগবে

ডিমের আস্ত খোসা (যে কয়টি ফুল আপনি বানাতে চান)
কাগজ
আঠা/হট গ্লু
স্প্রে পেইন্ট
এক্রেলিক বা ফেব্রিক কালার
কেঁচি

যেভাবে বানাবেন

ডিম ভাঙার যময় যেকোনো এক মাথা ফুটো করে ডিম বের করে নিয়ে খোসাগুলোকে পরিষ্কার করে খোসার ওপরে ও ভেতরে পছন্দমতো রঙ করুন।

ফুলের ডাঁটি তৈরি করার জন্য চিকন ও লম্বা করে কাগজ কেটে রোল করে নিন। কেটে নেওয়া কাগজ রোল করে ডাঁটি বানান। একটি মাথায় কেঁচি দিয়ে লম্বাভাবে খানিকটা কেটে নিন, নির্দিষ্ট দূরত্বে রেখে কাগজের সরু অংশটুকু ৫/৬ টুকরো করে ছড়িয়ে নিয়ে বাইরের দিক দিয়ে একটু চাপ দিন। এর ফলে মাথাটি অনেকটা ফুলের মত লাগবে।

কয়েকটি সবুজ কাগজ পাতার শেইপে লম্বা করে কেটে নিন। ডিমের খোসাটিকে কাগজের রোলের ফুলের মতো মাথাটিতে আঠা দিয়ে লাগিয়ে নিন। এতে রোলের পছন্দমতো স্থানে পাতাগুলো লাগিয়ে ডিমের খোসার টিউলিপ ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলুন ফুলদানিতে।




মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা

মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সু প্রতিবেশী মহিলা সমবায় সমিতি সভাপতি রেহেনা খাতুনের সভাপতিত্বে এবং কো-অপারেটিভ অফিসার জয় চক্রবর্তী ও মেহেরপুর সিডিপি এর সিএমসি সাবানা খাতুন এর সঞ্চালনায়,বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার শ্রী প্রভাস চন্দ্র বালা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা সমবায় অফিসার জহুরুল ইসলাম, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, গুডনেইবারস এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ, গুডনেইবার্সের মেডিকেল অফিসার ডাক্তার শুভ কুমার মজুমদার, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনজুয়ারা খাতুন, কোষাধ্যক্ষা নাসিমা খাতুন।

বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন,২০২২-২৩ সালের আয় ব্যয় উপস্থাপন, আর্থিক বিবরণী হিসাবব নিকাশ পেশ, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট ও সম্পূরক বাজেট উপস্থাপন আর্থিক বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, সার্ভিস রোল প্রণয়ন ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত, কার্যভাতা ও উৎসাহ ভাতা বার্ষিক লভ্যাংশের হিসাব উপস্থাপন, সদস্য ভর্তি ও বাতিল সংক্রান্ত সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ কো-অপারেটিভ এর সার্বিক উন্নয়নের গুডনেইবারর্স এর সম্পৃক্ততা নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নের সমবায় সমিতির ভূমিকা, সমবায় সমিতির উন্নয়নে উপজেলা সমবায়ের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।

সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির ২৭৫ জন সদস্য অংশ অংশগ্রহণ করেন।